নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাকে রাগাবেন না, প্লীজ

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৬

ছবিঃ আমার তোলা।

১। একটা গরুর গলায় দশ হাত লম্বা মোটা দড়ি বাঁধা। সেখান থেকে পঁচিশ হাত দূরে এক আঁটি ঘাস আছে। কেউ ঘাস এগিয়ে দিল না, দড়ি ছিঁড়তে হলো না, অথচ গোরু অনায়াসে সেই ঘাস খেয়ে ফেলল। বলুন তো, এটা কী করে সম্ভব হয়?

২। শেক্সপিয়রের শ্রেষ্ঠ ৩টি কমেডি হলো- 'অ্যাজ ইউ লাইক ইট', 'টুয়েলফথ নাইট', 'ম্যাচ অ্যাডো অ্যাবাউট নাথিং'। এই কমেডি গুলোর মধ্যে মানব জীবন এক অসামান্য সৌন্দর্যে প্রস্ফুটিত হয়ে আছে। হাসি কান্না আনন্দ সুখ দুঃখ মজার এক আশ্চর্য সংমিশ্রণ ঘটেছে এই নাটক গুলোর মধ্যে। নাটকের সেই সমস্ত পাত্র-পাত্রী যারা সকল অবস্থার সাথে নিজেদের মানিয়ে নিয়েছে, অন্যকে ভালোবেসেছে, তারাই একমাত্র জীবনে সুখী হতে পেরেছে। এই কমেডির নায়িকারা সকলেই আদর্শ চরিত্রের। অন্যের প্রতি তারা সহৃদয়। পরের জন্য তারা দ্বিধাহীন চিত্তে নিজেদের স্বার্থ বিসর্জন দেয়। একদিকে তারা করুণাময়ী অন্যদিকে তারা বুদ্ধিমতী। শেক্সপিয়রের কমেডিতে নারী চরিত্রের শ্রেষ্ঠত্বের কাছে পুরুষেরা ম্লান হয়ে যায়।

৩। যে লেখক লেখাকে যন্ত্রনা মনে করেন তিনি কখনো লেখক হতে পারেন না। ঠিক তেমনি যে রাঁধুনি রান্নাকে যন্ত্রনা মনে করেন তিনি রাঁধুনি হতে পারেন না।

৪। আমাদের জাতীয় সংগীতটা খুব অদ্ভুত!!
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥

-------বুকের মধ্যে কেমন হাহাকার করে উঠে। আমি যতবার শুনি- আমার চোখ ভিজে উঠে।

৫। প্লেটো কবিদেরকে বস্তাবন্দি করে নির্বাসন দিতে চেয়েছিলেন।
কবি-সাহিত্যকদের লেখার সাথে তাদের জীবনে কাজের কোন মিল নেই- এই ছিল তাঁর ক্ষোভ।

৬। আশে-পাশে শিক্ষিত মানুষের কোনো অভাব নেই কিন্ত শিক্ষিত বিবেকের খুব অভাব।

৭। গতরাতে আমি একটি স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখলাম, একটি নৌকায় আমি সম্পূর্ণ একা। নৌকায় কোনো দাঁড় নেই, কোনো হাল নেই। অথৈ সাগরে নিঃসহায়ের মত একা ভেসে চলেছি।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৭

রেজওয়ান ইসলাম বলেছেন: ৫)কথা সত্যি।একটু বেশি সত্যি।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



ঢাকায় সরকার বিরোধী মিছিল হচ্ছে?

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: সেটা শেখ হাসিনা হতে দিবেন না।

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৭

নঞ কবি বলেছেন: ১. গরুর গলায় দড়ি আছে, কিন্তু দড়ি খুটিতে বাঁধা নেই, তাই ঘাস খেতে সমস্যা নেই
৫. কবি সাহিত্যিকরা কি শুধু নিজেদের কথাই লিখবেন??? তারা তো লিখেন সকলের জন্য, আর সেখানে তিনি সবের একটা অংশ মাত্র!
৬.যার একটা শিক্ষিত বিবেক নেই তাকি কি শিক্ষিত মানুষ বলা যায়??
৭. ঠিক বর্তমান সমাজও আপনার স্বপ্নের মতো চলে, দাঁড়, মাঝি হীন।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: দশে দশ পেয়েছেন।

৪| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: শেক্সপিয়ারের 'কমেডি অব এরর' নাটকের অনুসরণে একটা চমৎকার হাসির হিন্দি সিনেমা আছে। ছবিটার নাম ' আঙ্গুর'। এতে আছে শঞ্জিব কুমার, দেভেন ভারমা, দিপ্তি নাভাল ও মৌসুমি চট্টোপাধ্যায়, উৎপল দত্ত। অবশ্যই দেখার চেষ্টা করবেন। দুই জোড়া জমজ নিয়ে মজার ঘটনা।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: লিংক দেন।

৫| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হেলমেটের কাহিনী মনে আছে আর অন্য কিছু মনে নেই।
বিবেকবান হতে যুক্তিদিয়ে চিন্তা করা লাগে

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: যুক্তি টা আসবে কই থেকে?

৬| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

৫। প্লেটো কবিদেরকে বস্তাবন্দি করে নির্বাসন দিতে চেয়েছিলেন।
আমারও মাঝে মাঝে ইচ্ছে করে আপনাকে বস্তাবন্দি করে নির্বাসন দিতে !!
আপনাকে রাগিয়ে দিলাম দেখি প্রতিক্রিয়া কি হয় !!

এক মহা্জ্ঞানী বলেছেনঃ তার হেলমেটের কাহিনী ! মনে আছে আর অন্য কিছু মনে নেই।
যার হেলমেটের কাহিনী !! মনে থাকে তার অন্য কিছু মনে না থাকারই কথা। আল্লাহ রসুুল (সঃ}) কেও ভুলে যায় !!

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: আজ আমি রাখন না। পন করেছি।

৭| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: আজ আমি রাখন না। পন করেছি।

সেটাই ভালো !! কারণ রাগলে আপনার মাথা ঠিকঠাক কাজ করেনা !!
আবোল তাবোল বলতে শুরু করেন। সাপকে দড়ি ভাবেন !! হা হা হা

৮| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আপনি আমাকে বুঝতে পেরেছেন।

৯| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৩:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যুক্তিটা আসবে বৈজ্ঞানিক সত্য, অভিজ্ঞতা ও বিশ্লেষণী ক্ষমতা থেকে।কত্থকগুলো সত্য মানুষের অভিজ্ঞতা থেকে অগেথেকেই প্রতিষ্ঠিত।সেই সত্যগুলো দিয়ে নতুন সমস্যাটাকে পুক্ষানুপুক্ষ বিশ্লেষণ করতে হয়।
যুক্তিবিদ্যার সহ্জ কিছু নিয়ম জানলে ভালো,তাতে করে যুক্তিগুলো কুযুক্তি হবে না।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: রাইট।

১০| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কুযুক্তি,আল্লাহ যে নাই প্রমান করতে পারবেন?
- না,পারবো না
- যেহেতু প্রমান করতে পারবেন না আল্লাহ নাই,অতয়েব আল্লাহ আছে
এর নাম হলো কুযুক্তি

১১| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: ভালো উদাহরন দিয়েছেন।

১২| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:১৯

লাতিনো বলেছেন: লাল ছাগ্ল নাটকের নামই ঠিক মত মনে রাখতে পারেনা। তার আল্লাহ্‌কে মনে রাখার কি দায় আছে?

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: কাউকে ছাগল বলতে পারেন না। এটা শোভন নয়।

১৩| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৫

জুল ভার্ন বলেছেন: চমতকার!

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা।

১৪| ০৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৬

সাজিদ উল হক আবির বলেছেন: আপনি রাগেন! প্লিজ রাগেন! নইলে আপনার একদিন কি আমার একদিন! :-/

০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: হা হা হা---
না রাগবো না। মেডিটেশন করে রাগ কন্টোলে রেখেছি।

১৫| ০৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৩

লাতিনো বলেছেন: আমি কাউকে ছাগল বলিনি। তাই অশোভন কিছুই হয়নি।

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: তাহলে ঠিক আছে।

১৬| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: angoor

০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আজই দেখব।

১৭| ০৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯

বারিক আহমেদ বলেছেন: লেখার সাথে শিরোনামের মিল নেই। ব্লগও চটকদার অনলাইন পত্রিকা, ফেসবুক, ইউটুউবের মতো জায়গা তাহলে।

০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০

রাজীব নুর বলেছেন: ব্লগে সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে।

১৮| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৭

সুখী এলিয়েন বলেছেন: রাগ না করাই ভাল।

০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৯| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৬

ডঃ এম এ আলী বলেছেন:



রাগান্বিত হওয়া ভাল বিষয় নয় ।
যে কোন অবস্থায় রাগকে দমন করা ভাল ।
বিশ্ব বিখ্যাত জার্মান দার্শনিক ইম্মানুয়েল কান্ট বলেছেন
Die to live, be a person , অর্থাৎ বাচার জন্য মর, ভাল মানুষ হও ।
তাঁর মতে মানুষের মধ্যে একটি মাত্র বিষয় আছে যা
কোনরূপ শর্ত ছাড়াই ভাল—আর তা হচ্ছে ভাল ইচ্ছা।
বিবেকের মধ্যে ভাল ইচ্ছা না থাকলে সে বিবেকের
মৃত্যু ঘটে । তাইতো ভাল ইচ্ছার অবর্তমানে
শিক্ষিত বিবেকের অভাব পরিলক্ষিত
হতে দেখা যায়। আপনার পোষ্টের
৬ নং বক্তব্যটি যতার্থ হয়েছে ।
শুভেচ্ছা রইল ।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: মানুষ বংশ থেকে টাকা পয়সা, জমিজমা পায়। আমি পেয়েছি রাগ। পেট ভরতি রাগ।

২০| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৪

নেয়ামুল নাহিদ বলেছেন: ৫ নং পয়েন্ট ভাবনার উদ্রেক করে।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: ওকে। ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.