নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা। পদ্মা নদী।
১। মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। শুনেছি মৃত্যুর আগে মানুষ খাবারের কোনো স্বাদ পায় না। আমি কোনো খাবারের স্বাদ পাচ্ছি না। বাসায় হোটেলে আত্মীয় স্বজনের বাসায়। সব কিছুই কেমন মাটি মাটি লাগে।
২। পৃথিবীর ধূলোকণায় ভালোবাসার জন্য। কিন্তু ধূলোকণায় যখন সূ্র্যের আলো পড়ে তখন তা স্বর্ণরেনুর মত চিকচিক করে ওঠে। যখন বাতাসের স্পর্শ পায়, শিশুর নির্মল হাসির মতো কোমল হয়ে ওঠে। আকাশ থেকে যখন বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে তখন ভালোবাসার ধূলিকণা হেসে বলে- আমি তো ঐশ্বরিক। পৃথিবীতে নেমে এসেছি বিধাতার কল্যাণ এবং ক্ষমা হয়ে।
৩। কিছু বলার নাই।
৪। ...তবুও নিন্দুকেরা ভিন্ন কথা বলবে।
৫। বাঙালি মুসলমান হজ্জ্ব করে পবিত্র সৌদি আরবে আর বাড়ি কেনে অপবিত্র ইউরোপ-আমেরিকায়। বড় বিচিত্র!
৬। একটি ইট দিয়ে ইমারত তৈরি হয় না। কিন্তু একটা ইট গেঁথে ইমারত নির্মাণের শুভ উদ্বোধন হয়। আমি একটি মেয়েকে ভালোবাসবো, সেই প্রেরণা থেকে দেশের মানুষকে এবং সমগ্র দেশকে ভালোবাসবো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: না করোনা পায়নি।
ভালো আছি।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনি প্রতিদিন বাইরে যান, মনে হয়; আপনার অনেক হাঁটা হয়, শরীর তো ভালো থাকার কথা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: হ্যা শরীর ভালো। ঠিক আছে। ডাক্তার দেখাতে হয় না।
তবে গ্যাস্ট্রিক ভোগায়।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বয়স যত বাড়তে খাবারের স্বাদ তত কমবে।সকলের না, অনেকের। এর সাথে জীবন মৃত্যর কোন সম্পর্ক নেই।
৪, নিন্দুকদের কথা ধরতে নেই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:০২
অনল চৌধুরী বলেছেন: এই এ্যামেরিকান মহিলা ভারতীয় যোগ গুরুদের কাছ থেকে যোগ ব্যায়াম শিখেছেন।
বেশীরভাগই সহজ কিন্তু কয়েকটা খুব কঠিন।
সেগুলি বাদ দিয়ে কাল সকাল থেকেই চর্চা শুরু করতে পারেন।
[link|Flow & Restore
And I request you not to think about death again and think more about your happy family.
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩১
জুল ভার্ন বলেছেন: ্গতকাল গিয়েছিলাম রাজশাহী। পদ্মার পাড়েই এক চক্কর দিয়ে এসেছি। কয়েকটি ছবি তুলেছি যা ফেসবুকে দিতে চাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: অবশ্যই দিন। ব্লগেও ছবি ব্লগ দেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৬
ওমেরা বলেছেন: আপনাকে মনে হয় করোনা পাইছে।