নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভ্রমন প্রিয় ইবনে বতুতা

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৯

ছবিঃ গুগল।



মুসলমানদের ইতিহাস চর্চা খুবই কম।
কারন ইতিহাস ঘাটলে মুসলমানদের ভালো কিছু পাওয়া যায় না। তারা শুধু যুদ্ধ করেছে। মানুষ হত্যা করেছে। কুট করেছে। নারীদের গনিমতের মাল হিসেবে দেখেছে। যাই হোক, সেই আলোচনায় যাবো না, সুদূর আফ্রিকা থেকে ইবনে বতুতা এসেছিলেন বাংলাদেশে। হাজার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে তিনি অবাক! একোন দেশ! যেখানে সেখানে নদী, নদী ভরা নৌকা। নৌকা গুলির মাঝি মানুষ নিয়ে পারাপারের সময় অদ্ভুত সুন্দর গান গায়। গানের মতন সুরেলা ভাষায় কথা বলে এদেশের মানুষ। কী গাঢ সবুজ এখানকার গাছপালা, বেলি ফুলের গন্ধভরা এখানকার বাতাস। এরকম দেশ পৃথিবীতে আর আছে?

বতুতা নিজেই লিখেছেন লিখেছেন- ''তখন মোট তিনজনের পুরো এক বছরের খাবার খরচ লাগত সব মিলিয়ে সাত টাকা। এখানে এক মণ ঘিয়ের দাম এক টাকা সাত আনা, এক মণ চালের দাম সাত পয়সা। একটি দুগ্ধবতী গাভীর দাম তিন টাকা, একটি নারীর নাম দশ টাকা''। ইবনে বতুতা নিজের জন্য দশ টাকা দিয়ে 'আসুরা' নামের একটি পরমা সুন্দরী মেয়েকে কিনলেন, ওর সঙ্গী কিনলেন লুলু নামের একটি ক্রীতদাসী কুঁড়ি টাকায়। দীর্ঘ ভ্রমনে বতুতা সব সময় কয়েকজন করে নারী সঙ্গে রাখতেন।

নানান দেশ ঘুরে ঘুরে ইবনে বতুতা জীবন সার্থক।
ভাবতে অবাক লাগে সেই আফ্রিকা থেকে একজন পর্যটক এসেছিলেন এত দূরের বাংলাদেশে। তাও আবার অধিকাংশ পথ পায়ে হেঁটে।ইবনে বতুতা একবার ভারত ভ্রমনের সময় শূন্যে ভেসে থাকা যাদু দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ছিলেন। বতুতা সারা জীবন এক স্থান থেকে অন্য স্থানে শুধু ঘুরে বেড়িয়েছেন। পৃথিবী ভ্রমণের জন্যই তিনি মূলত বিখ্যাত হয়ে আছেন। একুশ বছর বয়স থেকে শুরু করে জীবনের পরবর্তী ৩০ বছর তিনি উঠের পিঠে এবং হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছেন।

মরক্কোর পর্যটক ইবনে বতুতা।
তিনি ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন। নিজের ভ্রমন কাহিনী নিজেই লিখেছেন। ভ্রমণকাহিনী ১৩৫৫ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়। বতুতা ৪০ টির মতো দেশ ভ্রমণ করেছেন। সিলেট এসে হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করে ফেরার পথে ইবনে বতুতা একটি ছাগলের পশমের কোট উপহার পান। বতুতা নিজে ছিলেন সুফী ঘরানার মানুষ, তাই সুফী দরবেশদের প্রতি বাংলার শাসক শ্রেণী এবং স্থানীয় সব ধর্মের মানুষের লোকের উপর সুফি-দরবেশদের প্রভাব ও মর্যাদা তাকে মুগ্ধ করে।

মালদ্বীপ হয়ে বতুতা বাংলায় আসেন।
ইবনে বতুতা ভারত ছেড়ে মালদ্বীপে এসে প্রায় নয় মাস অবস্থান করেন। এই নয় মাসে তিনি চারটি বিয়ে করেন। চারজন স্ত্রী’র মধ্যে আবার একজন রাজপরিবারের সদস্য ছিল। বতুতা ৮০০ মাইল পথ পাড়ি দিয়ে মদিনায় গিয়ে মহানবী (সাঃ) এর রউজা মুবারক দেখতে যান। তিনিই একমাত্র পরিব্রাজক যিনি তার সময়কার সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেছেন এবং তৎকালীন সুলতানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই মহান পরিব্রাজক অর্ধেক পৃথিবী ঘুরে, তিনবার হজ করে তার জন্মভূমিতে ফিরেছিলেন ৩০ বছর পর।

মন্তব্য ৫০ টি রেটিং +১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলেই আপনি মজার মজার জিনিস লেখেছেন অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল রাজীব দা

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৬

অনল চৌধুরী বলেছেন: ইতিহাস ঘাটলে মুসলমানদের ভালো কিছু পাওয়া যায় না। তারা শুধু যুদ্ধ করেছে এই তথ্যটা মিথ্যা অপপ্রচার। সব জাতি ও ধর্মের অনুসারীদের মধ্যেই ভালো খারাপ -সবকিছুই আছে।
গ্রীক-রোমান-পারসিক-বৃটিশ এরাও দেশে দেশে গণহত্যা-লুটপাট করেছে। কিন্ত বিজ্ঞান, দর্শন , সাহিত্য, আইন সব ক্ষেত্রেই এরা অবদান রেখেছে। কিন্ত মুসলমানদের ক্ষেত্রে শুধু যুদ্ধের ব্যাপারগুলি বেশী প্রচার করা হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এই ভ্রমণকালে তার কত টাকা খরচ হয়েছিল ?

তার কোনো পাসপোর্ট ছিল কিনা?
কিংবা তাঁর ভিসা ছিল কিনা এগুলোও লিখুন।


২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: তার কোনো টাকা খরচ হতো না। উলটা টাকা পেতেন। বিভিন্ন দেশে যেতেন, রাজা বাদশারা তাকে নানান উপহার সামগ্রী দিতেন।
সেই আমলে পাসপোর্ট ছিলো না। ভিসা ছিলো না।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯

আমি নই বলেছেন: মুসলমানদের ইতিহাস চর্চা খুবই কম। কারন ইতিহাস ঘাটলে মুসলমানদের ভালো কিছু পাওয়া যায় না। তারা শুধু যুদ্ধ করেছে। মানুষ হত্যা করেছে। কুট করেছে। নারীদের গনিমতের মাল হিসেবে দেখেছে। যাই হোক, সেই আলোচনায় যাবো না

যেই আলোচনায় যাবেন না সেটা নিয়ে লিখলেন কেন? এটা কি মুর্খামি নাকি ক্লিকবেইট???

শুরুতে রাজিব সাহেবের ধর্ম ভালো লাগতোনা, এখন স্পেসিফিক ইসলাম ধর্মই ভালো লাগেনা। অবস্য এটাই স্বাভাবিক, আমাদের দেশের নাস্তিকরা শুরুতে ধর্মনিরোপেক্ষ একটা ভাব নিলেও আস্তে আস্তে তাদের ইসলাম বিদ্বেশি পরিচয়টা প্রকাশ পেয়েই যায়। অভিনন্দন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: মুখার্মি করেছি সচেতন ভাবে। ভেবে ছিলাম আপনাদের চোখ এড়িয়ে যাবে।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনি যে প্রায়ই গর্দভ-মার্কা পোস্ট দেন, এই যেমন দিলেন, পোস্টের ব্যাপারে প্রশ্ন: ইবনে খালদুন এবং বিশেষ করে তাঁর মুকাদ্দিমা গ্রন্থের নাম শুনেছেন?

আমি নিশ্চিত, শুনেননি। অবশ্য এসব বিষয়ে আপনাকে বলেও কাজ হয় না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: আরো কিছু বলেন। বলে মন শান্ত করেন। কয়জন বড় না, সয় জন বড়।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঐসময় মরক্কো খুব ধনী দেশ ছিল।সোনার বড়খনি পাওয়া যায় সেখানে।উনিও হয়তো আসার সময় দুই চার মন সোনা সাথে করে নিয়ে এসেছিলেন। দেশে দেশে দাসী ফাসী কিনে তাদের সাথে মিলিত হওয়াই ছিল তার প্রধান উদ্দেশ্য।এটা এক ধরনের রোগ।এটা আমাদের ধর্মের একটা ঐতিহ্য।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আসল মন্তব্য টা আপনি করেছেন।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫২

আমি নই বলেছেন: লেখক বলেছেন: আসল মন্তব্য টা আপনি করেছেন।

এর মানে মুসলমানরা যাই করুক না কেন সেটাই দোষ??

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: না আমি সেই কথা বলি না।
ভালো কাজ করলে দোষ হবে কেন?

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৯

আমি নই বলেছেন: লেখক বলেছেন: না আমি সেই কথা বলি না।
ভালো কাজ করলে দোষ হবে কেন?


তাইলে নুরুলইসলা০৬০৪ যা বলেছে তা না বুঝেই একমত হয়েছেন?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: নুরুল ইসলাম সত্য বলেছেন।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৩১

কবিতা ক্থ্য বলেছেন: ইবনে বতুতা- নি:সন্দেহে ইতিহাসের অনন্য ব্যাক্তিত্ব।
রাজীব ভাই কে ধন্যবাদ এত সুন্দর একটা উপস্হাপনার জন্য।

যারা ইবনে বতুতার আলোচনা বা সমালোচনা করছেন- ভাই, আপনি উনার লেভেলে গিয়া তার পর আলোচনা বা সমালোচনা করলে একটু ভালো হইতো বইলা মনে হয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫১

ডাব্বা বলেছেন: একজন পরিব্রাজক হিসেবে তিনি সম্ভবত বেশ উঁচু স্তরেরই ছিলেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: উনার নারী নেশা টা না থাকলেই উনি আরও মহৎ হতেন।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৬

অক্পটে বলেছেন: নারি নেশা আংরাজদের নেই? হিন্দুদের নেই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: সব ব্যাটাদেরই আছে । কম বেশী।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৯

আমি নই বলেছেন: লেখক বলেছেন: নুরুল ইসলাম সত্য বলেছেন।
তাইলে পোস্টের আজাইরা টাইটেল দিছেন কেন? নারী লোভী ইবনে বতুতা বা এ জাতীয় টাইটেল দিতেন আর পোস্টে ইবনে বতুতা কেমনে কোথায় কয়টা দাসি কিনে মিলিত হয়েছিলেন তার বিবরন দিতেন।

অক্পটে বলেছেন: নারি নেশা আংরাজদের নেই? হিন্দুদের নেই।

ভাই, রাজীব সাহেবদের দায়ীত্বই হোল আতসি কাচের নিছে ফেলে মুসলিমদের চরিত্র বিশ্লেসন করা, কারন তেনাদের চোখে মুসলিমদের ভালো কিছু চোখে পরেনা, মুসলিমরা যাই করুক সেটাই খারাপ। আর ইংরেজ/হিন্দুরা হোল এনাদের প্রভু, ইংরেজ/হিন্দুরা উনাদের পুটু মারলেও সেখানে দোষের কিছুই পাবেনা। একটা পোষ্টও পাবেননা প্রভুদের বিরোদ্ধে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: অশালীন মন্তব্য করেছেন। এটা ঠিক না।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১০

আমি নই বলেছেন: লেখক বলেছেন: অশালীন মন্তব্য করেছেন। এটা ঠিক না।

তো জনাবের ঠিক কোন কথাটা অশালীন মনে হলো, দেশে দেশে দাসী ফাসী কিনে তাদের সাথে মিলিত হওয়াই ছিল তার প্রধান উদ্দেশ্য ইবনে বতুতার ব্যাপারে এই কথাটা প্রমান করেন, না পারলে নাকে খত দিয়ে সামু ছেরে দ্যান।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: সত্য প্রমান করার কিছু নেই। প্রমান করতে হয় মিথ্যা।
আমি সামু ছেড়ে দিলে আপনার কোনো সুবিধা হয়?

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

আমি নই বলেছেন: লেখক বলেছেন: সত্য প্রমান করার কিছু নেই। প্রমান করতে হয় মিথ্যা।
ইবনে বতুতার উদ্দেশ্য নিয়ে আপনি মিথ্যাই ছরাচ্ছেন। পারলে প্রমান করেন আপনি মিথ্যা, অসত্য তথ্য ছরাচ্ছেন না।

আমি সামু ছেড়ে দিলে আপনার কোনো সুবিধা হয়?
একটা মিথ্যাবাদী কমে সামু থেকে, এটাই বা কম কি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: আমি মিথ্যাবাদী নই।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫২

আমি নই বলেছেন: লেখক বলেছেন: আমি মিথ্যাবাদী নই।

আপনি ততক্ষন পর্যন্ত একটা মিথ্যাবাদী যতক্ষন পর্যন্ত না প্রমান করছেন নারী ভোগ করাই ইবনে বতুতার প্রধান উদ্দশ্য ছিল। আপনি বা আপনার সহযোদ্ধা নুরুলইসলা০৬০৪ এমন কোনো ব্যক্তিত্ত নন যে, কোনো কথা বললে সেটাকেই বিনা বাক্য ব্যয়ে সত্য বলে মেনে নিতে হবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১০

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে তর্কে যেতে চাচ্ছি না।
ভালো থাকুন।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: @আমি নই, আপনার ধৈর্যের প্রশংসা করতে হয়। তবে আপাত বালসুলভ আচরণ করলেও রাজীবের ভেতর বড়সড় একটি গোঁয়ারগোবিন্দীয় ও শমসেরীয় ভাব আছে। তিনি আপনার ধৈর্যের সম্মান করবেন না। তার পোস্টে বেশি মন্তব্য করা মানেই মন্তব্যের অপচয়। সবচেয়ে ভালো হয়, পোস্টে হা হু করা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:১১

রাজীব নুর বলেছেন: জ্যোতিষি জানেন নাকি?

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫০

আমি নই বলেছেন: লেখক বলেছেন: আমি আপনার সাথে তর্কে যেতে চাচ্ছি না।
ভালো থাকুন।


আপনার সাথে তর্কে যাওয়ার জন্য মনে হয় আমি কোমর বাইন্ধা আছি? আমারো কোনো শখ নেই বা আলগা টাইমও নেই, যেটা জানতে চাচ্ছি সেটা শতভাগ যৌক্তিক এবং পোষ্ট রিলেটেড, সুতরাং আজাইরা তেনা না পেচায়া ডিরেক্ট রেফারেন্স দিলেইতো হয়।
আর রেফারেন্স না দিতে পারলে অবস্যই আপনি একজন মিথ্যাবাদী এবং মিথ্যা প্রচারকারী। এখানে হাবাগোবা স্টাইলে অটিস্টিক এনসার দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: নিজেকে অতি চালাক মনে করছেন কেন?
ত্যানা বেশী প্যাচাবেন না। ছিড়ে যাবে।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৫

আমি নই বলেছেন: রাজীব নুর বলেছেন: নিজেকে অতি চালাক মনে করছেন কেন?
ত্যানা বেশী প্যাচাবেন না। ছিড়ে যাবে।


আবোল-তাবোল অটিস্টিক এনসার শুরু হয়ে গেছে। যেটা প্রমান করার যোগ্যতা/সামর্থ নাই সেই বিষয়ে লেখেন কেন???

সোজা প্রশ্ন বোঝেন না?? যারা সোজা কথা বুঝতে পারেনা তাদেরকে অটিস্টিক বলা যায় আর আপনার মত অটিস্টিক ব্লগের সবাই নয়!!!! মিথ্যাবাদী, প্রপাগান্ডা প্রচার কারী ব্লগার হিসেবে আপনাকে একসময় সবাই একনামেই চিনবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: শকুনের দোয়ায় গরু মরে না।

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪২

আমি নই বলেছেন: লেখক বলেছেন: শকুনের দোয়ায় গরু মরে না।

এই পোষ্ট এবং মন্তব্য, প্রতিমন্তব্য গুলোই প্রমান। আজ থেকে ১০ বছর পরেও যদি কেউ এই পোষ্ট এ আসে আর মন্তব্য, প্রতিমন্তব্য গুলো পড়ে তাহলে এমনিতেই বুঝে যাবে পোস্টদাতা একজন মিথ্যাবাদী, মিথ্যা তথ্য প্রচারকারী। যার নিজের দাবী করা লেখাও প্রমান করার ক্ষমতা/যোগ্যতা/সামর্থ কোনোটাই নেই। যে কিনা অসৎ বাচ্চাদের মতো মিথ্যা কথা বলে আর ধরা খাওয়ার পর মিন মিন করে দাবী করে আমি মিথ্যাবাদী নই হা হা হা...

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: যা ভেবে আনন্দ পান। আমার কোনো সমস্যা নাই।

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৬

আমি নই বলেছেন: লেখক বলেছেন: যা ভেবে আনন্দ পান। আমার কোনো সমস্যা নাই।

আপনার কোনো কিছুতেই সমস্যা হওয়ার কথা নয়, এটাই স্বাভাবিক।

লজিক্যালি চোর, মিথ্যাবাদী এদের যে যাই বলুক না কেন, এরা কোনো সমস্যা মনে করে না। এদের জুতাপেটা করলেও এরা বেহায়ার মত দাত কেলিয়ে এমন ভাব নেবে যেন কিছুই হয়নি। সুতরাং আপনিও যে দাত কেলাবেন এটাই স্বাভাবিক, অবাক হওয়ার কিছুই নাই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৫৫

রাজীব নুর বলেছেন: আপনার কি মনে হচ্ছে না একটূ বেশী বলে ফেলছেন?

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৮

আমি নই বলেছেন: লেখক বলেছেন: আপনার কি মনে হচ্ছে না একটূ বেশী বলে ফেলছেন?

উহ...ভয় পাইছি।

আপনি যা বলেছেন তার তুলনায় আমি কিছুই বলি নাই। আপনি প্রথম ৫ লাইনেই পুরো মুসলিম বিশ্বকে হেয় করেছেন, আপনি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একজন পরিব্রাজকের নামে তার উদ্দেশ্য নিয়ে মিথ্যা বলেছেন, সে তুলনায় আমি কি করেছি?? আমি জাষ্ট প্রমান চেয়েছি, না দিয়ে অযৌক্তিক আজাইরা উত্তর দিলে আজাইরা কথাতো শুনতেই হবে। মিথ্যা বললে মিথ্যাবাদী বলবই।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: আপনারা অতি সহজেই একজন মানুষকে বিচার করে ফেলেন!!
তারা মুসলিম? মানুষ নয়? আপনি কি বলতে চাইছেন মুসলিম আর ''মানুষ'' আলাদা?

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৬

আমি নই বলেছেন: লেখক বলেছেন: আপনারা অতি সহজেই একজন মানুষকে বিচার করে ফেলেন!!

হাস্যকর মন্তব্য এটা, আমরা নই আপনিই অতি সহজেই একজন মানুষকে বিচার করে ফেলেন,
প্রমান:আপনার পোষ্টে আপনি বলেছেন ইবনে বতুতা মালদ্বিপে এসে ৪টি বিয়ে করেছিল, বিয়ে করা অনৈতিক বা অবৈধ কিছু নয় অথচ মন্তব্যর ঘরে এসে আবার আপনিই নুরুলইসলা০৬০৪ এর মন্তব্য সমর্থন এবং সত্য হিসেবে ঘোষনা দিলেন যাতে লেখা ছিল দেশে দেশে দাসী ফাসী কিনে তাদের সাথে মিলিত হওয়াই ছিল তার প্রধান উদ্দেশ্য । ৪টা বিয়ের কথা শুনেই আপনি ইবনে বতুতাকে বিচার করে ফেললেন যে তার নারী নেশা ছিল এবং নারী ভোগ করাই তার ভ্রমনের মুল উদ্দেশ্য ছিল। আমি প্রমান চেয়েছি, সুতরাং কাউকে বিচার করতে আমরা আগে প্রমান চাই, আপনাদের মত সহজেই কাউকে বিচার করিনা।

তারা মুসলিম? মানুষ নয়? আপনি কি বলতে চাইছেন মুসলিম আর ''মানুষ'' আলাদা?
যদি এই প্রশ্ন আপনার পোষ্টের প্রথম ৫ লাইনের বিষয়ে হয়ে থাকে তাহলে আলোচনায় যাবোনা, বিষয়টা সেনসেটিভ। আমি একজন শান্তিপ্রীয় মুসলিম হিসেবে এই সকল বিষয় নিয়ে ওপেন প্লাটফর্মে আলোচনা করতে ভয় পাই। তাছারা যেহেতু আপনার পুর্বপুরুষ মুসলিম সুতরাং এই আলোচনায় আপনার বাবা/মা/দাদা/দাদিও চলে আসতে পারে, যেটা খুব একটা সুখকর হবেনা। তবে এখানেও আপনি আপনার মতবাদ বা ধারনাই আমার উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছেন।

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো লোক একটা স্ত্রী নিয়েই সুখে থাকে। পুরো জীবন পার করে দেয়। মন্দ লোকের অনেক নারী লাগে। বতুতার অনেক ভালো দিক থাকলেও সে নারী লোভী।

না আমি কিছু চাপিয়ে দিতে চাই না। মনে হচ্ছে, আপনি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন।

২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৪

আমি নই বলেছেন: রাজীব নুর বলেছেন: ভালো লোক একটা স্ত্রী নিয়েই সুখে থাকে। পুরো জীবন পার করে দেয়। মন্দ লোকের অনেক নারী লাগে।

আজাইরা....আপনার পশ্চিমা প্রভুরা যে এই উপমহাদেশে এসে জোর করে চিংপিং করেছিল তাদেরতো সভ্য হিসাবেই সার্টিফিকেট দ্যান, আর বতুতা বৈধভাবে একাধিক বিয়ে করাতেই খুব খারাপ হয়ে যায়?
যাইহোক.. বতুতার উদ্দেশ্য নিয়ে আপনি প্রমান দিলেই তো লেঠা চুকে যায়, আপনার পথে আপনি আমার পথে আমি। আজাইরা দুনিয়া গোল গোল ঘুরান কেন??? আজকে ৪ দিন হয়ে গেল এই তেনা ঐ তেনা প‌্যচাচ্ছেন। একটা স্ট্রেইট ফরোয়ার্ড প্রশ্নের উত্তরের জন্যে এত সময় লাগে?? না জানা থাকলে পোলাইটলি বলেন ভাই আমার বিষয়টা জানা নাই, সিম্পল।

বতুতার অনেক ভালো দিক থাকলেও সে নারী লোভী।
বাপরে.. মুসলিমদের তাহলে ভালো দিকও থাকে!!!!

না আমি কিছু চাপিয়ে দিতে চাই না। মনে হচ্ছে, আপনি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন।

কি যে বলেন আমারে কি পাগলা কুত্তা কামরাইছে যে আপনার সাথে ঝগরা বা তর্ক করব!! আপনি যেই হারে তেনা প‌্যাচান, একটা প্রশ্নের উত্তরের আশায় থাকতে থাকতেইতো আমার ইহজনম চলে যাচ্ছে মনে হয়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: হ্যা সুন্দর কথা বলেছেন। কিন্তু আপনি প্রথম থেকেই বিষয়টা পেচিয়েছেন। জানা কিছু আছে। না জানলে আগেই বলে দিতাম। জানি না। জানি কিন্তু আপনাকে বলব না। আপনি পড়েন। পড়ে জানেন। বিখ্যাত ব্যাক্তিদের নামে মন গড়া কথা লিখি নাই। এত টূকু জ্ঞান আমার আছে।

এই উত্তর টা আপনার এত দরকার কেন? আমি যা বলেছি চুপ করে মেনে নিলেই তো হয়।

২৬| ০১ লা মার্চ, ২০২১ রাত ১:২৬

আমি নই বলেছেন: ওক্কে, ২৬ তারিখের ১৩ নাম্বার মন্তব্যে আপনার কাছে স্ট্রেইট কথায় প্রমান চেয়েছি, ঐ মন্তব্যর উত্তরে প্রমান দিলেই বিষয়টা শেষ হয়ে যেত। তারপর থেকে আপনার নিজের দেয়া উত্তরগুলো আবার পড়েন, এর পরেও যদি নিজের ত্যানা প‌্যাচানো বুঝতে না পারেন তাহলে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ঢাকায় অনেক স্কুল আছে, সেখানে ভর্তি হয়ে যান।

এই উত্তর টা আপনার এত দরকার কেন? আমি যা বলেছি চুপ করে মেনে নিলেই তো হয়।

উত্তরটা জানা দরকার কারন আমার জানা মতে আপনি মিথ্যা দাবী করেছেন এবং উদ্দেশ্য মুলক ভাবে মিথ্যা প্রচার করছেন। আপনি প্রমান করতে পারলে অবস্যই আমি করজোরে ক্ষমা চেয়ে নিব, কিন্তু প্রমান না করা পর্যন্ত আপনি একজন মিথ্যাবাদী।

আমনে কে বাই!!!! গাঁয়ে মানে না আপনি মোড়ল? হা.. হা.. আপনার কথা চুপচাপ মেনে নিতে হবে এমন কেউ আপনি নন।

০১ লা মার্চ, ২০২১ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: আমি আর কথা বাড়াতে চাচ্ছি না।
আমাকে যদি মিথ্যাবাদী ভেবে আপনার শান্তি লাগে লাগুক। তাতে তো আর বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে না।

২৭| ০১ লা মার্চ, ২০২১ বিকাল ৩:০৩

আমি নই বলেছেন: লেখক বলেছেন: আমি আর কথা বাড়াতে চাচ্ছি না।
আমাকে যদি মিথ্যাবাদী ভেবে আপনার শান্তি লাগে লাগুক। তাতে তো আর বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে না।


আপনার কথা বলার আর কোনো জায়গাই তো নাই, কথা বাড়াবেন কোথেকে। বরাবরই মিথ্যাবাদীরা এভাবেই লেজগুটিয়ে পালায় হা.. হা...

০১ লা মার্চ, ২০২১ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: আমি মোটেও পালাচ্ছি না।
পালায় অন্যায়কারীরা, দুষ্টলোকেরা। আমি অন্যায়কারী বা দুষ্টলোক নই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.