নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পাঁচটা সাউথ ইন্ডিয়ান মুভি

০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৪

১। মুভির নামঃ Wife of ram। মালায়ালাম মুভি। যারা নিয়মিত মুভি দেখেন তারা জানেন, সাউথ ইন্ডিয়ানরা চমৎকার মুভি বানান। সুন্দর গল্প। সুন্দর অভিনয়। এই সিনেমাতে 'দিক্ষা একজন সাহসী নারী। সে একজন নারীবাদী। মর্ডান সোসাইটিতে নারীদের সাথে যে অন্যায় হয় তার শাস্তি দেওয়ার দায়ীত্ব নিজের কাঁধে তুলে নেয় সে'। খুবই সুন্দর গল্প। পুরো সিনেমাটি আপনার এক মিনিটের জন্যও বিরক্ত লাগবে। ইউটিউবে সিনেমাটি হিন্দি ডাব আছে।

২। মুভির নামঃ Theeran Adhigaran Ondhru। তামিল সিনেমা। সত্য ঘটনা নিয়ে মুভিটা বানানো হয়েছে। সিনেমাটা আমি পাঁচ বার দেখেছি। টান টান উত্তেজনা। সিনেমার প্লট এই রকমঃ 'একজন অবসর প্রাপ্ত পুলিশ তার চাকরী জীবনের এক ভয়াবহ কেসের বর্ননা করে। যেখানে একদল ডাকাত ডাকাতি করে যায় কোনো প্রমান ছেড়ে যায় না। যেখানেই ডাকাতি করে সেখানে সবাইকে নির্মম ভাবে খুন করো রেখে যায় যেন কোনো সাক্ষী না থাকে'। ইউটিউবে সিনেমাটি হিন্দি ডাব আছে।

৩। মুভির নামঃ Neevevaro। অত্যন্ত চমৎকার মুভি। সাত বার দেখেছি। চমৎকার গল্প। দূর্দান্ত অভিনয়। মুভির কাহিনী এই রকমঃ 'কল্যাণ একজন সাক্সেসফুল শেফ কিন্তু সে অন্ধ। সে তার প্রেমিকা ভেন্নেলাকে আর্থিকভাবে সাহায্য করে যখন ভেন্নেলা বিপদে পড়ে। কিন্তু হঠাৎ ভেন্নেলা তাকে চিট করে পালিয়ে যায়'। মুভিটি ইউটিউবে আছে। সমস্যা নেই হিন্দি ডাবিং আছে। এই মুভি দেখার পর আপনার মনে হবে না সময়ের অপচয় করা হলো। তেলেগু মুভি।

৪। মুভির নামঃ Thadam। দারুন মুভি। মুভিখোররা বলেন, মাথা নষ্ট মুভি। কিছু কিছু মুভি আছে, মাথায় বুদ্ধি না থাকলে পুরো মুভি দেখেও কিছুই বুঝবেন না। মুভির প্লটঃ 'একটা মার্ডার কেসে পুলিশ দুজন সাসপেক্ট খুজে পায়। দুজনের চেহারা একই রকম। কিন্তু দুজনেই নিজেকে খুনি দাবি করে। পুলিশ হাজারো চেষ্টা করে আসল খুনিকে ধরতে পারে না'। চিন্তা নেই হিন্দি ডাবিং আছে। তামিল সিনেমা।

৫। খুব সুন্দর একটা মুভি। নামঃ Irumbu Thirai। তামিল মুভি। মুভির প্লটঃ 'একজন আর্মি অফিসারের লোনের টাকা হ্যাকাররা লুট করে নিয়ে যায়। সে টাকা উদ্ধারে নেমে দেখে পদে পদে চমক অপেক্ষা করছে তার জন্য'। মুভিটা আমি তিনবার দেখেছি। সত্য ঘটনা নিয়ে মুভিটা তৈরি করা হয়েছে। হিন্দি ডাব আছে।

৬। একটা বোনাস।

মুভির নামঃ Ek Nennokodine অতি চমৎকার একটা মুভি। প্লটঃ 'একজন জনপ্রিয় সংগীত শিল্পী মানসিক ট্রমায় ভুগছেন। ছোটবেলায় কেউ তার বাবা-মাকে খুন করেছে। সেই খুনিদের সে মেরে থানায় আত্মসমর্পণ করে। কিন্তু ভিডিও রেকর্ডে দেখা যায় সে কাউকে মারেনি, একাই মারামারি করতেছে'। মুভিটাতে বেশ কিছু ভুল আছে। তবুও সব মিলিয়ে মুভিটা ভালোই।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৬

নেয়ামুল নাহিদ বলেছেন: মুভিগুলো দেখবো।

০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: হ্যা দেখুন ভালো লাগবে।

৩| ০৬ ই মার্চ, ২০২১ বিকাল ৪:২৮

ইসিয়াক বলেছেন: আমি এসব গাঁজাখুরি মুভি দেখে সময় নষ্ট করি না। বেশির ভাগ সাউথ ইন্ডিয়ান মুভি দেখে শেখার কিছু নেই।
বরং যুব সমাজ এসব মুভি দেখে নষ্ট হয়ে যাচ্ছে।

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: গাজাখুরি মুভি গুলো বাদ দিয়ে ভালো মুভি গুলো দেখুন।

৪| ০৬ ই মার্চ, ২০২১ রাত ৯:৩৮

কাছের-মানুষ বলেছেন: ছয়টার মধ্যে চারটা মুভিই আমার দেখে আছে! এক মুভি একাধিকবার দেখতে ভাল লাগে না আমার তা যত ভাল মুভিই হোক! ইসলামিক হুকুমাত নিয়ে আজকাল কোন পোষ্ট আসছে না আপনার!!!

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো মুভি বারবার দেখতে আমার বিরক্ত লাগে না।

৫| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৭:০৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ৫ নম্বরে থাকা মুভি ভালো লেগেছে।

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: শুধু ৫ নম্বর না সব গুলোই ভাল মুভি।

৬| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩০

রানার ব্লগ বলেছেন: নায়িকা কে ঘ্যাস ঘ্যাস করে দুই একটা ডায়লগ বললেই যদি নায়িকা পটে যেত তাইলে তো হতই ।

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে বাস্তবেও এই রকম হয় ভাইজান।

৭| ০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩১

মেহেদি_হাসান. বলেছেন: সাউথের মুভি খুব একটা দেখা হয়না তবে এই ৬টা দেখবো।

০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: অবশ্যই দেখবেন। ভালো লাগবে।

৮| ১৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

Laboni বলেছেন: দুইটি অসাধারন বাংলা মুভি দেখুন, মন ভাল হয়ে যাবে। একটি হল বাইশে শ্রাবণ আরেকটি দ্বিতীয় পুরুষ

১৯ শে মার্চ, ২০২১ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: দুটাই দেখেছি।

৯| ২১ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৫

Laboni বলেছেন: নওয়াজউদ্দীন সিদ্দিকির অভিনয় আর সিনেমার প্লট, এই দুয়ে মিলে এক অপূর্ব সৃষ্টি "বাবুমশাই বন্দুকবাজ" মুভিটি। সময় করে একবার দেখবেন।

২২ শে মার্চ, ২০২১ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: এটাও দেখেছি।

১০| ০৬ ই মে, ২০২১ দুপুর ১২:২৫

Laboni বলেছেন: The Shape of Waterএই মুভিটা নিশ্চই দেখেননি!!

০৬ ই মে, ২০২১ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ দেখেছি।

১১| ০৬ ই মে, ২০২১ দুপুর ১২:৩২

Laboni বলেছেন: Tom Hanks-এর ছয়টি বেস্ট মুভি, সময় থাকলে দেখতে পারেন

1. Forrest Gump 1994 Hindi dubbed
2. Saving Private Ryan 1998
3. Cast Away 2000
4. The Da Vinci Code 2006 Hindi Dubbed Full Movie Download
5. Angels And Demons 2009 Hindi Dubbed Full Movie Download
6. Inferno 2016 Hindi Dubbed Full Movie Download

০৬ ই মে, ২০২১ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: ৬ নম্বরটা শুধু দেখা হয় নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.