নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
সোনা বন্ধু রে!
তোর সাথে মোর ভাব রাখা দায়,
তোর সাথে মোর প্রেম রাখা দায়-
আজব এ দুনিয়ায়।
১। উগ্র মৌলবাদ দমানো না গেলে এদেশে স্বাধীনতার ৫০০ বছরেও সুফল পাওয়া যাবে না। দেশের এক একটা মাওলা এক একটা ভাইরাস বোমা। মৌলবাদী গোষ্ঠী দের অনেক আগেই শায়েস্তা করা উচিত ছিল এরা কিছু হলেই নাস্তিক কাফের মুরতাদ ইত্যাদি ট্যাগ হামলা করে জনগণের জানমালের ক্ষতি করে।
২। আমার জন্ম যদি ১৯৩৫ সালে হতো- তাহলে ৪৭ এ দেশ ভাগ পেতাম, ৫২ তে ভাষা আন্দোলন, ৭১ এ মুক্তিযুদ্ধ পেতাম। সব গুলোতে'ই অংশ গ্রহন করতাম। বেঁচে থাকলে বৃদ্ধ বয়সে মুক্তিযোদ্ধা ভাতা পেতাম। নাতী-পুতিকে নিজের অভিজ্ঞতা থেকে গল্প শোনাতাম।
৩। বুক ফুলিয়ে গর্বে চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমরা বাঙালি। কিন্তু ... আজ আমি হেফাজতের কান্ড দেখে হতাশ। যাই হোক, সামনে পয়লা বৈশাখ এবং রোজা। আর এরকম কোন গর্হিত ঘটনা দেখতে চাইনা।
৪। আমাদের মানসিকতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে, অন্যের কষ্ট দেখে, অন্যের অসহায়ত্ব দেখে আমরা মজা নিতেও কার্পণ্য করি না।
৫। আমার কাছে রহস্যময় মনে হয়, এই নিখিল বিশ্বের প্রতিপালক ট্রিলিয়ন গ্যালাক্সির নির্মাতা কেন মানুষের মত অতি নিম্নবর্গের এক প্রাণীর প্রার্থনার জন্য এমন মুখিয়ে থাকেন?
৬। ধর্মগ্রন্থের বাণী যে বাস্তব জগতে অসার সেইটা বুঝে উঠতে ধর্মান্ধদের পক্ষে বেশ কঠিন। ধর্ম আছে বলেই পৃথিবীতে এত অশান্তি! ধার্মিকরাই বৈষম্য মারামারি কাটাকাটিতে ব্যাস্ত।
৭। কোটি টাকা দিয়ে রোবট সুফিয়াকে আনা হয়, হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট উড়ানো হয়, আতশবাজি ফুটানো হয় অথচ মাত্র ২২ তলা পর্যন্ত উঠবার সিঁড়ি নাই ফায়ার সার্ভিসের! আসলে, মানুষকে দোষারোপ করে লাভ কি? পুরো ঢাকা শহরে কোন নিয়ম শৃংখলা নাই, ফুটপাতে বাইক উঠিয়ে দেয়, অযথা বিকট হর্ন দেয়, যেখানে খুশি গাড়ি পার্কিং করে রাখে- সেখানে সাধারন মানুষের আচরনতো এমনই হবার কথা। তাদেরতো আর উন্নত দেশের আইন শৃংখলা দেখার সুযোগ হয় নাই।
৮। ওরা, জাতীয় সংগীত গাইবে না।
ওরা, জাতীয় পতাকা উত্তোলন করবে না।
ওরা, শহীদ মিনারে ফুল দেয়াকে হিন্দুয়ানী বলবে।
ওরা, নারীদের পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার সীমা রেখা টেনে দিবে।
ওরা, নিজেদের মতাদর্শের বাহিরে অন্যদের অমুসলিম ঘোষনা করে, নাস্তিক কাফের মুরতাদ ডাকবে।
ওরা, জাতির পিতার ভাষ্কর্য হতে দিবে না।
ওরা, বাঙালি জাতির পিতা মানে না।
কিন্তু, ওদেরকে শাসন বারণ কিছুই করা যাবে না!
৩০ শে মার্চ, ২০২১ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: মাদ্রসা চির বিদায় করে দেওয়ার এখনই সময়।
২| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১১:৫০
Subdeb ghosh বলেছেন: মৌলবাদ প্রসারের কারণ হচ্ছে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর সীমাহীন ব্যর্থতা।
৩০ শে মার্চ, ২০২১ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৩| ৩০ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শাসক শ্রেনীর পক্ষ থেকে জনগনকে সচেতন করা করা হয় নাই কোন সরকারের আমলেই।জনগনের ভিতর থেকেও সঠিক কোন রাজনৈতিক দল গড়ে উঠেনি।অনেকেই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ,এই সুযোগে অপশক্তি বেড়ে গেছে অনেক দুর।
বর্তমানে সংসদে আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠ,তারা পারে সংবিধানের একটা বিরাট পরিবর্তন এনে একটা নিরপেক্ষ নির্বাচন দিতে।দেশকে একটা সঠিক পথে আনতে।রাষ্ট্রধর্ম,বিসমিল্লাহ,ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করে একটা বিল আনতে।তাতে করে দেশে যদি একটা হৈচৈ হয়ও কিন্তু দেশটা সঠিক পথে চলে আসবে।
৩০ শে মার্চ, ২০২১ রাত ১:২৭
রাজীব নুর বলেছেন: নিরপেক্ষ নির্বাচন এই দেশে সম্ভব না।
৪| ৩০ শে মার্চ, ২০২১ রাত ২:৩৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নিরপেক্ষ নির্বাচনে চোরও যদি ক্ষমতায় আসে তাদের হাতেই ক্ষমতা ছেড়ে দিতে হবে।প্রতিটা নাগরিক যেন নিরাপদ থাকে সংবিধানে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।ক্ষমতার ভারসাম্য আনতে হবে।বর্তমান সরকার চাইলে সেটা করতে পারে।এই ভাবে চললে তালেবানদের ক্ষমতায় আসা ঠেকাতে পারবে না।তখন আমও যাবে ছালাও যাবে।আমারতো মনে হয় সংবিধানের আধুনিকায়ন করে নিরপেক্ষ নির্বাচন দিলে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে।
৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন এ দেশের প্রধানমন্ত্রী হয়েই বেঁচে থাকবেন। আমৃত্যু তিনি ক্ষমতা আকোড়ে থাকবেন। এরপর ক্ষমতায় বসবেন তার বোন শেখ রেহেনা অথবা তার ছেলে জয়। পুতুলও দেশের প্রধানমন্ত্রী হবেন হয়তো।
৫| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৩:০৯
রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ আসবে না। নো চান্স।
৬| ৩০ শে মার্চ, ২০২১ সকাল ১১:০৯
ইসিয়াক বলেছেন: মুক্তিযোদ্ধা ভাতার প্রতি হঠাৎ আপনার চাহিদা হলো কেন?
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: আমি নিজের জন্য কিছু ভাবি না। সবার ভাবনাই আমার ভাবনা।
৭| ৩০ শে মার্চ, ২০২১ সকাল ১১:১৬
ইসিয়াক বলেছেন: কেউ নাস্তিক মুরতাদ বললে কি হয়? বলুক ওদের যা খুশি। গত ক'দিনে ফেসবুকে কতজনই তো মুরতাদ বলল আমাকে।
আমি তাদের কমেন্টর কোন উত্তরই দেইনি, শুধু আন ফ্রেন্ড করে ব্লক মেরে দিয়েছি।
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: আনফ্রেন্ড বা ব্লক না করে তাদের কথার জবার দেওয়ার দরকার ছিলো।
৮| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩৮
ইসিয়াক বলেছেন: ওরা সংখ্যায় অনেক এবং কথা বার্তায় অসংযত। যুক্তি তর্কের ধার ধারে না। তারপরেও আমি কি লিখবো না লিখবো তারা ঠিক করে দেওয়ার কে?
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: আপনার লেখা তো পাঠকের জন্যই। তাই পাঠকরা অনেল কিছু বলতে পারেই।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
ওরা বেদুইন সংক্কৃতির মানুষ, ওদের হাতে মাদ্রাসা থাকলে ইহা চলতে থাকবে।