নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
ঠাঠারি বাজারে নাকি ভালো মাছ পাওয়া যায়?
মিথ্যে কথা বলেছেন রফিক সাহেব, মিথ্যুক একটা
মনঃক্ষুন্ন হয়ে বাজার থেকে বের হলেন শাহেদ জামাল।
হঠাৎ চোখ গেল এক ঝুড়িতে, ঝুড়ি ভরা কামরাঙ্গা
শাহেদ মুগ্ধ চোখে কামরাঙার দিকে তাকিয়ে রইলেন
দরদাম না করেই বেছে বেছে এক ডজন কিনে নিলেন।
শাহেদ রিকশা নিল, নীলা খুব কামরাঙা পছন্দ করে
শহরের মানুষেরা কামরাঙা খুব একটা পছন্দ করে না
তারা খাবে আপেল, আনার আর কমলা অথবা মাল্টা।
নীলা এক কামড় দিয়েই বলল, হায় খোদা ভীষণ টক
শাহেদ বলল, তবু তো দেশী ফল কিছুটা টক তো হবেই
নীলা বলল, এই ফল কি রান্না করে খাওয়া যায়?
এই কথায় শাহেদ বেশ দুঃখ পেল, তবু বলল-
একটু বিট লবন নিয়ে নাও, তখন বেশ লাগবে খেতে।
অদ্ভুত এক উত্তেজনা বোধ করে শাহেদ নীলার জন্য
শাহেদের মনে পড়লো, তাদের পাশের বাসায় বিশাল
দু'টো কামরাঙা গাছ ছিল। কি মিষ্টি স্বাদ! টিনের চাল-
বেয়ে গাছে উঠে ইচ্ছে মতোন চুরি করতো কামরাঙা
মা বলতেন, চুরি করে কামরাঙা খেলে জ্বর হয় জানিস!
(আমি কবিতা লিখতে পারি না। কবিতার মতোন করে কিছু একটা লিখতে চেষ্টা করেছি। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। জানি কবিতার 'ক'ও হয়নি। আসলে প্রচন্ড রোদ। বাসে করে উত্তরা যাচ্ছি। জানালা ভরে গায়ে রোদ লাগছে। আহ রোদের কি তাপ! যেন চামড়া পুড়ে যাচ্ছে। রোদের তাপ থেকে বাঁচার জন্য মোবাইলে এ কবিতাটা লিখে ফেললাম। সবাই ক্ষমা করবেন, কবিতা নাম দিয়ে এই অখাদ্য লেখার জন্য। যাই হোক, সাবধান থাকবেন। করোনা আবার বাড়ছে। গত কয়েকদিন ধরে এখন প্রতিদিন নতুন করে এক হাজারের বেশী করোনায় আক্রান্ত হচ্ছে। আবার মৃত্যু সংখ্যাও বাড়ছে।)
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: বাহ।
আর কি দেখলে মেয়ে সন্তান হয়?
২| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:২৮
ইসিয়াক বলেছেন:
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: !
৩| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১০:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কামরাঙার অনেক গুন কিন্তু কেন জানি খেতে পারি না।
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: আমারও ভালো লাগে না।
৪| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: বাহ।
আর কি দেখলে মেয়ে সন্তান হয়?
আপনি কি দেখেছিলেন মনে আছে??? !!
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: আমি কত রকমের স্বপ্ন দেখি। তার হিসাব নাই।
৫| ১৬ ই মার্চ, ২০২১ ভোর ৬:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই নামে ৯০ এর দশকে ঢাকায় অনেক পিনআপ পত্রিকা পাওয়া যেত।
বিক্রতারা পাঠকদের দারুণভাবে ঠকাতো।
১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: সেই সব পত্রিকার দিন শেষ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২১ রাত ৯:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
স্বপ্নে আপেল পাওয়া দেখলে ঘরে ছেলে সন্তানের জন্ম হয়।