নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ধাঁধা

০১ লা অক্টোবর, ২০২০ রাত ৩:০৩




১। আপনি একটি দৌড় প্রতি যোগিতায় দৌড়োচ্ছেন। আপনি তৃতীয় জনকে পেরোলেন, এখন আপনি কতো নাম্বারে আছেন?

(এই ধাঁধা টা একদম সহজ। আশা করি এটা সবাই পারবেন।)


২। আপনাকে ১২টি সমান আকৃতির ও হুবহু একই রকমের বল দেওয়া হয়েছে। বলগুলোর মধ্যে ১১টিরই ভর সমান। শুধু মাত্র একটি বলের ভর ভিন্ন। কিন্তু সেটি বেশী নাকি কম, তা জানা নেই। আপনাকে একটি নিক্তি তিনবার ব্যবহার করে সেই ভিন্ন ভরের বলটি বের করতে হবে এবং সেটির ভর বেশী নাকি কম তাও নির্ণয় করতে হবে।
(এটা খুব বেশি কঠিন। অনেকেই পারে নি।)

৩। X , Y এবং Z নামক তিনটি গাঁধার পিঠে কিছু বস্তা আছে।
১। X যদি Y কে একটি বস্তা দেয় তবে X ও Y এর সমান সমান বস্তা হয় কিন্তু তাদের উভয়ের বস্তা Z এর দ্বিগুণ হয়।
২। X যদি Z কে দুইটা বস্তা দেয় তবে X , Y এবং Z প্রত্যেকের সমান সমান বস্তা হয়।
তাহলে বলুন, তাদের কার কাছে কতটি করে বস্তা ছিল?

(যারা অংকে ভালো, তারা এটা পারবে।)


৪। সে কোন মানুষ যাকে আমরা চিনি না, যার সাথে আমাদের কোন সম্পর্ক নাই, যার সম্পর্কে কোনদিন শুনি নি কিন্তু দেখা মাত্রই তাকে বিশ্বাস করি কোন দ্বিধা না করে?

(একদম সহজ ধাঁধা। এটা সবার পারা উচিত।)

৫। বলুনতো, বহুদিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে?

এটা আসলে ধাঁধা না। সাধারণ জ্ঞানের প্রশ্ন বলতে পারেন।)

৬। হাসপাতালের চিকিৎসক বললেন, রোগী তাঁর আপন ভাই। কিন্তু রোগী বললেন, চিকিৎসক তাঁর ভাই নন। কে মিথ্যা কথা বলছে?

(একদম সহজ। এটা যে কেউ পারবে।)

৭। তিনটি ঘর। যেকোনো একটা ঘরে আপনাকে ঢুকতে হবে। প্রথম ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করছে একদল ভয়ংকর ডাকাত। তৃতীয় ঘরে আছে দশটা সিংহ, যেগুলো তিন বছর ধরে কিছু খায়নি। কোন ঘরটা আপনার জন্য নিরাপদ?

(এই ধাঁধা শুধু বুদ্ধিমানেরা পারবে।)

৮। কোন ধরনের মানুষ জীবনে সফল হয় না?

(এটা ধাঁধা নয়। এটা আমার অভিজ্ঞতা থেকে লিখলাম। তবে উত্তর আপানদের কাছে চাই। সহজভাবে চিন্তা করলেই পারবেন।)


[ধাঁধা গুলো আমার তৈরি করা না। ধাঁধা গুলো আমি সংগ্রহ করেছি ইন্টারনেট ও বিভিন্ন ম্যাগাজিন থেকে।)।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২০ ভোর ৬:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঠিক আছে।

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা অক্টোবর, ২০২০ ভোর ৬:২১

এম ডি মুসা বলেছেন: ও আমার জন্য সহজ না

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: চেষ্টা করুন। তখন সহজ মনে হবে।

৩| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৭:১০

কলাবাগান১ বলেছেন: কপি পেস্ট ফ্রম quora.com

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: এই ধাঁধা গুলো শুধু কোরা না আরো বহু সাইটে পাবেন। কপি হতে-হতে এমন অবস্থা হয় যে আসল লেখককে আর খুঁজে পাওয়া যায় না। তবে আমি যে ধাঁধা দিয়েছি তা বিদেশী বই থেকে। অবশ্য বাংলায় অনুবাদ করে।

অন্তত একটি ধাঁধার উত্তর দিন।

৪| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৮:৩০

রুদ্র আতিক বলেছেন: সাত সকালে সামুতে বসেই ইন্টারভিউ ! ভাল্লাগে না ......

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: স্যরি ব্রো।

৫| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: মরা মানুষ জীবনে সফল হয় না------- আগুন জ্বলা ঘরে ঢুকবো---------তৃতীয় নম্বর---------চার------------দুই জনে বলেছেন---------দেখেন হলো কি না

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: না হয় নি।

৬| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:



ধাঁধা দেখে বেশ ভাবিত হলাম,বিবিধ কারণে
মনে বাঝে ধাঁধার উত্তর না দিলে হবে না ঠকিতে,
ধাঁধার উত্তর সত্য হলেও মিথ্যা বলে বুঝিবে চকিতে।
তাইত বলে, যা আছে তা নাই, আর যাহা নাই আছে তাই,
এ কথা জাজ্বল্যমান হবে প্রশ্ন কর্তার কাছে ।
সবাই সরল ভাবে দেখিবে যা-কিছু , তবে প্রশ্ন কর্তা
কিছু না কিছু আপন লেজুড় জুড়িবে তার পিছে।
তা্ই বলি এসো ভাই, তোল হাই, শুয়ে পড়ো চিত,
অনিশ্চিত এ সংসারে সকলই ধাঁধা জানিবে নিশ্চিত—
জগতে সকলেই মিথ্যা, সব মায়াময়,
ধাঁধাগুলিই সত্য, তার উত্তর কেবলি ভাবনার বিষয়,
সঠিক হলে ভাল, ভুল হলে ক্ষতি কিছু নাহি হয় ।

শুভেচ্ছা রইল


০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আমার পোষ্টে আপনার মন্তব্য আমাকে আনন্দ দেয়।

৭| ০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ২:১২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ১. তৃতীয়
২. পারি না।
৩. x= ৫ , y= ৩ , z= ১
৪.পারি না।
৫.ইনসমনিয়ার রোগীরা বহুদিন না ঘুমিয়ে বাঁচতে পারে।
৬.কেউ মিথ্যা বলছে না।চিকিৎসক রোগীর বোন।
৭. তৃতীয় ঘরে ঢুকবো। কারণ ১০ বছর না খেয়ে সিংহেরা মরে গেছে।
৮.যারা নিজেরা কাজ না করে অন্যের ওপর নির্ভরশীল থাকে তারা কখনো সফল হয় না।

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: ১। রাইট এন্সার।
২। কাগজ কলম নিন।
৩। আপনি নিশ্চিন্ত?
৫। ভুল হয়েছে।
৬। কাছাকাছি।
৭। ওকে।
৮। হয় নি।

৮| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৩:১২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: তিন নম্বরটা ভুল হয়েছে।

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: জ্বী অবশ্যই ভুল হয়েছে।

৯| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

মৃত্তিকামানব বলেছেন: ২ নাম্বারটা পারা যাবে

০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: সবই পারা যাবে। অসম্ভব কিছু না।

১০| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

মৃত্তিকামানব বলেছেন: প্রথমে ৬ টা করে মাপব। স্বাভাবিক ভাবে যে পাশে ওজন কম সে পাশ উপরে থাকবে। এবার সে ৬ টাকে ভাগ করে মাপব মানে একপাশে ৩ টা করে। এখানে ও যে পাশে কম ওজনের বলটি আছে ঐ পাশ উপরে থাকবে। এবার সেই ৩ টা বল নিব। সে ৩ টা বলের যে কোন ২ টাকে পরিমাপ করব দুইপাশে রেখে। যদি নিক্তি সমান থাকে তাহলে যে তৃতীয় বলটি নিক্তিতে নেওয়া হয়নি ঐটাই কম ওজনের বল। আর যদি নিক্তি সমান না থাকে তাহলে যে পাশ উপরে থাকবে ঐটাই কম ওজনের বল।

০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০২

মৃত্তিকামানব বলেছেন: ৩/ X=7,Y=5,Z=3

০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: বুঝতে পারছি না।

১২| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৭ নং - ৩ নাম্বার ঘর।
৬ নং - রোগীর বোন হোল চিকিৎসক।
৫ নং- বহুদিন রাতে ঘুমিয়ে
৪ নং - বনমানুষ।
৩ নং - ধাঁধায় মনে ভুল আছে।
২ নং- সোনাবীজ ভাই অনুরুপ ধাঁধা দিয়েছিলেন। ওটা দেখে নিন দয়া করে।
১ নং - তৃতীয় অবস্থানে।

১৩| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: ৮ নং?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.