নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ঘটনাটি ঝিগাতলা বাসস্ট্যান্ড এর সামনে
সময় তখন আনুমানিক বিকাল সাড়ে চারটা
হাতে কোনো কাজ নেই, পকেটে টাকা নেই
রাস্তায় দাঁড়িয়ে চারপাশের মানুষজন দেখছি
এমন সময় হঠাৎ একটা সুন্দরী মেয়ে এসে
কোনো কথাবার্তা নেই, আমাকে ল্যাং মারলো
আমি ছিটকে তিন হাত দূরে গিয়ে পড়লাম।
আমি হতবাক হয়ে মাটিতেই পড়ে থাকলাম-
আচমকা ঘটনার আকস্মিকতায় হতবাক
হয়তো আমাকে এভাবে পড়ে থাকতে দেখে
মেয়েটির মায়া হলো, তাই হাত বাড়িয়ে দিলো
সীমাহীন মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছি আমি
মেয়েটি ভীষন মিষ্টি করে বলল, sorry
তারপর ঘটনা খুব দ্রুত এগিয়ে গেলো
আমরা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসলাম
আমার সামনে বার্গার আর কোক
আমি চুপ করে নিমিষে খেয়ে গেলাম
মেয়েটা অবাক চোখে মুগ্ধ হয়ে আমার দিকে
আমি খুব নিরবে শুধু খেয়ে গেলাম
মাঝে মাঝে একটু একটু কোকে চুমুক দিয়ে গেলাম।
(বাস্তব ঘটনা অবলম্বনে এই কবিতার জন্ম। অবশ্য এটা কবিতার মান বিচারে মোটেও কবিতা হয় নি। এটা আমি জানি। দুনিয়াতে সব কিছু বদলায়। কবিতা লেখার ধরন তাহলে বদলাবে না কেন? এই কবিতাকে আধুনিক কবিতা বললে অপরাধ হবে? অপরাধ হলে হোক। মানুষ হয়ে জন্মেছি। দুই একটা অপরাধ না করলে হয়! কবিতায় ব্যবহৃত ছবিটা নিয়েছি গুগল থেকে। তবে আমাকে যে মেয়েটা ল্যাং মেরেছে সেই মেয়েটা ছবির মেয়েটার চেয়েও অনেক গুন বেশি সুন্দর।)
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: গান শুনলাম।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! ভায়ের কপালে একটু কপাল ঠেকাতে ইচ্ছা করছে। কত হালের ঘটনা?
আর কবিতা অবশ্যি হয়েছে। কে বলবে এটা কবিতা হয়নি। কবিগুরুই প্রথম প্রথা ভেঙে গদ্য কবিতা লেখা চালু করেন। আর তার জন্যই আজ এত এত কবি। ভাইকেও তাই আমার অনুরোধ কারো কোনো কথায় কান না দিয়ে আপন ছন্দে এগিয়ে যাওয়া।
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: ওকে দাদা। থ্যাংকু।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৩
চাঁদগাজী বলেছেন:
করোনায় প্রশাসনের উঁচু পদের কি পরিমাণ মানুষ প্রাণ হারায়েছেন?
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১২
রাজীব নুর বলেছেন: অতি সামান্য।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা কেন সরাইবেন
নিজের খাইয়া কেন তারে ডরাইবেন?
লেখুন্ যা কিছু ইচ্ছা
গান কবিতা না হয় কিচ্ছা!
ল্যাপটপ আপনার পয়সা কেনা
কোন কিছু নাই লিখতে মানা
কারেন্ট বিল আপনি দিবেন
যা খুশি লিখে কবিতা কইবেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৩
রাজীব নুর বলেছেন: কোনো সমস্যা?
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ল্যাং কি ইচ্ছা করে মেরেছে না কি মেয়ের দিকে তাকাতে তাকাতে আসাবধানে পড়ে গেছেন।লাভের ভিতর কোক আর বার্গার।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:১৪
রাজীব নুর বলেছেন: জ্বী ইচ্ছা করে ল্যাং মেরেছে।
না না আমি মেয়েদের দিকে তাকাই না।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৩৮
শোভন শামস বলেছেন: অনুভূতি প্রকাশের ভাষায়
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর অনুভূতি
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: হাঁ হাঁ হাঁ---
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আধুনিক কবিতায় ছন্দমিল থাকা লাগে না। তাই আপনার কবিতা খুব ভালো হয়েছে। কবিতার কাহিনীও মন ছুঁয়ে যায়। তবে আরেকটু আবেগ মেশাতে পারলে ভালো হত। খাবারের বিল কে দিল এটা কবিতায় থাকলে ভালো হত। এখনকার মেয়েরা ল্যাং মারতে পারে, কারাতে- কুংফু জানে। তাই রাস্তায় সাবধানে চলবেন। আমি একবার অ্যাডাম টিজিং এর স্বীকার হয়েছিলাম একদল মেয়ের দ্বারা অনেক আগে। তাই মেয়েদের থেকে দূরে থাকি। আপনার ভালোর জন্য বললাম তাই কিছু মনে করবেন না।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: প্রথম থেকে কবিতার তিন নম্বর লাইনটা আবার পড়ুন। তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কে খাবারের বিল দিয়েছে।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৪
আমেনা বেগম চৌধুরী বলেছেন: বাহ ভালো তো
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৮
নতুন বলেছেন: এমন সময় হঠাৎ একটা সুন্দরী মেয়ে এসে
কোনো কথাবার্তা নেই, আমাকে ল্যাং মারলো
আমি ছিটকে তিন হাত দূরে গিয়ে পড়লাম।
কিভাবে দাড়াইয়াছিলেন
যে
৩ হাত
দুরে গিয়া
পড়লেন?
আর এতো
খাবার বিল
কি সুন্দরী
দিয়েছিলো?
আপনার পকেটে
তো
টাকা পয়সা
ছিলো না।
এটাও কমেন্ট কবিতা
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর হয়েছে।
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১০
বাকপ্রবাস বলেছেন: আপনি নিজেই কবিতাকে ল্যাং মেরে দিয়েছেন
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: হাঁ হাঁ হাঁ----
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ল্যাং তো মারবেই যদি হা করে মফিজের মতো ঐমেয়েটি দিকে তাকিয়ে থাকেন ।
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: রাস্তায় মেয়েদের দিকে তাকিয়ে থাকার অভ্যাস আমার নেই। সত্যি বলছি। কসম।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: কোনো সমস্যা?
সমস্যা আমার নাই, সমস্যা তো আপনার!!
স্বপ্নে সুন্দরী দর্শন, রাস্তায় সুন্দরী, রিক্সায়
সুন্দরী !! এত সুন্দরীর মাঝে আপনিকি
করে ঠিক থাকেন ?
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: আমার অলৌকিক ক্ষমতা আছে।
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৪
জাহিদ হাসান বলেছেন: ফাসি চাই
২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৪
সাত ভাই চম্পা বলেছেন:
আপনি এই কবিতা দিয়েছেন বলে , আপনার জন্য মাফ
অথচ অন্য কেউ দিলে চাঁদগাজী বলতো ম্যাওপ্যাও ।
ভালোই তেলবাজি করে চলছেন চাঁদগাজী কে সে জন্য
আপনার রক্ষা ।
জানিনা এ সত্যি বলার পর কি কথা শুনবো ?
২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: আমার কবিতায় একটা আর্ট আছে। যেটা শ্রদ্ধ্যেয় চাঁদগাজী ধরতে পেরেছেন। তাই তিনি ম্যাওপ্যাও বলেন নি।
চাঁদগাজী তেলের ধারধারেন না। উনি সত্য বলতে দ্বিধা করেন না।
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪০
সাত ভাই চম্পা বলেছেন:
একটা মেয়ে আমাকে ল্যাং মেরেছে
এই কবিতার শিরোনাম কে আপনি আর্ট বলছেন ?
আপনার মত মানসিক পুরুষ ব্লগে কয়টি আছে একবার
ভেবে দেখুন তো ? কারণে অকারণে শুধু নিজের বউয়ের
ছবি দিয়ে বেড়ান । আসলেই আপনার সব কিছুতেই একটা
বিশেষ আর্ট আছে ।
২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: লেখার খাতিরে মাঝে মাঝে ছবি দিয়েছি। পোস্টের সাথে সামঞ্জ্য থাকার কারনে দিয়েছি। এখন দেই না। ছবি দেওয়া কি অন্যায়? আমি তো অন্যের বউ এর ছবি দেই নাই। ছবি দেওয়াতে আমি কোনো সমস্যা খুজে পাই না। সব কিছুতেই আপনাদের এত সমস্যা কেন বলেন তো? যার ছবি, যার বউ তাদের সমস্যা না থাকলে আপনাদের সমস্যা কিসের? ভালো না লাগলে এড়িয়ে যাবেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৪
অনল চৌধুরী বলেছেন: এই গানটা শোনেন।
আর অপেক্ষা করেন, কলা আসছে আপনাকে ধরতে।
টিকাটুলির মোড়ে