নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
বেহেশতে কি মসজিদ আছে?
সেখানে গিয়েও কি উঠবস করতে হবে?
কোরআন পড়তে হবে?
আমি ঘুমাতে গেলাম,
আমায় ঘুমাতে দাও
আজ রাতে আমি ঈশ্বরকে স্বপ্নে দেখতে চাই
স্বপ্ন দেখাটা বড় বেশী জরুরী
কিছু বুঝাপড়া আছে।
আমি নীতির কথা বলি না,
ভনিতা করি না, কিন্তু বুকে জ্বলছে আগুন
তবে ঈশ্বর- বলে রাখা ভালো,
সুযোগ পেলে তোমার বেহেশতে আগুন লাগিয়ে দেবো
সমস্ত কিছু তছনছ করে দেবো মুহুর্তে
দেরী হোক, যায় নি সময়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: হ্যা পড়েছি। কাঁদায় মাখামাখি অবস্থা হয়েছে।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪১
নজসু বলেছেন:
প্রিয় ভাই, কবিতা পাঠ করলাম। আপনার কবিতা পাঠে আমারও ইচ্ছে জাগছে ঈশ্বরকে স্বপ্নে দেখি।
কারণ ঈশ্বরকে আপনার মনোসন্ধির কথা জানাতে হবে। ঈশ্বর যেন ফায়ার সার্ভিস টিমকে প্রস্তুত রাখেন।
প্রিয় ভাই, বেহেশতে কারা যাবেন এটা নিশ্চয়ই আপনি অবগত আছেন। যারা পৃথিবীতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কুরআন তিলাওয়াত করবে তারা বেহশতে গমন করবে। যদিও বেহেশতে এসব আর করা লাগবে না, তবুও যদি করতে হয় তবে বেহশতবাসীরা বিরক্ত হবেন না। কারণ তারা পৃথিবীতে এসবেই অভ্যস্ত ছিলেন।
প্রিয় ভাই আমার, এইমাত্র গোপন সূত্রে অনুমান করে একজন আমাকে জানালো যে, দোযখে প্রচন্ড আগুন, আগুন আর আগুন। হয়তো কোন দোযখের অধিবাসী দোযখের আগুনে পুড়ে কয়লা হয়ে বেহশতের প্রতি হিংসা করবে। আর সে চাইবে বেহশতে আগুন লাগাতে। হিংসুক ব্যক্তি যা পায়না সর্বদা সেটাকে হিংসা করে।
প্রিয় ভাই, আমি আপনাকে তাদের দলে ফেলতে চাইনা। কারণ আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। আমার প্রিয় মানুষ রাজীব নূর ভাই কখনই হিংসুক হতে পারেন না। অবিরাম শ্রদ্ধা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে, কুরআন তিলাওয়াত করলে, রোজা রাখলে- আল্লাহর কি লাভ হবে?
যে সমাজে বাস করছি তাদের কি উপকার হবে?
আপনি কি আমাকে হিংসুক বলছেন? শুনুন আমি স্বেচ্ছায় দোজকে যাবো। এই ঘোষনা আমি অনেক আগেই দিয়েছি।
ভালো থাকুন।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৫
ইসিয়াক বলেছেন: ঢাকাতে কি গরম পড়ছে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: গরম আছে। তবে মাথায় ঘাম জমাইন্না গরম পড়ে নাই।
আজকের তাপ মাত্রা ৩২ ডিগ্রী।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান দিন
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: সঠিক বুঝদান আলাহ পৃথিবীতে এসে দিয়ে যাবেন?
না অলৌকিক ভাবে ''বুঝদান'' প্রাপ্ত হয়ে যাবো?
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫২
অজানা তীর্থ বলেছেন: আমি কবিতা কখনো ধর্মীয় দিক থেকে মূল্যায়ন করিনা। কবিতায় একজন লেখকের মনের সত্যিকারের আবেগ কথা বলে প্রতিটি পরতে পরতে। শুভকামনা রইলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: আসলে কবিতার প্রতি আমার দুর্বলতা আছে। কিন্তু আমি কবিতা লিখতে জানি না। এই জন্য আমার দুঃখ হয়।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫
আরইউ বলেছেন: আপনি লিখেছেনঃ
“আমি নীতির কথা বলি না,
ভনিতা করি না... ...”
আপনার সিংহভাগ পোস্টে আপনি নীতিবাক্য কপচিয়ে যান আর ব্লগের সবাই মোটামুটি আপনার ভন্ডামীর কথা জানে! আপনার এই “কবিতা” ও আপনার ভন্ডামীর অংশ!
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: ভুল মন্তব্যু করেছেন জনাব।
রসিকে সাপ মনে করা মানুষ আপনি?
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৭
সাইদুর রহমান @মানিক বলেছেন: কুসংস্কারে আমিও বিশ্বাসী না। তবে ধর্মহীনতাকে সমাজে চাপিয়ে দেয়ার পক্ষপাতিও আমি নই। ধর্মানুভুতিতে আঘাত করে এমন কার্য করা কোন মহান বিদ্রোহ ভাবা বোকামী।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: সহমত।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৩
আরইউ বলেছেন: নাহ, ভুল হয়নি। আমি গরু, গাধা, পাঠা চিনতে ভুল করিনা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: গুড। তার মানে আপনি ধার্মিক না।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৯
স্প্যানকড বলেছেন: ভাই, আপনার ঘুম দরকার। ভালো ঘুম হয় না, ভাবী নাই কাছে, অনিদ্রা চলছে। ও কিছু না ঠিক হবে। ধরেন কথার কথা বেহেশতে আপনার, মা, বাবা, আমরা আছি। আপনে জ্বালাই দিবেন? তখন পারবেন জ্বালাইতে? আমরা বেহেশতবাসী কি লজেন্স মুখে দিয়ে রাখব। হইব ভেজাল মারামারি। আপনে মানুষ ভালা না। অন্যের শান্তি সহ্য হয় না। ভালো থাকবেন। মাইন্ড কইরেন না কিন্ত!
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন: এমনিতেও আমার ঘুমের সমস্যা আছে।
বেহেশতে অনেক গুলো স্তর আছে। মা বাবা আর আপনারা যে বেহেশতে থাকবেন সেটা আগুনের আওতায় আসবে না।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
ঘুমাতে গিয়ে স্বপ্ন দেখাটাকে "বড় স্বপ্ণ" বলা হয় না; ভাবনায় কিছু বড় আইডিয়ার সৃষ্টিকে স্বপ্ন বলা হয়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৬
রাজীব নুর বলেছেন: বড় আইডিয়া মাথায় আসে না। কারন আমি সুখে নাই।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
স্প্যানকড বলেছেন: নিজের বুঝ ভালোই বুঝেন!
২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩১
রাজীব নুর বলেছেন: হে হে হে---
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বেহেস্ত থাকলেতো আগুন লাগাবেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: আছে আছে।
হাশরের ময়দানে ফয়সালার পর। দুই ভাগ হবে। এক ভাগ যাবে বেহেশতে। এক ভাগ যাবে দোজকে।
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১৯
কবিতা ক্থ্য বলেছেন: আপনার ইচ্ছা- মন্জুর হলো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: ওখেই।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪১
মেহেদি_হাসান. বলেছেন: ছবিটা মনে হয় বৃষ্টির পরে তোলা আপনি হাটতে গিয়ে পিছলে কাদায় পরে যাননি তো?