নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কেয়া বাত হ্যায়

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৮



কে আমাকে শালা বলে গাল দিয়েছে?!
আমি বিক্রমপুরের জমিদার বংশের পোলা
বহু প্রজা চোখের দিকে তাকাতে সাহস পেতো না
চা ভালো হয়নি বলে, কত চায়ের কাপ ভেঙ্গে ফেলেছি!

কোন নায়িকা কতটা সুন্দর আর মসৃন তা আমি জানি
বানিয়েছি তালিকা আমি প্রিয় বই আর মুভির
পাঠক, দর্শক আমাকে কাকা বলে ডাকে অবিরাম
সমস্ত হতভাগা'রা পর্যন্ত আমার শত্রু হয়েছে আজ।

মন্ত্রী, এমপি আর তাদের ছত্রছায়ায় থাকা লোকজনেরা
টাকা কামিয়েছে দেদারছে, খুলেছে পত্রিকা অফিস
কেয়া বাত হ্যায়, কেয়া বাত হ্যায়।

সেকেন্ড হোমে ভাগ জায়েগা সব, খবর মিলা মুজকো
সে ব্যাটাদের ধরবে, এমন মুরোদ কারো নেই
মনের সুখে দুঃখে কুৎসিত গাল দিয়ে যাই তাই
গালি'তে শান্তি মিলে বহুত
মিষ্টি কথায় নাই ভাত, তাই তো কোন্দল
তবে একদিন খাবে ধোলাই
তাই ভদ্র হও, ভড়ং ছাড়ো!



(কবিতা আমি লিখতে পারি না। তবে ভালো কবিতা লেখার চেষ্টা আমার অব্যহত আছে। একদিন হয়তো মহৎ কোনো কবিতা লিখে ফেলতে পারবো। কাঁপিয়ে দিব বিশ্বসংসার। আমি প্রচন্ড আশাবাদী মানুষ। আধুনিক মানুষ হয়েও বিশ্বাস করি লজিকের বাইরে কিছু থাকতে পারে। যাই হোক, কবিতার সাথে যে ছবিটা ব্যবহার করেছি সেটা আমার তোলা না। ছবিটী তুলেছেন আমার কলকাতার বন্ধু নরত্তম ঘোষ। সবাই ভালো থাকুন। জয় বাংলা।)

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আবেগ দিয়ে লেখা সুন্দর কবিতা হয়েছে। অনেকটা বিদ্রোহী পর্যায়ের কবিতা। আপনি কবিতায় চাইলে গালিও দিতে পারেন। কারণ একটা বিখ্যাত কবিতায় কবি বলেছেন ' ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো'। গালি দিলে আবেগ বেশী প্রকাশ পায়। তবে প্রথম দিকে একটু ভালো মানের গালি দিবেন আর বাপ মা তুলে গালি দিবেন না। আর আপনাকে সম্ভবত কোনও ঢাকাইয়া কুট্টি 'হালা' বলেছেন। এই হালাকে আপনি শালা মনে করেছেন মনে হয়। আসলে ঢাকাইয়াদের সব হালা হালা না। তাই উত্তেজিত হবেন না। পাঠক, দর্শকরা আপনাকে কাকা বলে ডাকে। কাকও কিন্তু কাকা বলে ডাকে।

২| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: ''যার যেখানে জায়গা'' কবিতায় কবি- হেলাল হাফিজ বলেছেন- আমিও গ্রামের পোলা চুত্‌মারানি গাইল দিতে জানি।

আমি গালাগালি পারি না। জানি না। আত জানলেও কাউকে গালি দেওয়া আমার পক্ষে সম্ভব না।

৩| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:৫২

আমি সাজিদ বলেছেন: বেশ চমৎকার।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: হে হে----
ধন্যবাদ।

৪| ০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৬

এম ডি মুসা বলেছেন: যথেষ্ট সুন্দর হয়েছে তবে কোন একদিন দেখা হয়ে গেলে কোথায় ও কবিতার টপিকস গুলি আলোচনা করব তাই না আপনার সাথে

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৫| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর পরিবেশন

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



আপনি ড: আলীর আম্রপালী পড়েছেন?

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: জ্বী পড়েছি।

৭| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন: কোন একদিনের দারুণ একটি কবিতার অপেক্ষায় রইলাম।যে কবিতা আপনাকে বাঁচিয়ে রাখবে শত শত বছর।

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: শত বছর বেঁচে থাকার কোনো শখ নেই। আমার মৃত্যুর পর মানুষ আমাকে স্মরন করলে আমার লাভটা কি?

৮| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন: আপনার ছবিতে আমরা ফুলের মালা দেবো। আপনার নামে বানিজ্য করবো।হা হা হা

০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর রসিকতা।

৯| ০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কাউকে বকা দেওয়া , খারাপ কথা বলা ইত্যাদি খুবই খারাপ কাজ।
এই খারাপ কাজ থেকে বিরত থাকা খুবই দরকার।

০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: ভাইরে এই দেশের নিয়ম বদলে গেছে।

১০| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ৮:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: চালিয়ে যান।

০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: অবশ্যই চালিয়ে যাব।

১১| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোথাকার পানি কোথায় নিয়ে ঘড়ালেন।

০২ রা অক্টোবর, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: সে জন্য ক্ষমাপ্রার্থী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.