নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শূন্য হয়ে বসে আছি...

১৮ ই মার্চ, ২০২১ রাত ১২:২৯

ছবিঃ পরীর আঁকা।

চূড়ায় কি করে উঠতে হয় তা নিয়ে ভাবতে হয় না,
চূড়ায় উঠতেই হবে, শুধু এটাই ভাবতে হয়।


আসলেই কি জনগন সকল শক্তির উৎস?
দুর্নীতি করে আপনারা ব্যাংকে কারি-কারি টাকা জমিয়েছেন। আমরা যারা দিন আনি দিন খাই তাদের কি রকম অবস্থা হয় বুঝেন? আমি নিজের চোখে দেখেছি- ছোট ছোট শিশুদের দুধের বদলে ভাতের মার খেতে দেওয়া হয়। আমাদের দেশে অনেক গুলো টেলিভিশন চ্যানেল। কিন্তু খবর এবং টক শো ছাড়া আর কিছু দেখার খুঁজে পাই না। জীবনে এক মানুষের কতো রকম বদলে যাওয়া! কতো যে চরিত্রে সে! দাঁড়িয়াল মুমিন্সকে ইন্টারভিউতে রিজেক্ট করায় হাঙ্গামার পর আড়ং কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করে সেই মুমিন্সকে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছে।

রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে জনগনের সেবা করা।
আমাদের দেশের রাজনৈতিক দল গুলো রাজনীতি করে স্রেফ ক্ষমতায় যাওয়ার জন্য। তারা দেশকে ভালোবাসে না- ক্ষমতাকে ভালোবাসে। মানুষ যখন মানুষের ব্যথা বোঝে, মানুষের বিপদে মানুষ যখন পাশে দাঁড়ায়, যখন মানুষ মানুষের জন্য হাসে এবং কাঁদে, আকাশের ফিরেশতারা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে।

একটি বীজ হয়তো খুব ছোট, কিন্তু তার মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা। তুমি ক্ষুদ্রতার কথা ভেবো না, সম্ভাবনার কথা ভাবো! একটি বীজ হয়তো খুব ছোট, কিন্তু তার মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা। তুমি ক্ষুদ্রতার কথা ভেবো না, সম্ভাবনার কথা ভাবো। দেশটা আমাদের সবার, আমরাও দেশের জনগনের অংশ। কাজেই কাউকে নতুন করে কিছু বলার নাই, সবাই সবকিছু মোটামুটি জানেন।

ঈমানী জোশওয়ালা ভাইয়েরা সহজ সরল হিন্দুদের ঘড় বাড়ি ভাঙচুর করে কত কেজি সোওয়াব পেল? উপমহাদেশের প্রত্যেক দেশ ও ধর্মেই এমন কিছু জোস ওয়ালা অমানুষ আছে। সংবিধানে আছে ‌'গণপ্রজান্ত্রী বাংলাদেশ' অথচ আজো দেশের জনগন এই প্রজাতন্ত্রের মালিক হয়ে উঠতে পারেনি। প্রজাতন্ত্রের কর্মচারীরাই দাঁত ভেঞ্চি কাটে মালিকদের উপর, এটাই যেন চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে। 'কাদের টাকায় তোমাদের মাইনে হয়' বঙ্গবন্ধুর সেই নির্দেশ-আদেশ আজো বাস্তবায়ন হয়নি। হায় বাংলাদেশ! পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশ! সবচেয়ে কার্যকরী ঘুমের ঔষধ হলো ধর্ম। ইহা মানুষের স্বাধীন চিন্তা ভাবনাকে ঘুম পাড়িয়ে রাখে। যারা ঘুমের মধ্যে আছে থাকনা।তাতে আপনার সমস্যা কোথায়?আপনি স্বাধীন ভাবে পত পত করে উড়তে থাকেন।এতেও অন্য কারো সমস্যা হওয়ার কথা না।

শুভ জন্মদিন, বঙ্গবন্ধু!
প্রতিদিন জন্ম হোক আপনার আলাদা আলাদা মায়ের গর্ভে! প্রত্যেকেই হোক স্মরণীয় বরণীয়! তাদের সবার জাগতিক আয়ু হোক অন্ত:ত ১০০ বছর!


মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আজকে যারা লুটপাটে অংশ নিয়েছে তারা অনেকেই মাদ্রাসার ছাত্র।আসলে এক একটা মাদ্রাসা এক একটা ছোট খাট দুর্গ।এটা বন্ধ করতে না পারলে এই রকম আক্রমন বন্ধ হবে না।মানুষের মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার।খুবই দুঃখ জনক ঘটনা।ভারতে এর প্রতিক্রিয়া হতে পারে এটাই তারা চায়।

১৮ ই মার্চ, ২০২১ রাত ৩:২৩

রাজীব নুর বলেছেন: মাদ্রাসা এক অভিশাপের নাম।

২| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:



পরী ভালোই এঁকেছে।

১৮ ই মার্চ, ২০২১ রাত ৩:২৪

রাজীব নুর বলেছেন: স্কুলে এই ছবি একে ফাস্ট প্রাইজ পেয়েছে।

৩| ১৮ ই মার্চ, ২০২১ রাত ১:৫৯

অনল চৌধুরী বলেছেন: রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে জনগনের সেবা করা - বাংলাদেশে রাজনীতি করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দুর্নীতি আর লুটপট করা, সেটা সামরিক-বা গণতন্ত্রী নামধারী-যেটাই হোক। চুরি বন্ধ হলে দেশ এতোদিনে উন্নত হয়ে যেতো।

ঈমানী জোশওয়ালা ভাইয়েরা সহজ সরল হিন্দুদের ঘড় বাড়ি ভাঙচুর করে কত কেজি সোওয়াব পেল?- হিন্দু হলেই কেউ সহজ সরল হয়ে যায় না। হাজার কোটি টাকা লুটপাটকারী জেলার পার্থপ্রতিম, পিকে হালদার আর আমার বাড়ির জায়গা দখল করার শিবু সাহা তার প্রমাণ।
তবে কোনো হামলা বা সন্ত্রাস গ্রহণযোগ্য না। জামাতিদের বিচার হতে হবে।

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: ক্ষমতাবানরা অন্যের জায়গা দখল করে। এটা সারা বাংলাদেশের চিত্র।

৪| ১৮ ই মার্চ, ২০২১ ভোর ৪:১৮

কবিতা ক্থ্য বলেছেন: চোরদের জায়গা হয় জেলখানায়,
আমাদের দেশে চোরদের জায়গা- সংসদভবন।
যে যত বড় চোর, সে তত বড় নেতা।

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: আলাহর মাইর দুনিয়ার বাইর।

৫| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:১৬

আমি সাজিদ বলেছেন: আপনার মেয়েকে ভাষনটা মুখস্ত করিয়েছেন?

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: না করাবো। আর একটূ বড় হোক।

৬| ১৮ ই মার্চ, ২০২১ সকাল ৯:৪৯

জুল ভার্ন বলেছেন: সুন্দর ছবি এঁকেছে। শুভ কামনা।

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: এই ছবি একে স্কুলে প্রথম পুরস্কার পেয়েছে।

৭| ১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর এঁকেছে পরী মাশাআল্লাহ

১৮ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: ঝাজাকাল্লাহ খাইরন।

৮| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরীর আকাটা ফেসবুকে দেখেছি, মাইয়াটার জন্য শুভকামনা

১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব।

৯| ১৮ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরীর আকাটা ফেসবুকে দেখেছি, মাইয়াটার জন্য শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.