নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। দেশের রাজনীতিবিদদের কর্মকান্ড দেখলে শরীর জ্বলে।
আমার হাতে দেশের ক্ষমতা দেওয়া হোক। গত ৫০ বছরে বিভিন্ন সরকার যা পারেনি আমি তা করে দেখাবো। দুর্নীতি দূর করা কঠিন কিছু না। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা কঠিন কিছু না। কর্মসংস্থান সম্ভব। সৎ ইচ্ছা থাকলে সব সম্ভব। বছরের পর বছর লাগে না। সবার ভাওতামি ছুটিয়ে দিতাম। যারা ভন্ডামি করে দেশের বারোটা বাজিয়েছে তাদের শিক্ষা দিয়ে দিতাম। জয় বাংলা।
২। একই নদীর নাম এক দেশে গঙ্গা, আরেক দেশে পদ্মা হল কেন?
অতীতে বাংলাদেশ হিন্দু প্রধান অঞ্চল ছিলো। সেই সময় বাংলাদেশ ও ভারত এক ছিলো। ভারতের গঙ্গা নদী হিন্দুদের কাছে মহা পবিত্র নদী। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হলেও বাংলাদেশিরা অতীতে হিন্দু ও বৌদ্ধ ছিলো। তাই বাংলাদেশের নদী, শহর, গ্রাম সবকিছু হিন্দু দেব-দেবীদের নামে নামকরন করা। পদ্মা, মেঘনা, যমুনা প্রধান এই তিন নদী হিন্দুদের তিন দেবীর নামে নামকরন করা। পদ্মা নদীর নাম এসেছে হিন্দু দেবী লক্ষীর নামানুসারে। লক্ষীর আরেক নাম পদ্মা। কারন তিনি পদ্ম ফুলের মাঝে প্রকাশিত হয়েছেন। তাই লক্ষী দেবীর হাতে পদ্মফুল থাকে। যেহেতু বাংলাদেশিদের আদি ধর্ম হিন্দু ধর্ম তাই বাংলাদেশের পদ্মা নদীর নাম দেবী পদ্মাবতী বা লক্ষী দেবীর নামানুসারে রাখা হয়েছে।
৩। গতকাল সারাদিন যে বইটি পড়ে শেষ করলাম-
ঈশ্বরপুত্র। লেখক- প্রফুল্ল রায়। বইটির ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে মাইকেল সমরেশ দত্ত নামের এক বিপত্নীক মানুষকে ঘিরে। মাইকেল সমরেশ দত্ত আদর্শহীন মানুষদের মধ্যে বিরলতম চরিত্র। নারী পাচার চক্রের কবল থেকে একটি সরল গ্রাম্য যুবতীকে বাচাতে গিয়ে কোন মূল্য দিতে হয় তাকে তাই নিয়ে এই আশ্চর্য আখ্যান ঈশ্বরপুত্র। চমৎকার বই।
৪। রবীন্দ্রনাথ ও গৌতম বুদ্ধ আমার সবচেয়ে প্রিয় দুজন ব্যক্তিত্ব।
'জগতের সকল প্রাণী সুখী হোক' এমন একটি মাত্র মন্ত্রের জন্যই বুদ্ধ অবিস্মরণীয় এবং ধর্ম প্রবর্তকদের মধ্যে অনন্য, যেহেতু জগতের অনেক বড় বড় প্রতিষ্ঠিত ধর্মই অন্য প্রাণী তো দূরের কথা, অন্য ধর্মের মানুষদের সুখ কামনা করতে দ্বিধা বোধ করে।
বিশ্বাস হচ্ছে বিশ্বাস, সত্য হচ্ছে সত্য!
৫। সবকালের একটাই শপথ—কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার। এর মধ্য দিয়েই সবদেশ মাথা উঁচু করে বিশ্ব মানচিত্রে দাঁড়িয়েছে। এই মূলমন্ত্র দিয়েই সব স্বপ্ন পূরণ করা সম্ভব। একটি দরিদ্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। যেহেতু এই পৃথিবী আমাদের, তাই নিজেদের'ই গড়ে নিতে হবে।
৬। দুনিয়ার গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, গাছটির নাম কী?
পৃথিবীর সব গাছেরই পাতা ঝরে যায়। কোন গাছের পাতা থাকে না। কিন্তু হাদীসে আছে খেজুর গাছের পাতা পড়ে না। যদিও তার পাতা বিবর্ণ হয়, যা তার পরিপক্ক হওয়ার আলামত।
৭। মসজিদে মানুষ সারাদিনে পাঁচ বার নামাজ পড়তে যায়। খুব অল্প কিছু মানুষ নামাজ পড়ে। একতলাই খালি থাকে অথচ মসজিদ করা হয়েছে ৪/৫ তলা। এখন সব মসজিদে এসি। দামী টাইলস। খুব জাঁকজমক। একটা মসজিদের পেছনে এত টাকা খরচ করার কি কোনও দরকার আছে? ঢাকা শহরে কত মানূষ কত কষ্ট করে রাস্তায় ঘুমায়। তাদের সাহায্যের জন্য কেউ এগিয়ে আসে না। কিন্তু একটা মসজিদের জন্য টাকা দিতে সবাই এগিয়ে আসে। কে কার চেয়ে বেশী দিবে প্রতিযোগিতা লেগে যায়। মসজিদে এসি বা দামী টাইলস এর চেয়ে বেশী প্রয়োজন ছিন্নমুল মানুষের জন্য কিছু করা।
২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: উনি বুঝতে চানও না। উনি চান যে ক'টা দিন বেঁচে থাকবেন- ক্ষমতা আকড়ে থাকবেন।
২| ২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০১
ফটিকলাল বলেছেন: দেশে মসজিদের প্রয়োজন নেই, প্রয়োজন ছিন্নমূল মানুষের কর্মসংস্হান ও থাকার জায়গা। ইসলামের নামে এসব অর্থহীন অপচয় খোদ আল্লাহও বরদাশত করেন না অথচ উলামায়ে শূ-উলামায়ে গুগলরা এসব কথা শুনলেই কল্লা কাটার জন্য উতলা হয়। এসব পায়ুযোদ্ধা সমর্থকরা মুসলিম জাতির ভাবমূর্তি নষ্ট করছে
২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
আমি সাজিদ বলেছেন:
শিরোনাম
Headline Bulletউন্নয়ন প্রকল্পে দুর্নীতি সহ্য করা হবে না : পরিকল্পনামন্ত্রী
Headline Bulletযেভাবে গুগল ম্যাপে যুক্ত করবেন নিজের ঠিকানা
Headline Bulletউত্তেজনা বাড়িয়ে তুর্কি সেনাদের ওপর হামলার হুমকি খলিফা হাফতারের
Headline Bulletকিশোরগঞ্জ কারাগারে আসামির মৃত্যু
Headline Bulletরাফির দামাল ছবিতে সিয়ামের নায়িকা সুমি
Headline Bullet২০২১ বিশ্বকাপও বাতিল করল ফিফা
Headline Bulletপ্রতিক্রিয়াশীলদের শনাক্ত করতে ফেসবুকের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী
Headline Bulletশিশু সামনুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
Headline Bulletমমতা ব্যানার্জি বাংলাকে ছারখার করে দিয়েছেন: মোদি
Headline Bulletলাল টিনের ছাউনি স্বপ্ন দেখাচ্ছে ভূমিহীনদের
Headline Bulletউন্নয়ন প্রকল্পে দুর্নীতি সহ্য করা হবে না : পরিকল্পনামন্ত্রী
Headline Bulletযেভাবে গুগল ম্যাপে যুক্ত করবেন নিজের ঠিকানা
Headline Bulletউত্তেজনা বাড়িয়ে তুর্কি সেনাদের ওপর হামলার হুমকি খলিফা হাফতারের
Headline Bulletকিশোরগঞ্জ কারাগারে আসামির মৃত্যু
Headline Bulletরাফির দামাল ছবিতে সিয়ামের নায়িকা সুমি
Headline Bullet২০২১ বিশ্বকাপও বাতিল করল ফিফা
Headline Bulletপ্রতিক্রিয়াশীলদের শনাক্ত করতে ফেসবুকের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী
Headline Bulletশিশু সামনুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
Headline Bulletমমতা ব্যানার্জি বাংলাকে ছারখার করে দিয়েছেন: মোদি
Headline Bulletলাল টিনের ছাউনি স্বপ্ন দেখাচ্ছে ভূমিহীনদের
Headline Bulletউন্নয়ন প্রকল্পে দুর্নীতি সহ্য করা হবে না : পরিকল্পনামন্ত্রী
Headline Bulletযেভাবে গুগল ম্যাপে যুক্ত করবেন নিজের ঠিকানা
Headline Bulletউত্তেজনা বাড়িয়ে তুর্কি সেনাদের ওপর হামলার হুমকি খলিফা হাফতারের
Headline Bulletকিশোরগঞ্জ কারাগারে আসামির মৃত্যু
Headline Bulletরাফির দামাল ছবিতে সিয়ামের নায়িকা সুমি
Headline Bullet২০২১ বিশ্বকাপও বাতিল করল ফিফা
Headline Bulletপ্রতিক্রিয়াশীলদের শনাক্ত করতে ফেসবুকের সহায়তা চাইলেন প্রতিমন্ত্রী
Headline Bulletশিশু সামনুন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
Headline Bulletমমতা ব্যানার্জি বাংলাকে ছারখার করে দিয়েছেন: মোদি
Headline Bulletলাল টিনের ছাউনি স্বপ্ন দেখাচ্ছে ভূমিহীনদের
হোম / পূর্ব-পশ্চিম/ এবার ক্ষমা চাইলেন শিনজো অ্যাবে
প্রকাশ : ২৫ ডিসেম্বর, ২০২০ ১৬:১২অনলাইন ভার্সন
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০ ১৬:২৫
এবার ক্ষমা চাইলেন শিনজো অ্যাবে
অনলাইন ডেস্ক
এবার ক্ষমা চাইলেন শিনজো অ্যাবে
ফাইল ছবি
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আর্থিক অনিয়মের বিষয়টি অস্বীকার করায় এবার ক্ষমা চেয়েছেন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার তিনি ক্ষমা প্রার্থনা করেন। আজ শুক্রবার পার্লামেন্টে তাকে তলব করা হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, ক্ষমতায় থাকাকালে শিনজো অ্যাবের কার্যালয় সমর্থকদের জন্য ডিনার পার্টি আয়োজন করে।
এর খরচের বিষয়টি চেপে গিয়েছিলেন এমন সন্দেহ থেকে রাজনৈতিক তহবিল আইন ভঙ্গের অভিযোগ উঠে।
গত বছর পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে তিনি বিষয়টি অস্বীকার করেছিলেন জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী। পরে বৃহস্পতিবার সেই মিথ্যার জন্য ক্ষমা চান এবং পার্লামেন্টে পূর্বের ভুল শুধরে নেবেন বলে জানান।
২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: ওকে।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫১
আমি সাজিদ বলেছেন:
এবার ক্ষমা চাইলেন শিনজো অ্যাবে
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আর্থিক অনিয়মের বিষয়টি অস্বীকার করায় এবার ক্ষমা চেয়েছেন। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার তিনি ক্ষমা প্রার্থনা করেন। আজ শুক্রবার পার্লামেন্টে তাকে তলব করা হয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, ক্ষমতায় থাকাকালে শিনজো অ্যাবের কার্যালয় সমর্থকদের জন্য ডিনার পার্টি আয়োজন করে।
এর খরচের বিষয়টি চেপে গিয়েছিলেন এমন সন্দেহ থেকে রাজনৈতিক তহবিল আইন ভঙ্গের অভিযোগ উঠে।
গত বছর পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে তিনি বিষয়টি অস্বীকার করেছিলেন জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী। পরে বৃহস্পতিবার সেই মিথ্যার জন্য ক্ষমা চান এবং পার্লামেন্টে পূর্বের ভুল শুধরে নেবেন বলে জানান।
আগের কমেন্টটি ডিলেট করে দিন।
২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: থাকুক। সমস্যা কি?
৫| ২৫ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: জাঁকজমক করে মসজিদ নির্মাণ কেয়ামতের একটি আলামত। হাদিসে এসেছে।
২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: পদ্মা নদীর আরেক নাম কীর্তিনাশা। রাজা রাজ বল্লভের কীর্তি নাশ করেছিল তাই এই নাম।
২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: পদ্মার নদীর আরেক নাম সর্বনাশা। গানও আছে।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৭
Subdeb ghosh বলেছেন: অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ
২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৮| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৬
নেওয়াজ আলি বলেছেন: দেশের রাজনীতিবিদ যেমন এলোমেলো দেশের মসজিদ বানানোর লোক ঠিক তাই
২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৯| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলাম আল্লাহ ও তার নবীর সন্তুষ্টি লাভের ধর্ম,কি করলে মানুষ ভাল থাকবে সেই জন্য ইসলাম না।দেখুন না ,কোটি কোটি মানুষকে অনন্তকাল আগুনে পুড়য়ে মারবে,থুক্কু মারবে না পোড়াবে,তার পরও সে পরম দয়ালু,দয়ার সাগর,এটা কি মানুষের জন্য কম দয়ার কাজ,এই যে মরবে না।
২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৪
রাজীব নুর বলেছেন: চরম এবং জটিল মন্তব্য করেছেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
১ নং:
শেখ হাসিনা আধুনিক বিশ্ব বুঝার মতো জ্ঞানী নন।