নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
আমি তো সারা জীবনের বোকা।
এই পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষের বসবাস। তবে তারা সবাই বোকা নয়। প্রায় প্রতিটি মানুষ তার পাসওয়ার্ড একটা বা দুটো ক্যারেকটার ভুল টাইপ করলে পুরোটা নতুন করে টাইপ করে। এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো জ্ঞানীর কাজঃ অথচ আমি ভালবাসি অতীত। বর্তমান কে ভালোবাসার সুযোগই পাই না। হঠাৎ আমার সমস্ত কিছু অতীত হয়ে যাচ্ছে অনবরত। তবে একথা সত্য- আপনার পড়াশোনার ভিত্তি মজবুত হয় তাহলে আপনি একটি ভাল চাকরী ও একজন সুন্দরী বউ পেতে পারেন। আমাদের সমাজের দুঃখজনক দিক যা আজও অপরিবর্তিত, তা হচ্ছে যদি আপনি সুন্দর হয়ে জন্ম গ্রহণ করেন তবে প্রকৃত পক্ষেই আপনি এই পৃথিবীতে এক্সট্রা এডভ্যান্টেজ পাবেন।
মুসা (আ.) আল্লাহ কে দেখতে চেয়েছিলেন।
এরপর যা ঘটেছিল এবং এ নিয়ে কুরআনের স্পষ্ট আয়াত আছে। মুসা যখন আমার নির্ধারিত সময়ে এসে পৌঁছল এবং তার প্রতিপালক তার সঙ্গে কথা বললেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক! আমাকে দর্শন দিন আমি আপনাকে দেখব।
তিনি বললেন, তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না। তুমি বরং পাহাড়ের প্রতি দৃষ্টিপাত কর। তা যদি আপন স্থানে স্থির থাকে, তবে তুমি আমাকে দেখতে পারবে।
অতঃপর যখন তার প্রতিপালক পাহাড়ে তাজাল্লি ফেললেন (জ্যোতি প্রকাশ করলেন) তখন তা পাহাড়কে চূর্ণ-বিচূর্ণ করে ফেলল এবং মুসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল।
পরে যখন তার সংজ্ঞা ফিরে আসল, তখন সে বলল, আপনার সত্তা পবিত্র। আমি আপনার দরবারে তওবা করছি এবং (দুনিয়ায় কেউ আপনাকে দেখতে সক্ষম নয়- এ বিষয়ের প্রতি) আমি সবার আগে ঈমান আনছি।’ (-সূরা আরাফ: ১৪২-১৪৩)
যে মাছ ধরতে জেলেদের প্রায় সারারাত লেগে যায়,
বাজারে সে মাছ বিক্রি করতে মহাজনের দুই ঘন্টা সময় লাগে। লাভক্ষতি সব ব্যবসায় আছে জানি। কিন্তু ব্যবসায়ীদের কেনার সময় এক পাল্লা আর বিক্রির সময় অন্য পাল্লা ব্যবহার আমাকে অবাক করেছে। জীবনে সাফল্যের অনেক মানদণ্ড রয়েছে। তবে আপনার যদি অন্য কোনও অর্জন না হয় তবে সমাজ কেবল আপনার বেতন দিয়ে আপনার সাফল্যকে মাপকাঠি ধার্য করবে। মাওলানা মনির উদ্দিন লিখেছিলেন, 'কুরআনে আল্লাহতালা তার প্রতিটি বান্দার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন অর্থাৎ কুরআন পড়লে আপনি আপনার নিজের স্বরূপ উন্মোচন করতে পারবেন'। আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি শিখেছি- 'সঠিক মানুষের সঙ্গে থাকুন, সঠিক Friendship Circle বানিয়ে নিন আপনি আপনার জীবনের অর্ধেকটা এগিয়ে থাকবেন এবং আপনার কাজ সম্পন্ন হবে'।
দুবাইকে ফেইক শহর বলা হয়।
কারণ, ৮০০ মিটার উচু স্কাইস্ক্র্যেপার এর নিচে প্রবাসীরা খুবই মানবেতর জীবনযাপন করে। যারা দিনের পর দিন, মাসের পর মাস পরিবার ছেড়ে তাদের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তারাই খুবই নির্মম জীবন যাপন করছে। প্রবাসীদের জীবন মান উন্নয়ন করেও তারা তাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারে।
যাই হোক, অন্য কথা বলি-
বাঙ্গালি জাতীটাই প্রতিষ্ঠিত হয়েছে হিন্দু পরিবেষ্টনে। আর তাই মুসলিমদের ভিতরে অনেক হিন্দু প্রথাই ঢুকে গিয়েছে। আর এর প্রধান কারন ধর্মের পর্যাপ্ত জ্ঞান না থাকা। এমন কি দেশ স্বাধীন হওয়ার পরেও ইসলামের অনেক ভুল বিষয় বাংলাদেশী মুসলিমরা চর্চা করে গেছে। তবে আশার কথা হলো- মানুষের ইসলাম সম্পর্কে পড়ার আগ্রহ ক্রমেই বাড়ছে। আর এটা যুবকদের ভিতরে ব্যাপক প্রসার পাচ্ছে।
ইসলামে পা ধরে সালাম করার কোন নিয়ম নাই। এমনকি হাত কপালে উঠিয়েও সালামের কোন নিয়ম নাই। সালাম একটি দোয়া। বরং যার জন্য এই দোয়া করছেন, মন থেকে করুন।
অনুরোধঃ আনইনস্টল করে দিন ফেইসবুক, গেমস, ইন্টাগ্রাম, টিকটক এর মতো সময় নষ্টকারী এ্যাপগুলো। অপ্রয়োজনীয় এ্যাপের নটিফিকেশন অফ করে দিন। এমনকি হোওয়াটসএ্যাপেরও। নির্দিষ্ট একটা সময়ে এগুলো চেক করে নিন। সময় খুব মূল্যবান। সময়কে অপচয় করবেন না। প্রতিটা মুহুর্তকে কাজে লাগান।
০২ রা মার্চ, ২০২১ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: মৃত্যুর পরও কি বলবেন না কথা?
২| ০২ রা মার্চ, ২০২১ রাত ১১:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের নবী (সাঃ )-কে খোদা দেখা দিয়েছিলেন। আমরা তাঁর (সাঃ )-এর উম্মত।
০২ রা মার্চ, ২০২১ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: এই উম্মত হওয়ার কারনেই কি আমরা বেহেশতে যাবো।
৩| ০২ রা মার্চ, ২০২১ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: মৃত্যুর পরও কি বলবেন না কথা?
-মৃত্যুর পর, আপনার সাথে আপনার বাবা কথা বলেননি, াপনি আপনার বাবার সাথে কি এখন কথা বলেন?
০২ রা মার্চ, ২০২১ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: সেটা কি সম্ভব? এরকম কখনও হয়?
৪| ০২ রা মার্চ, ২০২১ রাত ১১:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দরী বৌয়ের চেয়ে গুনবতী বৌ উত্তম।
মুসা নবী সম্পর্কে জানার জন্য মুসা নবীর বই পড়াই ভাল।
০৩ রা মার্চ, ২০২১ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: মুসা নবী কি তার জীবনী লিখে গেছেন?
৫| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১:১৭
প্যারাডাইম বলেছেন: শেষের ২ প্যারা তে সহমত । এ নিয়ে আমার ও লেখার ইচ্ছা আছে।
০৩ রা মার্চ, ২০২১ ভোর ৪:১৮
রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখুন।
৬| ০৩ রা মার্চ, ২০২১ রাত ২:৫৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোন নবী তার জীবনি লিখে যাননি,এমন কি আমাদের নবীওনা।তাদের আছে ধর্মগ্রন্থ।সেখান থেকে তাদের সম্পর্কে জানা যায়।আপনি মুসা নবী সম্পর্কে যতটুকু লিখেছেন সেটা লিখেছেন শুনা কথা,কারন নামটাও ঠিক না।মুসা নবীর নাম মুসা না,দাউদ নবীর নাম দাউদ না, ইব্রাহীম নবীর নাম ইব্রাহীম না।বেদুইনরা ভুল উচ্চারণ করেছেন।
০৩ রা মার্চ, ২০২১ ভোর ৪:১৯
রাজীব নুর বলেছেন: হায় হায়----
এই অবস্থা!!!!
৭| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৩:১৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আরবের ইসলাম ধর্মেও আছে পৌত্তলিকদের অনেক কিছু।এমনকি খোদ আল্লাহ নামটিও পৌত্তলিকদের দেয়া।তানাহলে আব্দুল্লা নামটি আসলো কোথা থেকে।ইসলামে এমন অনেক প্রথা আছে যেটা আগে থেকেই ছিল।
০৩ রা মার্চ, ২০২১ ভোর ৪:১৯
রাজীব নুর বলেছেন: আমার মনে হচ্ছে আপনি সঠিক কথাই বলেছেন।
৮| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৩:৫০
কবিতা ক্থ্য বলেছেন: কিছু জিনিষ মৃত্যুর পর হওয়াই ভালো।
আল্লাহ সর্বাধিক বিচক্ষন।
০৩ রা মার্চ, ২০২১ ভোর ৪:২০
রাজীব নুর বলেছেন: ওখেই।
৯| ০৩ রা মার্চ, ২০২১ সকাল ১১:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষের উপদেশগুলো ভাললাগলো। আপনি পালন করেনতো ?
০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১২:৪২
রাজীব নুর বলেছেন: চেষ্টা করি।
আর উপদেশ নয়। অনুরোধ।
১০| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:০৬
রক্ত দান বলেছেন: @ চাঁদ গাজী
আপনি কি সবার সাথে কথা বলেন? তাহলে সৃষ্টিকর্তাকে সবার সাথে কথা বলতে হবে কেন? সৃষ্টিকর্তার যার সাথে ইচ্ছা হয় কথা বলবেন, আর যার সাথে ইচ্ছা না হয় কথা বলবেন না। সৃষ্টিকর্তার রুচি ঠিক করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনি কি সৃষ্টিকর্তার পি এস নাকি?
০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: এ জিনিস নাই। সে জিনিস নিয়ে ঝগড়া করার কিছু নাই।
১১| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:৩৪
এমেরিকা বলেছেন: এ জিনিস আপনার মধ্যে নাই বলে আপনি মনে করছেন। হয়তোবা আপনার মধ্যে আছে। হয়তোবা সবার মধ্যেই আছে। তাহলে অযথা তর্ক করছেন কেন?
০৩ রা মার্চ, ২০২১ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: তর্ক করতে চাই না।
কিন্তু এক শ্রেনীর লোক ইচ্ছা করে খোচায়।
১২| ০৩ রা মার্চ, ২০২১ দুপুর ২:৫৫
নেওয়াজ আলি বলেছেন: আপনি কী দুবাই কখনো গিয়েছেন ?
০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৭
রাজীব নুর বলেছেন: গিয়েছি।
১৩| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৮
জাহিদ হাসান বলেছেন: ওই দুবাই এর চাইতে জেসি দুবাই বেশি ভালো।
০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৮
রাজীব নুর বলেছেন: বুঝলাম না।
১৪| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৯
জাহিদ হাসান বলেছেন: জেসি দুবাই খুব নামকরা একজন খেলোয়াড়।
আস্তাহফিরুল্লাহ। তার নাম উচ্চারন করলেও মুখ নাপাক হয়ে যাচ্ছে।
০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৮
রাজীব নুর বলেছেন: ও !!!!
১৫| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩১
জাহিদ হাসান বলেছেন: আমিও প্রথম যখন মিয়া খলিফার নাম শুনেছিলাম তখন ভেবেছিলাম বড় কোন আরব শেখ-টেখ হবে নিশ্চয়ই। আজকে আপনার দশা হইছে সেই রকম।
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: !
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২১ রাত ১১:০০
চাঁদগাজী বলেছেন:
নবী মুসার (আ: ) সাথে সৃষ্টিকর্তা যদি কথা বলতেন, আপনার সাথেও বলতেন।