নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ ফেসবুক।
মিথ্যাগুলি সব জোনাকির মতো কেন উড়ে যায় না!
ম্যাজিক জানলে আজ সারা শহর ডুবিয়ে দিতাম জলে
নে, শালা-শালীরা এবার প্রেমিকা নিয়ে ঘুরে বেড়া।
একজন রিকশাচালক তো বলেই ফেললেন-
ভালোবাসার মায়রে বাপ,
প্রেমের মায়রে বাপ
তোদের কারনে সারা ঢাকা শহর গজব অবস্থা
এমন কি অলি, গলিও বাদ যায় নি
সাধারণ মানুষের শত ভোগান্তি।
আসলে ভালোবাসা কিছুই না
সামান্য আবেগ আর কিছুক্ষণের মোহ
যখন কাউকে বলতে শুনি-
আমি তোমাকে ভালোবাসি
অথবা ও আমাকে ভালোবাসে-
তখন আমার খুব হাসি পায়।
একদিন আমি সুমিকে বলেছিলাম-
জোছনা রাত্রিতে তোমাকে গাড়িতে করে নিয়ে যাবো-
শহর থেকে অনেক দূরে...
১০০/১২০ স্প্রীডে গাড়ি চলবে, হাওয়ায় উড়বে তোমার চুল
অথচ আমি কথা রাখি নি।
কেউ কথা রাখে না।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৯
রাজীব নুর বলেছেন: কোনো দিবসই আমার জন্য রঙ্গিন না।
আলাহর ত্রিশটা দিনই আমার জন্য সমান।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৩৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: খোলা গাড়ি হলে ভাল হয়।জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত রাস্তা বেশ ভাল।ইউটিউবে দেখেছি
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১১
রাজীব নুর বলেছেন: হ্যা রাস্তা বেশ উন্নত হয়েছে।
আপনি সাথে যেতে চাইলে, নিয়ে যাবো।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪০
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
প্রথম স্তবকটি বেশ সুন্দরই লিখেছিলেন। পরের সব তেমন ভালো করতে পারেননি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১২
রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।
আসলে একটানা বসে লিখতে পারি নি। একটা কবিতা লিখতে গিয়ে দশবার উঠতে হয়েছে।
তাই কবিতার সুর কেটে গেছে।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৪
চাঁদগাজী বলেছেন:
ঢাকা ও চট্টগ্রাম শহর যে মাঝে মাঝে ডুবে যায়, ইহাতে আপনার হাত আছে নাকি?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১২
রাজীব নুর বলেছেন: থাকতে পারে।
ছোট মরিচের ঝাল বেশী।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩১
আমি সাজিদ বলেছেন: ভালোবাসার মায়েরে বাপ
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: পুরো ঢাকা শহর, অলি গলি সব ভয়াবহ জট লেগেছে। তাই যে কারো মুখ দিয়ে বে রহয়ে যাবে ভালোবাসার মায়রে বাপ।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬
মপোতোস বলেছেন: প্রথম দুটা লাইনই ভালো লাগলো। হোপ ফর বেটার।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০১
জুল ভার্ন বলেছেন: কথা দেওয়া সহজ, কথা রাখা খুব কঠিন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৯
রাজীব নুর বলেছেন: হ্যা ঠিক।
এজন্য কাউকে কথা দিলে হিসাব করেই দেওয়া উচিত।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৯
কালো যাদুকর বলেছেন: আপনি দেখি বিরক্ত।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: আরে ভাই আমি রক্ত মাংসের মানুষ। রোবট নই।
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৫
মানিক_চন্দ্র_দাস বলেছেন: সব কথা রাখা যায় না
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: এই তো একখান দামী কথা কইছেন।
১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০১
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার , শুভ কামনা রইল ❤️
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৭
অক্পটে বলেছেন: কথা দিলে কথা রাখতে হয়। তা না হলে পানিতে পড়ে যাবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: হ্যা বুঝতে পারছি।
আমার মৃত্যু হবে পানিতে।
১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৩
এম. হাবীব বলেছেন: মোহে পড়ে দেওয়া কথাগুলো বাস্তবতায় এসে খুব কম লোকই রাখতে পারে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: বাস্তব বলেছেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অথচ আমি কথা রাখি নি।
কেউ কথা রাখে না।
.............................................................
জীবন চলমান,
নদীর স্রোত যেমন ভুলে যায় তার অতীত
তবুও ভালবাসা দিবসে রঙিন করি মন ।