নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
শাহেদ জামাল আজ খুব মদ খাবে
একদম ভরপুর দুষ্ট মাতাল হয়ে যাবে
তার ভদ্র লিমিট যদিও তিন পেগ
সে খাবে তেরো পেগ, তাতে কার কি?
নিজের পয়সায় খরিদ করে খাবে
একদম গলা পর্যন্ত, বমি হলে হোক।
ইচ্ছে মতোন মাতাল হয়ে-
জুনু খালার স্বামীর মতো-
চৌরাস্তায় দাড়িয়ে কুৎসিত গালি দিবে
সমাজের দুষ্টলোকদের- বাঞ্চোত বলে,
তাতে তার পাপ হবে না- সে তো মাতাল
মুতে দেবে সমস্ত ভন্ডদের মুখে।
একজন মাতালের কোনো ঈশ্বর থাকে না
কাজেই পাপ পুন্যের প্রশ্নই আসে না
ইচ্ছে মতোন গালিগালাজ করে
তওবা করে নিলেই হবে-
সেই সুযোগ তো আছে।
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: কে বলেছে আমি গালাগালি দিতে পারি না।
সারাক্ষণ মনে মনে অকথ্য ভাষায় গালাগালি দিয়েই চলেছি।
২| ০৫ ই মার্চ, ২০২১ বিকাল ৪:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শাহেদ নেশা খাবি খা
মারা যাাবি, যা !!
তোর পয়সায় তুই খাবি
কার বাপের কি?
দুধ বেঁচে কেউ মদ খায়
কেউ মদ বেঁচে ঘি!
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম মুরুব্বী।
৩| ০৫ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন:
ঢাকায় অনেক মানুষ মদ খায়?
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: কলকাতার তুলনায় ঢাকার মানুষ কম মদ খায়।
৪| ০৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৫
সাজিদ উল হক আবির বলেছেন: আপনার জবাবদিহিতামূলক পোস্টের চে' এই কবিতা আরও বেশী অর্থবোধক।
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: আপনি শিক্ষিত মানুষ। অনেকের বোধ বুদ্ধির চেয়ে আপনি উন্নত।
৫| ০৫ ই মার্চ, ২০২১ রাত ৯:১৮
জাহিদ হাসান বলেছেন: মাতালের ঈশ্বর থাকে না এই কথাটি কেমন বোকার মত । শেষ বিচারের দিন মাতালের কি বিচার হবে না?
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: যখন মাতাল হয়, তখন শেষ বিচারের হিসাব মাথায় থাকে না।
৬| ০৫ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেষের দুট লাইন খুবই সুন্দর।এই সুযোগটা থাকাতেই মাদ্রাসাগুলোতে এতো অনাচার হয়।এই বিশ্বাস মুমিনদের সাধারন মানুষের চেয়ে অনেক বেশি।
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
৭| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৩
মেহেদি_হাসান. বলেছেন: সব ভন্ডদের মুখে মুততে পারবে না
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে।
৮| ০৬ ই মার্চ, ২০২১ সকাল ৮:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সামরিক শাসকরা পাপ করে পরবর্তী সময়ে তা সংসদে পাস করিয়ে নিতে।
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: শেষ বিচারের দিন তারা কি করবেন?
৯| ০৬ ই মার্চ, ২০২১ সকাল ৮:৩৭
ইসিয়াক বলেছেন: কোথায় আপনি? মন্তব্যে উত্তর দেবেন না?
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: আমি বাসায়।
১০| ০৬ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫১
জুল ভার্ন বলেছেন: নিবির অর্থবোধক কবিতা! ভালো লাগলো।
০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৮
ইসিয়াক বলেছেন: হা হা হা ভন্ডদের মুখে মুতে দিতে গেলে তো শাহেদ জামালের ইয়ে সবাই দেখে ফেলবে।কেউ কেউ ভিডিও করে সোস্যাল মিডিয়ায় ছেড়ে দিতে পারে। তখন তো বিপদ।
মান ইজ্জত সব লুট হ্যো যায়েগী।
# আমি তো জানতাম শাহেদ জামাল আপনি। আপনি গালাগালি দিতে পারেন না।কবিতায় গালাগালি কেন?