নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথের গান গাই

২৬ শে মার্চ, ২০২১ রাত ১০:০৪



রোদে ভিজে কাক হয়েছি,
তোমার সামনে দাঁড়ানো যায়?
যখন আনন্দে থাকি,
মাথার চুল মুঠোয় পুরে টানতে থাকি।

চারদিকে দুঃখের হাতছানি
স্পর্শ করি আনন্দের প্রজাপতিটিকে
কাল সারারাত ছিল না বৃষ্টি, ছিল না ঘূনি ঝঁড়।

কান্না ছাড়া কোনো মানব মানবী হয় না
আকাশ মেঘে মেঘে ভরে গেলেই বৃষ্টি হয়
বুকে দুঃখ কষ্ট থাকলেই কান্না আসে না,
মেঘ ডাকলেই মেঘে মেঘে বিদুৎ চমকায় না।

এমনও বৃষ্টি আছে জলহীন
এমনও কান্না আছে জলহীন
কোথাও কেউ নেই-কিন্তু
তোমাকে আমি খুঁজে বেড়াই।

রাজকন্যা কখন তোমার ঘুম ভাঙ্গবে?
এই বর্ষা শেষ হওয়ার আগে
তোমার আমার দেখা হবে কিনা?
মনে জাগে সংশয়, কিংবা আর কোনো দিন?
পথে যেতে যেতে ভুল সুরে গান গাই-রবীন্দ্রনাথের।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১০:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

উনার বই পড়ে কেউ কি জান্নাতে যাবে ?

যার বই পড়ে জান্নাতে যাবার কোনো রাস্তা নেই তার বই পড়ার কোন দরকার নেই।

২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: আজ কি মেজাজ খুব বেশী গরম?

২| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৬

জগতারন বলেছেন:
আমি রবীন্দ্রনাথ'কে পছন্দ করি না।
পারতে সাধ্যে তার কোন লিখা ও তার লিখা গান শুনি না।

২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৪

রাজীব নুর বলেছেন: এটা কি এখন না। না সব সময়।

৩| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:০৯

পাঁচ-মিশালি বলেছেন: পথে যেতে যেতে ভুল সুরে গান গাই-রবীন্দ্রনাথের।[/sb
গান ,সঙ্গীত ইত্যাদি হারাম। ছবি আঁকা ,তারপরে ভাস্কর্য ইত্যাদিও হারাম। ধরেন আপনি ছবি আঁকেন , এখন হাশরের ময়দানে আল্লাহ যদি আপনাকে বলেন এতে প্রাণসঞ্চার করো ,তাহলে আপনি ব্যর্থ হবেন এবং এর ফল জাহান্নাম বাস। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ব্লগার নীল আকাশ এব্যাপারে -মানে ,গান ,সঙ্গীত ইত্যাদি হারাম -এই বিষয়ে বিস্তারিত পোষ্ট দিয়েছিলেন। পার্শবর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের ব্লগার জনাব পদাতিক চৌধুরী উক্ত পোস্টটিতে কমেন্ট করতে এসে প্রথম স্থান অধিকার করা ছাড়াও ভালোবাসা ,লাইক ,প্লাস ইত্যাদিতে ভরিয়ে দিয়েছিলেন এবং প্রিয়তে নিয়েছিলেন। আল্লাহ এনাদের উত্তম প্রতিদান দিবেন।

২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: আমি ভাই ধার্মিক নই।

৪| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:১৫

শোভন শামস বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



স্বাধীনতার জয়ন্তী পালন করেছেন মানুস?

২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: না।

৬| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লাহ প্রথমেই বলবেন তুমি রবীন্দ্রনাথের গান শুনেছ,যদি উত্তর হয় না।তখন আল্লাহ বলবেন,তবে আর বেহেস্তে যেয়ে কি করবে,তুমি দোজখেই যাও।

২৭ শে মার্চ, ২০২১ রাত ২:০৮

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.