নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। অন্যায়ের সাথে আপস করার কারণে অং সান সু চি এখন নিজেই 'রাজনৈতিক রোহিঙ্গা' হয়ে গেছে। সুখী ব্যক্তি জীবনের জন্য আপসের কিছুটা গুরুত্ব থাকলেও রাজনীতিতে ক্রমাগত আপস কেবল বিলুপ্তিই ডেকে আনে।
২। ঢাকার রাস্তায় মিয়ানমারের নেত্রী অং সান সুচির মুক্তির দাবীতে এক সময় অনেক মিছিল ও সমাবেশ হয়েছে। মিয়ানমারের রোহিঙ্গারাও সুচির জন্য আন্দোলন হয়েছিল। সেনাবাহিনীর সাথে সমঝোতা করে ক্ষমতায় বসেই উল্টে গেলেন শান্তির নোবেল জয়ী। বাংলাদেশ আর রোহিঙ্গা বিরোধী কড়া অবস্থান নিলেন.... আজ সেনাবাহিনী আবার তাকে ক্ষমতা থেকে হটিয়ে জেলে ভরেছে।
৩। বরাবরই মিয়ানমারের সেনাবাহিনী একটা উশৃংখল বাহিনী।
অং সান সুচি দেশটির সেনাবাহিনীর মতের বাহিরে যখনই কোন ডিসিশন নেওয়ার চেষ্টা করেছে তখনই তিনি গ্রেফতার বা গৃহবন্দি হয়েছেন।
সুচির নাম ভাঙিয়ে রোহিঙ্গাদের উপর নির্যাতন করেছে মিয়ানমারের সেনাবাহিনী, রোহিঙ্গা ইস্যুতে দেশটির সেনাবাহিনীর চাপের কারণে কিছুই করার ছিলনা অং সান সুচির।
৪। উপযুক্ত শ্বাস্তি হয়েছে। সেনাবাহিনীর বাহিরে কখনও ছিল না সুচি। বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো বন্ধ হল কিনা, না আরও দেশে ঢুকবে, সেই অনিশ্চিয়তা থেকেই গেল।
৫। বিভ্রান্ত এক মহিলার উচ্চাভিলাশে হ্রাস টেনে ধরেছে এক উন্মাদ বাহিনি।
৬। অং সান সুচিকে নাকি আবার আটক করা হয়েছে। এক সময় বছরের পর বছর জেলে আটক থাকায় কেমন যেনো মায়া হতো তার জন্য। এবার সে মায়া আর জাগছে না।
৭। অং সং সুচির ফাঁসির দাবিতে ঢাকার রাজপথে এবার লক্ষ মানুষের মিছিল দেখতে চাই !
৮। আহা!
তিনিই দুনিয়াবাসীকে প্রথম গণতন্ত্র শিখিয়েছিলেন!
ভোট জালিয়াতির অভিযোগে তাকেই কিনা সেনাবাহিনী গ্রেপ্তার করল!
৯। সুচি তাঁর কর্মের ফল পাচ্ছে! গণতন্ত্রের কথিত নেত্রী হলেও রোহিঙ্গাদের উপর বর্বর হত্যাযজ্ঞ চালানোর ক্ষেত্রে তাঁর ন্যক্কারজনক সুবিধাবাদী ভূমিকার কথা সবারই জানা!!
১০। মিয়ানমারে সেনা শাসকের আবির্ভাবে জাতিসংঘ অনেক দিন পর নিন্দা জানানোর একটি কাজ পেল।
১১। ফ্লোরেন্স নাইটিঙ্গেল মনে হতো একসময় তাকে ...রাজনৈতিক চর্চায়। দূর্বল ও নতজানু নেত্রীত্বের কারনে বার বার সামরিক আগ্রাসন হয় !
১২। মায়ানমারে সেনাবাহিনীর হাতে অংসান সূচি গ্রেপ্তার হওয়াটা লক্ষ-লক্ষ রোহিঙ্গার আর্তনাদের ফসল।
আলহামদুলিল্লাহ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: টাম্প ও সুচি চেটিং করে সময় কাটানোর সুযোগ পেলো।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
মগের মুল্লুকে সবাই মগ; দে্খেছেন, রোহিংগারা কেমন অপরাধ-প্রবন?
আমাদের দেশে জেনারেলদের শিষ্যদের সংখ্যা বার্মা থেকেও বেশী; জেনারেলদের শিষ্যরা 'বহুদলীয় গনতন্ত্রে' বিশ্বাসী।
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: ট্রাম্পের যে অবস্থা সু চিরও সে অবস্থা। দুজনই নিঃসঙ্গ। এই চিন্তায় ভাল্লাগাতেছনা। কী যে করি?
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
ভুয়া মফিজ বলেছেন: ওস্তাদের মাইর শেষ রাইতে!!
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: চলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে রাক্ষস সূ চীর ফাঁসি দাবি করি।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বার্মাতে প্রচুর পরিমাণে সম্পদ থাকা সত্ত্বেও তারা বিদেশে কামলা দেয় এটা অত্যন্ত লজ্জাজনক একটি ব্যাপার।
অথচ তাদের যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে সেটা ব্যবহার করে তারা অনেক ক্ষেত্রেই মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে যেতে পারে ।
অথচ তাদের দেশে গণতন্ত্র নেই ।
নেই কোনো মানবতাবোধ।
আফসোস!
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: বোধকরি মানুষকে ভালবাসা সবচাইতে কঠিন কাজ। সবসময়ই আমরা ঘৃণা করার ফাঁকফোকর খুঁজি।
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যে দেশে গণতন্ত্র নেই , গণতন্ত্রের চর্চা হয় না
সেই দেশ যে রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে না আজকের এই সামরিক অভ্যুত্থানে পর তার প্রমাণ দেখা দিতে পারে ।
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৪
রাজীব নুর বলেছেন: ভাসানচরে আশ্রয় চাই: অং সান সু চি।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৫
জুন বলেছেন: এই মহিলারে আমি দেখতে পারি না। গনতন্ত্রের মানসকন্যা নয়, ওনাকে আমার ক্ষমতালোভী বলেই মনে হয়। মসনদে যাবার জন্য সে স্বামী পুত্র পরিবার সব ছেড়েছেন। হয়তো বলবে দেশের জন্য। দেশের জন্যই বা সে কি করেছে? তার যে সাপোর্ট ছিল শুধু দেশবাসীই নয় সারা দুনিয়ায় পর্যন্ত, তা তিনি সেনাবাহিনীর পা চাটা ছাড়া আর কি করেছে??
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: সহমত।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৫
এম ডি মুসা বলেছেন: ভালো ই
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: ইস্যু এখন দুইটা। একটা মিয়ানমার।
আরেকটা আলজাজিরা।
তবে আলজাজিরা মনে হয় সব ছাপায় যাচ্ছে...
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৭
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আমার ওনাকে খুবই ঘৃণা লাগে, তার পরীনতি আরও খারাপ হবে...
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: সূচি আপার জন্য ভাসানচরে একটি ডুপ্লেক্স বাড়ি দেয়া হোক; কি বলেন কথা ঠিক কিনা ???
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমনিতেই ওখানে অনেকদিন সামরিক শাসন ছিল।ইদানিং সূচি একটু ভারতের দিকে ঝুকছিল এই কারন হতে পারে।ইলেকশনে কারচুপির কথা বলে আসছে,বলছে এক বছরের মধ্যে নতুন ইলেকশন দিবে দেখা যাক কি হয়।এতে করে বাংলাদেশের লাভ লোকশান কিছু হবে না।
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: ভাসানচরে সূচি আপাকে রাখলে গণতন্ত্র পূনরুদ্ধার হতে পারে।
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: বিভ্রান্ত এক মহিলার উচ্চাভিলাশে হ্রাস টেনে ধরেছে এক উন্মাদ বাহিনি।
এখানে একলাইনে সব বলা হয়েছে
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩০
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৩
কাছের-মানুষ বলেছেন: এই ইসুতে রোহিঙ্গারা খুশি হয়েছে তবে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব না যতদিন মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতায় থাকবে। ব্যাপারটা খুব ভাল হল না আমাদের জন্য!
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৩
রাজীব নুর বলেছেন: সেনাবাহিনী রোহিংগাদের ফেরত নেবে এবার।
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২
নেওয়াজ আলি বলেছেন: ছোটকালে দাদু গল্প করতো মোরমাই(মায়ানমার) শহর গিয়ে ব্যবসা করেতো ,কাজ করতো। আর আজ সেই দেশ কেমন হয়ে গেল।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৩
রাজীব নুর বলেছেন: সময়ের ব্যাপার। সব ঠিক হয়ে যাবে।
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:২৮
রানার ব্লগ বলেছেন: সুচির গ্রেপ্তারের খবরে আমাদের আনন্দের কছুই নাই, আরো কিছু রোহিংগার অবৈধ অনুপ্রবেশের অপেক্ষায় আছি। সিমান্ত সিল করে দেয়া উচিৎ।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: সরকার কিছু বলছে না কেন জাতিকে?
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪২
ইসিয়াক বলেছেন: বিভ্রান্ত এক মহিলার উচ্চাভিলাষে হ্রাস টেনে ধরেছে এক উন্মাদ বাহিনি।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: হুম।
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রোহিঙ্গানীতির কারণে সুচি সবকিছুই হারাচ্ছেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: সূচি ট্রাম্প আর আমাদের খালেদা জিয়ার অবস্থা ভয়াবহ হবে।
১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৩
কবিতা ক্থ্য বলেছেন: সবার জন্যই ভালো হইসে-
১) রহিংগাদের জন্য ভালো হইসে- তাদের আর ফেরোত যাইতে হইবনা।
২) মিয়ানমারের সেনাবাহিনীর জন্য ভলো হইসে- আগামী কয়েক বছর (৫-১০ বছর) ক্ষমতায় থাকবে।
৩) সুচির জন্য ভালো হইসে- তার দলের ব্যর্থতার দায় নিতে হবে না (সেনাবাহিনীর উপর চাপাইবো)
৪) সর্বপরি বাংলাদেশ সরকারের জন্য ভালো হইসে- বৈদেশিক ভিক্ষা আরো কয়েক বছর পাওয়া যাইবো
মাঝখান থেইকা বাংলাদেশরে দেয়া বাঁশ টা আরো পোক্ত আর মোটা হইলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: আমাদের সরকার কি দুর্বল?
১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই অসিলায় সূচির জনপ্রিয়তা বাড়তে পারে। তবে বাংলাদেশের জন্য কোন সুসংবাদ দেখছি না।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের অভিশাপেই আজ সুচির এই অবস্থা।
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন:
সু সংবাদ! রোহিঙ্গাদের আজ ঈদ।