নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কঠিন লকডাউন দিবে সরকার

০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৪



১। শেখ হাসিনা দূরদর্শী একজন মানুষ, তাঁকে আরো ঠান্ডা মাথায় করোনা নিয়ে ভাবতে হবে।

২। 'যদ্যপি আমার গুরু' আহমদ ছফার উদ্দেশ্য কি ছিল এই বইটি লেখার পিছনে, নিজের গুরুর মহত্ব তুলে ধরা নাকি আবদুর রাজ্জাক স্যারের নানান বক্তব্যের ব্যাখ্যা প্রদান?

৩। বেশিরভাগ মানুষেরই ধারনা, সে অনেক জানে। আমাদের মধ্যে খুব কম মানুষই আছে, যারা সব দৃষ্টিভঙ্গি বিবেচনা করে তাদের বিশ্বাসের দেয়াল গড়ে তোলে।

৪। স্ত্রী হয়ে যে স্বামীর বচন না শুনে, স্বামীর বংশ রক্ষা না করে, অবজ্ঞায় স্বামী কার্য্যে অনাদর করে তবে সে নারী চিরকাল নরকে মজবে। ------(মহাভারত )

৫। ভলতেয়ারের এই কথাটা আমার অসম্ভব পছন্দের, 'আমি তোমার সঙ্গে একমত না কিন্তু তোমার মত প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়ব'।

৬। বাংলাদেশে আসলে কোনো সত্যিকার ধার্মিক নেই।আমাদের সমাজটাই ভণ্ডামিতে পরিপূর্ণ।দূর্নীতিবাজরা যখন মসজিদে বা মাদ্রাসায় বড় অংকের টাকা দেয়, হুজুর তখন তার নামে দোয়া পড়তে থাকেন।সমাজের সর্বত্রই শুধু ভণ্ডামি চলছে।

৭। মাওলানা ভাসানী পর বাংলাদেশের ইতিহাসে আর কোন মাওলানা তৈরি হয়নি যে জাতীয় নেতা হতে পারে! যা তৈরি হয়েছে তা সব চরিত্রহীন এবং শিশুধর্ষক!

৮। আমাদের এলাকার মসজিদটা গত এক সপ্তাহ ধরে বন্ধ করে দিয়েছে। আজ লোকজন জুম্মার নামাজ পড়তে পারে নি। অন্যান্য এলাকায় যেসব মসজিদ আছে, সেগুলোতে দেখলাম লোকজন খুবই কম। মুসুল্লিরা মনে হয় সচেতন হচ্ছে। আগে তো বাঁচতে হবে। বাঁচলে অনেক নামাজ পড়তে পারবে।

৯। মানুষের নিজের মধ্যে যখন সমস্যা থাকে তখন অন্যকে দোষী মনে করে। অপরাধীর মন সব সময় সন্দেহপ্রবন।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪১

ঢাবিয়ান বলেছেন: বাইরে বৃষ্টি হচ্ছে

০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: কই? আমার এখানে তো হচ্ছে না।

২| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Professor Abdur Razzak is a great scholar.

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৫

রাজীব নুর বলেছেন: অনেক পড়ুয়া মানুষ।

৩| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

১।আপনার গুরু সেটা স্বীকারই করেনা। আপনিও তার কথায় তাল দেন !
৬। বাংলাদেশে সত্যিকারের কোন ধার্মিক নাই। এ্ই কথা কেবল আপনার মুখেই শোভা পায়।
৯। এ কথাটি আপনার বেলায় ১০০% প্রযোজ্য

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৬

রাজীব নুর বলেছেন: হা হা হা-----------
হাসালেন মুরুব্বী।

৪| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৪

রোকনুজ্জামান খান বলেছেন: কিছুক্ষন আগেই,
সূর্যের তেজ ছিল আকাশটিও ছিল মেঘলা।
আজও শুরু হবে ঝড়ের শো শো আওয়াজ, হুংকার ও বজ্রপাত।

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: এটা কি কবিতা?

৫| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


১ নং:

পিএম ও প্রেসিডেন্ট যেইভাবে দেশ চালনার কাজ করছেন, এঁদেরকে বেতন দেয়াটাই সঠিক হচ্ছে না।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: এরা বেতন না নিলেও এদের সমস্যা নাই। এদের অনেক আছে। সীমাহীন আছে। এরা হেলিকাপ্টার ছাড়া চলাচল করে না। হুজুরদের চেয়ে হাজার গুন বেশী এরা হেলিকাপ্টার ব্যবহার করে।

৬| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

রোকনুজ্জামান খান বলেছেন: না ভাই, এটি একটি মন্তব্য যা আপনার লেখাতেই প্রথম দেওয়া হয়েছে।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মপোতোস বলেছেন: অপরাধীর মন সব সময় সন্দেহপ্রবন।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৮| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশের মানুষ খুবই ধার্মিক।
কিন্তু তাদের সিংহভাগের মধ্যেই সততার লেস মাত্র নেই ।
ধর্মের লেবাস পড়ে তারা আকাম কুকাম করে বেড়ায়।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: যুগ যুগ ধরে তো এরকমই চলে আসছে।

৯| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: পৃথিবীর প্রায় সব দেশে একসাথে মহামারী এই ধরণের দুর্যোগ ইতিহাসে খুজলে মনে হয় আর পাওয়া যাবে না। আমার ধারণা ছিল করোনা অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে। কিন্তু বিপরীত চিত্র দেখা যাচ্ছে। তবে কিছু মানুষ বেশ আছে। কয়েকদিন আগের পর্যটন কেন্দ্রের ভিড় দেখে তাই মনে হয়েছে। মনে হচ্ছে ধনী দেশগুলি বেচে যাবে আর গরীব দেশগুলি টিকা খুজতে খুজতে ক্লান্ত হবে।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন।

১০| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,যেমন জাতী তেমন নেতা।জাতীর জন্য শেখ হাসিনা ঠিক আছে।
৩, এ এক কঠিন কাজ।
৪, সকল ধর্ম প্রায় একই রকম বলে।
৫, অনেকটা গনতান্ত্রিত কেন্দ্রীকতার মতো।কিন্তু সেটা একটু অন্য রকম
৬, সত্যিকারের ধার্মিক হলে সমস্যা আরো বাড়বে।মমিনুল হক তার জ্বলন্ত প্রমান।সত্যিকারের ধার্মিক কথাটি একটি কাল্পনিক ধারনা।ভাল মানুষ বললে ঠিক আছে।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: ধার্মিকেরা ভন্দ হয়। এদের ভালো ভাবার কোনো কারন নেই।

১১| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমাদের দেশে রাজনৈতিক নেতাদের যে চরিত্র, শাসন, আদর্শ তাতে সু-নাগরিক তৈরি হওয়া কঠিন।

১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.