নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১১



রাজনীতি এবং নোংরা খেলা (Dirty Game) সমার্থক হওয়া সমীচীন নয়।
আবুল মনসুর আহমেদ বলেছেন, প্রেম ও ধর্মের ব্যাপারে যার গলার জোর যত বেশি তার হৃদয়ের জোর তত কম। লকডাউন কিভাবে সফল করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ নিতে কোনো প্রতিনিধি দল কি আসছে আমাদের দেশে? কী হতে পারতাম আর কী পারিনি, এইসব সরল অংকের হিসেব আগেও মিলেনি। এখনো মিলছেনা। দিন শেষে যত ব্যর্থতা তার দায়টুকু শুধুই আমার। মনটা খুবই খারাপ হয়ে গেল। করোনার ভয়াল থাবায় এবার এক রকম বিনা চিকিৎসায় চলে গেলেন আরেক বিখ্যাত লোক সংগীত শিল্পী এবং মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী। কয়েক দিন অনেক চেস্টা করেও যিনি স্থান পান নি কোন হাসপাতালে! ঢাকায় ৪০ শতাংশ সাংবাদিক করোনা ঝুঁকিতে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে দায়িত্বপালন করুন। সরকারের প্রতি আহ্বান গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়ান।

১। বলদা গার্ডেন।

২। জবা ফুল।

৩। পদ্মা নদী।

৪। নদীর নাম মধুমতি।

৫। শহরে যখন সন্ধ্যা নামে।

৬। বর্ষায় যখন জমি পানিতে তলিয়ে যায়।

৭। গ্রাম বাংলা।

৮। নাটোরের বনলতা সেন।

৯। ইহা একটি প্রাইমারী স্কুল।

১০। এই ঢাকা শহর।

১১। একদিন আমরা সবাই ঝরে যাবো।

১২। একটা ব্যাক্তিগত ছবি।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ২, ৬ ও ৮ সবচেয়ে ভালো হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ বন্ধু।

২| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৯

শোভন শামস বলেছেন: সুন্দর ছবি, জীবন থেকে নেয়া

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০২

ওমেরা বলেছেন: সুরুভী ভাবীর দাঁতগুলো খুব সুন্দর।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: অবশ্য আমি দাঁত দেখে সুরভির সাথে প্রেম করি নি। ওর সরলতা দেখে প্রেম করেছি।

৪| ০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বলদা গার্ডেন নাকি বলধা গার্ডেন।

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: হ্যা আমি বানান ভুল করেছি। দুঃখিত।

৫| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভুঁড়ি একটু বেড়ে গেছে।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:১১

রাজীব নুর বলেছেন: হুম। কিছুটা।

৬| ১৪ ই মে, ২০২৫ দুপুর ২:১৫

farareaa বলেছেন: Level Variety Keeps It Interesting - Each stage https://spacewavesgame.org/ introduces new types of obstacles. It’s never boring because the patterns change.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.