নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৯৮

০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৪



১। আজকে একটি বিশেষ দিন-
# আজকের দিনে ফেরাউন তার সৈন্য নিয়ে নীল নদে ডুবে মরে ছিলেন।
# নূহ নবীর নৌকা মহা প্লাবন থেকে রক্ষা পেয়েছিল।
# ইবরাহীম (আঃ) নমরুদের অগ্নিকূপ থেকে মুক্ত হয়েছিলেন।
# ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।
# ঈসা নবী আসমানে উঠে যান।
# পৃথিবীতে প্রথম বৃষ্টি হয়।
# আজকের দিনের আল্লাহ পৃথিবী তৈরি করেছিলেন।

২। মহানবী সাঃ একদিন একটি গাছের তলায় ঘুমিয়েছিলেন।
এই সুযোগে দাসুর নামের একজন শত্রু তাঁর পাশে এসে দাঁড়াল। শোরগোল করে সে মহানবী সাঃ কে ঘুম থেকে জাগাল। মহানবীর সাঃ ঘুম ভাঙলো, চোখ খুলে দেখলেন, একটা উন্মুক্ত তরবারি তাঁর গলার কাছে।
ভয়ানক শত্রু দাসুর চিৎকার করে উঠলো, এখন আপনাকে কে রক্ষা করবে? মহানবী ধীর শান্ত কণ্ঠে বললেন, ‘আল্লাহ।’ শত্রু দাসুর মহানবীর সাঃ এই শান্ত গম্ভীর কণ্ঠের 'আল্লাহ' শব্দে কেঁপে উঠল তার কম্পমান হাত থেকে খসে পড়ল তরবারি।

মহানবী সাঃ দাসুর তরবারি তুলে নিয়ে বললেন, ‘এখন তোমাকে কে রক্ষা করবে, দাসুর? সে উত্তর দিল কেউ নেই রক্ষা করার।’
মহানবী সাঃ বললেন, ‘না, তোমাকেও আল্লাহই রক্ষা করবেন।’ এই বলে মহানবী (সাঃ) তাঁকে তার তরবারি ফেরত দিলেন এবং চলে যেতে বললেন। বিস্মিত দাসুর তরবারি হাতে চলে যেতে গিয়েও পারল না ফিরে এসে মহানবীর সাঃ হাতে হাত রেখে পাঠ করলঃ ‘লা- ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’

৩। আস্তিক, সুশীল, সেক্যুলার, এবং বামপন্থীদের কাজই হলো মিথ্যা ছড়ানো, বিভাজন সৃষ্টি করা, একজনকে কৌশলে আরেকজনের পিছনে লাগিয়ে দিয়ে দূরে বসে মজা দেখা।

৪। মন্ত্র এমন একটি জিনিস যা শুধু মুখে কয়েকবার আওড়ালেই কাজ করে না। মন্ত্র শিখতে হলে সবার আগে চাই ধর্য্য ধারন ও কঠোর তপশা। আজ আমি আপনাদের একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্র নিয়মিত সকালে ঘুম থেকে উঠে পাঠ করলে আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং মাথা ব্যথা হলে এই মন্ত্র পড়তে পারেন। বথা কমে যাবে। মনে রাখবেন- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।

ধুল ধুল ধুলিয়া/ এই ধুল পরি দিনু
পমিক লাগিয়া/ হাত জলুক, পা জলুক
জলুক মাথার বিষ/ মোক না দেখিলে
তোর কলিজা পুড়ি/ হইবে শেষ।


৫। বাবুই পাখির অন্যতম বৈশিষ্ট্য হলো রাতের বেলায় ঘর আলোকিত করার জন্য এরা জোঁনাকি পোকা ধরে নিয়ে বাসায় রাখে এবং সকাল হলে আবার তাদের ছেড়ে দেয়।

৬। আমি হচ্ছি এই পৃথিবী নাম্বার ওয়ান হতভাগা ।

৭। দুঃখকে জয় করার বিষয়ে নানা যুগে নানা মহৎ ব্যক্তি নানা মূল্যবান উপদেশ দিয়ে গেছেন। আমার জ্ঞান বুদ্ধি সীমিত। তাই দুঃখকে জয় করবার কোনো প্রয়োজন দেখি না। দুঃখ আসে তো আসুক না সু্খের মতোই- বাধ্যতামূলক, দুঃখও তো তাই।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ফেরাউন কোন রাজার নাম নয়।
রাজবংশের নাম।

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: রাজবংশের রাজার নাম কি?

২| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



১ নং:

এগুলো ঐতিহাসিক ঘটনা নয়; এগুলো মানুষের গল্পের ইতিহাস।

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: হপুরোটাই তো আর গল্প নয় কিছুটা সত্যি আছে।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৮:৫০

মুজিব রহমান বলেছেন: মন্ত্রের একটি বই কিনেছিলাম। খুবই হাস্যকর মন্ত্রগুলো। এগুলো দিয়েই বহুকাল সাধারণ মানুষকে ঠকিয়েছে।

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: এ যুগে মনে হয় না কেউ মন্ত্র বিশ্বাস করে।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৮:৫৪

করুণাধারা বলেছেন: আপনি পৃথিবীর এক নম্বর হতভাগা! (৬ নম্বর)

বাহ! এই বোধোদয়ের কারণ?

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: সে এক বিরাট ইতিহাস। পরে বলব।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ১০:০৩

নেওয়াজ আলি বলেছেন: ১) ঐতিহাসিক ঘটনা সমূহ ।
৩)একদম সত্য
৫) সত্য কিনা আপনি বলেন

০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ১০:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১ নম্বর পয়েন্টের প্রথমটা ছাড়া বাকিগুলি ভুল।

০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: হা হা হা----
হাঁয় আল্লাহ!!!

৭| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ নাম্বারে সূত্র কৈ?
২ নাম্বার আগে শুনি নাই

০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: সুত্র নাই। ১ নম্বর তো কোনো অঙ্ক না।

৮| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:২৭

মরুর ধুলি বলেছেন: যার মধ্যে ঈমানের আলো নেই সে হতভাগা।

০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: হ আফনে রে কইছে!

৯| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪,আমার মন্ত্র শতভাগ কাজ করবে।
জীবন যাপি পিরিত রশে মুহিত মন কুহক বসে।কি কাজ করবে?১০ জোড়া একই রকম বস্তু রাখবো।এক জোড়া আপনি মনে মনে ধরবেব।২০ টা অক্ষরে ২০টা রাখবো,আমি বলে দেব কোন দুইটা আপনি মনে মনে ধরেছিলেন।
৫, বাবুই পাখীর রাতে আলো দরকার হয় কেন?

০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: বাবুর পাখি ঘুট ঘুটে অন্ধকারে ঘুমাতে পারে না।

১০| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:০৩

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ৭ নাম্বার সুন্দর ।

০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.