নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জাযাকাল্লাহু খাইরান

০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৩৩



আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
'জাযাকাল্লাহু খাইরান' অর্থ: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। প্রিয় নবীজি (স.) বলেছেন, ‘কেউ যখন তার ভাইকে বলে, ‘জাযাকাল্লাহু খাইরান’ তবে সে তার ভূয়সী প্রশংসা করল।’ তোমাদের কারো যদি জানা থাকত যে, তার অপর ভাইকে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলার মধ্যে তার জন্য কি রয়েছে! তাহলে তোমরা একে অপরের জন্য তা বেশি বেশি করে বলতে।’ ‘জাযাকাল্লাহু খাইরান’ দ্বারা এ কথাও বুঝায় যে, ‘আল্লাহ তাআলা আপনাকে জান্নাত এবং জান্নাতে তাঁর দিদার লাভের সৌভাগ্য দান করুন।

কখনোই শুধুমাত্র ‘জাযাকাল্লাহু’ না বলে পরিপূর্ণ ছোট্ট এ দোয়াটি ‘জাযাকাল্লাহু খাইরান’ বলা উত্তম। 'খাইর' দ্বারা অসংখ্য বা অগণিত কল্যাণকে বুঝানো হয়। যা গণনা করে শেষ করা সম্ভব নয়। পুরুষদের ধন্যবাদ দেওয়ার জন্য বলা 'জাযাকা-আল্লাহু খাইরন' এবং মহিলাদের জন্য বলা 'জাযাকি-আল্লাহু খাইরন'। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না।’ অথবা ‘যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও অকৃতজ্ঞ।’

উপকারকারীর জন্য রাসুল (সা.)-এর ভাষায় দোয়া করাই বেশি ফজিলতপূর্ণ। এর বরকতে মহান আল্লাহ যদি নিজ হাতে তাকে পুরস্কৃত করেন, তবে এর চেয়ে বড় প্রতিদান আর কী হতে পারে? তাই আমরা কারো দ্বারা উপকৃত হলে, বিপদ ও সংকটের সময় কাউকে কাছে পেলে তার কৃতজ্ঞতাস্বরূপ তার জন্য রাসুল (সা.)-এর ভাষায় ‘জাজাকাল্লাহ’ বলে দোয়া করা উচিত। আপনি চাইলে শেষে 'কাথেরান' শব্দটি যুক্ত করে বলতে পারেন, যেমনঃ জাযাকাল্লাহু খাইরান কাথেরান। কাথেরান শব্দটির অর্থঃ 'ক্রমাগত, অনেক, প্রাচুর্যতা'।


আসুন Thank’s, Thank You ইত্যাদির পরিবর্তে আমরা পরস্পরে 'জাযাকাল্লাহু খাইরান'-এর বিনিময় করি।

মন্তব্য ৮৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



আপনি ঢাকার মানুষের প্রতিদিনে জীবনে যা দেখছেন, সেগুলো লিখুন; এগুলো লেখার জন্য মানুষের অভাব নেই।

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম জানি বিষয়টি
জাজাকাল্লাহ খাইরান

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: আমার কাছে বিষয়টা হাস্যকর লাগে।

৩| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:




আমরা আলাদা জাতি, আমাদের আলাদা সংস্কৃতি, আলাদা জীবনধারা; আমাদের সংস্কৃতি শান্তির, প্রশান্তির; সেটার উপর থাকুন।

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: ১৪০০ বছর আগের নিয়ম কানুন আমি মানতে রাজী না।

৪| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৪

জাহিদ হাসান বলেছেন: জীবনে কখনও এই বাক্য বলিনি।

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: বললেও কিছু না। না বললেও কিছু না।

৫| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২০

জাহিদ হাসান বলেছেন: B-)

০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৬

রাজীব নুর বলেছেন: হে হে হে----

৬| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৬

ভুয়া মফিজ বলেছেন: হে ব্লগের এরশাদ.........আপনি কি নিশ্চিত যে আপনি মুখ দিয়েই কথা বলেন, অন্য কোথাও দিয়ে না............!!!! =p~

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: আপনি কি মুখ ছাড়াও অন্য কোথাও দিয়ে কথা বলতে পারেন?
কাল্পনিক ভালোবাসা যা বলেছেন, ফান করে বলেছেন। বিষয়টা আপনি ধরতে পারেন নি।

৭| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৭

আশাবাদী অধম বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: হে ব্লগের এরশাদ.........আপনি কি নিশ্চিত যে আপনি মুখ দিয়েই কথা বলেন, অন্য কোথাও দিয়ে না............!!!!

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: আপনি আসলেই অধম। হাজার চেষ্টা করলেও উত্তম হতে পারবেন না।

৮| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২০

ভুয়া মফিজ বলেছেন: আপনি পোষ্টে শেষের লাইনে বলেছেন,আসুন Thank’s, Thank You ইত্যাদির পরিবর্তে আমরা পরস্পরে 'জাযাকাল্লাহু খাইরান'-এর বিনিময় করি।

আর মন্তব্যে বলছেন, আমার কাছে বিষয়টা হাস্যকর লাগে। আর ১৪০০ বছর আগের নিয়ম কানুন আমি মানতে রাজী না। সামনে আরো মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি নিশ্চিতভাবেই আরো নতুন নতুন বাণী দিবেন।

তাহলে এই পোষ্ট দেওয়ার একটাই মানে; সেটা হলো, রঙ্গ-তামাশা করা। নয়তো, আপনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। কোনটা?

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: দেখুন, আপনার যতটুকু বুদ্ধি আপনি ততটুকুই বুঝবেন। কিন্তু আপনি বেশী বুঝতে চান। নিজের মনের সংকীর্নতা দূর করুন।

৯| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগেরশাদ ভাই, আপনি বলেছিলেন ধর্ম নিয়ে আর লিখবেন না। দেখেন, অন্য ব্লগাররা কিন্তু সুদৃষ্টিতে দেখছেনা এসব আচরণের কারণে। 'হিমু' হওয়াটা এত সহজ নয়...

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: দেখুন আজকের পোষ্ট টা ভালো পোষ্ট। ঝামেলা বিহীন পোষ্ট। অথচ এখানেও আপনাদের সমস্যা।

১০| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪১

আশাবাদী অধম বলেছেন: চলোনা সুজন
মিলে দুজন
তালগাছে উঠে নাচি।
দেখুক লোকে
অবাক চোখে
ভূতে ধরেছে নাকি!



আমাদের রাজীব নুরের অবস্থা হলো এরকম। মাঝে মধ্যে একটু পাগলামী করে আলোচনায় থাকতে চায়।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: আলোকিত মানুষ আলো ছড়াচ্ছেন, অন্ধকারের মানুষ সেই আলোকে সহ্য করতে পারছে না। সুতরাং আলো নোভানোর জন্য অন্ধকারের মানুষেরা ব্যস্ত। তাই হচ্ছে, তাই হতে থাকবে - যদি আমরা তাদের আলোকিত না করতে পারি।

১১| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



আরবেরা ঐতিহাসিকভাবে গোত্রে বিভক্ত, অশিক্ষিত, মিথ্যাবাদী, প্রতিহিংসাপরায়ন জাতি; তাদের বেদুইন সংস্কৃতি খুবই নীচু মানের সংস্কৃতি; ইহা আমাদের সংস্কৃতিকে কলুসিত করছে।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: আপনার সাথে সম্পূর্ন সহমত।

১২| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

আরইউ বলেছেন: বলতে বাধ্য হচ্ছি, কিন্তু আপনার “ব্লগিং” এখন আবলামী- ছাগলামী ছাড়া আর কিছু নয়। গেট আ লাইফ!

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: একজন চোর বলে- আমি চোর না ।
একজন লোভী, স্বার্থপর লোক বলে- জীবনে লোভ করলাম না, স্বার্থপর হতে পারলাম না ।
একজন ধান্ধাবাজ লোক বলে- আমি জীবনে ধান্ধাবাজি করতে পারলাম না ।
আসলে যে পোকা থাকেই আমের ভেতরে সে জানবে কি করে আম কেমন ।

১৩| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

ভুয়া মফিজ বলেছেন: আশাবাদী অধম বলেছেন: আমাদের রাজীব নুরের অবস্থা হলো এরকম। মাঝে মধ্যে একটু পাগলামী করে আলোচনায় থাকতে চায়। রাজীব নুর এমনিতেই আলোচনায় থাকে। সেজন্যে ''বিশ্ব বেহায়া এরশাদ''কে অণুকরন করার মানে কি? আমি মোটামুটি নিশ্চিত, এই পোষ্টটা কোথাও থেকে কপি করা, কিন্তু কোন রেফারেন্স নাই।

আমার মনে হয়, এসব পাগলামী না। অন্য ধান্ধা, যেটা আগেও এক পোষ্টে বলেছি। তবে, এখন আর এসবে লাভ নাই। সব টার্গেট দেশেই ভিসা ব্যবস্থার অনেক কড়াকড়ি!!! :P

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: বেশী জানা ভালো না।
আমার এক শিক্ষক বলেছিলেন, যে বেশী জানে, সে জানোয়ার।

১৪| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



@ভুয়া মফিজ বলেছেন, " ...আমার মনে হয়, এসব পাগলামী না। অন্য ধান্ধা, যেটা আগেও এক পোষ্টে বলেছি। তবে, এখন আর এসবে লাভ নাই। সব টার্গেট দেশেই ভিসা ব্যবস্থার অনেক কড়াকড়ি!!! "

-আপনি ভিসা ইত্যাদির কথা বলে ব্লগার রাজিবকে সরাসরিভাবে অপমান করছেন; তিনি বাংলাদেশে আপনার থেকে ভালো আছেন, এবং ব্লগিং'এ উনার যেই রেকর্ড, উহার ধারে কাছে যাওয়া আপনার পক্ষে এই জীবনে আর সম্ভব হবে না।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধ্যেয় ব্লগার চাঁদগাজী, দুষ্টলোকদের এড়িয়ে যান। শেষে দেখা যাবে এরা আপনাকে মন্দ কথা বলে ফেলবে।

১৫| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:০৪

ভুয়া মফিজ বলেছেন: @চাঁদগাজীঃ আপনি বরং নিজের চরকায় তেল দেন। না.....ভুল বললাম, আপনি বরং আপনার বেদুইন সংক্রান্ত ভাঙ্গা রেকর্ড বাজানোতে মন দেন! :-B

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর করে কথা বলুন।
মন্দ কথা তো আমিও বলতে পারি। কিন্তু বলি না।

১৬| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



@ভুয়া মফিজ,
আপনি বলেছেন, " @চাঁদগাজীঃ আপনি বরং নিজের চরকায় তেল দেন। না.....ভুল বললাম, আপনি বরং আপনার বেদুইন সংক্রান্ত ভাঙ্গা রেকর্ড বাজানোতে মন দেন! "

-আমি নিজের চরকা দেখছি; কিন্তু আপনি "ভিসার" কথা বলে রাজিবকে সরাসরিভাবে অপমান করছেন; এগুলো ব্লগিং লেভেলের কথা নয়, নিজকে শোধরায়ে নেন।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: ব্লগাররা যদি চায় আমি হাসিমুখে ব্লগ ছেড়ে চলে যাবো। কটু এবং কটাক্ষ্য কথা আমার পছন্দ না।

১৭| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:



@ভুয়া মফিজ,

-"ভিসার" কথা বলার জন্য আপনার উচিত ব্লগার রাজিবের কাছে মাফ চাওয়া, রাজিব আপনার থেকে অনেক বেশী গুণী ব্লগার।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: আরেহ ওদের কথা বাদ দেন।
ওরা কেউ কেউ ঘেউ ঘেউ আর কুই কুই করবেই। মক্কা মদীনায়ও দুষ্টলোক আছে।

১৮| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:২৮

ভুয়া মফিজ বলেছেন: চাঁদগাজী বলেছেন: @ভুয়া মফিজ, -"ভিসার" কথা বলার জন্য আপনার উচিত ব্লগার রাজিবের কাছে মাফ চাওয়া, রাজিব আপনার থেকে অনেক বেশী গুণী ব্লগার।

আচ্ছা!!! আর আপনার পেয়ারের সাগরেদ যে দিনের পর দিন ইসলাম নিয়ে রঙ্গ-তামাশা করার পোষ্ট দিচ্ছে, সেটার কি হবে? আপনি কি এই ব্লগের পুলিশ? একবার তো বলেছি, নিজের চরকায় তেল দেন। আর একটা কথা, আমাকে উচিত-অনুচিত শেখাইতে আইসেন না। সেই যোগ্যতা অর্জন করেন আগে। নয়তো.......স্টে উইদিন ইয়োর লিমিট। ডোন্ট এভার ডেয়ার টু ক্রস ইট!!!

আমি জানি, আপনের কোন কাজ-কাম নাই। আপনে ঘ্যান ঘ্যান করতেই থাকবেন। তবে, আমি কামে ব্যস্ত আছি। তাই আপনের ঘ্যান ঘ্যানানীর আর কোন উত্তর দিবো না। বাই!!!

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: হ্যা আপনি কাম কাজ নিয়েই ব্যস্ত থাকুন। তাতে অন্যের ভালো হবে।

১৯| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৩২

করুণাধারা বলেছেন: @ ভুয়া মফিজ:
প্রভুত বিনোদন: রাজীব নুরের ভিসার কথা বলায় চাঁদ গাজী অপমানিত হন কেন? উনার কিছু মনে পড়ে গেল কি? =p~ =p~ =p~ =p~

আমি "কোরা বাংলায়" একটা পোস্ট পড়লাম "ফেইক দুবাই শহর" নামে। তারপর সামুতে এসে দেখি একই শিরোনামে পোস্ট, লেখক রাজীব নুর। সেই পোস্টের কিয়দংশ দাঁড়ি কমাসহ উনি এই পোস্টে তুলে দিয়েছেন, কোন কৃতজ্ঞতা স্বীকার না করে। ভেবেছিলাম এই চৌর্যবৃত্তির কথা বলে দেই, কিন্তু ভাবলাম একবার তো জবাব দিয়েছিই...

এখন মনে হচ্ছে এর প্রতিটি পোস্ট একই পদ্ধতিতে লেখা। ;)

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: বোন, দেখুন কি অবস্থা।
আমি আজ এই পোষ্ট টি আপনার জন্যই দিলাম। ভেবেছিলাম আপনি খুশী হবেন। কারন 'জাযাকাল্লাহু খাইরান' আপনি আপনার সব পোষ্টেই বলেন।

এক পোস্টের কথা, আরেক পোষ্টে এসে বলছেন কেন? যাই হোক স্ক্রীনশর্ট রেখেছেন তো? আজকাল সব্বাই শুধু প্রমান চায়।

২০| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



@ভুয়া মফিজ,
আপনি কাজে ব্যস্ত আছেন, সেটা ভালো; কিন্তু ব্লগার রাজিবকে "ভিসার" কথা বলছেন কেন? ব্লগার হত্যার কারণে অনেক ব্লগারের "ভিসা"র দরকার হয়েছিলো; আপনার মাফ চাওয়া উচিত।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: ভুয়া মফিজ, সবাইকে নিজের মতোন ভুয়া মনে করছে।

২১| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভুয়া লোকের ভুয়া কথায় কান না দিয়ে,দোয়া দরুদ পড়ে মাথায় একটু ফু দেন দেখেন মাথা ব্যথা কমে কিনা।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: হা হা হা-----
ভালো বলেছেন।

২২| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৪২

ভুয়া মফিজ বলেছেন: করুণাধারা বলেছেন: @ ভুয়া মফিজ: প্রভুত বিনোদন: রাজীব নুরের ভিসার কথা বলায় চাঁদ গাজী অপমানিত হন কেন? উনার কিছু মনে পড়ে গেল কি? =p~ =p~ =p~ =p~

কিছু জোকার ব্লগটাকে সার্কাস বানিয়ে ফেলছে আপা। দেশে বিনোদনের অভাব এমনিতেই, ব্লগের জোকাররা সেই অভাব পূরণে ভালো ভূমিকা রাখছে!!!:P :-B

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: Tension has become an indispensable part of our life.

২৩| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



@ভুয়া মফিজ,
আপনি বলেছেন, "কিছু জোকার ব্লগটাকে সার্কাস বানিয়ে ফেলছে আপা। দেশে বিনোদনের অভাব এমনিতেই, ব্লগের জোকাররা সেই অভাব পূরণে ভালো ভূমিকা রাখছে!! "

-আপনি কোন ক্যাটেগরীতে পড়েন, সেটা দেখেন। আপনার উচিত রাজিবের কাছে মাফ চাওয়া; ভিসার কথা বলা ভয়ংকর অন্যায়।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ভুয়া সাহেব, ক্যাচালের দরকার নাই। আমি সহজ সরল মানুষ। আমার সহজ সরল কথা-
আপনারা যদি চান আমি হাসি মুখে ব্লগ ছেড়ে চলে যাবো। দয়া করে চুলকানো বন্ধ করুন।

২৪| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:




@ভুয়া মফিজ,
আপনি বলেছেন, "কিছু জোকার ব্লগটাকে সার্কাস বানিয়ে ফেলছে আপা। দেশে বিনোদনের অভাব এমনিতেই, ব্লগের জোকাররা সেই অভাব পূরণে ভালো ভূমিকা রাখছে!! "

-আপনি "আপা"কে সাক্ষী করছেন? আপনার আপা কি বুঝেন, একজন ব্লগারের "ভিসা" নিয়ে আপনি কি বলছেন? আপনার মাফ চাওয়া উচিত।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আমার ধারনা আপার মাথায় বুদ্ধি কম। অবশ্য দীর্ঘদিন যারা সরকারি চাকরি যারা করেন তাদের ঘিলু কমে যায়।

২৫| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৯:০৯

আশাবাদী অধম বলেছেন:


আয় হায়!
চাদগাজী দেখি ইদানীং ওয়াজ করা শুরু করেছে। মান অপমান শেখাচ্ছে! পুরাতন স্ক্রিনশট খুঁজে এনে ওনার নুরানি চেহারা খানা একটু দেখানোর চেষ্টা করবো নাকি?

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর কাছে আপনি দুধ ভাত।
বহুত রাঘব বোয়াল আপনার মতোন এরকম চ্যাটাং চ্যাটাং করেছেন। শেষে লেজ গুটিয়ে পালিয়েছে।

২৬| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৯:১২

আশাবাদী অধম বলেছেন: সরি সরি
ঊনার তো লজ্জা শরমের বালাই নেই।

তাছাড়া উনি আবার সামু ব্লগের সর্বকালের ছেরেষ্ট ব্লগার। মানীর মান জুতা দিয়া পিটাইলেও যায়না।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: ব্লগের এই একটা অসুবিধা- যার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস থাকে না। অথচ ব্লগে তাকেই উল্টা পালটা কথা বলা যায়। আশা করি ''ব্লগ এডমিন'' আপনার কু রুচিকর মন্তব্যের জন্য ব্যবস্থা নেবেন।

২৭| ০৩ রা মার্চ, ২০২১ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



@আশাবাদী অধম,

আপনি বলেছেন: আয় হায়!
চাদগাজী দেখি ইদানীং ওয়াজ করা শুরু করেছে। মান অপমান শেখাচ্ছে! পুরাতন স্ক্রিনশট খুঁজে এনে ওনার নুরানি চেহারা খানা একটু দেখানোর চেষ্টা করবো নাকি? "

-আপনি পুরাতন ব্লগার (প্রায় ৮ বছরের অভিজ্ঞতা ), কিছু পুরাতন স্ক্রিনশট খুঁজে আনেন।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: ক্রীনশর্ট খুঁজতে গিয়ে হারিয়ে গেছেন।
হা হা হা----
হে হে হে----
হো হো হো----

"হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল।"

২৮| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব খুব ভালো মানুষ। তবে একটা্ই সমস্যা, তার
সকালের কথা বিকেলে মনে থাকেনা। তাই তার কথা বার্তা
অনেক সময় বুমেরাং হয়ে যায়। তবে এজন্য তিনি কিছু মনে
করেন না। এটাই তার বিশেষত্ব!! আমি তাকে খুব পেয়ার করি!
সে যদি কোন কারণে ব্লগ ছেড়ে দেয তা হলে ক্ষতি আমাদের !!

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: মুরুব্বী আসসালামু আলাইকুম।
মনে হচ্ছে আমাকে ব্লগ ছেড়ে চলে যেতেই হবে। আমি শান্তি প্রিয় শান্ত মানুষ।

২৯| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১:১৫

মৃন্ময়ী শবনম বলেছেন: #ভূয়া মফিজ আপনি সুস্থ আছেন?

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন। এই কথাটা আমারও মনে এসেছিলো।

৩০| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১:৪০

মৃন্ময়ী শবনম বলেছেন: আমরা জানি ব্লগে সুশিক্ষিত লোকজন লেখালেখি করেন। ব্লগ নিয়ে বাংলাদেশে যথেষ্ট গর্ব আছে অহংকার আছে। তবে ব্লগে ইদানিং যে সকল মন্তব্য প্রতিমন্তব্য হয় তা সত্যি লজ্জাজনক। বিশেষকরে ভূয়া মফিজ প্রথমেই যে ধরনের মন্তব্য করেছে তা খুবই লজ্জাজনক ও হীন মানসিকতার পরিচয় বহন করে। এ ধরনের কথাবার্তা কোনো শিক্ষিতজন কোনো ভালো পরিবেশের মানুষ ব্যবহার করেন না। আশা করি ব্লগাররা খুব ভালো করে জানেন এ ধরনের স্ল্যাং ওয়ার্ড কারা ব্যবহার করে থাকে। আরো আশ্চর্য হয়েছি উক্ত স্ল্যাং ওয়ার্ড মন্তব্যে চার চারটি লাইক আছে! কারা এই স্ল্যাংওয়ার্ড সমর্থন করেছে? কেমন মা্নুষ আপনারা?

#রাজীব নুরকে অুনরোধ পোস্ট লেখার ক্ষেত্রে সচেতন হোন, আপনি যথেষ্ট অসচেতন একজন ব্লগার। আর #ভূয়া মফিজকে অনুরো্ধ এ ধরনের কথাবার্তা আপনার গন্ডিতে রাখুন ব্লগে প্রকাশ করা থেকে বিরত থাকুন, আপনি কোন ধরনের শব্দ ও বাক্যব্যয় করে থাকেন তা ব্লগে না জানালেও হবে।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।
আপনি যেভাবে বললেন, সেভাবে ভুয়া সাহেব বললে এই পোষ্ট এর সৌন্দর্য নষ্ট হতো না। এবং তার কুরুচিপূর্ন মন্তব্যে কষ্ট পেতে হতো না।

৩১| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:২৭

ভুয়া মফিজ বলেছেন: @মৃন্ময়ী শবনমঃ কোথায়, কোন পরিস্থিতিতে কি ভাষা প্রয়োগ করতে হয়, আমার খুব ভালো জানা আছে। আপনার উপদেশের প্রয়োজন দেখি না। আপনি আগা-মাথা না জেনেই নাক গলাচ্ছেন। কিছু বলার আগে কনটেক্সট বুঝতে হবে আপনাকে, সেই চেষ্টা করেন। ব্লগের নতুন বিবেক হিসাবে আবির্ভূত হতে চাইছেন, ভালো কথা; তবে আমার কিংবা আপনার উল্লেখিত চারজন ব্লগারের মানসিকতা নিয়ে টেনশান করবেন না। বেশী টেনশান হলে কর্তৃপক্ষ আছে, ইনফর্ম করেন।

এই পোষ্টে আর মন্তব্য করার ইচ্ছা ছিল না। আপনার কারনেই করলাম। তবে আপনার সাথে ফারদার কথা চালাচালি করার বা এই পোষ্টে আরও মন্তব্য করার কোন ইচ্ছা নাই।

সুস্থ্য থাকবেন। টেইক কেয়ার।

০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:৩৯

রাজীব নুর বলেছেন: জাযাকাল্লাহু খাইরান ভাইজান।

৩২| ০৪ ঠা মার্চ, ২০২১ ভোর ৪:২০

অনল চৌধুরী বলেছেন: ১৪০০ বছর আগের নিয়ম কানুন আমি মানতে রাজী না- এই বিষয়টা নিয়ে গঠনমূলক বিতর্ক হতে পারে।
পৃথিবীর প্রথম লিখিত অইন প্রনয়ণ করেছিলেন ব্যাবিলনের শাসক হাম্মুরাবি। সেইসময় সেমেটিক কোনো ধর্মেরই তখন সৃষ্টি হয়নি তারপরও এতো হাজার বছর পর পর্যন্ত হুবহু বা কিছুটা পরিবর্তন করে সেগুলি প্রায় সবাই অনুসরণ করছে।Code of Hammurabi
তাহলে ১৪০০ বছর আগের নিয়মে সমস্যা কোথায়?
নীতি আদর্শ সমমতা দেশপ্রেম পরোপকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ-এসবকিছুই চিরন্তন এবং কল্যানকর। আর ভালো জিনিস সময়ের সাথে পাল্টায় না যেমন নতুন কোনো অপরাধ বা মাদক চালু হলেই সেগুলি ভালো হয় না।

চাদগাজী বলেছেন: আরবেরা ঐতিহাসিকভাবে গোত্রে বিভক্ত, অশিক্ষিত, মিথ্যাবাদী, প্রতিহিংসাপরায়ন জাতি; তাদের বেদুইন সংস্কৃতি খুবই নীচু মানের সংস্কৃতি; ইহা আমাদের সংস্কৃতিকে কলুসিত করছে। - এই ২০২১ সালে ওসন্ত্রাসী এ্যামেরিকা অঅল ইউরোপ মঙ্গল মহাশূন্যে বসবাসরে উদ্যোগ সনিয়েও অন্য দেশে গণহত্যা, লুটপাট আর সন্ত্রাসী নীতি ছাড়তে পারেনি। সেই তুলনায় হাজার বছর আগেরে আরবদের সর্বশ্রেষ্ঠ মানুষ বললেও কম বলা হয়।
আরবের কিছু লোক এসব করেছে কিন্ত সবাই না।
তাহলে তারা এতো উন্নত সভ্যতা সৃষ্টি বা জ্ঞান-বিজ্ঞানে অদান রাখতে পারতেন না।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আপনি মানুন ১৪০০ বছর আগের নিয়ম। আমার কোনো সমস্যা নেই। আমি মানতে পারবো না।
আরব হাজার বছর আগেও বর্বর ছিলো। এবং আজও বর্বর।

৩৩| ০৪ ঠা মার্চ, ২০২১ ভোর ৫:২১

ডঃ এম এ আলী বলেছেন:



আমরা অনেকেই জানি ধন্যবাদ জানানোর পরিচিত আরবি শব্দটি হল 'শুকরান', জাযাকাল্লাহু খায়র শব্দটি ব্যবহৃত হয় এই বিশ্বাসে যে একজন মানুষ অন্যজনকে পর্যাপ্ত বিনিময় দান করতে পারে না, বরং আল্লাহই সর্বোত্তম পুরস্কার/ প্রতিদান দান করতে সক্ষম।

জাযাকাল্লাহু খায়রান এর জবাবে ওয়ায়িইইয়াক (একজনকে বুঝাতে ), বা ওয়ায়িইয়াকুম (একের অধিকজনকে বুঝাতে) ব্যবহৃত হয়, যার অর্থ এবং তোমার/ তোমাদের প্রতিও তবে বেশি প্রচলিত জবাব হল: ওয়া'আনতুম ফাজাযাকুমুল্লাহু খায়রান যার অর্থ হলো এবং তোমাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন
তথ্যসূত্র: আল-সাহিহা ৩০৯৬, আল-তা'লিকাতুল হিসান আল সাহিহ ইবন হিব্বান ৬২৩১, বদৌলতে উইকিপিডিয়া ।

আমি পোষ্টের লেখক কে, সেটা দেখে সাধারণত পোষ্ট দেখিনা। পোষ্টে কি কথা বা লেখা আছে সেটা দেখে সেই পোষ্টের লেখা পাঠ করি। কিছু বলার থাকলে সে্‌ই পোষ্টের লেখার উপরই কথা বলি। এ পোষ্টের কথাগুলি খুবই মুল্যবান । ভাল কথা শুনতে
ও পড়তে ভালো লাগে । ভালো বিষয়ের সাথে লেগে থাকলে যে কেও পরিনামে ভালোর দিকে যাবেন।
দোয়া করি আল্লাহ সকলকে তাঁর দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করুন, সকলের সকল মঙ্গলময় কাজে, কর্মে,
কথায় ও চাল চলনে কনসিসটেনসি বজায় রাখার তৌফিক দিন ।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।

৩৪| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৮:৪৬

কবিতা ক্থ্য বলেছেন: ব্লগ রুচিশীল এবং মননশীল লোকের জায়গা।
কুরুচিপূর্ন লোকদের এখানে না আসাটাই বন্ছনীয়।

কাউকে ব্যাক্তগত ভাবে আক্রমানের কোনো জায়গা এই ব্লগে নেই বলেই আমার বিশ্বাস।
শ্রদ্ধেয় ব্লগার মফিজ ভাই এবং রাজীব ভাই- এই ব্লগে আপনাদের দুজনের গুরিত্ব অপরিসীম।
মফিজ ভাই আপনার যদি রাজীব নূর ভাইকে কিছু বলার থাকে দয়াকরে তার সাথে সরাসরি কথা বলুন। আপনি +৬১৪৪৯৩৯৯৯৩৮ ফোন দিলে আমি রাজীব ভাইয়ের সাথে আপনার কথাবলার ব্যবস্হা করে দিতে পারবো।

আমি বিশ্বাস করি এই ব্লগে আপনার এবং রাজীব নূর ভাইয়ের - প্রয়োজন এবং গুরুত্ব অপরিসীম; কেননা- আপনারা অনেক সিনিয়র ব্লগার। আমাদের মতো নতুন ব্লগাররা আপনাদের কাছে আগামীতে চলার দিক নির্দেশনা পাবে।

ব্লগে সুন্দর এব্ং সুশীল পরিবেশ বজায় রাখা প্রত্যেক ব্লগারের দ্বায়িত্ব। দয়াকরে বাজে মন্তব্য করে এই পরিবেশটা নষ্ট করবেন না।



০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ব্লগে কিছু দুষ্টলোক আছে। অতীতেও ছিলো না। আশার কথা হলো দুষ্টলোক দীর্ঘদিন ব্লগে টিকে থাকতে পারে না।
জনাব 'কবিতা কথ্য' আমি ভুয়া সাহেবের সাথে করা বলতে চাই না। তবে আপনার সাথে কথা বলতে আমার কোনো আপত্তি নাই।

৩৫| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১০:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাজীব নুর ভাই, জাযাকাল্লাহু খাইরান - আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আপনি আমার প্রিয় ব্লগারদের একজন। ব্লগার নাম্বার ওয়ান উপাধি দিয়ে মুভি পোস্টার বানিয়ে ব্লগে ও ফেইসবুকে শেয়ার করেছিলাম আমিই, এবং এটা আপনাকে উদ্বেলিত করেছিল। আপনার প্রথম জীবনের পোস্টগুলোতে অনেক ক্ষেত্রেই একমাত্র কমেন্টদাতা ছিলাম আমি। আপনি পোস্ট দিতেন উন্নত মানের, তাই পড়তাম। কমেন্টের উত্তর দিতেন না বলে মাঝে মাঝে রাগ করতাম। তবু নিজের ভালো লাগার জন্যই পড়তাম। অবশেষে নিজের মেধা ও পরিশ্রমেই ব্লগের সেরা ব্লগারদের একজনে পরিণত হয়েছেন।

কিন্তু, মাঝে মাঝেই আপনার পোস্টে কমেন্ট করা থেকে নিজেকে বিরত রেখেছি- কারণটাও বলেছি। আমি নিশ্চিত, আপনার এ বৈশিষ্ট্যটাও আমিই প্রথম চিহ্নিত করেছি যে, আপনার সম্ভবত নিজস্ব কোনো 'নীতি' বা 'দর্শন' নেই, ফলে এখন যে লাইনে কথা বললেন, পরের মুহূর্তেই ১৮০ ডিগ্রি উলটো কথা বলে ফেললেন। এতে আমি ব্যথিত ও মর্মাহত এবং অনেক বিরক্ত হয়েই আপনার পোস্ট অ্যাভয়েড করতাম (এরকম আরো কয়েকজন আছেন)।

কোনো ধর্ম নিয়ে বা ধর্মের বাণী নিয়ে পোস্ট দিতে সমস্যা দেখি না। গঠনমূলক সমালোচনা অবশ্যই করা যায়, কিন্তু রঙ্গতামাশা বা বিষোদগার করা ভালো গুণ না। আপনি কি বুঝতে পারেন নি, আপনার এ পোস্টটা নিয়ে কোথা থেকে সমস্যা সৃষ্টি হয়েছে? অনেক সুন্দর একটা পোস্ট। ইসলাম-ভীরু যে-কোনো ব্যক্তি এ পোস্ট পড়ে জ্ঞান লাভ করবেন এবং আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করবেন। আপনি পোস্টের লাস্ট লাইনে থ্যাংক্‌স ইত্যাদির বদলে জাযাকাল্লাহু খাইরান বলার আহবান জানালেন, অথচ ২ নাম্বার কমেন্টে কাজী ফাতেমা ছবির কমেন্টের উত্তরে বললেন - "আমার কাছে বিষয়টা হাস্যকর লাগে।" তাহলে এই যে গুরুগম্ভীর আলোচনার পর মহান আহবান করলেন - এর কারণ কী? এটা যদি হাস্যকরই মনে হয়, তাহলে এ পোস্ট দেয়ারই দরকার কী ছিল? তামাশা করা? আরো দেখুন, কয়েকটা কমেন্টের উত্তরে আপনি বলছেন, এ পোস্টে ঝামেলা হচ্ছে কেন আপনি বুঝতে পারছেন না। এই পোস্টে আপনার ঝামেলার কারণ মূলত ছবি আপার কমেন্টের উত্তর এবং ১৪০০ বছর আগেকার নিয়ম না মানার কথাটা। এভাবে এই এক কথা একটু পর অন্য কথা বললে আপনার কথার গুরুত্ব থাকে না, নিজেকে নিজেই খুব খেলো বানিয়ে ফেলেন। মাঝে মাঝেই ইসলামের বিপক্ষে কিংবা নাস্তিকতার পক্ষ নিয়ে আপনাকে কথা বলতে দেখা যায়, আবার হুট করেই দোয়া ইউনুস বা অন্য সুরার উপর পোস্ট লিখেন। নিজের মধ্যে এত কন্ট্রাডিকশন কীভাবে থাকতে পারে, তা অনেক ভাবনার বিষয়। এ ব্লগে আমার আরো একজন প্রিয় ব্লগার আছেন, যিনি এ ঘৃণ্য কাজটি করে থাকেন এবং তাকে শেষ পর্যন্ত আমার কাছে ভালো মানুষ মনে হয় নি।

নিজের একটা সুদৃঢ় স্ট্যান্ড নিজের পার্সোনালিটিকে সাবলীল করে - হোন আপনি আস্তিক কিংবা নাস্তিক। নিজেকে 'খেলো' করে ফেললে সেখান থেকে ফিরে আসা দুঃসাধ্য হয়ে উঠবে।

শুভ কামনা আপনার জন্য। জাযাকাল্লাহু খাইরান (এইশব্দটা আমিও কোনোদিন মুখে উচ্চারণ করি নি, লিখেছিও খুব খুব কম)।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: আমার মনে আছে, আপনি ব্লগার নাম্বার ওয়ান বলে, পোস্টার করেছিলেন। তাতে আমি অনেক আনন্দ পেয়েছিলাম।

এই কথা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই, ''সামুতে আপনিই আমাকে সঠিকভাবে ব্লগিং শিখিয়েছেন''।

''নীতি এবং দর্শন'' আমার আছে। এই বিষয়টা নিয়ে আমি একটা পোষ্ট দিব। আসলে নানান রকম পোষ্ট দেওয়ার কারনে ব্লগারদের ধারনা হয়েছে- নীতি এবং দর্শন আমার নেই। এটা পুরোপুরি ভুল কথা। এই বিষয়টা নিয়ে আমি একটা পোস্ট দিব। তখন সব কিছু দিনের আলর মতোন পরিস্কার হবে।

এই পোস্টের সমস্যাটা কি তা এখন ধরতে পারলাম। আপনাকে এজন্য ধন্যবাদ।

৩৬| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:২৪

জাহিদ হাসান বলেছেন: রাজীব নুর ভাই মনে কিছু নিবেন না। আপনার পোস্ট মাঝে মাঝে পড়ি। ভাবতাম আমারই কেবল এমন লাগে। এখন দেখি ব্যাপারটা তা না। অন্য সবার মন্তব্য পড়ে আমার কাছেও মনে হচ্ছে আপনার ইদানীং পোস্টগুলোর স্বাদ এমন-
লবণের সাথে চিনি মিলিয়ে শরবত বানালে যে উৎকট স্বাদ হবে ঠিক সেই রকমই।
আপনি হয় দ্বিমুখিতা থেকে বের হোন না হয় ব্লগিং করার দরকার কী? পরিবারকে সময় দিন।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩৭| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৩৩

মৃন্ময়ী শবনম বলেছেন: #ভুয়া মফিজ আপনার সাথে ফারদার কথা চালাচালি করার বা এই পোষ্টে আরও মন্তব্য করার আমারও কোন ইচ্ছা নেই। আপনার নোংরা অশালীন মন্তব্যে আপনার ও আপনার সমর্থকদের সম্পর্কে জানা হয়ে গেলো।

#অন্যায়কে দশজন সমর্থন করলে অন্যায় হালাল হয়ে যায় না। মন্তব্যে দশজন কেনো একশত জন লাইক দিলেও মন্তব্য হালাল হবে না। ব্লগ এডমিন দেখতে পাচ্ছেন কে বা কারা ব্লগ পরিবেশ নষ্ট করার জন্য এমন মন্তব্য সমর্থনে লাইক দিয়ে যাচ্ছে। এই দেশে রাজাকার ছিলো আছে থাকবে। ঠিক তেমনি অন্যায়কে সমর্থন করার কি পরিমান লোক ব্লগে আছে তা ব্লগ এডমিন দেখতে পাচ্ছেন।

# মাননীয় ব্লগ এডমিন, রাজীব নুর ধর্মীয় উস্কানীমূলক লেখা লিখে যাচ্ছে। এটিকে বিশেষ বিবেচনায় বিচার করার জন্য অনুরোধ করছি।

এখানে আমার আর কোনো মন্তব্য হবে না। সমাপ্ত।

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৩৮| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:০২

রানার ব্লগ বলেছেন: জমজমাট !!!

অনেক কিছু মিস করে ফেলেছিলাম, কমেন্ট পড়ে কিছুটা পূরণ করলাম।

যাইহোক, ভুয়া ভাই রাজিব ভাই গাজী ভাই আসেন কোলাকুলি করি, দিন শেষে আমরা কিন্তু ভাই ভাই !!!

জাজাকাল্লাহ খাইরান !!! না বলে আমি যদি বলি ভাই আপনি ভালো থাকুন, আপনি আমার দেখা সব থেকে ভালো মানুষ এতে কি সোয়াব কম হবে ?

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। ভালো থাকবেন।

৩৯| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:৩১

এমেরিকা বলেছেন: এরশাদ মারা যাবার পর প্রচন্ড দুঃখ পেয়েছিলাম। রাজনীতির ময়দানে তার মত একজন কমেডিয়ানের অভাব কেউই পূরণ করতে পারবেনা।

আপনি প্লীজ ব্লগ ছেড়ে যাবেন না। আপনার সাথে আমার মতে মিলে না। কিন্তু আমার নম্র ভদ্র স্বভাব আমাকে মুগ্ধ করে। আপনার অভাব কেউ পূরণ করতে পারবেনা।

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: মজা নিচ্ছেন??

৪০| ০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:






ক্যাচাল সুলভ মন্তব্য প্রতি মন্তব্য করার জন্য এবং সর্বোপরি পোস্ট দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

Thank you so very much for the post.

Thank you everyone.
Thank you all.

৪১| ০৫ ই মার্চ, ২০২১ ভোর ৪:০৮

অনল চৌধুরী বলেছেন: আরব হাজার বছর আগেও বর্বর ছিলো। এবং আজও বর্বর[/sb ঃ ভালো কথা।
তাহলে কি সভ্য ইউরোপ-এ্যামেরিকা-ক্যানাডা-অষ্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের লোকজন যারা দেশে দেশে গণহত্যা, লুটপাট, সরকার উৎখাত করে?
কালোদের সাথে পশুর মতো আচরণ করে?
আর নিজেদের দেশের মহিলা, এমনকি নারী সৈন্যদেরও ধর্ষণ করে হত্যা করে ???????আমেরিকান নারী সেনা সম্পর্কে অদ্ভুদ কিছু গোপন কথা যা জানলে আপনি চমকে উঠবেন

০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: দু চারটা বিচ্ছিন্ন ঘটনা সব দেশেই ঘটে। তবে আরবসহ পুরো মধ্যপ্রাচ্য বিশ্বের জন্য হুমকি।

৪২| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩২

জুল ভার্ন বলেছেন: একটা ভালো পোস্টে বিতর্কিত মন্তব্য দেখে হতাশ হয়েছি।

০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.