নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মানুষের সভ্যতা ধ্বংস করার জন্য যে বিজ্ঞানীরা এটোম বোমা বানায়, তাদের কি তুমি বুদ্ধিমান বলতে পারো?
২। কাউকে ভালোবাসার চেয়ে তাকে বিশ্বাস করাটা বড় জিনিস। কারণ আপনি যদি কাউকে বিশ্বাস না করতে পারেন তাহলে কাউকে ভালোবাসবেন কিভাবে? আর যাকে বিশ্বাস করবেন তাকে আপনি সবসময় ভালোবাসতে পারবেন। তাই ভালোবাসার চেয়ে বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস।
৩। ১৯৭১ সাল। যুদ্ধ চলছে, তাকে এখন দেশ মাতৃকার সেবায় না গেলেই নয়। সে তার স্ত্রীকে শেষ বারের মত বিদায় জানায়, স্ত্রী কাঁদতে কাঁদতে তাকে না যাওয়ার জন্য অনুরোধ করে। স্ত্রীর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে সে জানায় যে, “আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি জানো যে আমাকে যেতেই হবে”। স্ত্রী মাথা নাড়ায় আর মুক্তিযোদ্ধাটি পিছন ফিরে চলতে শুরু করে। তার স্ত্রী তার দিকে তাকিয়ে থাকে তাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায়, একই সাথে কষ্ট, অভিমান আর অহংকারের এক মিশ্র অনুভূতি নিয়ে।
৪। একই টাকা হাজারো মানুষের হাতে চক্রাকারে ঘোরে। শেষ পযর্ন্ত ছিড়ে যায় যা আর কখনও কাজে লাগানো সম্ভব হয় না। কিন্তু একই জ্ঞান হাজারো মানুষের কাছে গেলে আরও বৃদ্ধি পায়। একে না যায় ধরা, না যায় ছোয়া, না যায় ছেড়া, না যায় ফিরিয়ে নেয়া। তাই টাকার পিছনে না ছুটে জ্ঞানের পিছনেই ছুটো। পাবে হাজারো সম্ভাবনার পথ।
৫। এক জীবনে আপনার দশটি বাড়ি, দশটি গাড়ি, দশটি নারী থাকলে ও অর্থনীতির সূত্র হিসেবে আপনি সুখী হতে পারবেন না!
আর আপনি সুখ খুঁজে হয়রান হয়েও সুখ পাবেন না, সুখ পেতে হলে আপনাকে আপনার নিচের জনের দিকে তাকাতে হবে!
৬। ২১ শে আগষ্ট!
দুপুর তিনটায় আমি গুলিস্তান ছিলাম গোলাপ শাহ মাজারের উত্তর পাশে আমার চাচার দোকানে ছিলাম। সেখানেই দুপুরের খাবার খাই।
সেদিন আমার মনটা খুব খারাপ ছিল। কথা ছিল বিকেলে শহীদ মিনারের সামনে আসবে সুরভি। আমরা রাত আট টা খুব আড্ডা দিব। কিন্তু সুরভি বলল, সে আজ আসতে পারবে না। আমি মন খারাপ করে চাচার দোকানে বসে আছি।
বিকেলে গেলাম পার্টি অফিসে। নেতাদের বক্তব্য শুনছি খুব মন দিয়ে। তখনও শেখ হাসিনা এসে উপস্থিত হননি। আমি একেবারে ঠেলে ঠুলে ট্রাকের সামনে(মঞ্চে) চলে গিয়েছি। দূর থেকে বক্তব্য শুনে মজা নেই। চারদিকে অসংখ্য মানুষ। নেতারা একের পর এক এসে বক্তব্য দিয়ে যাচ্ছেন। ঠিক এরকম সময় দু'টা ঘটনা ঘটে। মাইকে ঘোষনা দেয় শেখ হাসিনা এসে উপস্থিত হয়েছেন। এবং আমার মোবাইলে ম্যাসেজ দেয় সুরভি সে শহীদ মিনারের সামনে এসেছে।
আমি সাথে সাথে সমাবেশ থেকে বের হয়ে গুলিস্তান পার্কের কাছে এসে রিকশা নিই। তারপরের ঘটনা সবাইই জানেন। সুরভি ফোন না দিলে সেদিন কি হতো কে জানে! নিজের চোখে দেখেছি ভয়াবহ অবস্থা। রিকশায় করে, ভ্যানে করে আহতদের নিয়ে যাচ্ছে ঢাকা মেডিকেল।
২১ শে আগস্ট, ২০২০ রাত ১:১৪
রাজীব নুর বলেছেন: সেখানে আমার চাচার দোকান। তাই গুলিস্তান গিয়েছিলাম।
২| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১:২০
নেওয়াজ আলি বলেছেন: ২১ শে আগষ্টের সুষ্ঠ তদন্ত করে বিচার করা দরকার ছিল তখনকার সরকারের। তখন তারা গদিতে বসে সুখী ছিল এখন রাস্তায় রাস্তায় ঘেউ ঘেউ করে
২১ শে আগস্ট, ২০২০ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: ঘটনা তো তারাই ঘটাইছে।
৩| ২১ শে আগস্ট, ২০২০ ভোর ৫:৫৫
জগতারন বলেছেন:
এই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার হত্যাকান্ডে জড়তি খালদো ও তারকেরে যথোপযুক্ত ও দ্রুত শাস্তি চাই।
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: শাস্তি তারা পাচ্ছেন। তারা শাস্তির মধ্যেই আছেন।
৪| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৭:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নেতারা দায়ী। বিজ্ঞানীরা নন।
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: বিজ্ঞানীড়া তো মানূষে রকল্যানে কাজ করেন। আর নেতারা নিজেদের কল্যানে।
৫| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১৯
কবিতা ক্থ্য বলেছেন: ৬ নং টা আসলেই অবিশ্বাস্য।
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: হয়। এরকম হয়।
৬| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫১
বিডিসাস্থ বলেছেন: ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার হত্যাকান্ডে জরিত সকলের বিচার হোক ।
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: বিচার হবে।
৭| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫১
ইসিয়াক বলেছেন:
যারা এটম বোমা বানায় তারা কোন যুক্তিতে ভালো মানুষ নয়।
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: হতে পারে।
৮| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৫
ইসিয়াক বলেছেন:
২ নম্বর আমি বিশ্বাস করি পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই ,আছে প্রয়োজন,স্বার্থ।
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: না কথাটা ঠিক না।
৯| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেখ হাসিনা কয়েক বারই অল্পের জন্য বেঁচে গেছেন।এমন করে যদি সেখ মুজিব বেঁচে যেত।
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: সব আল্লাহর ইচ্ছা।
১০| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ১। অনেক বছর আগে কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীর মজুদ বোমাগুলির শক্তি ব্যবহার করে পৃথিবী ও চাঁদকে ৭ বার ধ্বংস করে ফেলা সম্ভব।
৫। এই সূত্রটা অনেকেই জানে না, তাই অনেক থেকেও ভালো থাকে থেকে বঞ্চিত হয়।
৬। আল্লাহই সব নির্ধারণ করেন। আজ আমার ছোট মেয়ের জন্ম দিন। আমি তারিখ মনে রাখতে পারি না, তবে এই তারিখটা মনে রাখার দরকার পরে না। এমনিতে মনে থাকে।
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
আপনার মেয়ের জন্য শুভ কামনা।
আপনার মেয়ের নাম কি?
১১| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫৮
ভুয়া মফিজ বলেছেন: ৫ নং.....একজন পুরুষের দশটা নারী থাকলে তার সুখী হওয়ার কোন চান্স এমনিতেই নাই। বাড়ি-গাড়ির সংখ্যা এখানে ইমম্যাটেরিয়াল। আর এটা বুঝতে কোন সূত্র লাগে না।
৬ নং......আগেও একবার দিয়েছেন।
আপনার স্টক মনে হয় পড়তির দিকে। আজকাল প্রায়ই কুমীরের ছানা দেখাচ্ছেন!!
২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: স্টক ভরতি আছে।
যেদিন স্টক শেষ হবে, সেদিন ব্লগিং ছেড়ে দিব।
১২| ২১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজও আমি আপনর উপরে !!
মনে হয় ফেবিকলের জোড় !!
সুরিভি ও্ই দি্ন আসলোনা কেন?
তখনিকি আপনাদের বিয়ে হয়নি?
২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: না। হয়নি।
১৩| ২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২১
দেব জ্যোতি কুন্ডু বলেছেন: বানিগুলো ভালো লাগলো।আর জন্ম মৃত্যু সে ভাগ্য।
২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: সব ভাগ্যের উপর ছেড়ে দেওয়া কি ঠিক?
১৪| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:১৯
ঘরহীন বলেছেন: ৬ নাম্বার পড়ে শিউরে উঠলাম। অনেক মানুষের দোয়া আছে আপনার উপর।
২১ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: আছে নাকি?
১৫| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোলাপ শাহ মাজারের উত্তরে আপনার
চাচার দোকান এখনো আছে ? কি নাম
দোকানের?
২১ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫১
রাজীব নুর বলেছেন: আছে। আছে। এখন দোকানের সংখ্যা আরো বেড়েছে। নবাবপুর আছে। গুলিস্তান শপিংমলে আছে।
১৬| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:৫২
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: আপনি সৌভাগ্যবান, বেঁচে গেছেন। ঐদিন এতটা সৌভাগ্য খুব কম মানুষের ছিল।
২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১৭| ২২ শে আগস্ট, ২০২০ সকাল ৭:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
২ নম্বর আমি বিশ্বাস করি পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই ,আছে প্রয়োজন,স্বার্থ।
আঙ্গুর ফল খেতে না পেলে টকই হয়!!
২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ভুল কথা। ভুলের মধ্যে আছেন।
১৮| ২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৭
দেব জ্যোতি কুন্ডু বলেছেন: দুর্ঘটনাকে কী বলা যায় ?
২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: ভাগ্য। কপালের ফের।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১:০৪
আমি সাজিদ বলেছেন: পার্টি অফিসে গেলেন মানে? আপনার সাথে এরপর থেকে দেখি হিসেব করে কথা বলতে হবে। সে যাই হোক, জীবন বাঁচানোর কারন হওয়ার জন্য আপমার সে সময়ের প্রেমিকা আর এসময়ের স্ত্রীকে আজীবন ধন্যবাদ দেওয়া উচিত আপনার।