নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মজার কিছু তথ্য

২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:০০



জীবন কত ছোট, অথচ কত কিছু আছে জানার!
জ্ঞান এমন একটা বিষয় যার কোনো সীমাবদ্ধতা তথা সীমানা নেই। তাই কখনো হতাশ হবেন না কেননা আপনার কিছু বিষয় অজানা থাকাই স্বাভাবিক আর জানা থাকাই বিস্ময়কর। মানব জীবন সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য এই অন্তর্দৃষ্টি এবং বোধ করার ক্ষমতা আমাদের নিজেদের মধ্যে বৃদ্ধির প্রয়োজনীয়তা এক কথায় অতুলনীয়। জীবনে শেখার কোন শেষ নাই আর জানার কোন সীমা। তবে, বিশ্বাস করুন নিজের বিবেচনায়, অন্যর কথায় নয়। জানার সত্যিই শেষ নেই। জানতে থাকুন। ভুল বিশ্বাস ভাঙতে থাকুন।


১। বেশির ভাগ হাতির ওজন নীল তিমির জিহ্বার চেয়ে কম ওজনের হয়।

২। ভারতের প্রথম রকেট সাইকেলে করে নেয়া হয়। অবাক হওয়ার কিছু নাই। কথা সত্য। প্রমান আছে।

৩। ফ্রান্স ১৯৬৩ সাল থেকে ২২ জন আফ্রিকান রাষ্ট্রপতিকে হত্যা করেছে।

৪। ৫৫৪ কোটি বছর পূর্বে পৃথিবীর জন্ম হয়েছিল।

৫। ভারতের ১২৫ মিলিয়ন লোক ইংরেজি ভাষায় কথা বলতে পারেন, যার অবস্থান আমেরিকার পরপরই।

৬। মেয়েরা খুব পছন্দ করে, যখন ছেলেরা তাদের নাম ধরে ডাকে।

৭। ছোটবেলায় স্টিফেন হকিং-কে স্কুলে 'আইনস্টাইন' নামে ডাকা হত।

৮। কোথাও ভ্রমণ করার সময় মানুষ টুথব্রাশ নিতে সবচেয়ে বেশি ভুলে যায়।

৯। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রেনের প্লাটফর্ম রয়েছে ভারতে।

১০। ইংরেজি ‘level’ শব্দটির অক্ষরগুলো উল্টে দিলেও তা একই থাকবে!

১১। সারা শরীর ঘুরে আসতে একটি রক্ত কোষের মাত্র ৬০ সেকেন্ডের মতো সময় লাগে।

১২। আইনস্টাইন ও হকিং দুজনেরই দুটি বিবাহ। আইনস্টাইন ও হকিং দুজনেরই 'আই কিউ' প্রায় ১৬০-এর কাছাকাছি।

১৩। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদ দ্বারা গঠিত বাংলার এই মাটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উর্বর মাটি।

১৪। আপনি যদি পৃথিবীর সব মাকড়শা ধরে এনে নেদারল্যান্ডে ছেড়ে দেন, তাহলে তারা তিন দিনে দেশটির জনসংখ্যাকে খেয়ে ফেলবে।

১৫। 'জিয়াওলি' নামে চীনের এক মহিলার ২০ জন প্রেমিক রয়েছে এবং প্রত্যেকে তাকে আইফোন টেন প্লাস গিফট করে। তিনি এগুলো বিক্রি করে একটা নতুন বাড়ি ক্রয় করেন।

১৬। পৃথিবীতে প্রতিটি মানুষের জন্য ৪২২ টি করে গাছ আছে।

১৭। ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে।

১৮। ২৩ বছর বয়সের আগে আমেরিকার ৩০ থেকে ৪০% মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়।

১৯। অস্ট্রেলিয়া ক্রিকেট দল টেস্ট খেলতে একবার আমেরিকায় গিয়েছিল। জ্বী, আমেরিকাতেই! সময়টা ছিল ১৯৩২ সাল।

২০। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম ত্রিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন। তা না হলে আপনি মারা যেতে পারেন।


বোনাসঃ

# মেয়েদের যে কোন জিনিসের জটিলতা বোঝার ক্ষমতা খুব বেশি এবং তাদের ব্রেন এভাবেই তৈরি হয়েছে।
# ছেলেরা যেমন মেয়েদের দিকে তাকায়, মেয়েরাও ছেলেদের দিকে তাকায়। হয়তো আরো বেশি।
# পৃথিবীর কোন অবতার নারী ছাড়া জন্ম নিতে পারে নাই। পৃথিবীর নারীর শরীরে সুখ খুঁজে গেছে বহু ঈশ্বরের অবতার।
# মেয়েরা জানে তাদের কেমন দেখায় তাও তারা তা জিজ্ঞাসা করে কারণ মেয়েরা প্রশংসা ভালোবাসে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ---------------

২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২০টার ভিতর ১৬টাই আমার অজানা ছিল।

২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: আপনি পড়ুয়া মানুষ।

৩| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: মেয়েদের নিয়ে আজকাল বেশি ভাবছেন কিন্তু রাজীবভাই.....

২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: মেয়েদের জানলেই বেশি শ্রদ্ধা করা যায়।

৪| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

ভুয়া মফিজ বলেছেন: ২০ নাম্বারটাতে ভুল তথ্য দিয়েছেন।

বলা হয়ে থাকে, ব্রেইনে রক্ত প্রবাহ স্বাভাবিক করার জন্য ঘুম ভাঙ্গার পর শোয়া থেকে হঠাৎ দাড়িয়ে না গিয়ে ২/৩ মিনিট বসে থাকা ভালো। তারপরে দাড়ানো। এর সাথে স্ট্রোক করা কিংবা মারা যাওয়ার কোন সম্পর্ক নাই।

মাঝেমধ্যেই দেখি আপনে ভুল তথ্য দেন। কই পান এইসব অদ্ভুদ ইনফরমেশান? নিশ্চয়ই আপনের ওস্তাদের বর্ণিত ফেইবুকে? =p~

২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: না তথ্য ভুল না। আপিনার বুঝার ভুল।

৫| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




আর একটা মজার তথ্য দিই -
ব্লগে হরেক কিসিমের সর্বাধিক ( দিনে ৩/৪টা ) পোস্টদাতার নাম - রাজীব নুর B-)

২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: হে হে হে---

৬| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: # পৃথিবীর কোন অবতার নারী ছাড়া জন্ম নিতে পারে নাই। পৃথিবীর নারীর শরীরে সুখ খুঁজে গেছে বহু ঈশ্বরের অবতার।
১০০ ভাগ সত্য কথা

২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি আমি।

৭| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: না তথ্য ভুল না। আপিনার বুঝার ভুল। আপনার যথেষ্ট বয়স হয়েছে। যা বলেন, বুঝে-সুঝে বলেন, নাকি এমনি এমনিই বলেন? ;)
ইন্টারনেটভিত্তিক ননসেন্স নিয়ে ডিল করে এমন একটা ওয়েবসাইটের এ'বিষয়ে ইনফরমেটিভ লিঙ্ক দিলামview this link। পড়ে দেখেন, এখানে বিস্তারিত বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আর আপনার ননসেন্স ইনফরমেশানের ব্যাপারে গ্রহনযোগ্য কোন লিঙ্ক থাকলে দেন, দেখি নতুন কিছু শিখতে পারি কিনা। =p~

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ওকে অকে।
তর্ক করবো না। মেনে নিলাম।

ভুল আমার হতে পারে। ভুল শুধবার সময় তো দিবেন!

৮| ২৪ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


১৩ নং:

যেসব ব্লগার আমেরিকায় আছেন, তারা বলতে পারবেন, আমেরিকার শহরের মাটিও বাংলাদেশের চাষের জমি থেকে বেশী উর্বর।

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: হতে পারে। জানি না।

৯| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১৪ নং তথ্যটি প্রমান করার উপায় কি,কিভাবে এটা তথ্যে পরিণত হল।

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: এই তথ্য আমেরিকানরা দিয়েছে।
তারা এরকম মজার তথ্য প্রায়ই দেয়।
অবশ্য ওরা মগড়া বলে না। ওড়া সার্ভে করেই বলেছে।

১০| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৩৭

নীল আকাশ বলেছেন: # দিয়ে লেখা লাইনগুলি দারুন হয়েছে।
কিন্তু উপরে দেয়া অনেক তথ্য ভুল। কিংবা আজগুবী।

২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: আপনার কথা আমি মানি।

১১| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৯

জুন বলেছেন: নীল তিমির জিহবার চেয়ে হাতির ওজন কম :-*
এইটা কি বাচ্চা হাতি নাকি আফ্রিকার বিশাল হাতির কথা মিন করেছেন রাজীব নুর।

২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: বিশাল তিমির সাথে বিশাল হাতী। ছোট তিমির সাথে ছোট হাতী।

১২| ২৫ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৪

মল্লিক১৯৯৩ বলেছেন: এত কিছু জানা ছিল না আগে। ধন্যবাদ আপনাকে ।

২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৩| ২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৪

নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: বিশাল তিমির সাথে বিশাল হাতী। ছোট তিমির সাথে ছোট হাতী।
ভাই আমি এই উত্তর দেখে মুগ্ধ হয়েছি। আপনাকে বুদ্ধিতে নোবেল প্রাইজ দেয়া দরকার।

২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: আপনাদের ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.