নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জনগন \'লকডাউন\' প্রত্যাক্ষান করলো কেন?

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৪



জনগন লকডাউন প্রত্যাক্ষান করছে।
রাস্তায় লোকজন দিয়ে ভরা। যানবাহন দিয়ে ভরা। এমনকি রাস্তায় অন্যদিনের মতোন জ্যাম লেগে গেছে। একটা দেশের জনগন কেন দেশের সরকারের কথা মানবে না? এটা কিসের আলামত? বিরোধী দলের হরতাল যেমন লোকজন প্রত্যাক্ষান করে, তেমনি এবার জনগন 'লকডাউন' প্রত্যাক্ষান করেছে। সরকার তো আমাদের ভালোর জন্যই লকডাউন দিয়েছে। ৫০ বছরেও আমরা একটুও বদলাই নাই। আমাদের জনসংখ্যানীতি ঠিক নাই, শিক্ষানীতি ঠিক, স্বাস্থ্যনীতি ঠিক নাই, আবাসননীতি ঠিক নাই, পরিবেশনীতি ঠিক নাই, কেবল দুর্নীতিটা আছে। বেশ ভালো ভাবেই আছে।

হেফাজত আর করোনা দুটোই প্রশ্রয় পেয়ে উল্লম্ফন করছে!
একদিকে ভয়াবহ মহামারী, আরেকদিকে রাজনৈতিক অস্থিরতা। এর মাঝে লকডাউন এসেছে। সেটা কেউ মানছেন না। ফলে আমার মতো অতি সাধারণ মানুষের জন্য জীবন হয়ে উঠেছে মাত্রাতিরিক্ত চাপ ও চ্যালেঞ্জের। আমাদের পিঠ চাপড়ে অনেকেই শ্বান্তনা দেয়ার ভাষায় বলেন, সহ্য করো, সহ্য করো! আর কত সহ্য করবো? দেয়ালে তো পিঠ ঠেকে গেছে। ঢাকা শহরে কোথাও 'লকডাউন' হচ্ছে না। এতে সরকার কি কিছুটা লজ্জা পাবে? এদিকে 'লকডাউন' উপলক্ষ্যে বাজারে আরেক পশলা জিনিসপত্রের দাম বেড়েছে। গতকাল বাজারে গিয়ে আমি তো অবাক!

সরকারের গোলামি করে মিডিয়া।
আমাদের দূর্ভাগ্য যে কিছু কিছু গণমাধ্যমের ভাবে মনে হয় তারা সরকারের পা চাটতে পারলেই খুশি। নীতি নৈতিকতা দিয়া কী করমু? ধুইয়া পানি খামু? এটাই যেনো তাদের জীবনের ব্রত। এদিকে লকডাউনে মার্কেট ও শপিং মল বন্ধের সিদ্ধান্তের বিরোধীতা করে বিক্ষোভ করছেন ঢাকার নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচকসহ আশপাশের এলাকার ব্যবসায়ীরা। সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এর মধ্যে প্রতিদিন বেলা ১২ থেকে ৫টা অবধি বইমেলা চলবে জানিয়েছে বাংলা একাডেমি। লকডাউনের মধ্যে কেউ মেলায় আসতে না পারলেও আয়োজকদের কোনও সমস্যা নেই। বাংলা একাডেমিতে কোনো যোগ্যলোক নেই।

তামাশার লকডাউন!
এখন দেশের চেয়ে দল বড়, দলের নেতা বড়, কাজেই দেশের বারোটা বাজবে। এটাই স্বাভাবিক। লকডাউন প্রত্যাহারের দাবিতে নিউমার্কেটে মানববন্ধন করছেন করেন, কিন্তু মানববন্ধনের নামে অমানবিক ভাংচুর করছেন কেনো? মানুষের গাড়ি ভেঙে অন্যর সম্পদ নষ্ট করার অধিকার আপনাদের কে দিয়েছে? দেশটা কি ছাগলের খামার! ভুলভাল সিদ্ধান্তেরও কোনো জুড়ি নাই! জীবনে ঠিকঠাক ভাবে শিখছি শুধু ভাত খাওয়া। ভাতের মতো কোনও খাবারেই এতো তৃপ্তি পাই না। তিনবেলা প্লেট ভরে ভরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা সাদা ভাত না খেতে পারলে, মনে হয় আজ উপোস আছি।

গতকাল সন্ধ্যায় ঝড় হয়েছে।
গতকাল সন্ধ্যায় শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার! নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনাটি ঘটে। তবে বই মেলার তেমন ক্ষতি হয়নি। আমার সামান্য ক্ষতি হয়েছে। ছাদে আমার আম গাছে বেশ কিছু আম পড়ে গেছে। যাই হোক, আমি এখন খেতে যাই। আমার খুধা লাগছে। আজ সুরভি বেশ ভালো ভালো খাবার রান্না করেছে। লকডাউন বলে তো আর না খেয়ে থাকতে পারি না। বরং এ সময় গুলোতে আরো বেশী খাওয়া দরকার। সবাই ভালো থাকুন। করোনা থেকে সাবধান থাকুন। এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সবাইকে অভিনন্দন!

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



গত বছর সরকারী খাতে কিংবা প্রাইভেটে শিক্ষিতদের নতুন করে চাকুরী হয়েছে?
করোনা এভাবে ঝুলতে থাকলে কি চাকুরী হবে? মানুষ কি ইহা বুঝতে পারছে?

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: সাধারণ মানুষ সবই বুঝতে পারে, শূধু বুঝতে পারে না রাজনীতিবিদরা।

২| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০০

পুলক ঢালী বলেছেন: গাজীভাই প্রত্যাখ্যান বানান এই রকম।

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭

আহলান বলেছেন: কথায় আছে প্রয়োজন আইন মানে না!

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: ইয়েস,

৪| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৪

ঢাবিয়ান বলেছেন: পেটে ভাত না থাকলে জোগান দেবে কে? রাস্তায় না নেমে কি করবে মানুষ?

এইসব লকডাউন না দিয়ে তাই দরকার স্বাস্থবিধি মেনে চলা নিশ্চিত করা। মাস্ক না পড়লে এবং জটলা করলেই ফাইন অথবা বেতের বাড়ি। এতেই অনেক বেশি কাজ হবে।

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: সহমত।

৫| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮

ইসিয়াক বলেছেন: পেটে ভাত না থাকলে কে জোগাবে খাবার? কেউ না। লকডাউন আমাদের দেশের জন্য সমাধান নয়। এই লকডাউন দেওয়াতে কত হাজার হাজার বেসরকারি কর্মচারী বেতন পায়নি আপনি খোঁজ নিয়ে দেখেছেন? শুধু পোস্ট লিখলে হবে না। বাইরে বেরিয়ে আসেন।অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তারপর এদের সাক্ষাৎকার নিন।এদের কষ্টের কথা দুঃখের কথা, চাকরি হারানোর কথা। দেনা শোধ করতে না পারার লজ্জার কথা। পদে পদে অপমানিত হবার কথা শুনে দেখেন তখন হয়তো বুঝতে পারবেন আসল পরিস্থিতি।

এদের যে কেউ নেই। স্বংয় ঈশ্বরও থাকেন ঐ ভদ্র পল্লীতে।

আমিও শিরোনাম পড়ে কমেন্ট করলাম। পোস্ট পড়িনি।

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি অলস।

৬| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

প্রত্যাখ্যান বানানটি শুদ্ধ করে নিন !!

লকডাউন সম্ভবত বাড়তেই থাকবে !

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: না শুদ্ধ করবো না। এটাই থাক। ভুল থেকেই শিক্ষা নিতে হবে।

৭| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইসসসস

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: !

৮| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৭

ইসিয়াক বলেছেন: লকডাউন নিয়ে পোস্ট। মোরগের ছবি কেন? আপনি তো দেখছি ভীষণ অলস হয়ে গেছেন। যাহোক লকডাউনের হালচালের উপর ছবি দেয়া উচিত ছিলো।

নিজে শুধু ভালো খাবার খেলে হবে না, বাড়ির আশেপাশের গরীব প্রতিবেশি, বাসার সাহায্যকারি গৃহকর্মী বা অন্যান্যরা এই লকডাউনে ঠিক মতো খাবার পাচ্ছে কিনা একটু খোঁজ নিয়েন। শোনা যাচ্ছে লকডাউন আরো দীর্ঘ হবে।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: আমি অলস না।
আগে আমি তো খেয়ে বাঁচি। তারপর অন্যের খবর নিবো।

৯| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

ভুয়া মফিজ বলেছেন: কোন দেশের জনগনই লক ডাউন ঠিকমতো মানতে চায় না। সরকারী ঘোষণা, সরকারের দায়িত্ব এটা বাস্তবায়নের দিকে নজর দেয়া।

আমিও পোষ্ট না পড়েই মন্তব্য করলাম। =p~

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: ওকে।

১০| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৯

পুলক ঢালী বলেছেন: রাজীব ভাই আমি পোষ্ট না পড়ার কারনে ভেবেছিলাম গাজী ভাইয়ের পোষ্ট পরে দেখি আপনার পোষ্ট যেহেতু গাজীভাইয়ের নাম উল্লেখ করা আছে সেহেতু মন্তব্য মুছে দেওয়াই ভাল। আমার ৩ টি মন্তব্যই মুছে দিন।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: ওকে। মুছে দিলাম।

১১| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালো লোক রাজনীতিতে না আসলে এমনই চলতে থাকবে।সরকারের কথা জনগন শুনবে না,জনগনের কথা সরকার শুনবে না।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো লোক বাংলাদেশে নাই।

১২| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৪১

অজ্ঞ বালক বলেছেন: লকডাউন মানার কোনো কারণ নাই। মানুষ মারার কারবার।

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: লকডাউন এক অভিশাপের নাম।

১৩| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:১৩

লাতিনো বলেছেন: লকডাউন করার নিয়ম আছে। সেই নিয়ম না মেনে 'উঠ ছেড়ি তোর বিয়ে' স্টাইলে লকডাউন করে দিলে মানুষ মানবে কেন?

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: কিন্তু সরকার তো আমাদের ভালোর জন্যই লকডাউন দিয়েছে।

১৪| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

লাতিনো বলেছেন: লকডাউন দিতে হলে আগে মানুষকে সচেতন করতে হয়। অফিসের বড় কর্তাদের সাথে কথা বলে অফিস বন্ধ রাখার ব্যবস্থা রাখতে হয়। অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করতে হয়। ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করতে হয়। এগুলো না করে বলা নাই, কওয়া নেই, লকডাউন দেয়া মানে মানুষকে বিপদে ফেলা।

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: সহমত।

১৫| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩২

ভুয়া মফিজ বলেছেন: ১২ নং মন্তব্যঃ লেখক বলেছেন: লকডাউন এক অভিশাপের নাম।
১৩ নং মন্তব্যঃ লেখক বলেছেন: সরকার তো আমাদের ভালোর জন্যই লকডাউন দিয়েছে।


সিদ্ধান্তঃ সরকার সাধারন মানুষের জন্য অভিশাপ নিয়ে এসেছে। এরই অপর নাম ''দুই নৌকায় পা''!!! =p~ =p~

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: দুই পথ দুই দিকে গেছে। এখন যদি দুইপথকে টেনে একসাথে করেন তাহলে তো সমস্যা।

১৬| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল রাজনৈতিক দল মানুষকে ভালো হতে সাহায্য করে।একে অন্যের পরিপূরক।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে কোনো ভালো মানুষ নাই।
যাদেরকে ভালো মনে হয়, আসলে তারা মুখোশ পড়ে আছে।

১৭| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩১

আঁধার রাত বলেছেন: আমার একজন কলিগ লকডাউন না মানায় সাধারন মানুষের বিবেচনাবোধ নিয়ে সন্দেহ পোষন করায় বললাম। পয়লা বৈশাখের ভাতা কি একাউন্টে ডুকছে? হ্যঁ বলতে বললাম ঐ যে রিকসাওয়ালা ওর কোন একাউন্টই নাই। দিন শেষে চাল আলু কিনে বাসায় না ফিরলে উপোস।

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: সেটাই প্রয়োজন মানুষকে নিয়ম ভাঙতে শেখায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.