নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৮৮

০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:২৫



১। আমরা মনে করি আমরা অন্যায় করছি না, তবু আমাদের কোনও কোনও ব্যবহারে অন্য কেউ আঘাত পেতে পারে।

২। একটি মেয়ের সাথে বন্ধুত্ব ও বিশ্বাসের সম্পর্ক স্থাপিত হওয়ার পর তাকে চুমু খেতে চাওয়া তো পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ব্যাপার।

৩। কবিতা অতি বিশুদ্ধ শিল্প, তার মধ্যে যুদ্ধ-টুদ্ধ মেশানো উচিত নয়। কবিতা দিয়ে যুদ্ধ করা যায় না, কবিতা দিয়ে বাজারের দ্রব্য মূল্য কমানো যায় না, সে চেস্টা করতে গেলে - কবিতা আর কবিতা থাকে না

৪। আমি কোনও কালেই নেপোলিয়ানের ভক্ত নই। ইতিহাসের এইসব বিখ্যাত চরিত্র গুলি তো আসলে বিখ্যাত খুনী। নেপোলিয়ানও এক রক্তলোলুপ, উচ্চাকাংখী, স্বৈরাচারী ছাড়া আর কি! হিটলারের সাথে তার তফাত অতি সামান্য।

৫। সম্রাট প্রথম টলেমী মহাজ্ঞানী ইউক্লিডকে জিজ্ঞেস করেন, জ্যামিতি শিক্ষার কোন ছোট পথ আছে কি না, তখন টলেমী উত্তর দেন, "জ্যামিতি শিক্ষার কোন রাজপথ নেই"।

৬। বেশিরভাগ পুরুষেরই প্রথম পছন্দ লম্বা চুলের নারী।
আমার দাদী মরে যাবার দশ মিনিট আগে আমাকে বলেছিলেন- '' শোন রাজীব, যে মেয়ের মাথার চুল অনেক লম্বা সেই মেয়েকে বিয়ে করবি। যে মেয়ের মাথার চুল যত লম্বা- সে মেয়ের তত বেশী ধৈর্য্য । আর ধৈর্য্যশীল মেয়েরা খুব সাংসারিক হয়। সে মেয়ের সাথে ঘর সংসার করে আরাম পাবি।

৭। এক খরগোশ প্রতিদিন এক মুদির দোকানে গিয়ে বলত... 'গাজর আছে' ?
দোকানদার বারবার 'না নেই' বলার পরও সে প্রতিদিন গিয়ে বলত... 'গাজর আছে' ?
এতে দোকানদার রেগে গিয়ে খরগোশ এর দাঁত ভেঙে দিলো...
তারপর...
তারপর খরগোশ গিয়ে পরের দিন মুদির দোকানে গিয়ে জিজ্ঞেস করলো... 'গাজরের জুস আছে' ?

৮। যখনই সে আকাশের দিকে তাকায়, গভীর বিস্ময়ে মন ভরে যায়। এ আকাশ কত বড়? কী আছে ওখানে? আল্লাহ, যীশু, দেব-দেবীরা কি সেখানে শহর-বাজার সাজিয়ে বসবাস করছেন?

৯। যীশু তার শিষ্যদের বলেছেন- গরু (হামবা হামবা) আর শুয়োর দুটাই খেতে পারো। তারা দিব্যি তাই খায়, লম্বা চেহারা শক্তিও অনেক! অথচ দেখো, হিন্দু আর মুসলমানরা এই হামবা হামবা আর শুরোর নিয়ে কত লাঠালাঠি আর নষ্টামি করেছে। অথচ সকলেই তো সমান মানুষ!

১০। হিন্দুরা যারে স্বর্গ কয়, মুসলমানরা কয় বেহেস্ত, সে দুটাই আমার যে মনে হয় কারাগার। একবার গেলে আর বাহির হতে পারব না। থাক, আমার অত সুখে কাম নাই। ও আমি দোজকে যাবো....

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বালিকা বন্ধু বি গার্লফ্রেন্ডকে চুমু খাওয়া যেতেই পারে।

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বালিকা বন্ধু বা গার্লফ্রেন্ডকে চুমু খাওয়া যেতেই পারে।

৩| ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫

আমি সাজিদ বলেছেন: বেশ

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: আচ্ছা।

৪| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৫

রাশিয়া বলেছেন: ২ নম্বরে একটা ফালতু কথা বললেন। আমি আর আমার বজম ফ্রেন্ডের তৃতীয় একজন বন্ধু ছিল অনিতা নামে এক হিন্দু মেয়ে। দেখতে ভাল, কিন্তু একটু টমবয় ভাব। আমরা খুব ভালো বন্ধু ছিলাম। সব জায়গায় একসাথেই যেতাম। কিন্তু আমি বা অজিতের (আমার বজম ফ্রেন্ড) কখনোই তো ইচ্ছে হয়নি অনিতার সাথে প্রেম করি বা চুমু খাই। আমরা তিনজনেই পরবর্তীতে একই বছরে বিয়ে করেছি। ফলাফলঃ ফ্রেন্ড হিসেবে আমি অনিতাকে হারিয়েছে। আমার বউ এখন তার ফোন ফ্রেন্ড।

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: সব সম্পর্ক এক রকম হয় না।

৫| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: মানুষ সাধারনত ঘুমিয়ে বিক্ষিপ্ত চিন্তা করে ও উল্টা পাল্টা স্বপ্ন দেখে। অনেকে এই কাজটা জেগে জেগেও করতে পারে। এটা অনেক বড় একটা গুণ। সবাই এটা পারে না।

০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করলেন না মন্দ মন্তব্য করলেন বুঝতে পারলাম না।

৬| ০৩ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন: একটা মেয়ের সাথে বন্ধুত্ব ও বিশ্বাসের সম্পর্ক স্থাপন হবার পর চুমু খেতে হবে কেন? এরকম ভাবা মোটেও ঠিক না।বন্ধুত্ব ও বিশ্বাস তো দুটি মনের মধ্যে আত্নার আত্নিক সম্পর্ক। এখানে চুমু আসবে কেন? বন্ধুত্ব ও বিশ্বাসের পরিণতি কি শারিরীক সম্পর্ক?

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: চুমু তো ভালোবাসার প্রকাশ।
চুমুর দরকার আছে।

৭| ০৩ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মেয়েদের সাথে বন্ধুত্ব হয় দুই রকমের।
১। Friend.
২। Girl friend.

প্রথম friend এ কোন রকম রোমান্স এর অবকাশ নেই। তবে girl friend এর সাথে রোমান্স হওয়াটাই বরং খুব স্বাভাবিক ঘটনা।
প্রথমটার ক্ষেত্রে মফিজ ও যে রকম রহিমা খাতুন ও সেই রকম । দ্বিতীয় টার ক্ষেত্রে সেই রকম নয়।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

৮| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ৮:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দোজকে যেয়ে ভাববেন না শুখে থাকবেন।দোজকের মেয়াদ শেষ হলে সেই বেহেস্তে যেতেই হবে।কোন রক্ষা নেই।ইমান যখন একবার আনছেন বেহেস্ত ছাড়া রক্ষানাই।যতই মোড়া মুড়ি করেন।

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: ৭০ টা হুর পরী দিয়া আমার তো কাম নাই।
আমি দোযকে যাবো।

৯| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


৯ নং:

যীশুর মৃত্যুর প্রায় ৭০০ বছর পর ইসলাম প্রচার হয়েছিলো; উনি কিভাবে হিন্দু মুসলমানের গরু সমস্যার কথা বললেন?

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: তাই তো!!!
আমার হিসাবে গন্ডোগোল হয়েছে।

১০| ০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১০:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ঈশ্বর কি জানতেন যে মানুষ হারাম হালাল নিয়ে এতো সব নিয়ম কানুন বের করবে?

০৩ রা অক্টোবর, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: ঈশ্বর সব জানতেন। জানেন।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০২০ সকাল ১০:৫১

নতুন বলেছেন: ১। আমরা মনে করি আমরা অন্যায় করছি না, তবু আমাদের কোনও কোনও ব্যবহারে অন্য কেউ আঘাত পেতে পারে।


কথা সহী।

আপনি ফরিদপুরী দের খারাপ বলে সব ফরিদপুরীদের মনে আঘাত দিয়েছেন।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মেয়েদের সাথে বন্ধুত্ব হয় দুই রকমের।
১। Friend.
২। Girl friend.

প্রথম friend এ কোন রকম রোমান্স এর অবকাশ নেই। তবে girl friend এর সাথে রোমান্স হওয়াটাই বরং খুব স্বাভাবিক ঘটনা।
প্রথমটার ক্ষেত্রে মফিজ ও যে রকম রহিমা খাতুন ও সেই রকম । দ্বিতীয় টার ক্ষেত্রে সেই রকম নয়।

সাজ্জাদ ভাইয়ের এনালাইসিস ঠিক আছে আপনার টা ভুল। অনেক মেয়েই শুধুই বন্ধু তাদের সাথে ছেলে বন্ধুর পার্থক্য নাই, এখানে চুমু বা রোমান্ছের চিন্তা আসেনা।

০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: ফরিদপুরবাসীকে আমি খারাপ বলি নাই। শুধু বলেছি ফরিদপুরে যারা দূর্নিতিবাজ আছেন তারা খারাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.