নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সময়ঃ বিকাল। স্থানঃ মিরপুর- দুই
আকাশের অবস্থা ভালো না। আজ খুব বৃষ্টি হবে
কয়টা বাজে?
মেয়েটি তেজ দেখিয়ে বলল- জানি না
মোবাইলে সময় দেখে বলুন
মেয়েটি বলল- পারব না।
আপনি তো একটা বেয়াদপ মেয়ে
তুই বেয়াদপ, তোর চৌদ্দ গুষ্টি বেয়াদপ
ছেলেটি বলল- এত রাগ করার কি আছে? আপনি কি ক্ষুধার্থ?
ক্ষুধার্থ মানুষ দ্রুত রেগে যায়।
চুপ। আর একটা কথা বললে- ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিবো
মেয়েটির কথা শেষ হওয়ার আগেই বৃষ্টি শুরু হলো
ছেলেটি একটা রিকশা নিয়ে বলল- তাড়াতাড়ি উঠুন, ভিজে যাবেন
মেয়েটি বলল- আমি কেন আপনার সাথে রিকশায় উঠবো!
ছেলেটি বলল, এখন তর্ক করার সময় নয়
একটা হাত বাড়িয়ে দিলো মেয়েটির দিকে
মেয়েটি রিকশায় উঠে বসল।
২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: সে বিরাট ইতিহাস। অন্য কোনো সময় বলব।
২| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: গল্পকবিতা
২৪ শে মার্চ, ২০২১ রাত ১:৩৭
রাজীব নুর বলেছেন: এই আর কি?
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৬
আমি সাজিদ বলেছেন: মিরপুর দুইয়ের কোন জায়গায় এই কথপোকথনটা হলো? তাদের দেখাই হলো কিভাবে?