নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তাজমহলের গায়ে সবাই মদ ঢালো

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৯

ছবিঃ গুগল।

মির্জা গালিব সাহেব বলেছেন, আমার অনেক দুঃখ-কষ্ট। মসজিদে বসে আমাকে মদ খেতে দাও বন্ধু। প্লীজ। আল্লাহর দোহাই লাগে।
এই কথা শুনে আল্লামা ইকবাল সাহেব বলেছেন, ওহে ভন্ড! মসজিদ খোদার ঘর, পানশালা নয় রে ছাগল।
আহমেদ ফারাজ চিন্তিত হয়ে বললেন, দুষ্টলোকের অন্তরে প্রভু থাকেন না। তারা জাহান্নামে নিক্ষেপ হবে, নিশ্চিত।
কবি ওয়াসি সাহেব রেগে গিয়ে বললেন, প্রভু সব জাগায় থাকেন। ভালো কাজ করো। বেহেশতে যাও- বেহেশতে মদের প্রয়োজন নেই।
সাকি হুজুর মুচকি হেসে বলেন, দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য আমার মদের প্রয়োজন নেই। আমার তিনজন সুন্দরী রমনী আছে। তারা আমাকে সব ভুলিয়ে দিতে পারে। নারী সঙ্গ আর বেহেশত কাছাকাছি। মদের চেয়ে নারীতে আনন্দ বেশী। ওহে মূর্খরা শুনে নাও- বেহেশতে কোনো দুঃখ নাই, তাই ওখানে মদের দরকার নাই।
দার্শনিক মীর বললেন, আমরা মদ খাই ফুর্তি করার জন্য, খামখা দুঃখের কথা বলে লাভ কি? দুঃখের সাথে মদের কোনো যোগসাজশ নেই। আমার মতো- পুরো বোতল শেষ করে দেখো, দুনিয়াই বেহেশত হয়ে যাবে।
সব শুনে শাহেদ জামাল বলল, মদ খাও। ইচ্ছে মতো মদ খাও। মদ খেয়ে তাজমহলের গায়ে পিসাব করে দাও। রাস্তার মোড়ে দাঁড়িয়ে দুষ্টলোকদের মন ভরে কুৎসিত গালি দাও। দেখবে শান্তি পাবে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: হে হে---

২| ০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাক স্বাধীনতা নেই।
এই কথাটি যে বলতে পারছেন এটা কি বাক স্বাধীনতা নয়?

পৃথিবীর কোন দেশেই বাংলাদেশের মতো এতো ফ্রি বাক স্বাধীনতা নেই।
অন্য দেশে সমাবেশ করতে গেলেও অনুমতি লাগে।
আর আমরা চিৎকার করে সমাবেশ করি।
ভাঙচুর করি।
জ্বালাই , পোড়াই ।
কোন সমস্যা নেই ।

০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশেও থানা থেকে অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হয়।

৩| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫২

সুখী এলিয়েন বলেছেন: আমি কখনো মদ খাইনি, তাই জানি না আসলে এটি কেমন।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: মদ খাওয়া ভালো না। এর চেয়ে ডিম স্বিদ্ধ খাওয়া ভালো।

৪| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪২

এস এম মামুন অর রশীদ বলেছেন: আজকাল ব্লগ হয়ে উঠেছে শাহেদ জামালের বর্জ্য নিঃসরণের জায়গা।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: শুনুন জনাব, শাহেদ জামাল অতি ভদ্র একটা ছেলে।

৫| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০২

সিগনেচার নসিব বলেছেন: পোস্ট দেখে ইন্টার আমলের একটা কথা মনে পরে গেল...

-এহহে
-কি হইছে মামা ? মুখ কালা কইরা ফেললা কেন? মালে পানি বেশি হইয়া গেছে? বরফ কম নাকি লেবু তিতা?
-আরে না। হিজাবী, ধার্মিক বান্ধবীর লগে থাকতে থাকতে এমন অবস্থা হইছে যে মদ খাওয়ার সময় ভুলে বিসমিল্লাহ কইয়া মাইরা দিছি। বেশি গুনাহ হইবো কিনা বুঝতেছি না!!! :D
-ম্যাও

অতীতে যে লাল বন্ধু সারারাত বিপ্লবী চিকা মাইরা শহীদ মিনারে ঘুমাইতো! :)
সেই বন্ধু আজ মদ-নারী-পুঁজিবাদী সংস্কৃতিতে ডুব! B-)
আর জিহাদি হুজুর বন্ধু আমেরিকায় গিয়ে শেভ টেভ করে পুরাই লাটসাহেব! :(
ইসলামি পোস্টের বদলে এখন নিয়মিত "আমেরিকান ড্রিম" নিয়ে লেখা আসে! :(

বর্তমান জেনারেশনের পেটে মাল পড়লে এরা রাজনৈতিক মুডে চলে যান। চেঙ্গিস খানের মা-বাপ তুইলা শুরু করে ডোনাল্ড ট্রাম্প হইয়া বাংলাদেশের মন্ত্রি পরিষদে আইসা থামে ;)

৬| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৭

লাতিনো বলেছেন: এই ব্যাপারে রাজীব নুরের মতামত কি?

০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: আপনিই আপনার মতামত দিয়ে দিন।

৮| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৯

সপ্তম৮৪ বলেছেন: সেফুদার বচন টা মিস হয়ে গেছে।

মদ খা মানুষ হ

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৯| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৭

রানার ব্লগ বলেছেন: তাজমহলের মত সুন্দর একটা নিদর্শনে আপনার কেনো হিসু করতে হবে, বাড়ি যান, কমড ভরে হিসু করেন।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: মদ খেলে মাথা আউলায়ে যায়। তাই কেউ কেউ নেশার ঘোরে তাজমহলের গায়ে প্রস্বাব করতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.