নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মহাবীর খালিদ বিন ওয়ালিদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৩



মৃত্যুশয্যায় সাহাবী খালিদ বিন ওয়ালিদ।
দূর্বল কন্ঠে তাঁর স্ত্রীকে বিছানায় পাশে বসতে বললেন। খুব প্রয়োজনীয় একটি প্রশ্নের উত্তর জানা যে বাকি রয়ে গেছে!

এই সেই মহাবীর খালিদ যিনি সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সেনাপ্রধান।
যার নেতৃত্বে মুসলিম বাহিনী ১০০ টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটাতেই পরাজয় বরণ করেনি। তার রণকৌশল আজও বিভিন্ন দেশের সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় পাঠ্য হিসাবে শিখানো হয়! তাঁর নামে মুসলিম দেশগুলোতে আজও অনেক ব্রিগেড, যুদ্ধবিমান ও নৌযানের নামকরণ করা হয়।
এই সেই খালিদ বিন ওয়ালিদ যাকে স্বয়ং রাসূল মুহাম্মদ (সা.) 'সাইফুল্লাহ' উপাধি দিয়েছিলেন, যার মানে আল্লাহর তরবারি।
এই সেই খালিদ যিনি মুসলিম বাহিনীর সেনাপ্রধান হিসেবে তুখোড় বিজয়ী আর ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তৎকালীন খলিফা উমর ইবনুল খাত্তাবের নির্দেশে বিনা বাক্য ব্যয়ে সেনাপ্রধানের পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ সৈনিক হিসেবে লড়াই করা শুরু করেন। নেতার নেতৃত্ব মানতে হবে, এতো ইসলামে ভীষণ জোড় দিয়ে বলা। নেতার নির্দেশের প্রতি আনুগত্য একজন সত্যিকার বীরের মহত্ব।

স্ত্রীকে খালিদ বললেন, 'প্রিয়তমা স্ত্রী, আমি বেশিক্ষণ বাঁচবো বলে মনে হচ্ছে না।
একটা আফসোস এই বিদায় বেলায় ভীষণ কষ্ট দিচ্ছে, তুমি কি উত্তর দিতে পারো'? খালিদের স্ত্রী বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, 'হে মহাবীর, কি প্রশ্ন আপনার মনে'? ৫৭ বছরের খালিদ বললেন, 'তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো, এমন কোনো স্থান কি আমার শরীরে আছে যেখানে শত্রুর তরবারীর আঘাত নেই'?
দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিলেন, 'না, আল্লাহর রাস্তায় আপনি এতো বেশি যুদ্ধ করেছেন যে শত্রুর আঘাত আপনার সারাটা শরীরেই আছে'।
খালিদ বিন ওয়ালিদ তখন দুঃখ নিয়ে বললেন, 'আল্লাহর কসম, প্রতিটা জিহাদে আমার নিয়ত থাকতো যেনো আমি ময়দানে শত্রুর আঘাতে মারা যাই, তাতে যেনো শহীদের মর্যাদা পাই। কিন্তু আফসোস, দেখো আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমারই বিছানায়! আমায় কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চাননা'?
স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ মৌন রইলেন। এরপর করলেন সেই বিখ্যাত উক্তি, 'আপনার নাম স্বয়ং রাসূল (সা.) রেখেছিলেন ‘সাইফুল্লাহ’- এমন কোনো তরবারী কি দুনিয়ায় আছে যেটা আল্লাহর তরবারীর মোকাবেলা করতে পারে? তাইতো ময়দানে আপনার মৃত্যু হয়নি কারন আল্লাহ তাঁর তরবারী মাটিতে লুটিয়ে যেতে দেননি'। ভীষণ খুশি হলেন খালিদ বিন ওয়ালিদ, বুঝতে পারলেন আল্লাহর ইচ্ছা এবং কিছুক্ষণ পরে শান্তিতে বেহেস্তের রাস্তায় চলে গেলেন।

আমরা অনেকেই সম্রাট জুলিয়াস সিজারের গুনগান করি, আলেকজান্ডারের ঘটনা মন দিয়ে শুনি, নেপোলিয়ানকে শ্রেষ্ঠ বলি। অথচ নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করলে সবাই একবাক্যে স্বীকার করবে যে জেনারেল খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বগুণ, বীরত্ব আর রণকৌশলের সামনে অন্য যেকোনো সেনা নায়কই তুচ্ছ।

খালিদ বিন ওয়ালিদকেই আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা মনে হয়। আর এসব কোনো কল্পকাহিনী নয়, ইতিহাস ঘাটলেই তাঁর শ্রেষ্ঠত্ব প্রমানিত হয়। এমন বীর সাহাবীদের জীবনী যেনো আমাদের প্রতিদিনের পথচলায় অনুপ্রেরণার উৎস হয়...

​​​​আমাদের ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্যতে ইসলামি ব্যক্তিত্ব এমনভাবে তুলে ধরা হয় না বিধায় ইসলাম এতটা ক্ষতিগ্রস্থ।

মন্তব্য ৫১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছেন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: এসব কি সত্য কাহিনী? কল্প কাহিনী হতে হবে।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

শোভন শামস বলেছেন: চমৎকার +++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: রুপকথা। বাস্তব ভিত্তি নেই।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


আগামীতে নুরু আসছে "রগ কাটার যন্ত্র" নিয়ে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: আমাদের ব্লগের নুরু? না ভিপি নূরু?

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লিখেছেন ।
সত্যিই তাঁর রণকৌশল ছিল অসাধারণ ।
মহাবীর খালিদ বিন ওয়ালিদের সেনাপতিত্বে মাজা-আল-দিবাজের যুদ্ধে
বাইজেন্টাইন সেনাদলের (নীল) বিরুদ্ধে মুসলিম বাহিনীর (লাল) রণকৌশল।




০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম প্রচারের জন্য যুদ্ধ করতে হবে কেন?
মানুষকে কেন আঘাত করতে হবে?

এই সব তথাকথিত বীরদের কাহিনী শুনতে ইচ্ছা করে না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: আরে বড় ভাই এসব জানার দরকার আছে।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


তখনকার দিনে পাথর মারামারিকেও যুদ্ধ বলা হতো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: কত হাস্যকর যুদ্ধ যে হয়েছে। অথচ একটু ছাড় দেওয়ার মানসিকতা থাকলে এত এত যুদ্ধ হতো না।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪১

সাজিদ উল হক আবির বলেছেন: রাজীব স্যার আমাদের বাংলা ব্লগের খালিদ বিন ওয়ালিদ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: ভাইজান আমি অতি তুচ্ছ মানুষ। ভাঙ্গা কূলার ছাই বলতে পারেন।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: বীরের কাহিনি পড়লে বীর হতে মন চায়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: আমার এরকম মনটয় চায় না।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৩

দারাশিকো বলেছেন: ভালো পোস্ট।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: এটা মোটেও ভালো পোস্ট না।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এরা মধ্যযুগীয় বর্বর।লক্ষ লক্ষ লোককে অকারন হত্যা করেছে।হাজার হাজার নারীকে দাসি বানিয়ে বিক্রয় করেছে।এদের নিন্দা করার ভাষা আমার জানা নেই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: সহমত।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৪৮

অনল চৌধুরী বলেছেন: যেকোনো বিষয় নিয়েই বিতর্ক করা যায়।
কিন্ত একথা স্বীকার করতেই হবে, আরবদের শাসন ব্যবস্থা পারসিক, রোমান ও গ্রীকদের চেয়ে অনেক উন্নত ছিলো। তাদের অধীন অন্য ধর্মের অনুসারীরা যে সন্মান ও মর্যাদা পেতো, সেটা অন্য কোনো ধর্মের শাসকরা বিধর্মীদের দিতো না। স্পেনের খ্রীষ্টান রাজা-রানী ফার্ডিন্যান্ড-ইসাবেলা চক্র পুরো গ্রানাডা ধেকে মুসলমানদের বিতাড়িত এবং ধর্মান্তরিত করেছিলো।
আরবরা কি শুধু কয়েকটা জাতির ভাষা ধ্বংস ছাড়া এসব করেছে?
তুর্কি ওসমানীয় আর ভারতের মোগল ভন্ডদের সাথে কোনোভাবেই এদের তুলনা করা যাবে না।
তাদের নৈতিকতার মান অনেক উন্নত ছিলো।
আলেকসান্ডার ,চেঙ্গিস, হালাকু,তৈমুর, কলম্বাস বা নেপোলিয়নের মতো তারা অকারণ গণহত্যা বা লুটপাট চালাননি।
বরং জ্ঞান-বিজ্ঞানসহ মানব-সভ্যতার অগ্রগতিতে তাদের অনেক অবদান আছে।
এর সবচেয়ে বড় প্রমাণ, আরবরা খারাপ হলে পৃথিবীর সবাই ধর্মান্তরিত হলেও তীব্র জাতীয়তাবাদী ইরানীরা কোনোদিনও তাদের ধর্ম গ্রহণ করতো না।
সব আরব রাষ্ট্রের মধ্যে একমাত্র তারাই ফারসী ভাষায় কথা বলে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৫৩

অনল চৌধুরী বলেছেন: আপনি একবার লিখলেন, আমাদের ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্যতে ইসলামি ব্যক্তিত্ব এমনভাবে তুলে ধরা হয় না বিধায় ইসলাম এতটা ক্ষতিগ্রস্থ
আবার নুরুল ইসলা০৬০৪ বলেছেন: এরা মধ্যযুগীয় বর্বর।লক্ষ লক্ষ লোককে অকারন হত্যা করেছে।হাজার হাজার নারীকে দাসি বানিয়ে বিক্রয় করেছে।এদের নিন্দা করার ভাষা আমার জানা নেই- এই কথার উত্তরে বললেন সহমত।
কথাতো ২ রকম হয়ে গেলো।
আসলে আপনি কোনটা সমর্থন করেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: আমি কোনো প্রকার রুপকথা এবং কুসংস্কার বিশ্বাস করি না।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৯

রাশিয়া বলেছেন: খালেদ বিন ওয়ালিদের বীরত্বের ইতিহাস কেবলমাত্র মুসলিমদের হাতে লেখা। তাই তথাকথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত পণ্ডিতেরা এসব কল্পকাহিনী বলে উড়িয়ে দিতে চান। তবে তারা যদি হাজার বছরের পারস্য, রোম ও মিশরীয় সভ্যতার ইতিহাস দেখেন, তাহলে বুঝতে পারবেন যে সবগুলোরই সমাপ্তি ঘটেছে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বাধীন রাশিদুন খিলাফতের অসাধারণ সেনানীদের হাতে। কিন্তু মুসলিমদের বীরত্বের ইতিহাসে যাদের চুলকানি, তারা আবার যুদ্ধজয়ের মধ্যে বর্বরতা খোঁজে। আপনি হয়তোবা ফেসবুকের একটা স্ট্যাটাস দেখে মুগ্ধ হয়ে এখানে শেয়ার দিলেন।

চাঁদগাজী নামের পন্ডিতের বিদ্যার দৌড় দেখে অবাক হতে হয়। খালিদ বিন ওয়ালিদ কি প্রস্তরযুগের সৈনিক ছিলেন? আর তিনি যদি যুদ্ধে পাথর ব্যবহার করেও থাকেন, তার জন্য কি তার বীরত্বকে খাটো করে দেখার সুযোগ আছে?

ধর্ম প্রচারের জন্য অনেক কিছুই করতে হয়। যুদ্ধ প্রয়োজন হয় অন্যায়ের বিনাশ করার জন্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী ঠিকই বলেছেন।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩৬

সাবিনার বচন বলেছেন: উনার ওয়াফের উত্তরটা কতইনা সুন্দর!

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: জ্বী।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩

এইচ তালুকদার বলেছেন: খালিদ বিন ওয়ালিদ সর্বকালেরই অন্যতম শ্রেষ্ঠ সমরনায়ক,ইতিহাসে তার চেয়ে বেশি যুদ্ধজয়ের রেকর্ড আছে আর মাত্র দুজনের আর্থার ওয়েসলি আর নেপোলিয়ন।শুধু সমর নায়ক নয় উনি একজন সত্যিকার ভালো মানুশ ছিলেন।আজকে আমরা জেনারেল জর্জি ঝুকভ বা মন্টেগোমরির নাম নিয়ে এত আহা উহু করি তারা লক্ষ লক্ষ সৈনিককে শ্রেফ ক্যানন ফডার হিসেবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যেখানে খালিদ বিন ওয়ালিদ নিজের একজন সৈন্যকেও অকারনে মরতে দেননি।সেনাবাহিনির ওপর তার প্রভাব এমনই ছিলো যে ওমর(রাঃ) তাকে পদচ্যুত করলেও সাধারন সৈনিকদের কাছে তিনিই ছিলেন সেনাপতি এমনকি তার স্থলাভিষিক্ত আবু উবাইদাও তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে রেখে তার অধীনেই যুদ্ধ করেন।হযরত মুহাম্মদ সাঃ এর মৃত্যুর পর যখন রিদ্দা যুদ্ধ শুরু হয় তখন আবু বকর(রাঃ) এর আহ্বানে সাড়া দিয়ে খালিদ বিন ওয়ালিদ একে একে ধর্মত্যাগী গোত্রগুলোর বিপক্ষে অভিযান শুরু করেন এবং প্রতিটি অভিযানেই বিজয়ী হন।খালিদ বিন ও্যালিদ যদি এই বিজয় গুলো অর্জন না করতে পারতেন তাহলে হয়তো ইসলামের অস্তিত্বই বিপন্ন হয়ে যেত।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: আপনার এই মন্তব্য পোষ্টের সাথে যুক্ত করে দেওয়া দরকার।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৯

নেওয়াজ আলি বলেছেন: জানা হলো বীরে কথা

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৮

নীল আকাশ বলেছেন: আপনাকে নিয়ে আমি প্রায় সময় কনফিউশনে পরে যাই। যা যা বিশ্বাস করেন না সেটা নিয়ে লেখার দরকার কি?
আর একজন ফার্মের মুরগীর মগজের সমান বুদ্ধি নিয়ে সারা ব্লগে সবার পোস্টে কক করে বেড়ায়! জানুক না না জানুক!
ব্লগটা আসলেই গেছে :(

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: না ব্লগ যায় নি। আছে। থাকবে।
এই ব্লগ আমাদের সবার মত প্রকাশের জায়গা।
একজনের মত আরেকজনের পছন্দ না হতেই পারে।

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৫

এ.এস বাশার বলেছেন: ভালো লাগলো...কিন্তু রয়েই গেল......

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩১

নতুন নকিব বলেছেন:



এই পোস্টের লেখক আমি হলে চাঁদগাজী ভাই আমাকে নির্ঘাত 'গুহামানব' কিংবা 'প্রস্তর যুগের প্রাণি' আখ্যা দিতেন। কিন্তু আপনাকে তো তেমন কিছুই বললেন না। ন্যায় বিচার তাহলে কি পৃথিবী থেকে বিদায় ......

@চাঁদগাজী ভাই, একটু মজা করলুম। আপনাকে কষ্ট দেয়া উদ্দেশ্য নয়। ভালো থাকবেন।

@পোস্ট লেখক, আপনার এই পোস্টটি খুবই সুন্দর হয়েছে। +

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এরা মধ্যযুগীয় বর্বর। লক্ষ লক্ষ লোককে অকারন হত্যা করেছে।হাজার হাজার নারীকে দাসি বানিয়ে বিক্রয় করেছে।এদের নিন্দা করার ভাষা আমার জানা নেই।

@নুরুলইসলা০৬০৪, আপনার অভিমত প্রকাশের স্বাধীনতাকে অবশ্যই সম্মান করি। দু'একটা কথা বলতে চাই। অনুগ্রহ পূর্বক যদি মনে কষ্ট না নিয়ে বন্ধু অথবা ব্লগের প্রতিবেশী মনে করে কথাগুলোকে স্বাভাবিকভাবে নেন, তাহলে খুশি হবো। এমনিতেও আপনার সাথে যতটুকু কথা হয়েছে তাতে আপনাকে জ্ঞানী এবং মিশুক ব্যক্তি বলে মনে হয়েছে। তাই অসঙ্কোচেই কথা বলার সাহস পাচ্ছি। ইতোপূর্বে আপনার কোনো মন্তব্য অথবা পোস্টে আপনি নিজেকে মুসলিম পরিচয় দিয়েছেন, এমনটা মনে পড়ে। সে কারণে বলতে হয়, একজন মুসলিম ব্যক্তি কখনো সাহাবীদের সমালোচনায় লিপ্ত হতে পারেন না। কারণ, সাহাবায়ে কেরামের মত মহান ব্যক্তি যারা আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য্যলাভে ধন্য হয়েছেন তাদের নামে গিবত, শেকায়েত এবং ঢালাও সমালোচনার মত অতি নিন্দনীয় এই কাজটি থেকে বিরত থাকতে কঠোরভাবে অনেক হাদিসের মাধ্যমে নির্দেশ দিয়েছেন প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আপনার কল্যান কামনা করছি।

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: নতুন নকিব ভালো থাকুন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৬

জাহিদ হাসান বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই।
তাছাড়া যুদ্ধে যে জয়ী সে বীর নয়। যে রাগের সময় নিজেকে শান্ত রাখতে পারে সেই সবচেয়ে বড় বীর।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: সহমত।

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৯

জাহিদ হাসান বলেছেন: খালিদ, হিটলার, আকবর, বাবর, তৈমুর, চেঙ্গিস খান ও হালাকুর চাইতে একজন জ্ঞানী ও শান্তিবাদী সক্রেটিস অনেক বেশি শক্তিশালী।

২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৪

যায়েদ আল হাসান বলেছেন: জাহিদ ভায়ের সাথে একমত। কার্লমার্ক্স এর কয়েকটি লাইন সোভিয়েত ইউনিয়নের এর ভিত্তি।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: কার্লমার্ক্স এর জীবনে আফসোস বেশি।

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০০

যায়েদ আল হাসান বলেছেন: ভাই, নজরুল এর একটি গান শুনেছেন-

আমায় নহে গো,
ভালোবাসো মোর গান।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর গান।

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:০৪

অনল চৌধুরী বলেছেন: আমি কোনো প্রকার রুপকথা এবং কুসংস্কার বিশ্বাস করি না খালেদ বিন ওয়ালিদ রূপকথা হলেন কিভাবে?
তিনি তো সক্রেটিস,প্লেটো, এ্যারিষ্টোটল এবং আলেকসান্ডারের অনেক পরের বাস্তব চরিত্র।খালিদ বিন ওয়ালিদ

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: আসলে আমি তার কথা বলি নি। ধর্মের কিছু রুপ কথা আছে।

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৯

যায়েদ আল হাসান বলেছেন: সেই বাস্তব চরিত্রের বর্ণনাকারী কোন প্রক্রিয়ার তথ্য সংগ্রহ করেছেন, দয়া করে জানাবেন?

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: না আমার কাছে কোনো তথ্য নেই। আমি তথ্য সংগ্রাহক ও নেই।

এই পোষ্ট নেট থেকে নেওয়া।

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১৫

যায়েদ আল হাসান বলেছেন: আপনার উত্তরের স্পটতায় মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনার চিন্তাশক্তিকে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.