নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। দেবতা জিউস সিংহাসনে বসে আছেন।
তাকে ক্রোধান্বিত দেখায়। তাঁর সামনে দাঁড়িয়ে স্বর্গীয় দেবদূত হার্মেস।
দেবতা জিউস হুঙ্কার ছাড়লেন, পৃথিবী পাপ আর পঙ্কিলতায় পরিপূর্ণ হয়ে পড়েছে! আমি পৃথিবী ধ্বংস করে দেব!
জিউসের হুঙ্কারে কেঁপে উঠলেন হার্মেস। সম্পর্কে হার্মিস জিউস পুত্র। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে পিতাকে বললেন, এপিমেথিউস- এর স্ত্রী প্যান্ডোরা কে আপনি একটি বাক্স দিয়েছিলেন। সেই বাক্সটি খুলতে আপনি নিষেধও করেছিলেন। কিন্তু, আপনার নিষেধাজ্ঞা অমান্য করে প্যান্ডোরা বাক্সটি খুলে ফেলেছিল। তারপর থেকেই পৃথিবীতে ঘৃনা ক্রোধ পাপ ছড়িয়ে পড়েছে!
২। কুরআন এমন এক দিক নির্দেশনাকারী গ্রন্থ যার মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্যে প্রচুর নিদর্শন। যা তাদের পথ চলতে সাহায্য করবে। যার আক্ষরিক অর্থ হল এর সকল অর্থ (আভ্যন্তরীণ) সকলের জন্যে উন্মুক্ত নয়।
৩। শিক্ষক - পানিতে বাস করে এমন ৫টি প্রাণীর নাম বল?
ছাত্র - ব্যাঙ ...
শিক্ষক - আর ৪ টা?
ছাত্র - ব্যাঙ এর বাবা, মা, বোন আর ব্যাঙ এর ডার্লিং।
৪। এক চরম কৃপণ লোক সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যেতে লাগলো...
সে তখন দোয়া করতে লাগলো বিধাতার কাছে, “হে বিধাতা আমি যদি বেঁচে যাই তাহলে ১০০০ জন এতিমকে ২ বেলা বিরিয়ানি খাওয়াবো“।
তখনি এক বড় একটা স্রোত এসে তাকে সাগর তীরে ঠেলে দিলো!
সে তখন দাঁড়িয়ে বলল, “হাহ! কিসের বিরিয়ানি!!”
তখন আচানক আরেকটা বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেলো!
তখন সে বলতে লাগলো... “আমি বলতে চাচ্ছি চিকেন বিরিয়ানী নাকি কাচ্চি!
৫। বর্তমানে ধনী-মধ্যবিত্ত-গরীবের পার্থক্য এত বেশী বেড়ে গিয়েছে যে, সবাই নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে চিন্তিত। রাজনীতি নিয়ে ভাবার সময় কই?
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৩
রাজীব নুর বলেছেন: আমাদের সমাজের নিয়ম হলো যার টাকা আছে, সে শিক্ষিতর বাপ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪৯
প্যারাডাইম বলেছেন: বিনয় নিয়ে জানতে চাই, ২ নং টা কি করে কৌতুক হল। সত্যিকার অর্থেই বুঝিনাই।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: আমি দুঃখিত।
মিসটেক হয়েছে।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৩৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১, বাঁক্সের ভিতর ছিল গন্ধম
২,কৌতুক না ধাঁ ধাঁ
৩,এই ছাত্র একদিন অনেক বড় লোক হবে,কুট বুদ্ধিতে সবাইকে হারিয়ে দিবে।
৪,মুমিনদের জন্য আছে প্রচুর জ্ঞানের নিদর্শন
৫,রাজনীতি নিয়ে ভাববে গরীব,তার দুঃখ কষ্ট সবথেকে বেশি।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: সহমত।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৮
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ২ নং টা বুঝিয়ে বলুন...
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: ২ নং টার জন্য দুঃখ প্রকাশ করছি।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: @ জনাব শাওন,কোরান বুঝতে হলে সিরাত ও হাদিস লাগবে।সিরাত হাদিস ছাড়া কোরান এক বোবা গ্রন্থ।২ নং এর বক্তব্য টি কোরানেই বহু বার বলা হয়েছে।কোরান যদি সবাই একই রকম বুঝত,তবে মুসলমানদের মধ্যে এতো এতো ফেকরা থাকতো না।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: কোরআনও আপনার কাছে কৌতুকের বিষয়!!! আবার কোরআনের সুরার তফসির লিখছেন!!! ব্লগে নিয়ম থাকা উচিত যে, কোনও ব্লগার একই বিষয়ের উপর একই সময়ে বিপরীতমুখী মতামত দিতে পারবে না। কারণ এই রকম যারা করে এরা বিভ্রান্ত। ব্লগে বিভ্রান্তি সৃষ্টি করার কোন সুযোগ থাকা উচিত না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: আমি দুঃখিত ২নং টা ভুলে এখানে ঢুকে গেছে।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
৫ নং:
অশিক্ষিতরা রাজনীতি বুঝার কথা নয়; শিক্ষিতরা নিজ পরিবার দেখার পরও রাজনীতি করতে পারার কথা।