নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আল-জাজিরার প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২। হুম, আলজাজিরা, তোদের আব্বাজানদের কথা যে সুন্দর ভাবে উগলালি, সেটা দেখলাম।
আমার প্রশ্ন হলো এত খরচ করে বাংলাদেশের প্রতি ‘পীরিতি’ দেখানোর কারন টা কি?
কিছুই যেহেতু করা যাচ্ছেনা তাহলে রাজাকারের বাচ্চারা নতুন ভাবে পুরাতন প্রপাগান্ডা করাই তোদের কাজ।
৩। গলির ককুর গুলো দেশে সুবিধা করতে না পেরে সাগরের অপর পাড়ে ঘেউ ঘেউ করতেছে? বাঘের পদচারনায় কুকুরগুলো তো ঘেউ ঘেউ করবেই।
৪। ময়ায়নমারের রাজনৈতিক অবস্থাকে পুঁজি করে বাংলাদেশ সশশ্র বাহিনীকে বিভ্রান্ত ও উত্তেজিত করার অপকৌশল এটা,
কিন্তু তাদের এসব কৌশলে কাজ হবে না।
৫। শেখের বেটি এসব পাত্তা দেয় না সেটা আল জাজিরা ও যারা লবিং এর টাকা দিয়েছে তাদের বুঝা উচিত।
৬। এই আল জাজিরা ২০১৩ সালের ৫ই মে শাপলাচত্বর নিয়ে এরাই মিথ্যাচার করেছিল দেশ বিরোধীদের সহায়তা করার জন্য।
৭। আল-জাজিরা যদি প্রমাণ-সূত্র হাজির করতে পারে, তখন সরকার কী করবে/বলবে --ভেবে পাচ্ছি না।
৮। এখনই সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেবার।
এই ঘোষণাই পারে সব মনোযোগ সব আলোচনার মোড় ঘুরিয়ে দিতে।
৯। এইবার যখন খোদ প্রধানমন্ত্রীকে সরাসরি ইংগিত করে একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেল আল-জাজিরা থেকে বাংলাদেশ সরকারকে মাফিয়াদের সরকার বলে ডকুমেন্টারি প্রকাশ করা হলো, তখন, তার্কিকরা কী ভাবে তা বিশ্লেষণ করেন, সেটাই দেখার অপেক্ষায় রইলাম।
১০। বুঝলাম না, একটা স্বাধীন দেশে ইউটিউব এখনও বন্ধ হয় না কেমনে। দেশ থেকে কি সেন্সরশিপ, দেশপ্রেম, চেতনা এসব উঠে গেলো নাকি।
১১। জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ হাজার ৬৬০ কোটি টাকা,যা আগের বছরের তুলনায় ১৩ হাজার ৯৪০ কোটি টাকা বেশি..!!
১২। আল জাজিরাকে অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম কিভাবে করতে হয় তা শিখতে হবে। চরম অশোভন অসভ্য শিরোনাম "অল দ্য প্রাইম মিনিষ্টার্স মেন "!
(১৯৭৬ সালে ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে নির্মিত ছবি 'All the president's men' অনুকরণে নাম দেওয়া।)
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: দেশের মানুষ বোবা হয়ে গেছে।
তবে এই বোবারা ফেসবুকে খুব চিল্লায়।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
আপনার এই পোষ্ট ৭৮ বার পড়া হয়েছে, কেহ মন্তব্য করছে না কেন? ভেবে দেখেন, কি কারণে মন্তব্য করছেন না?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: ধান চাল ভুসি, যার যার খুশি।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৯
এম ডি মুসা বলেছেন: দারুন পোস্ট,
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০
এম ডি মুসা বলেছেন: ৪নং টা দুইবার পড়লাম
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: হে হে হে---
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২০
মানিক_চন্দ্র_দাস বলেছেন: ভাল এইচডি মুভি
০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: আমার কাছে ভালো লাগেনি।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা দেশের মানুষের সাথে সংযোগ রেখেছেন, নাকি ক্রমেই কেটে দিচ্ছেন? এই ধরণের প্রচারণা দেশের কি পরিমাণ মানুষকে প্রভাবিত করবে?