নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সক্রেটিস বলেছিলেন- 'আমি পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী'
কারণ আমি অন্ততঃ এটুকু জানি যে, আমি কিছু জানি না
আমরা সক্রেটিসের মত না মহান না।
কিছু জানিনা- আমরা কেউ একথা মানতে রাজী নই
আমরা মনে করি, আমরা বহু কিছু জানি
অনেকেই অনেক অনেক বেশী জানি
জানি বলেই তা অন্যকে জানাতে চাই।
আমি ক্ষুদ্র মানুষ, জ্ঞানের ভান্ডার শূন্য না হলেও সমৃদ্ধ নয়
তবে বয়স বেড়েছে, চেষ্টা করেছি কিছু সঞ্চয় করতে
পৃথিবীতে এমন কোনও জায়গা আছে-
যেখানে কোনও অশান্তি নেই, দুঃখ নেই, হিংসে নেই, লোভ নেই?
আমার আর ভালো লাগে না!
ভাবছি, ঈশ্বরের কাছে একটা চিঠি লিখব।
(আমি কবিতা লিখতে জানি না। কিন্তু মাঝে মাঝে আমার কবিতা লেখার ইচ্ছে হয়। এই অপরাধ আমাকে ক্ষমা করবেন। কিছু কথা মিলিয়ে ঝিলিয়ে কবিতার মতোন করে লিখতে খুব চেষ্টা করি। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। এটা আমাকে শান্তি দেয়। বেঁচে থাকতে সাহায্য করে। তবে সারা রাত জেগে থাকি ঘুম আসে না। শেষ বয়সে এসে আমার জীবন কি এভাবেই শেষ হয়ে যাবে? আজ মনে হচ্ছে আমি ১৭৫৩ সালে আছি। কাল থেকে ঘোড়ায় চলবো। বিষ্ময়কর! এদিকে মার্কিন নয়া প্রেসিডেন্ট জো বাইডেন কাজ শুরু করে দিয়েছেন। ট্রাম্প কী সিদ্ধান্ত নিবেন সে অপেক্ষায় বসে নেই প্রশাসনও। কিন্তু ট্রাম্প একজন সাবেক রেসলার। দম থাকতে হারবার পাত্র নন। রাষ্ট্রীয় সংবিধানে যাই থাকুক না কেন! মামলার পর মামলা করে যতক্ষণ পর্যন্ত কোর্টের রায় না আসবে, ততক্ষণ পর্যন্ত পরাজয় মেনে নিবেন না)।
১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: নিজের শিক্ষা, বিবেগ, বিজ্ঞান, মেধা এবং রুচি দিয়ে যেটা সত্য মনে হবে সেটাই বিশ্বাস করবেন।
২| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৯
নেওয়াজ আলি বলেছেন: কবিতা পড়েছি কিন্তু কবিতাতে বাইডেন ও ট্রাম্প কেন নিচে আনলেন
১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: কবিতা উপরেরটা।
নিচে হাবিজাবি কথা। এই হাবিজাবির সাথে কবিতার কোনো সম্পর্ক নেই। আপনার পড়ায় আরো মন দিতে হবে। পড়া এবং চোখ বুলানোর মধ্যে এই পার্থক্য জনাব।
৩| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জ্ঞানের জগত বিশাল।
সব জানা কোন মানুষের পক্ষেই সম্ভব না।
১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: যতটুকু সম্ভব ততটুকু আহোরন করতেই হবে।
৪| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর গদ্য কবিতা লেখেছেন কবি দা
১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: কিন্তু আমি পদ্য লিখতে চেয়েছিলাম।
৫| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: পদ্য লেখা ঝামেলা আছে কবিতার তিন ফরমেটে লেখতে হবে অক্ষর বৃত্ত, মাত্রা বৃত্ত, স্বরবৃত্ত চেষ্টা করুন হয়ে যাবে
১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: এত কাহিনী?
আমি এত কাহিনী পারবো না।
৬| ১১ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১০
শ।মসীর বলেছেন: ট্রাম্প আসলে কি যে করবে আমি শিউর সেটা তার আশেপাশের লোকজনও এখনো ধারনা করতে পারছেনা !!! বাইডেন ও নিশ্চিত এই নিয়ে টেনশনে আছে
১১ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৪
রাজীব নুর বলেছেন: ট্রাম্প এখন যা-ই করবে বোকামি করবে।
এরকম বোকামি বাইডেন করবে না।
কবিতা কেমন হলো তা তো বললেন না??!!
৭| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৫
ঢাবিয়ান বলেছেন: আপনি নীচে কবিতা লিখেছেন বলে জানিয়েছেন বলে জানতে পারলাম যে এটা কবিতা
১১ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: অকে।
এরপর থেকে শিরোনামেই লিখে দিব (কবিতা)।
৮| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন:
কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে,গান নিয়েও তাই।
বেশি জানা কম জানা নিয়ে দুঃখ করে লাভ নেই,জানাজানি দিয়ে এখন আর বেশি জ্ঞানি কম জ্ঞানি নির্ধারণ হয় না,নির্ধারণ হয় অন্য কিছু দিয়ে।
১১ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: অন্য কিছুটা কি?
৯| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: অন্য কিছুটাইতো জ্ঞানের বিষয়। তথ্য উপাত্ত তো টিপ দিলেই বেরিয়ে আঁশে।এটাতো হাজার টিপা টিপি করলেও বেরিয়ে আসবেনা। যৌক্তিক সৃজনশীল বিশ্লেষণ করার ক্ষমতা।যার যত প্রকট সে তত জ্ঞানী।অনেকে অন্য ভাবেও ব্যাখ্যা করতে পারে।
১২ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: আমি জ্ঞানহীন মানুষ। সেটা আমি মানি। এই বিষয়ে আমি তর্ক করতে পারি না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমার দৌড় কোন পর্যন্ত তা আমি ভালো করেই জানি।
১০| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৯
ঊণকৌটী বলেছেন: আপনি অনেক বিষয়ে জানেন, এইটা একটা বিশেষ ক্ষমতা
১২ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: না। আমি জানি না। আমার জানার পরিধি শূন্য।
১১| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৩৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি অনেক পড়েন অতয়েব আপনি অনেক জানেন।এতে কোন সন্দেহ নাই।জানার এক অদম্য ইচ্ছা আপনাকে পেয়ে বসেছে।যত বেশি পড়বেন, ততবেশী জানবেন।এখনি পড়ার সময়।
কত বই ডাউনলোড করে রেখেছি, দুই পাতার বেশি পড়তে পারি না।ভাবলাম বই হলে পড়তে পারবো।আজকে বললে দুই একদিনের মধ্যে বই দিয়ে যায়।১৫/২০ বই এনে রেখেছি,কিন্তু পড়া আর হয় না।
সময় থাকতে পড়ে নিন।
১২ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: জ্বী। পড়বো।
পড়ার ইচ্ছা আমার আছে।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৩
বোকা পুরুষ বলেছেন: সক্রেটিস যদি জানে সে কিছুই জানেনা তাহলে সে জানল কিভাবে সে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী? কোনটা বিশ্বাস করবো তাহলে