নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ব্লগার 'কবিতা কথ্য' ব্লগে তিন বছরের বেশী সময় ধরে আছেন।
কিন্তু তার লেখা প্রথম পাতায় আসে না। বলতে গেলে এই দুঃখে তিনি প্রায় লিখেন না। কিন্তু তিনি লিখতে চান। তার অনেক কথা জমে আছে। প্রথম পাতায় লেখা না আসাটা একজন ব্লগারের জন্য অত্যন্ত দুঃখের এবং কষ্টের। আমি ব্লগ এডমিনকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে অনুরোধ করবো ব্লগার 'কবিতা কথ্য' কে প্রথম পাতায় সুযোগ দেওয়ার জন্য।
আমি এতটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি-
ব্লগার 'কবিতা কথ্য' প্রথম পাতার পরিবেশ নষ্ট করবেন না। উনি একজন ভদ্র এবং অতি সজ্জন ব্যাক্তি। উনি সব পোষ্টে মন্তব্য না করলেও সবার পোষ্ট পড়েন। কিছু কিছু পোষ্ট-এ সুন্দর মন্তব্য করেন। আশা করি অন্যান্য ব্লগারগন এই বিষয়ে আমার সাথে একমত হবেন। ব্লগার 'কবিতা কথ্য' শিক্ষিত এবং রুচিশীল মানুষ। তাকে আমি ব্যাক্তিগত ভাবে চিনি।
সামু ব্লগকে আমি ভালোবাসি।
ভালোবাসি সামুর ব্লগারদের। আশা করি, শ্রদ্ধ্যেয় এডমিন 'কবিতা কথ্য'কে একবার সুযোগ দিয়ে দেখবেন। কারন, আমি মনে করি 'কবিতা কথ্য'র লেখা প্রথম পাতায় আসার যোগ্যতা তার আছে। আমার বিশ্বাস তিনি আমাদের ভালো ভালো লেখা উপহার দিতে পারবেন। সেই প্রতিভা তার আছে। তার সাথে আমার কথা হয়েছে। তিনি দূর দেশে থাকলেও নিজের দেশটাকে অনেক ভালোবাসেন। দেশে কোন সমস্যা হলে- তিনি ছটফট করেন।
সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। বিদ্যুৎ, পানি এবং গ্যাস অপচয় করবেন না। খাবার অপচয় করবেন না। আমরা দরিদ্র দেশের মানুষ। অপচয় আমাদের মানায় না। এখনও বহু লোক না খেয়ে থাকে। কত লোক রাস্তায় ঘুমায়। অসহায় মানুষদের পাশে সাধ্য মতো দাঁড়াবেন। বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়বেন। মাস্ক থুতনিতে দিয়ে রাখবেন। নাক মুখ ভালো করে ঢাকবেন। এবং এক ঘন্টা পরপর সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন। জয় বাংলা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রিয় কবিতা কথ্য,
আমি ব্যক্তিগত ভাবে আন্তরিক দুঃখ প্রকাশ করছি, আমি কখনো লক্ষ্য করিনি আপনি প্রথম পাতায় এক্সেস পাননি অথচ আপনি দিনের পর দিন আমাকে ও আমাদের সকলকে উৎসাহ দিয়ে মন্তব্য করে যাচ্ছেন!
ব্লগার রাজীব নুর আপনাকে হয়তো ব্যক্তিগত ভাবে চেনেন জানেন, আমি আপনাকে চিনিনা জানিওনা। ব্লগের কাউকেই আমি ব্যক্তিগত ভাবে চিনিনা জানিওনা। তারপরও আমি আপনার জন্য সামহোয়্যারইন ব্লগের মাননীয় এডমিনের কাছে অনুরোধ করছি তিনি যেনো পূর্ণ বিবেচনা করে আপনাকে প্রথম পাতায় এক্সেস প্রদান করেন।
সামহোয়্যারইন ব্লগে আপনি কবিতা কথ্য’র মতো ব্লগার প্রয়োজন আছে।
সবাইকে ধন্যবাদ। ব্লগিং আনন্দময় হোক।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৩
রাজীব নুর বলেছেন: আমরা একই এলাকায় থাকি।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৫
ওমেরা বলেছেন: উনি তিন বছরেও প্রথম পাতায় আস্তে পারেনি কেন ? এটাও খুবই দু:খ জনক ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৪
রাজীব নুর বলেছেন: সহমত।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি যেই রকম সুপারিশপত্র দিচ্ছেন, এতে উনার বিয়ের ব্যবস্হা হয়ে যাবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৪
রাজীব নুর বলেছেন: উনি একজন সাংসারিক মানুষ।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দীর্ঘ সময় পার হবার পরও যদি কোন ব্লগার কেউ প্রথম পাতায় এক্সেস না পান, সেই ক্ষেত্রে নিয়ম হলো উক্ত ব্লগার ব্লগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের উপায় ফিডব্যাকে মেইল করা।
আপনি একজন সিনিয়র ব্লগার, আপনি নিয়মটি জানেন। এই ক্ষেত্রে অল্প কথায় আপনি তাঁকে নিয়মটি জানালেই তিনি নিশ্চয়ই এই ব্যাপারে পদক্ষেপ নিতেন। আর যদি আপনিই নিয়মটি না জানেন, তাহলে সেটা দুঃখজনক।
আপনি এটাও জানেন, ব্লগীয় কালচারে এই ধরনের প্রথম পাতায় এই ধরনের পোস্ট প্রকাশকে উৎসাহ দেয়া হয় না।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৬
রাজীব নুর বলেছেন: আমার একটা ভুল হয়ে গেছে। আমি জানি না 'কবিতা কথ্য' ব্লগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন কিনা।
হ্যা নিয়মটি আমি জানি। কিন্তু ঐ মুহুর্তে নিয়মটির কথা ভুলে গিয়েছিলাম। স্যরি।
আমি দুঃখিত এই রকম পোষ্ট আর দিবো না।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৩
প্যারাডাইম বলেছেন: সহমত, উনি খুবই ভাল মনের মানুষ বলে আমার মনে হয়
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৪:০৭
রাজীব নুর বলেছেন: সহমত।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০২
নীল আকাশ বলেছেন: অনেকেই দেখি একই ভুল করে। সবার জানা জন্যঃ
সামু ব্লগে আসলে যোগাযোগ করার ব্যক্তি ব্লগ মডারেশন টীম বা মডারেটর।
এখানে এইরকম কোন এডমিন একাউন্ট নেই যার সাথে যোগাযোগ করা যায়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: হ্যা আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৩
কবিতা ক্থ্য বলেছেন: Razib Noor,
Gratitude from the bottom of my heart. currently I am away from my home and office.
Will be back on Monday.
Inshallah tokhon kotha hobe.
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: ওকে।
৯| ০১ লা মার্চ, ২০২১ সকাল ১০:৫৭
কবিতা ক্থ্য বলেছেন: প্রিয় রাজীব ভাই,
আপনি আমাকে নিয়ে যে পোষ্ট দিয়েছেন তাতেই আপার ব্লগ-জীবন ধন্য। প্রথম পাতায় একসেস পাওয়া আমার জন্য অনেক বেশী পাওয়া।
পদাতিক চৌধুরি, ঠাকুরমাহমুদ, ওমেরা, চাঁদগাজী, কাল্পনিক_ভালোবাসা, নীল আকাশ, প্যারাডাইম - আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।
আপনাদের সাথে থেকে আগামীতে পথ চলার বাসনা রাখি।
১ম পাতায় আমার একসেস হয়েছে আপনাদের কারনে, বিশেষ করে - রাজীব নূর।
গাজী ভাইয়ের মন্তব্য- ভাবনার বিষয়।
০১ লা মার্চ, ২০২১ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: এখন সুন্দর সুন্দর লেখা উপহার দিন। ব্লগ সমৃদ্ধ করুন।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: ওনাকে প্রথম পাতায় দেখতে চাই। এতদিন এভাবে পড়ে থাকলে লেখার স্পিরিট চলে যাওয়ারই কথা। তবে বিষয়টি মডারেশনের এক্তিয়াধীন হওয়ায় আশাকরি মাননীয় মডারেটর সাহেব বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।