নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৭৫

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৮



১। প্রতি বছর নদী ভাঙন হচ্ছেই।
চারিদিকে পানি আর পানি। এতো পানির মাঝে পান করার মতো একফোঁটা পানি নেই, খাবার নেই, ওষুধ নেই, নেই মাথা গোঁজার ঠাঁই। শুধু বায়বীয় দোয়া করলে হবে না। কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ছোট বাংলাদেশে ৫ লাখেরও বেশি ইমাম খতিব আছেন, ৫৫ হাজারেরও বেশি পীর আছেন। ৫০ লাখেরও বেশি আলেম-উলামা আছেন, ১২ হাজারেরও বেশি মাজার-দরবার আছে। প্রত্যেকে মাত্র ১০০ টাকা করে দিলেও বাংলাদশে কেউ কোনদিন অভূক্ত থাকবে না।

২। সবার'ই একটাই কথা, বই পড়ার সময় নেই।
জীবিকার প্রয়োজনে আমাদের অনেকটা সময় অতিবাহিত হয়, তা ঠিক । সত্যি কথা বলতে, যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের অনেকেরই মনে হয়, বই পড়ে কী লাভ? ভোগবাদি জীবনের হাতছানি মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই বই পড়ার জন্য কেউ সময় নিতে চাইছেন না।

বই না পড়ার ফলে অসংস্কৃত, অমার্জিত মানুষজনের সংখ্যা বাড়ছে। ভদ্র, রুচিশীল, সংবেদনশীল, হৃদয়বান মানুষের সংখ্যা দিনদিন কমে আসছে। মানুষের জীবনের গভীরে আত্মসঙ্কট দেখা দিয়েছে। কে যেন বলেছিলেন, ‘ভুখা মানুষ হাতে নাও বই, এই তোমার হাতিয়ার।’ সত্যজিতের ‘হীরক রাজার দেশে’ ছবিটির কথা ভাবুন সেখানে পাঠশালার পন্ডিতমশাইয়ের বাড়ি থেকে সব বই বের করে হীরকরাজার অনুচরেরা পুড়িয়ে দিচ্ছে।

সবচেয়ে সহজ সরল সত্য কথা হলো- এই যুগে বই-ই আমাদের প্রকৃত এবং শ্রেষ্ঠ বন্ধু।

৩। “মানুষের মনুষত্বই হলো বড় ধর্ম।
মনুষত্ব মানুষের মাঝে মানবতাবোধকে জাগ্রত করে। সমাজকে কিছু দেবার শিক্ষা দেয়। এতে কোনো হানাহানি নেই, নেই কোনো গোড়ামি। সব কিছুর মূলে রয়েছে শিক্ষা। প্রকৃত শিক্ষা মানুষকে ভালভাবে বাঁচতে শেখায়”
—যতীন সরকার
বিশিষ্ট চিন্তাবিদ ও প্রগতিসাধক যতীন সরকারের আজ ৮৫তম জন্মদিন।

৪।

৫। 'মেয়েটা বলল, 'জগতে বয়স বলতে কিছু নেই'।
ছেলেটি বলল, 'নেই?'
'না'।
'তাহলে কী আছে?'
'তাহলে যা আছে, তার নাম স্পর্শ'।
'স্পর্শ?'
মেয়েটি বলল, 'হু, স্পর্শ! কেউ কেউ একজনমেও কাউকে ছুঁয়ে দিতে পারে না, কেউ কেউ ছুঁয়ে দিয়ে যায় এক মুহূর্তে, সেই এক মুহূর্তের স্পর্শে কেটে যায় জনম জনম'।'

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫০

চাঁদগাজী বলেছেন:


জাহিদ মালেক কিসের জন্য প্রসিদ্ধ?

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: উনি তো বিখ্যাত কেউ না।

২| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: আসলেই সত্য -

১।বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?
২।বইয়ের চেয়ে ভাল ও বড় বন্ধু কেউ নেই।
৩।মানব ধর্মের উপর বড় কোন ধর্ম নেই ।
৪।প্রকৃত ভালবাসা ,অনুরাগ-বিরাগ এর জন্য দীর্ঘ মেয়াদী সময় বা অবস্থান জরুরী নয়।তার জন্য এক মুহূর্তই যথেষ্ট।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: ৩ নং ইয়েস।

৩| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৬

শেরজা তপন বলেছেন: হুম এবারেরটা একটু কেমন যেন!

আলেম ওলামার সংখ্যাটা মনে হয় বাড়াবাড়ি হয়ে গেছে। আর ওরা টাকা দেবে কেন- ওদের সংখ্যা গরিষ্ঠের জন্ম হয়েছে টাকা নেবার জন্য।

শেষটুকু ভাল লাগল।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১০

নেওয়াজ আলি বলেছেন: নদী ভাঙ্গন বন্ধ হলে পলিটিক্স করা যাবে না । আমার ধারণা মানবিক এবং মনুষ্যত্ববোধ সম্পূর্ণ মানুষ বই বেশী পড়ে। শেষের কথাটা মন ছোঁয়া।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই। ভালো থাকুন।

৫| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৮

অজ্ঞ বালক বলেছেন: ১/ যাদের কথা কইলেন তাদের মধ্যে অনেকে না খাইয়া দিন কাঁটায়, এতটাই কষ্টে থাকে। ওয়াজ কইরা, কিংবা পানি পড়া, মিলাদ পড়াইয়া বড়লোক হয় হাতে গোণা কয়েকজন।

২/ বই হইলো ভালোবাসার আরেক নাম। তবে জীবন পাল্টানোর ক্ষেত্রে, লাইফে শাইন করার ক্ষেত্রে তার ভূমিকা কম-পাঠ্যবই না হইলে।

৫/ আরিস্লা, সে কি লেখছেন ভাই। পেলাচ, পেলাচ।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

৬| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: আজকাল ভাল লেখলেও মানুষগুলো মিছিল করে না
তারা আগেই বুঝে যায় কি হচ্ছে কি হবে---------------------

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: হতে পারে।

৭| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৫

অন্তরা রহমান বলেছেন: আমার ছেলেদের যত্ন নেয়া ছাড়া, বই পড়ারই সময় থাকে শুধু।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: ছেলেরা ঘুমিয়ে গেলে বই পড়বেন।

৮| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৭

ঘরহীন বলেছেন: ৫ নাম্বার গল্পে ছক্কা মেরে দিয়েছেন। অসাধারণ।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।

৯| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: বৈচিত্র্যময় লেখা কিন্তু ছবির আকাল!!

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: মোটেও ছবির আকাল না। হাজার হাজার ছবি আমার তোলা আছে।

১০| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৬

ইসিয়াক বলেছেন: ৫ নম্বরটা ভালো লাগলো।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.