নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বাংলাদেশের প্রাইভেসি নষ্ট করার অপরাধে আল-জাজিরার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত।
২। একটা প্রথম শ্রেনীর মিডিয়ার এমন তৃতিয় শ্রেনীর রিপোর্ট একমাত্র আল-জাউরাদের পক্ষেই সম্ভব,সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ।
৩। এইটা কি ছিল? আলজাজিরা এইটা কি দেখাইল? সাংবাদিকতার ক্ষমতা কতদূর সেইটা দেখার অপেক্ষা।
৪। একটা দেশে যদি মাফিয়া’ই না থাকলো, তাহলে মজা কোথায়?
সিনেমার মাফিয়া দিয়ে তো আর দেশ চলবে না...
৫। চিন্তা মানেই বিষয়টা সত্যি এমন না, আর এই চিন্তা নিয়ন্ত্রিত হয় বলে আমরা যা দেখি তা আসলে সত্যি না।
৬। দারুণ থ্রিলার দেখলাম আল জাজিরায়।
৭। একটা রাষ্ট্র এমন অবস্থায় আছে যে একটা সংবাদ নিয়াও জনগণ কথা বলতে সাহস পায় না।
এতো বেশি মানুষ রিএক্ট করতেই পারে কারণ বেশির ভাগ মানুষই অনেক কিছুই জানতো না। আবার অনেকেই জেনেও বিশ্বাস করতো না। অনেকেই জানতো এই ধারণাটা আসলে ভুল।
৮। কি দেখাইলো? মিস করলাম নাকি টিভি দেখিনা বললেই চলে।
৯। আল জাজিরা হইলো কাতারের একাত্তর টিভি এসব ভুয়া রিপোর্ট আর গুজব আমরা বিশ্বাস করি না!
১০। বিদেশি চ্যানেলে ভুয়া খবর প্রকাশ করে উন্নয়নকে দাবিয়ে রাখা যাবে না। শাহেদ ভাই আপনি এগিয়ে চলেন আমরা আপনার পিছে আছি।
১১। মিয়ানমার আর বাংলাদেশের পরিস্থিতি এক না রে সোনার চাঁন! সুতরাং আপাতত আল জাজিরার নিউজ-ডকুমেন্টারি দেখার পাঠ-প্রতিক্রিয়া বাদ দিয়ে ঘুম দেওয়াই শ্রেয়তরl ক্ষমতার পটপরিবর্তন, বিপ্লব কিংবা সেনাভ্যূত্থান সে হাওয়ায় ভর করে আসমান থেকে নাজিল হয় না; এজন্য ক্ষেত্র প্রস্তুত করা লাগে গো ভাইজানেরা।
১২। আল জাজিরার প্রতিবেদনে অবাক হওয়ার কিছু নেই,এ তো খুব সামান্য। নির্বাক হয়ে যাওয়ার মত শত শত প্রতিবেদন কোন দিন দেখতে পাবো।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: আলজাজিরাকে নিশ্চয় কেউ ভুল বুঝাইছে!
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: এরকমী ওরা রাজীব দা
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: টান টান উত্তেজনার একটা মুভি দেখলাম কয়েকবার করে।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৬
অক্পটে বলেছেন: কোন সত্যই বলেনি নাকি, কোন সত্য লুকায়নি।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: দেখা যাক।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল জাজিরা আইএস তালেবানের হয়ে কাজ করে।ইসলামী ব্রাদার হুডের প্রবক্তাআফ্রিকায় বোকো হারামের এজেন্ট।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: আল জাজিরাকে অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম কিভাবে করতে হয় তা শিখতে হবে। চরম অশোভন অসভ্য শিরোনাম "অল দ্য প্রাইম মিনিষ্টার্স মেন "!
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৫
রানার ব্লগ বলেছেন: আল জাজিরা কে কখনোই আমার সংবাদ চ্যানেল মনে হয় নাই, এরা মুসলিমদের পক্ষে কথা বলার আড়ালে ধর্মীয় সন্ত্রাস কে উৎসাহিত করে আসছে। আরব জুরে সহিংসতার জন্য আল জাজিরা ও কিয়দংশে দায়ী।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: আড়াইশ মাফিয়া-পাচারকারী পরিবার ১৮ কোটি মানুষকে ছিবড়ে করে রেখেছে।
এক পরিবারের কেরামতির খানিকটা মাত্র দেখা গেলো।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪০
ইসিয়াক বলেছেন: কেমনে কি?
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: হুম।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৫
সড়কযোদ্ধা বলেছেন: সাধারণ মানুষ যা ভাবছে ্্্্্ বাকি তারা যা ভাবছে?
১০ নম্বর পয়েন্ট পড়ে হাঁসতে হাঁসতে পড়ে যাচ্ছি .।.।.।
আপনি কি জানেন, সড়কে প্রতিদিন গরে ৬৪ জন হত্যাকাণ্ডে র শিকার কিন্তু মাত্র একজন ঘাতককেও ধরা হয়না, কেন? শত কোটি টাকা পরিবহন চাদা - ধর্মঘট সহ বহু কাহিনি - তাই সড়ক ঘাতক মানে #জামাইআদর
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: আল বদর
আল জাজিরা
এরা দেশের শত্রু
গুজবে কান না দেয়ার আহবান জানাচ্ছি।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১২
এম ডি মুসা বলেছেন: ঠিক বলেছেন, এমন হলে
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: আল-বদর, আল-শামস থেকে আল জাজিরা। সব স্বাধীনতা বিরোধী চক্র!
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি হচ্ছে দেশে !!
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: সামান্য ঘটনা। চাপা পড়ে যাবে।
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২০
নেওয়াজ আলি বলেছেন: আলোচনা সমালোচনার নতুন টপিক পেলো বাংলাদেশ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: এইভাবেই তো।
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৩
নীল আকাশ বলেছেন: তালগাছটা এবার মনে হয় ভাগে পরে নি। তাই এত হাউকাউ?
ডিজিটাল আইন না থাকলে দেখতেন আরো কি বের হতো?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: সহমত।
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে দুর্নীতিবাজ ও লুটেরাদের সংখ্যা সহস্র এমনকি লক্ষাধিক হওয়ার কথা। সেখানে মাত্র একজনকে নিয়ে একটি গোটা ডকুমেন্টারি তৈরীর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেই মনে হয়। আর সাধারণ জনগণ ভালো করেই জানে কোথায় কি হচ্ছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২১
রাজীব নুর বলেছেন: আল জাজিরা এক পর্ব প্রকাশ করেছে। ওদের কাছে আরো কিছু পর্ব আছে।
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবুরে মেওয়া ফলে,
................................................................
আম জাম কাঠাঁল খেতে থাকুন এরপর স্বাস্হ্য বিধি
মেনে খাঁটি দুধ পরিবেশন করা হবে !
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৪৪
রাজীব নুর বলেছেন: হুম।
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৮
কল্পদ্রুম বলেছেন: সাংবাদিক হিসেবে ওদের এই ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এ আপনি কোন ভুল দেখেন কি না?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: আমি এখন সাংবাদিক নই।
আমি বেকার।
১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১৯
কল্পদ্রুম বলেছেন: রাজিব ভাই, তারপরেও সাংবাদিকতার জ্ঞান তো আপনার আছে। অনেকেই জার্নালিজমের অনেক বেসিক বিষয় এই ডকুমেন্টারি তৈরিতে মানা হয়নি বলছেন। এ ব্যাপারগুলো একজন সাংবাদিকের পক্ষেই আলোচনা করা সম্ভব। তবে এটা হতে পারে ইনভেস্টিগেটিভ জার্নালিজম ভিন্ন বিষয়। এটা নিয়ে লেখা হয়তো সহজ নয়। কৌতূহলবসত জানতে চেয়েছি। আশা করি কিছু মনে করেন নি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৪৯
রাজীব নুর বলেছেন: না কিছু মনে করি নি।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৯
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: কিছু না জানা আমি...!!