নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। এই ভন্ডের মৃত্যূ হয়েছে আজ। তার মৃত্যূতে কষ্ট পাওয়ার কোন কারণই নেই। কিন্তু কষ্ট যে কারণে তা হল, কথিত এই পীর দেওয়ানবাগীর মৃত্যূ সংবাদ প্রকাশ করলেও তার কুকর্ম নিয়ে কোন গণমাধ্যমেই কিছু দেখলাম না। দেওয়ানবাগীর জীবদ্দশাতেও তার ইসলাম বিরোধী কর্মকাণ্ড বা অনৈতিক বাণিজ্য নিয়েও কোন কথা বলেনি প্রশাসন, ইসলামের কথিত হেফাজতকারী হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম বা কোন ইসলামী দলই।
রসুনের গোড়া যে এক জায়গাতেই থাকে তা বারবারই মনে পড়ে যায়।
২। সে সমাজের কিছু ক্ষমতাশালী লোকদের হিপটোনাইজড করতে সক্ষম হয়েছিলো যে কারণে তার ভন্ডামির বিরুদ্ধে কেউ তেমন ব্যাবস্থা নেয়নি। এই লোক হাজার হাজার মানুষকে শির্কের পথে নিয়ে গেছে কিন্তু আফসোস লোকগুলো সেটা বুঝতেও পারছে না।
৩। ফেরাউন এর মত এই ভন্ড কে রেখে দেয়া দরকার,, বাকি ভন্ডদের শিক্ষা নিতে পারে মত।
৪। চোরটা মরে ভাল হয়েছে
মৃত্যু হলেই মানুষ সবকিছুর উর্ধে উঠে যায় না। মানুষ মরে যায় তবে তার কর্ম বেঁচে থাকে। ভালো কর্ম ও মন্দ কর্ম। একটা চোর মারা গেলে কখনও মানুষ বলবে না তাকে ভালো। বলবে, চোরটা মরে ভাল হয়েছে। দেওয়ানবাগী আজকে মারা গেছেন। চারিদিকে উল্লাস। কেউ কেউ গালিগালাজ করছেন। দেখলাম তিনি একটা সোনার চেয়ারে বসে আছেন এবং একজন তার পা টিপছেন। আহারে, কি বিলাসী জীবন ছিল তার!! এখন তিনি মাটির নীচে থাকবেন। মধ্য যুগের মিসরে জন্ম নিলে মামি হয়ে সোনা দানা সহ একটা ঘরে থাকতে পারতেন। জীবন খুবই ছোট। এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার মাঝখানে ওয়েটিং রুমে আমরা যতক্ষণ অপেক্ষা করি, সেই সময়টুকুই হলো আমাদের জীবন। আমাদের রাজনীতিবিদদের ছেলেমেয়েরা আমেরিকায় বিরাট বিলাসীতার মধ্যে পড়াশুনা করে। কোনো কোনো মন্ত্রীর ৮-১০ টা বাড়ি বিদেশে আছে। এত টাকা দিয়ে ওরা কি করবে? মৃত্যু কিনতে পারবে? ভালো কাজ করলে মৃত্যুর পর লোকজন বলবে লোকটা ভালো ছিল। নইলে ওইযে, একই কথা, চোরটা মরছে ভালো হইছে।
৫। দেওয়ানবাগি মরে এমন কি লাভ হয়েছে? এক খোদার খাসির জায়গায় আরেক খাসি খাবে। খাওয়ার ব্যাবসা তো আর বন্ধ হবে না।
৬। একে যারা পীর মানতো সেইগুলোর বরং মরা উচিৎ। ভন্ডের দল এই খাদকের পেছনে যত খরচ করতো তার এক চিমটি খরচ করলেও দেশের হাজারো ক্ষুধার্তের পেট ভরতো। জাহান্নাম জাহান্নাম করে এরা সারাদিন। সবার আগে এরাই জাহান্নামে যাবে এক শিরককারি কে পীর মানার জন্য।
৭। দেওয়ানবাগী, কাঁচপুরি আটরশি সহ সকল কাওমি নুরানী সবই হলো বিভিন্ন কোম্পানির তৈরী ইসলাম ধর্মের শো-রুম। দেওয়ানবাগী ছিলো ঐসব ধর্মের ব্র্যান্ডেরই একটির ফাউন্ডার।
৮। কারো মৃত্যু নিয়া হাসাহাসি করতে আমার রুচিতে বাধে নইলে আমিও হাসাহাসি করতাম।
৯। দেওয়ানবাগীর খারাপ দিক নিয়েই শুধু আলোচনা হচ্ছে। তার ভালো দিকও কিছু আছে নিশ্চয়ই।
তেমন কিছু কি আপনার জানা আছে?
১০। এক দেওয়ানবাগী লোকান্তরে, কিছু রয়ে গেছে ঢাকা দক্ষিণ ও নারায়নগঞ্জের কয়েক ঘরে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫০
রাজীব নুর বলেছেন: আমি সঠিক জানি না। তবে শরীরে নানান অসুখ থাকাটা স্বাভাবিক।
২| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিছু লোককে উটের দুধ খাইয়েছে ৫০০ টাকা কেজি এটা ভাল কাজ না?
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: সম্ভবত তার উটের খাবার আছে। তার মুরিদের সংখ্যা অনেক। আমাদের এল্কায় একজন লোক ছিলো। তার মুরিদ হওয়ার সে পাগল হয়ে গেছে। এখন রাস্তায় রাস্তায় ঘুরে।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৭
খায়রুল আহসান বলেছেন: তার শরীরের যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে তো মনে হয় দুনিয়াতে বেঁচে থাকতেই তার আযাব শুরু হয়ে গিয়েছিল। তিনি নিঃসন্দেহে একজন ভন্ড পীর ছিলেন। তার কথাবার্তা, আচার আচরণ এবং কর্মকান্ডে মোটেই ধর্মের লেশমাত্র ছিল না।
উনি কিভাবে মারা গেলেন?
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই উনি ভন্ড।
উনার কথা বার্তা বড়ই অশালীন। ধর্ম বেঁচে উনি উন্নত জীবন যাপন করেছেন।
দীর্ঘদিন নানান রকম রোগে শোকে ভুগেছেন।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই বিশাল বপুর অধিকারী মনে হয় তার সিংহাসন থেকে তেমন নড়াচড়া করতো বলে মনে হয় না। শ্রদ্ধেয় খাইরুল আহসান ভাইয়ের মতোই আমারও মনে হয় এই দুনিয়াতেই তার আজাব শুরু হয়ে হয়ে গিয়েছিলো হাঁসফাঁস করে চলাফেরা করার মাধ্যমে।
নিজের প্রয়োজনে ধর্মকে কাস্টমাইজ করে লক্ষ লক্ষ বেক্কলকে বিভ্রান্তকারীদেরও একদিন এই পৃথিবী থেকে শুন্য হাতে চলে যেতে হবে তা মুরিদরা নিশ্চয় বুঝতে পারছে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৭
রানার ব্লগ বলেছেন: আমার ভাবনা হলো, আমাদের দেশের মুমিন মোল্লারা এত্ত কিছুতে অবমাননা খুজে পেলো কিন্তু এই ব্যাক্তির নবী আল্লাহ নবী কোন্যা নিয়া যে সব বক্তব্য দিয়েছে তাতে তো এর কল্লা কাটার জন্য মুমিনদের শহিদ হয়ে যাওয়ার কথা।৷
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: কারন যারা কল্লা কাটবে তারাও তার মতো একই পথের পথিক।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৯
এইচ তালুকদার বলেছেন: আমি উনার ফার্মের ঊটের দুধ খাইছি।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৮
রাজীব নুর বলেছেন: উনার মতো যারা এখনও বাংলাদেশে আছে, তাদের দেশ থেকে বের করে দেওয়া উচিত।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৪
ডাব্বা বলেছেন: সায়দাবাদ এর পীর, দেওয়ানবাগী পীর, বিশেষ করে দেওয়ানবাগী যেভাবে ইসলাম ধর্মটাকে ব্যবহার করেছেন এর সামনে ইসলাম বিদ্বেষী নাস্তিকদের কর্মকাণ্ড শিশুসুলভ মনে হতো আমার কাছে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: ধর্মকে ব্যবহার করে ধার্রমিকের খুব কাছে চলে যাওয়া যায়। এরা ভন্ড। এরা অমানুষ।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৯
আল ইফরান বলেছেন: আই এম স্যরি টু সে, বাট ওনাকে দেখলে আমার কেন জানি অতিভোজনে হৃস্টপুস্ট একটি প্রাণীর কথা মনে পড়ে যার নাম মুখে উচ্চারন করাটাও ধর্মের চোখে পাপ। কলেজ পড়া অবস্থায় এই ভন্ড পীরের উত্থান দেখেছি। একে কবর দেয়ার সময় এর সব পথভ্রষ্ট মুরিদগুলারেও মমি বানায়ে কবর দিয়ে দেয়া উচিত। এরা একবিংশ শতাব্দীর ইসলামের লেবাসধারী ফেরাউন।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: সহমত।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ পর্যন্ত সকলেরই এই একই পরিনতি হবে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:০২
রাজীব নুর বলেছেন: মানে?
১০| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:১৭
অধীতি বলেছেন: দেওয়ানবাগী যেই কথা বলেছে, তাতে তাসলিমা নাসরিন,হুমায়ুন আজাদ, আহমদ শরীফ এরা কিছুই না। হুমায়ুন আজাদরা বলেছিলেন মোল্লাতন্ত্রের বিরুদ্ধে আর দেওয়ানবাগী তা বলেনি। তাই কথিত বাকবাকুম মোল্লারা শান্তি পাইছিল।
দেওয়ানবাগীকে আমার রহস্যময় ব্যক্তি মনে হয়। হুজুর,প্রশাসন, সবার নাকের ডগা দিয়ে কাটিয়ে গেলেন নিজের মত করে। অথচ ফ্রান্সের সেই কার্টুনিষ্টের থেকেও আরো জঘন্য কাজ করে শান্তিতে মরলেন। আজব সব কারামতি বাবার।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৪
রাজীব নুর বলেছেন: আমাদের দেশটাই অদ্ভুত।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
দৈনিক জনকন্ঠের সংবাদে দেখলাম বিশাল দেহী এই মানুষটি গতকাল
সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়।
সেখানে সকাল ৭টার দিকে মানুষটি মারা যান ।
মনে পড়ে বছর ত্রিশেক আগে বাসাবো/শাহজাহানপুর রেলক্রসিং এর কাছে
কাঁচা বাজার ও রেললাইনের পাশে একটি দেয়াল ছিল । দেখতাম সেই দেয়ালের
লেখার খুব কাছেই নীচে লাইন করে দাড়িয়ে অনেক মানুষ পকৃতির ডাকে সারা দিয়ে পানি ডালত ,
উপরে পুরা দেয়াল জুড়ে চিকা মারার মত বড় অক্ষরে লেখা ছিল আসেকে রাসুল সুফি সম্রাট দেওয়াগবাগ
আসা যাওয়ার পথে চেয়ে চেয়ে দেখতাম আর ভাবতাম সূফি সম্রাটের একি হাল!! মানুষ তার নামের উপরে মল ছিটাচ্ছে!!
তারই কারণে তার নামের পাশে আশেকে রসুলের পবিত্রতার কি হাল হচ্ছে তা কি
দেখেনা এই তথাকথিত সুফি সম্রাটে । এদের কারণে পকৃত সূফি সাধকেরা তাদের মর্যাদা
হারাচ্ছেন । প্রকৃত সূফি নীজেই জানেন না, তিনি সূফি কিনা । যতক্ষন এজকন সুফির এই
বোধ থাকবে তিনি সুফি কিনা , সম্রাটতো পরের কথা ততদিন তিনি থাকবেন সুফি নামে
অভিহিত হওয়ার পথ থেকে হাজার কোটি মাইল দুরে । তার অগনিত ভক্তকুলে এই বোধটি
আসবে কবে তাই শুধু ভাবি ।
যাহোক, এগজতে মাটির উপরেই যার এতসব হাল মাটির নীচে গিয়ে তার কি হাল
সেটা আলিমুল গায়েব আল্লাই ভাল জানেন ।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:০৬
রাজীব নুর বলেছেন: এই লোকের মুরিদ গুলো চরম গাধা ছিলো।
তাই উনি যা খুশি বলে গেছেন।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৯
নেওয়াজ আলি বলেছেন: টাকা পয়সা কেমন কামাই করেছে ভন্ডটা
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: সীমাহীণ।
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৫
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ধর্ম আর ব্যবসা এক হলে মালামাল হতে বেশি দিন লাগে না।
দেশে শিক্ষিত মানুষ অনেক কম, আর ভন্ড লোক অনেক বেশি। একমাত্র পরমেশ্বর জানে সাধারণ মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা কিভাবে পৌঁছাবে! আমি এর কোনো সমাধান খুঁজে পাই নি।
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: ধর্ম অনেক কিছুর নষ্টের মূল।
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫২
এমেরিকা বলেছেন: হেফাজতের কথা জানিনা। কিন্তু জামাত এবং চরমোনাই সবসময় তার কুকর্মের বিরুদ্ধে কথা বলে গেছে। চরমোনাই মুরিদদের সাথে কমলাপুর এলাকায় তার বাহিনীর মারামারির খবরও একবার পত্রিকায় এসেছিল। তবে প্রশাসন কিছুই করেনি। সে সম্ভবত এমন কিছু করেছে, যাতে প্রশাসনের অন্যায় কাজ গুলো জায়েজ হয়ে গেছে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: সে প্রশাসনকে টাকা দিয়েছে।
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন: হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস।
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: কবিতা উৎসবে যাওয়া ঠিক হবে না। তারা ধান্দাবাজ।
১৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮
প্রজ্জলিত মেশকাত বলেছেন: একজন মনস্টারের বিদায়। আধুনিককালের রাজা মহারাজা ছিলো এই ভন্ডটা।
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: সরকার তসলিমা নাসরিনকে বের করে দিলো- কিন্তু এই ভন্ডকে শাস্তি দিলো না কেন?
১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৫
আল ইফরান বলেছেন: আমার এলাকার লোকজন এর আখড়া (ঢাকা-চিটাগাং হাইওয়ের পাশে) ভেঙ্গেচুরে একাকার করে দিয়েছিলো।
এইটা সেইসময়ের কথা যখন ভন্ডটা প্রচার করা শুরু করলো সে নাকি রাসুল (সাঃ) কে নর্দমা থেকে উদ্ধার করছে বলে স্বপ্নে দেখছে (নাউজুবিল্লাহ মিন জালিক)
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: এখন এই লোকের মুরিদ গুলো কি হবে?
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৫
জুন বলেছেন: আমাদের সাথে একই ফ্লাইটে যশোহর যাচ্ছিল । দেখলাম ওনার জন্য দরজার কাছে আলাদা বিশাল চেয়ার দেয়া হলো । প্যাসেঞ্জার সীটে তার জায়গা হবে না তাই ।
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: এই দেশে দুষ্ট লোকেরাই উন্নত জীবন যাপন করে।
১৯| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৬
মেহেদি_হাসান. বলেছেন: ওরেব্বাস এতো দেখছি পুরাই হাল্ক ওনাকে দিয়ে বাংলাদেশ একটা সুপারহিরো মুভি করতে পারতো
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: মুভি করতে হয় ভালো মানুষদের নিয়ে। ভন্ডদের নিয়ে নয়।
২০| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১২
নতুন বলেছেন: উনার ছেলে বাবার স্থানে বসবে এবং ব্যাবসা চালাতে থাকবে।
তবে মানুষ এখন সচেতন হচ্ছে এবং পীরের দরবারে টাকা পয়সা খরচা কম করছে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: পীরদের দেশ থেকে নির্মুল করতে হবে।
২১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৮
কাছের-মানুষ বলেছেন: অনেককে বিপথে নিয়ে গেছে এই বন্ড পীর। তনে জীবিত অবস্থায় অবেক আয়েশ করেছে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: এদের শাস্তি হওয়া দরকার ছিলো।
২২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৮
মরুর ধুলি বলেছেন: দেওয়ানবাগী-রাজারবাগী নামক পথভ্রষ্টদের বিরুদ্ধে সবসময় চরমৌনাই থেকে আন্দোলন হয়েছে। অনেক সভাসমাবেশ হয়েছে এই ভন্ডকে গ্রেফতার ও বিচারের দাবীতে। সেই সময় চরমোনাইর মরহুম পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ছাত্র আন্দোলন ও বাংলাদেশ মুজাহিদ কমিটি অনেক প্রতিবাদ সভা সমাবেশ করেছেন ঢাকা চট্টগ্রামসহ সারাদেশে। তাদের দায়িত্ব তারা করেছেন। প্রশাসন কোন উদ্যোগ নেয়নি এই ভন্ডের বিচরের। রাষ্ট্রীয়ভাবে বরং পৃষ্ঠপোষকতা করা হয়েছে নিরাপত্তা দেয়ার নামে। যা হোক, ওর বিচারের ভার মহান আল্লাহর হাতে। ইসলামের যে ক্ষতি করে গেছে তা কখনো পূরণ হবার নয়।
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: আল্লাহর বিচার তো মৃত্যুর পর। দুনিয়াতেও শাস্তি পাওয়া দরকার ছিলো।
২৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যত বড় বাহাদুরই হোক শেষ পযন্ত মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: হ্যা তা তো অবশ্যই।
২৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫
সোহানী বলেছেন: কিভাবে একটি মুসলিম সমাজে এ ধরনের ভন্ড দিনের পর দিন টিকে থাকে আর কোটি টাকা আয় করে তা কোনভাবেই আমার মাথায় আসে না।
৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে সব সম্ভব।
উনি যা ইনকাম করতেন, তার অর্ধেক বিলিয়ে দিতেন। এই জন্য পেরেছেন।
২৫| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৪
আতিকুররহমান আতিক বলেছেন: আমার কৌতুহলী মন জানতে চাচ্ছিল ওনি গাড়িতে চড়লে ওনাকে কি ডাবল ভাড়া দিতে হত? আর ওনাকে কবরে নামানোর জন্য কয়জন মানুষের দরকার হয়েছিল?
৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৬
রাজীব নুর বলেছেন: থাক এসব বিষয় বাদ দেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৪
চাঁদগাজী বলেছেন:
লোকটার কি করোনা হয়েছিলো?