নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কোন কম্যুনিস্ট নেই

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:০৪



১। একজন সাইকেল আরোহী ২০ মাইল/ঘন্টা বেগে ১০০ মাইল পথ অতিক্রম করায় গন্তব্যস্থলে পৌছাতে তার ১ ঘন্টা দেরী হল। ঠিক সময়ে গন্তব্যস্থলে পৌছাতে তাকে ঘন্টায় কত মাইল পথ অতিক্রম করতে হবে?

২। হুজুরেরা বলেন, যে শিক্ষায় আল্লাহকে পাওয়া যায় সেই শিক্ষাই আসল শিক্ষা। স্কুল- কলেজের শিক্ষা ইহকালের জন্য। মাদ্রাসার শিক্ষা ইহকাল-পরকাল দুই জাহানের জন্।

৩। পুল পার হইয়া কিছুদূর অবধি রাস্তার দু’পাশে শুধু চষা ক্ষেত। তারপর গ্রাম আরম্ভ হইয়াছে। এদিকে বসতি কম। রাস্তার দক্ষিণে ঝোপঝাড়ের বেষ্টনীর মধ্যে পৃথক কয়েকটা ভাঙাচোরা ঘর, বৃষ্টিতে ঘরে-বাইরে ভিজিয়াছে। ওখানে সাত ঘর বাগ্দী বাস করে।...একটু পার হইয়া গেলে বসতি ঘন হইয়া আসে। বাড়িঘরের উন্নত অবস্থা চোখে পড়ে। পথের দুইদিকেই দুটি-একটি শাখাপথ পাড়ার দিকে বাহির হইয়া যাইতে আরম্ভ করিয়াছে দেখা যায়। মাঝে মাঝে কলাবাগান, সুপারিবাগান ও ছোট ছোট বাঁশঝাড় ডাইনে-বাঁয়ে আবির্ভূত হয়। আমবাগানকে অন্ধকারে মনে হয় অরণ্য।

বলুন তো কোন উপন্যাসের কথা বলছি?

৪। যদি আপনি জীবনে বার বার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, ‘যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুড়ে মারা হয়।

৫। বইয়ের বাণী বইতে সুন্দর, বইয়ের বাইরে আলাদাভাবে এগুলোর মুল্য কতটুকু বলা মুশকিল।


ছবিঃ আমার তোলা।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:



১) পরীও জানার কথা, প্রতি ঘন্টায় ২৫ মাইল। নুরু সাহেব ইহার সমাধান করতে পারবেন না

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: তবে নুরু সাহেব ২নং টা সম্পর্কে বলতে পারবেন।

২| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:



দেশে কম্যুনিষ্ট নেই কেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাশেদ খান মেনন, দেলোয়ার হোসেন ভুঁইয়ারা কোথায়?

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: এরা নকল কম্যুনিষ্ট। লোক দেখানো।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ৩ নং - কোন উপন্যাস মনে পড়ছে না, তবে লেখার স্টাইলে বিভূতি ভূষণের লেখা মনে হয় |

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: নিশ্চিত উত্তর কি আপনার কাছে আছে?

৪| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ২:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সহজ হিসাবে ঘনটায় ২৫ মাইল।না হলে জটিল হিসাবে দেখতে হবে।
যেহেতু পরকালের প্রমান নাই,তাই পরকালে জন্য শিক্ষা অকারন।
উপন্যাস কম পড়ি,গ্রামের চিত্রদেখে মনে হয় বিভূতিভূষন
৫,বইয়ের কথাগুল যদি যুক্তিপূর্ণ হয় এবং বাস্তবতার ছাপ থাকে,বৈজ্ঞানিক সত্যতা থাকে তবে ব্যাবহারে ফল পাওয়া যাবে।
সময়ের একটা বিষয় আছে।
৪, মনে হয় কোন হাদিস ফাদিসের বিষয়।ছোড়ার মতো পাথর আমাদের দেশে নেই আছে ঢিল।

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: ২৫ আপনি কি নিশ্চিত?
পরকাল প্রমান ছাড়াই বিশ্বাস করতে হবে। তা না হলে আপনি দোজকে নিক্ষেপ হবেন।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ২:২০

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে প্রকৃত আস্তিক নাস্তিক, গলতন্ত্রী, সমাজতন্ত্রী কিছু নাই ।
যা আছে, সবই চোর -জোচ্চোর ।ধান্ধাবাজ আর ধাপ্পাবাজ ।
কলকাতার সিপিএম সমাজতন্ত্রীরা বলে, আমি আগে হিন্দু, তারপর তন্ত্রী।
আর বাংলাদেশেরগুলি সারাজীবন নাস্তিক সেজে বুড়া বয়সে তীর্থ যায় একইসাথে জুয়ার আখড়া থেকে প্রতিমাসে ১০ লাখ টাকা চাদা নেয়।

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: চোর -জোচ্চোর ।ধান্ধাবাজ আর ধাপ্পাবাজ ।

এদের বিরুদ্ধে লিখছেন না কেন? ভয় পান?

৬| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @ অনল চৌধুরী
ওই নেতা শুধু জুয়ার আখড়া থেকেই নয়, এক সময় ঢাকার পকেটমারদের গ্রূপ থেকেও চাঁদা নিতো।

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: হকার, ভিক্ষুক এদের কাছ থেকেও নেওয়া হয়।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কমিউনিষ্ট পার্টির সদস্যদেরকেই কমিউনিষ্ট বলে।হাউজবিল্ডিং এর পাশে কমিউনিষ্ট পার্টির অফিস,ওখানে গেলে অনেক কমিউনিষ্ট দেখতে পাবেন।মেননদের পার্টি ওয়ার্কার্স পার্টি।

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: হাউজ বিল্ডিং এর পাশে ওয়াকার্স পাটির অফিসে গিয়েছি। ওড়া লাল কাপড় হাতে নিয়ে মিছিল করে মাঝে মাঝে। জিনিস পত্রের দাম কমানোর জন্য।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: সেই জন্য এখন আর বড়ই গাছে ঢিল মারি না চমৎকার রাজীব দা

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: কোনো গাছেই ঢিল মারা ঠিক না।

৯| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ২৫ মাইল

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: হুম। রাইট।

১০| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: সাতসকালে প্রথমটা অংক দেখে মাথা আউলাইয়া গেছে। বাকিগুলার আর ভাবার শক্তি নেই। হেহেহে
শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

তবে দাদা অঙ্ক ছাড়া উপায় নাই। আমৃত্যু অঙ্ক করে যেতে হয়।

১১| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭

রানার ব্লগ বলেছেন: রাজাকার আব্দুল কাদের মোল্লার মতো বললেন বাংলাদেশে কোন রাজাকার নাই

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: হা হা হা----

১২| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৯

নেওয়াজ আলি বলেছেন: বর্তমান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের অশুদ্ধ ভাষায় আমতা-অমতা করা ভাষণ ফেসবুকে ভাইরাল হয়েছে দেখলাম তিনদিন আগে। হুজুরেরা আকামে আকাশে গুলি ছুড়ে কেউ কেউ কখনো কখনো।

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না জনাব।

১৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪০

রানার ব্লগ বলেছেন: অবশ্য কমিউনিস্ট পার্টি থাকলে লাভ ও নাই ক্ষতি ও নাই এরা বাংলাদেশে ঢোড়া সাপ সামান্য ফোস ফোস ও করে না।

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: আসলে এদের নীতি ঠিক ছিলো। কিন্তু এরা পিঠ সোজা করে দাড়াতে পারেনি আজও।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪ ঘনটায় ১০০ মাইল পথ অতিক্রম করতে হবে।

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:০৮

রাজীব নুর বলেছেন: ভুলে যান।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫৬

স্প্যানকড বলেছেন: শিরোনাম দেখে লিখলাম " দেশে সব মুজিব সোনা! "

ভালো থাকবেন।

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:০৯

রাজীব নুর বলেছেন: হায় আল্লাহ।

১৬| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:২৩

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:চোর -জোচ্চোর ।ধান্ধাবাজ আর ধাপ্পাবাজ ।এদের বিরুদ্ধে লিখছেন না কেন? ভয় পান? - সারা রাত রামায়ণ পড়ে বলছেন সীতা ...?
সব রেখায় অন্যাায়রে বিরোধিতা করে একটা উন্নত আর সব্য দেশ গঠনের চেষ্টা ছাড়া অঅর কি আছে? সবই তো নিয়মিত পড়েন?
বিপ্লব করতেগিয়ে নিষিদ্ধ হয়েচি, কেউন খোজ নেয়নি।
চুরি কররে ভাগ পাওয়ার আশায় সবাই নিতো। কারণ দেশের মানুষ চোরপূজা করে।
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @ অনল চৌধুরী ওই নেতা শুধু জুয়ার আখড়া থেকেই নয়, এক সময় ঢাকার পকেটমারদের গ্রুপ থেকেও চাঁদা নিতো - কি বিচিত্র ই্ দেশ!!
একবার মনে হলো এই সমাজতন্ত্রীর জায়গা হবে লাল দালান আর বাকী জীবনটা সেখানেই কাটবে। কিন্ত সে সবাইতে ম্যানেজ করে বহাল অবস্থায় আছে।
জেল খাটে শুধু মোগল সম্রাট..... !!!!!

২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: আপনার লেখা অব্যহত রাখতে হবে।

১৭| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:২৫

অনল চৌধুরী বলেছেন: : লেখক বলেছেন:চোর -জোচ্চোর ,ধান্ধাবাজ আর ধাপ্পাবাজ এদের বিরুদ্ধে লিখছেন না কেন? ভয় পান? - সারা রাত রামায়ণ পড়ে বলছেন সীতা ...?
সব লেখায় অন্যায়-অবিচার-অনাচারের বিরোধিতা করে একটা উন্নত আর সভ্য দেশ গঠনের চেষ্টা ছাড়া আর কি আছে? সবই তো নিয়মিত পড়েন?
বিপ্লব করতে গিয়ে নিষিদ্ধ হয়েছি, কেউই খোজ নেয়নি।
চুরি করলে ভাগ পাওয়ার আশায় সবাই নিতো। কারণ বাংলাদেশের মানুষ চোর-পূজা করে।
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @ অনল চৌধুরী ওই নেতা শুধু জুয়ার আখড়া থেকেই নয়, এক সময় ঢাকার পকেটমারদের গ্রুপ থেকেও চাঁদা নিতো - কি বিচিত্র দেশ!!
একবার মনে হলো এই সমাজতন্ত্রীর জায়গা হবে লাল দালান আর বাকী জীবনটা সেখানেই কাটবে। কিন্ত সে সবাইতে ম্যানেজ করে সে বহাল অবস্থায় আছে।
জেল খাটে শুধু মোগল সম্রাট..... !!!!!
*** প্রথমটা বাদ দেন।

১৮| ১৯ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:১২

স্প্যানকড বলেছেন: সোনা কওয়াতে বললেন, " হায় আল্লাহ ! " ধাতু কইলে কি কইতেন " অস্তাগফেরুল্লাহ ! " ভালো থাইকেন হযরত এর জিকির জোবানে রাইখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.