নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নূরা পাগলার কবিতা

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৩



ব্যস্ত এই শহরের পাগল আমি-
গাছকে ভালোবাসতে হবে, তবেই পৃথিবী সুন্দর হবে
ভালো মানুষ জানে- সে ভালো, খারাপ জানে সে খারাপ
নূরা পাগলা ভুলে গেছে, বাংলাসাহিত্যের প্রথম মহিলা কবি কে
সারাটা দিন কেটে যায় অথচ আকাশ দেখা হয় না
তোমাকে আমারে আগে কেউ চুমু খায়নি নীলা?
সকালের নাস্তা আধ বোতল মদ আর এক প্যাকেট কুকি বিস্কুট
রাস্তার কোনো গাড়ি আমাকে চাপা দিবে না, আমি জানি
শেখ মুজিবকে ওরা হত্যা করেছিলো কেন?
এই শহরে মানুষ কি হঠাৎ বেড়ে গেছে-
পথে পথে এতো বেশি মানুষ মনে হচ্ছে কেন?
একমাত্র হাসিনার হাতেই দেশকে নিরাপদে রাখা সম্ভব
কারণ, আ’লীগ উন্নয়নে বিশ্বাস করে। হে হে...
সবচেয়ে বড় কথা- জননেত্রী শেখ হাসিনার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নেই
কাজেই তিনি যা করবেন দেশ এবং দেশের মানুষের ভালোর জন্যই করবেন
执㝧执瑩浻牡楧㩮㔱硰执㝧执獧浻牡楧敬 㩮㔱硰执
পৃথিবীতে যে সবচেয়ে বেশি আমাকে বোঝে, সে হল আমি নিজেই
নূরা পাগলার অমর বানী- বাবা'রা লাইনে থাকিস।



.



মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর একটা কবিতা।

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: বড় ভাই কি যে বলেন!!!!

২| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০২

সোহানাজোহা বলেছেন: আপনার পোস্টের একটি লাইন দূর্ভেদ্য চাইনিজ ভাষা, যার অনুবাদ হচ্ছে না।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: এটা নূরা পাগলার কবিতা।
পাগল মানুষ, কি না কি লিখেছে!!!

৩| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:২২

ফারহানা শারমিন বলেছেন: বাবারা লাইনে থাকিস.।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: লাইনে থাকলে আর কোনো সমস্যা নাই।

৪| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যে সকল নারী বোরখা পরিধান করেন তাদেরকে অন্য পুরুষ দেখতে পায় না সত্য ।
কিন্তু তারা তো অন্য পুরুষদেরকে ঠিকই দেখতে পান।
পুরুষদেরকে দেখার ফলে এই বোরখা ওয়ালী নারীদের কি পাপ হচ্ছে না?

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: পাপ পূর্ন নিয়ে তো আপনার কোনো চিন্তা ভাবনা নাই।

৫| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দারুন হয়েছে পাগলের প্রলাপ।
একমাত্র পাগলি বুঝবে এই
পাগলের কবিতার মর্ম !!
বাবারা লাইনে থাকিস !!

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: সে পাগল তাও তার কবিতার প্রতি ভালোবাসা আছে।

৬| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক লাইন চায়নিজে তিনটা ভুল !!! :P :P

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: পাগল মানুষ ভুল হতে পারে।

৭| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৫

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইজান।

৮| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৭

অজ্ঞ বালক বলেছেন: পাগলের কবিতা লিখতে, বুঝতে কি পাগল হওয়া লাগবো নাকি রাজীব ভাই? সুন্দর হইসে। অসংলগ্নতাটারে ভালোমতই ক্যাচ করসেন।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: নূরা পাগল কবিতাটা লিখেছেন। এবং সে বলেছে এটা ব্লগে পোষ্ট করতে। আমি করেছি।

৯| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩১

রাকু হাসান বলেছেন:

শেষ দুই লাইন দারুণ লাগলো।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া হাসান ভাই।

১০| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৫

পদ্মপুকুর বলেছেন: শেষ দিকের তৃতীয় লাইনে কি করোনার ভ্যাক্সিন এর সূত্র লেখা? :-B

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: হতে পারে।
পাগল মানুষ কি না কি লিখেছে।

১১| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:০২

জুন বলেছেন: ভালো লাগলো নুরা পাগলাকে নিয়ে কাব্য।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: আহ হা--
নূ পাগলাকে নিয়ে না। নূরা পাগলা লিখেছে এটা।

১২| ২১ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৩১

কবিতা ক্থ্য বলেছেন: অসাধারন কবিতা।
পাগল হইতে পারলে ভালো হইতো।
জীবন হইতো টেনশন বিহীন, নূরা পাগলা ভালো থাকুক- এই কামনা।

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৩| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন:




এই কবিতাটি পড়ে ঠিক করলাম আর কবিতা লিখবো না :(

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: হায় হায়----

১৪| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫২

জাহিদ হাসান বলেছেন: এই কবিতারে নোবেল দেওয়া হোক।

২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: দূরওওও কি যে বলেন !!!!!!!!!!!!! লজ্জা লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.