নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার প্রকৃত দাবীদার হলেন বনলতা সেন। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় World Food Programme কে অভিন্দন। এ সমাজে মিথ্যাকে প্রমান করতে হয় না, সত্যকে ঠিকি গভির প্রমান দিতে হয়। মানুষ লেখাপড়া করছে কিন্তু শিক্ষিত হচ্ছে না। মানুষের জীবনযাপনের মান উন্নত হচ্ছে, কিন্তু মানুষ সভ্য হচ্ছে না। মরে গেলে মানুষ বেশিদিন মনে রাখে না। ভুলে যায় সব। একটা মানুষের লাইফ যখন উইথ আউট আ বিগ রিজন তার এক্সপেকটেশন এর চেয়েও বেশি চেইঞ্জ হয়ে যায়, তখন তার মূল্য মানুষ দিতে পারে না। আজাকের শাহবাগে ধর্ষণ বিরোধী সমাবেশ থেকে ৯ দফা দাবি উত্থাপন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৭। নতুন আক্রান্ত ১২৭৮, সুস্থ ১৫৯৬, নমুনা পরীক্ষা ১১২৫৬, মোট মৃত ৫৪৭৭, আক্রান্ত ৩৭৫৮৭০, সুস্থ ২৮৯৯১২ জন। যাই হোক এখন ছবি দেখুন।
১।
বাসে উঠার কষ্ট কি কোনো দিন লাঘব হবে?
২।
ধাক্কাধাক্কি করে আমি বাসে উঠতে পারি না।
৩।
আর ক'দিন পর পূজা শুরু হবে।
৪।
করোনা বহু লোককে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে।
৫। এই শহরে প্রতি বছর বৃক্ষ মেলা হয়।
৬। এটা এই শহরের ছবি না। শহরের বাইরের ছবি।
৭।
পুতুল স্বামী স্ত্রী।
৮। গরুর খাদ্য।
৯। লিসা।
১০। শহরে সন্ধ্যা নেমেছে।
১১। শরত চলে এসেছে!!
১২। আমাদের জাতীয় পশু হাতী হলে ভালো হতো।
১৩। চলুন ফুটবল খেলি।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ছবি গুলো উলটে গেলে কেন? আমি সোজা করেই দিয়েছিলাম। এটা সামুর সমস্যা মনে হয়।
২| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৬
নেওয়াজ আলি বলেছেন: ছবি সুন্দর । ছবি তোলা মানে ইতিহাস ধারণ করা।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: জ্বী। ধন্যবাদ।
৩| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাসের এই করুণ হাল দেখলেই দেশে আসতে ভয় হয়।
আমি গরীব মানুষ।
বাস ছাড়া আমার তো উপায়ও নাই।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: গরীব হয়ে জন্ম নেওয়াটা অপরাধ নয়। গরীব হয়ে মরে যাওয়াটা অন্যায়।
এতদিন বিদেশ থেকেও আপনি গরীব। তাহলে এতদিন কি করলেন?
আমি এতদিন বিদেশ থাকলে অনেক কিছু করে ফেলতাম।
বাস না উঠে উবার নেবেন।
৪| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের জাতীয় পশু গরু কিংবা ছাগল হলে বেশী ভালো হতো।
জাতীয় পাখি হাঁস কিংবা মুরগী।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৫| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বনলতা সেন কেন?
৬নং ছিবির স্থানটি কোথায়।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: পাটুরিয়া ফেরী ঘাট।
৬| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪০
চাঁদগাজী বলেছেন:
১ ও ২ নং ছবি:
-এগুলো কি সাম্প্রতিক সময়ের ছবি?
১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:০৯
রাজীব নুর বলেছেন: না। করোনার আগের ছবি।
৭| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনি ড্রাইভিং জানেন?
১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:১১
রাজীব নুর বলেছেন: বিশ বছর আগে শিখেছিলাম। কিন্তু গত বিশ বছর ড্রাইভিং করি নি। আব্বা দেয় নি। তবে বসলে সব মনে পরে যাবে।
৮| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৪০
রাশিয়া বলেছেন: পাটুরিয়া ঘাটকে আপনার কাছে ঢাকার পথ মনে হল কেন?
বাসে ওঠার সমস্যা সমাধানে উন্নত দেশে মিউনিসিপ্যাল বাস ট্রানজিটের ব্যবস্থা আছে। আপনি সেই দাবিতে আন্দোলন করে দেখতে পারেন। এই বাসগুলো কেবল অফিস টাইমে আপ ডাউন করে এবং অতি অল্প জায়গাতে প্রচুর পরিমাণ যাত্রী বহনে সক্ষম।
১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২২
রাজীব নুর বলেছেন: বাসে সারা জীবনের সমস্যা।
৯| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৮
জাহিদ হাসান বলেছেন:
আমেরিকান ছেলেটি তার প্রেমিকাকে খুশী করতে ব্যস্ত
১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৩
রাজীব নুর বলেছেন: আমেরিকানরা তাদের প্রেমিকাকে খুশি করার কোটি টাকাও খরচ করে।
১০| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১১
জাহিদ হাসান বলেছেন: একটা শব্দ বাদ পড়েছে- গান শুনিয়ে খুশী করতে ব্যস্ত
বলতে চাইছিলাম
১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: ওকে।
১১| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৮
ইসিয়াক বলেছেন: আমি ভীড়ের বাসে উঠতে পারি। সময় মতো শরীর বাকিয়ে কৌশলে সুড়ুৎ করে ঢুকে পড়তে হয়।
১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: হা হা হা------ হে হে হে------
১২| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিগুলি সুন্দর হয়েছে। তবে কিছু কিছু ছবি শুয়ে আছে, খাড়া করায়ে পোস্টি দিয়ে দেখতে খাটনি কম হতো।
১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: ছবি গুলো খাড়া করেই দিয়েছিলাম। সমস্যা টা কোথায় হয়েছে বুঝতে পারি নি।
১৩| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১:০০
এইচ তালুকদার বলেছেন:
ঢাকা
১১ ই অক্টোবর, ২০২০ রাত ১:০৭
রাজীব নুর বলেছেন: ঢাকা ধুলোবালিতে ঢাকা পড়েছে।
১৪| ১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
সব ছবি সুন্দর হয়েছে।
বাসে ঠেলাঠেলীর ছবির মত দৃশ্য হরহামেসা দেখা যায়।
এর জন্য শতকরা একশত ভাগ দায়ী ট্রাফিক নিয়ন্ত্রকারী
কতৃপক্ষ । তারা সচেষ্ট হলেএটা বন্ধ করা সম্ভব।
ছবিটাএমন কেন হলো তা একটু দেখতে চেয়েছি ।
জানিনা ছবিটা এবার ঠিক ভাবে আসবে কিনা ।
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: আরেহ!!!!!!!!!!!!!!
১৫| ১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৯
জগতারন বলেছেন:
@: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) , আপনাকে তো ব্লগে তেমন দেখিই না, কারম কি ?
১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: ব্যস্ত।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক সুন্দর ছবি। কিছু ছবি রোটেট করে দিন।