নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাজারে তরমুজ উঠেছে

১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:২৪


ছবিঃ আমার তোলা।
স্থানঃ ফরিদপুর।
ক্যামেরাঃ নাইকন ৩২০০
সময়ঃ দুপুর দুইটা।

মেয়েটি বাদাম ছিলিলো,
ছেলেটি বাদাম গিলিলো,
একদা বাদাম হইলো শেষ-
ছেলেটি নিরুদ্দেশ।


১। শিশুকে সৃজনশীল করার জন্য আমাদের পাঠ্যক্রম সৃজনশীল করা উচিত। যারা শিশুদের নিয়ে ভাববেন তাদের সৃজনশীল হওয়া চাই সবার আগে। তাহলেই প্রকৃত পক্ষে আমরা একটি সুন্দর প্রজন্ম পাবো।

২। ‘জান্নাতী রমণী’ সংগ্রহে রাখার মত একটি বই। লিখেছেন, আব্দুল্লাহ আল কাফী। আশাকরি বইটি পড়ে মুসলিম নারী পুরুষ উভয়ে উপকৃত হবেন। বইটি আমি পড়লাম। বইটি পড়ে আমার মনে হয়েছে, শুধু শুধু বেঁচে আছি। মরে গেলেই জান্নাতী রমনীরা আমাকে সুখের সাগরে ভাসিয়ে দিবে। আসল আনন্দ মৃত্যুর পরে।

৩। যে যাই বলুক, চীনদের জন্যই একটা রিকশাচালক পর্যন্ত মোবাইল ফোন ব্যহার করতে পারছে।

৪। ধার্মিকের স্বপ্ন ইউরোপ-আমেরিকা, অথচ তাদের হৃদয়ে মধ্যযুগ।

৫। গতকাল বাজারে গিয়েছিলাম। পৃথিবী এগিয়ে গেছে। আসছে রমজান। শয়তান আগে আগেই ব্যবসা সংশ্লিষ্টদের হাতে দায়িত্ব অর্পন করে অবসরে গেছে।

ভাঙে কতক, হারায় কতক
যা আছে মোর দামী-
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।


পৃথিবীর সকল মানুষসহ সকল প্রাণী ধর্মবর্ণ নির্বিশেষে সবাই ভালো থাকুক।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:




৫/৬ কেজি ওজনের তরমুজের মুল্য কত?

১৪ ই মার্চ, ২০২১ রাত ১:০৫

রাজীব নুর বলেছেন: কেজি ৫০/৬০ টাকা করে।

২| ১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মালয়েশিয়াতে সারা বছরই তরমুজ পাওয়া যায় ।।
এখানে তরমুজ বিক্রি হয় কেজি দরে।
এখন দাম কিছুটা সহনীয় পর্যায়ে আছে ।
প্রতি কেজির দাম ৩ রিংগিত এর কাছাকাছি।

১৪ ই মার্চ, ২০২১ রাত ১:০৬

রাজীব নুর বলেছেন: ঢাকার চেয়ে দাম বেশী। শুনেছি মালোশিয়ার তরমুজ আমাদের দেশের মতো খেতে স্বাদ না।

৩| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১০:২২

ডঃ এম এ আলী বলেছেন:



কৈ পোস্টের কোথাওতো তরমুজের দেখা পেলাম না!
তবে হাট বাজারে তরমুজ উঠছে বলে জানা যায় এদের ছবি বিভিন্ন জায়গায় দেখাও যায় ।

ছেলে মেয়েরাও একসাথে তরমুজ খাচ্ছে দেখা যায় ।

(ছবি সুত্র : গুগল অন্তরজাল )

পোষ্টের শিরোনামের সাথে মিল রেখে ছবি ও ভিতরে লেখার মধ্যে সামঞ্জস্য রাখলে পোষ্টের আকর্ষন
আরো বাড়বে বলে মনে করি । আমি জানি এটা করা আপনার জন্য কঠীন কোন বিষয় নয় ।
তরমুজ সংক্রান্ত ছবি , তরমুজের বর্তমান বাজার দর , করোনাকালীন সময়ে তরমুজ চাষীদের হাল হকিকত ও অবস্থা ,
তরমুজের বিপনন ব্যবস্থা , তরমুজ থেকে আধুনিক পদ্ধতিতে জুস করে বিপনন করা যায় কিনা ,দেশে তরমুজ চাষাবাদকে
আরো বেশী লকভজনক করা যযায় কিনা , করমুজের রপ্তানী সম্ভাবনাকে কিভাবে ফলপ্রসুভাবে কাজে লাগানো যায় ইত্যাদি
নিয়ে তথ্য ভিত্তিক আলোচনা থাকলে ভাল হত। এর মধ্যে ব্লগার চাঁদ গাজী তরমুজের দাম সম্পর্কে জানতে চেয়েছেন , ব্লগার মোহাম্সামদ সাজ্জাদ মালএশিয়ার তরমুজ এর বাজার দর সম্পর্কে কথা বলেছেন । মনে হয় পাঠক পোষ্টে গিয়ে কি জানতে
ও দেখতে চেয়েছেন তা কিছুটা বুঝা যাচ্ছে !

আসল আনন্দ মৃত্যুর পরে , সঠিক কথা বলেছেন , তবে সে আনন্দ উপভোগ করা যাবে দুনিয়াতে কে কেমন আমল করে
যাবে তার উপর ভিত্তি করে । অবশ্য সেখানে কার কি অবস্থা হবে সেটা একমাত্র আল্লাই নির্ধারণ করবেন । তবে আল্লার
বিধি বিধান অনুসরণ করে ভাল আমল করলে উত্তম প্রতিদান যাওয়া বলে আশা করা যায় ।

১৪ ই মার্চ, ২০২১ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।
কিন্তু অনেকদিন আপনার কোনো নতুন পোষ্ট পাই না।

আসলে পোষ্টের শিরোনাম দিতে গেলেই আমার মাথা কাজ করে না।

৪| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২, অবশ্যই মৃত্যুর পরে। এক মিলনে ৬০/৭০ বছর,সুপার গ্লু দিয়ে আটকে দিবে।আরতো কোন কাজ দেখছি না।

১৪ ই মার্চ, ২০২১ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: হা হা হা-----------

৫| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১১:১৭

ডাব্বা বলেছেন: ছবিটি সুন্দর।

১৪ ই মার্চ, ২০২১ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: ছবিটা সুন্দর হলেও রাস্তাটা সুন্দর না। ভেঙ্গে গেছে। নদীর নাম সম্ভবত বারাশিয়া।

৬| ১৩ ই মার্চ, ২০২১ রাত ১১:২৪

আমি রানা বলেছেন: ধার্মিক শব্দটার আসল অর্থ আজও বুঝতে পারলাম না।

১৪ ই মার্চ, ২০২১ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: যারা ধর্মের নিয়ম কানুন সঠিক ভাবে মেনে চলে তারাই ধার্মিক।

৭| ১৪ ই মার্চ, ২০২১ রাত ২:৩০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একটা তরমুজের ছবি পোস্টে দিলে ভালো করতেন। অবস্থায় ড: আলী ভাই তা পুষিয়ে দিয়েছেন।

১৪ ই মার্চ, ২০২১ রাত ৩:৪৭

রাজীব নুর বলেছেন: আজ বাজার থেকে একটা তরমুজ কিনেছি। তাই শিরোনাম এটা দিয়েছি।

৮| ১৪ ই মার্চ, ২০২১ ভোর ৬:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: ঢাকার চেয়ে দাম বেশী। শুনেছি মালোশিয়ার তরমুজ আমাদের দেশের মতো খেতে স্বাদ না।

কবে এসেছিলেন!

কারো শোনা কথায় কান দেবেন না!

১৪ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: ক্লাশে যখন শিক্ষকেরা জ্ঞানের কথা বলেন সেগুলোও কি শুনবো না?

৯| ১৪ ই মার্চ, ২০২১ সকাল ১১:৩২

নেওয়াজ আলি বলেছেন: রাতে তরমুজ খেলে নাকি পেট ব্যাথা করে । সত্য কিনা,

১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: এ বিষয়ে কিছু জানি না।

১০| ১৪ ই মার্চ, ২০২১ রাত ৯:০৪

ইসিয়াক বলেছেন: তরমুজ খেতে ইচ্ছে করছে।

১৫ ই মার্চ, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: মার বাসায় চলে আসুন। এখনও একটা আস্তো আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.