নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হাতে সময় থাকলে পড়ুন

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩০



১। বয়স বাড়ার সাথে সাথে আমরা সকলেই জীবন থেকে মূল্যবান কিছু বিষয় শিখি। প্রচুর পড়াশোনা করতে হবে আমাদের, শিখতে হবে বাস্তবতা, শিখতে হবে বিপদে পড়া মুহূর্তে নিজেকে এবং নিজের চারপাশে মানুষকে রক্ষার কৌশল।

২। একদম অপরিচিত কার সাথে সেক্স করবেন না। এমন কি কনডম দিয়ে হলেও না।

৩। শেখ হাসিনা বাংলার ছাত্রী। তিনি তার কলেজের ভিপি ছিলেন।

৪। ১৯৩০ এর দশকে চাকরি খুঁজা এক ব্যাক্তি।

৫। সৌদি আরব কেন মুজিব হত্যার পরদিন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল?

৬। ধরুন আপনার বস খুব রেগে আছেন। আজকের মিটিংএ ঝাড়ি খাওয়ার সম্ভাবনা আছে। এইক্ষেত্রে, মিটিংএ বসের কাছাকাছি বসার চেষ্টা করবেন। কারণ, কম দুরত্বের লোকদের সাথে রাগের বহি:প্রকাশ করা যায় না।

৭। কারও সাথে তর্ক করার সময় উত্তেজিত না হয়ে ঠান্ডা ভাব নিয়ে থাকুন। এই ভাব দেখে অপরজন উত্তেজিত হয়ে যাবে এবং এমন কিছু ভুল কথা বলবে যা আপনি তার বিপক্ষে জিতার জন্য ঢাল হিসেবে ব্যবহার করতে পারবেন।

৮। কেউ একজন খুব বেশি মাত্রায় চুপচাপ থাকে ব্যক্তি হিসেবে ভয়ংকর হবে। এরকম বহু ব্লগার আছে একদম চুপচাপ। তাদের বিষয়ে সাবধান।

৯। প্রত্যেক মোটিভেশনাল স্পিকার খুব কমন কিছু রুলস বলে থাকেন মোটিভেট হওয়ার জন্যঃ
১। পরিশ্রম করা
২। ধৈর্য রাখা
৩। কাজের প্রতি ডেডিকেটেড থাকা
৪। হতাশ না হওয়া
৫। সময় অপচয় না করা

১০। পিতামাতারা সব সময় ঠিক থাকেন না, কিছু সময় তাদের ভুল ধরিয়ে দিতে হয়।

১১। বিশ্বাস করেন আর না করেন এটা সত্যি। আপনি অন্যের জন্য যা কিছু করেন, ওইটি আপনার জন্য করা হবে।

১২। বইটি অন্তত প্রত্যেক বাঙালি পুরুষের পড়া উচিত। এতে অপ্রিয় সত্য কথা লেখা আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পড়লে এর মর্মোদ্ধার করা অসম্ভব, তাই মানবিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্য বোঝার চেষ্টা করুন।

১৩। চা য়ে যদি মিষ্টি বেশি হয়ে যায়, তৎক্ষণাৎ একটি মিষ্টি বিস্কুট খেয়ে নিন। এবার চা সুস্বাদু হয়ে উঠবে।

১৪। গাড়ি অথবা বাইক সব সময় 60 কিলোমিটার প্রতি ঘন্টা মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। জীবন এবং জ্বালানি দুটোই বেঁচে যাবে।

১৫। গীতা, কোরআন, বাইবেল অথবা আপনার প্রিয় ধর্মগ্রন্থকে একবার ভালো করে পড়ে নিন। জীবনে দ্বিতীয় বার কোন সেলফ ডেভেলপমেন্ট এর বই পড়তে হবে না।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


৩ নং: ভিপি

-উনি নিশ্চয় ভালো ভিপি ছিলেন না। শেখ পরিবারের জ্ঞান ছাত্রলীগ অবধি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: সেই আমলে তো এত ঝামেলা ছিলো না। ছাত্রছাত্রীরাও ভদ্র ভালো ছিলো। মারামারি কাটাকাটিতে যেত না।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১১

নেওয়াজ আলি বলেছেন: সৌদি কেন স্বীকৃতি দিয়ে ছিল। এখন হলে দিতো কিনা

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:১৩

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২২

আল ইফরান বলেছেন: মাথামোটা সৌদরা ভেবেছিল বংগবন্ধু থাকলে ইসলাম বিপন্ন হবে। প্রকারান্তে তাদের পেয়ারা পাকি ভাইয়েরা এই ভুলটা বুঝিয়ে ছিলো। কিন্তু তাদের ধারনা ছিলো না পলিটিক্যাল ইসলাম স্বয়ং ইসলামের জন্যই কতটা হুমকির কারন হয়ে উঠবে, অথবা সালাফিজমের আড়ালে তারা আসলেই পলিটিক্যাল ইসলাম চেয়েছিলো (ইয়াজিদের বংশধর বলে কথা)।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৪

রাজীব নুর বলেছেন: সৌদি একটা বর্বর রাষ্ট্র।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:২২

অনল চৌধুরী বলেছেন: একদম অপরিচিত কার সাথে ..। না। এমন ...। দিয়ে হলেও না - আপনাকে কি ভিমরতি ধরলো?
না হলে এসব কি লিখছেন?
পরিচিতদের কি HIV থাকতে পারে না?

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: মানলে মানুন। না মানলে নাই। পরে বুঝবেন।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৩২

কূপমণ্ডূক বলেছেন: মোটিভিশনাল স্পিকার এইরকম কথা বলে নাকি আবার! সোলায়মন, আয়মান টাইপের মোটিভিশনাল স্পিকার তো বলে জাস্ট চিল, জীবনটা মস্ত বড়, খাও দাও ফুর্তি কর। পরিশ্রমের কথা বল্লে তো ওঁদের চাকরী থাকবে না।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: মোটিবভিশন দিয়ে কিচ্ছু হয় না।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,সবাই জীবন অতিবাহিত করে কিন্তু সারসংকলন করতে জানে কয়জন।তথ্য কে তত্ত্বে রূপ দেয়া সহজ কাজ না।
৫, হত্যায় সৌদি পরোক্ষ ভাবে জড়িত ছিল।
১৫, আমার মনে হয় ডেল কার্নেগীর বই পড়লে বেশি উপকার হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: তর্ক করার সময় আমি উত্তেজিত হই না।
নারী পড়েছি অনেক অনেক বছর আগে। আবার পড়তে হবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ভালো বই গুলো দুই তিনবার করে পড়া দরকার।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

স্ত্রী ছাড়া আর পরিচিত নারী পাবেন কোথায়।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: অভাব নেই।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

অনল চৌধুরী বলেছেন: মানলে মানুন। না মানলে নাই। পরে বুঝবেন। [/sb ব্যাপার টা গুরুত্বপূর্ণ।
এব্যাপারে আপনার কেনো বিপদজনক অভিজ্ঞতার কথা জানা থাকলে লেখেন।
অনেকে সতর্ক হবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: না এবিষয়ে লিখব না।
আপনি বুদ্ধিমান মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.