নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এই পৃথিবী ছেড়ে অন্যকোনো পৃথিবীতে যেতে চাই,
যে পৃথিবীতে মানুষ নেই।
চারপাশে নানান গাছ-গাছালি, আকাশে চির পূর্ণিমার চাঁদ
দিন যায়, রাত আসে। গাছে কত ফুল-ফল ধরে
আকাশে কালো মেঘ করে বৃষ্টি পড়ে।
শুধু চালাক হলেই বউকে ফাঁকি দেওয়া সম্ভব নয়,
হতে হবে অতি চালাক।
বিয়েই যদি করেছো, তাহলে চালাকির দরকারটা কি?
কপালে দুঃখ আছে।
জীবনানন্দ দাস যে সব কবিতা গুলো লিখেছেন,
সেই সব কবিতা গুলো আমার লেখার কথা ছিল
আমার আগে কেন যে জীবনানন্দ জন্ম নিলেন!
ওহে ধার্মিকগন,
ইশ্বর নিয়ে আমি চিন্তা করি না
আমার চিন্তা মানুষদের নিয়ে।
ছবিঃ আমার তোলা।
২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: বাহ সুন্দর কথা বলেছেন।
২| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৯
কবিতা ক্থ্য বলেছেন: তাইতো জীবনানন্দ অল্পের মধ্যে প্যকাপ হইয়া গেলো। (আপনারে সুযোগ দিতে)
এখন আপনে লেখেন রাজীব ভাই।
২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: প্রতিভা নাই।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:১১
মেহেদি_হাসান. বলেছেন: আপনি একটা পৃথিবীতে একা মানুষ কিভাবে বাস করবেন?
যতদিন অতো চালাক হবোনা ততদিনে বিয়ে করবো না
প্রিয় কবি অল্প বযসে মারা গেলেন বেঁচে থাকলে আরো অনেক কিছু দিতেন, আপনি নাহয় তিনি যেগুলো দিয়ে যেতে পারেননি সেগুলো আমাদের দিন।
মানুষের সেবাই ধর্ম।
২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: হাসান সাহেব আপনাকে আন্তরিক ধন্যবাদ।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৭
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আসলে যতদিন আমরা মানুষদের নিয়ে না ভাববো যতদিন মানুষ হিসেবে মানুষের পাশে না দাঁড়াবো ততদিন পৃথিবী মানুষের পৃথিবী হবেনা।
২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: ইয়েস ইউ রাইট।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪০
মানিক_চন্দ্র_দাস বলেছেন: ভাল বলছেন
৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৩৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: চিন্তার ফসল স্বরূপ কিছু কাজও করতে হবে।গরীব দুঃখিকে সাহায্য না করে কেউ যাতে গরীব হয়ে না যায় সেই কাজ করতে হবে।সেই উপায় চিন্তা করাই মানুষের জন্য চিন্তা করা।