নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বিশ্ব বিখ্যাত ডাচ আর্টিষ্ট 'Vincent van Gogh'। বিশ্বখ্যাত এই আর্টিষ্ট নিয়ে আমাদের শেখানো হয়, জীবনের শেষ দিকে সে তার মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং যার ফলে সে নিজের কান নিজেই কেটে ফেলে। কথাটা কিন্তু একদম ভূল। কান কেটে ছিল ঠিকই কিন্তু তার বন্ধু আর্টিষ্ট 'Paul Gauguin' এর সাথে তরবারি খেলায় দূর্ঘটনাক্রমে কান কেটে যায়। তবে এই সত্য Vincent van Gogh এর মৃত্যুর আগ পর্যন্ত কেউ জানতে পারেন নাই। কোন এক অজ্ঞাত কারনে দু'জনেই এই বিষয়ে চুপ ছিল।
২। ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাওয়া যায়। কিন্তু প্রকৃতি কাউকে ক্ষমা করে না। সে কঠিন প্রতিশোধ নেয়।
৩। এক জীবনে যতটুকু ভালো ব্যবহার করবেন, ততটুকু ভালো ব্যবহার ফেরত পাবেন। যতটুকু খারাপ ব্যবহার করবেন, ততটুকু খারাপ ব্যবহার পাবেন। এটাই অলিখিত নিয়ম।
৪। ডাক্তারেরা ভেবেছিলেন যে, তিন সামান্য সময় বেঁচে থাকবেন।
ডাক্তার বলেছিল তিনি আর দুই মাস বাঁচবেন। কিন্তু তিনি মারা গেল আরো ৫৪ বছর পরে।
মৃত্যুকে বিলম্বিত করা গেছে, একদিন আটকানোও যাবে।
তিনি মানব সমাজকে অনেক নতুন জ্ঞানের কথা বলে গেছেন, বিশ্ব সম্পর্কে সঠিক ধরণা দিয়ে গেছেন।
উনার শারীরিক অবস্হা ও গবেষণার প্রতি নিবেদিত-প্রাণ দেখে, বিশ্বের সবার মনে উনার জন্য সীমপ্যাথি ছিল।
মানুষকে বিজ্ঞানমনষ্ক করে মানব সভ্যতাকে অনেকটাই এগিয়ে দিয়ে গেছেন।
নতুন হকিংদের জন্ম হোক।
৫। আমাদের দেশে ডাক্তার আর পুলিশদের সবাই খারাপ চোখে দেখে। কিন্তু বিপদের সময় এই দুইজনই আমাদের সবচেয়ে বড় বন্ধু।
৬। এক একটা ওয়াজকারী এক একটা শয়তানের দূত! শব্দ দূষণ হ্রাস করতে ধর্ম প্রচারের পরিসর আইন করে ধর্মশালার মধ্যে সীমাবদ্ধ করা হোক।
১৪ ই মার্চ, ২০২১ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: সহমত।
২| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১:১৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রকৃতির বিষটা প্রমানিত কিন্তু ঈশ্বরের ক্ষমার বিষয়টা প্রমানিত না।
১৫ ই মার্চ, ২০২১ রাত ৩:১৩
রাজীব নুর বলেছেন: হা হা হা---
বিজ্ঞানীরা হয়তো একদিন প্রমান করবে।
৩| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১:১৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৬, আওযাজটা জোরালো হতে হবে,তবেই কাজ হবে।
১৫ ই মার্চ, ২০২১ রাত ৩:১৪
রাজীব নুর বলেছেন: সহমত।
৪| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৩:২৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিজ্ঞানীরা কিভাবে প্রমান করবে।এটা নিয়ে তো পৃথীবির কোন বিজ্ঞানী কাজ করে না।বিজ্ঞানীরা এটাকে ফালতু বিষয় মনে করে।
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: আসলে দুষ্ট ধার্মিকেরা এসব নিয়ে ব্যস্ত থাকে। এটাই উপকার।
৫| ১৫ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩৪
জুল ভার্ন বলেছেন: ঘটনা সত্য কিম্বা মিথ্যা হোক-ঘটনাটা ভালো লেগেছে।
১৫ ই মার্চ, ২০২১ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২১ দুপুর ২:৪৩
কল্পদ্রুম বলেছেন: প্রেমিকার জন্য ভ্যানগগের কান কাটার প্রচলিত মিথটাই পড়তে ভালো লাগে।সত্যি হোক বা না হোক।