নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ইতালিতে করোনায় আক্রান্ত ৯৩ বছর বয়সী এক বৃদ্ধ সুস্থ হয়েছিলেন!
সুস্থ হওয়ার পর তাকে বলা হলো হসপিটালের বিল পরিশোধ করতে যেখানে ১ দিনের ভেন্টিলেটর বিল ছিল ৫০০০ ইউরো যা বাংলাদেশী টাকায় ৫ লক্ষ টাকার উপরে!
বৃদ্ধ বিলের কথা শুনে কাঁদতে লাগলেন, ডাক্তাররা তাকে আস্বস্ত করলেন যেন বিল পে'র জন্য কান্না না করে!
তিনি বললেন, আমার কান্না বিলের জন্য না আমি সম্পুর্ণ বিল পরিশোধ করবো। আমি বরং কান্না করছি একদিন নিশ্বাস নেয়ার জন্য আমাকে ৫০০০ ইউরো দিতে হচ্ছে অথচ ৯৩ বছর ধরে আমি সৃষ্টিকর্তার দেয়া সতেজ বাতাসে নিশ্বাস নিচ্ছি যার জন্য আমাকে কখনো পে করতে হয়নি! তাহলে সৃষ্টিকর্তার কাছে আমি কতটা ঋণী!
আল্লাহ পাক বলেন, "সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে"!!? - সূরা আর-রাহমান। আল্লাহ পাক আমাদেরকে তাঁর নিয়ামতের শুকরিয়া আদায় করার তাওফিক দান করুক! করোনা থেকে হেফাজত করুক! আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। তিনিই রব। তিনিই সব।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: আমীন।
জাজাকাল্লাহ খাইরুন।
২| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চালিয়ে দিচ্ছেন।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: সব আল্লাহর ইচ্ছা।
৩| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: হুম
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৭
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: আল্লাহ আমাদের তাঁর নিয়ামত বুঝার তৌফিক দিক । আমিন।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: ছুম্মা আমিন।
৫| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩১
মেরুভাল্লুক বলেছেন: ইতালিতে চিকিৎসা ব্যাবস্থা সম্পূর্ন ফ্রী। এইসব বানোয়াটি গল্প ধর্মব্যাবসায়ীরা বানায়।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: চিকিৎসা ব্যবস্থা কি সবার জন্য ফ্রি? সব রোগের জন্য?
৬| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৩:০১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: তাহলে ভ্যাকসিন নিব না?তার উপর ভরসা করেই থাকি ,কি বলেন।তাড়া তাড়ি বলেন,কালকেই ডেট।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১৪
রাজীব নুর বলেছেন: ভ্যাকসিন নিয়ে নিন।
৭| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লাহর কাছে সেই প্রিয় বান্দা যে বেশি বেশি পাপ করে ও বেশি বেশি মাপ চায়।মানব জাতী পাপ না করলে পুরো মানব জাতিকে ধ্বংষ করে দিত এবং অন্য প্রানি শৃষ্টি করতো।কোরান হাদিসের কথা।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১৭
রাজীব নুর বলেছেন: আমি পাপ মুক্ত আছি।
৮| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: দিলেনতো ঈমান দুর্বল করে।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২১
রাজীব নুর বলেছেন: দুর্বল হয়েছে। সমস্যা নাই। তওবা করলেই মাফ।
৯| ১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খালি আল্লাহ আল্লাহ করলেই চলবে ?
ভ্যাকসিন নিন।
নিয়ম মেনে চলুন।
বিজ্ঞানই পারে বর্তমান পরিস্থিরি উন্নতি করতে।
১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: বিজ্ঞানের জন্ম ধর্ম থেকেই।
১০| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২০
নীল আকাশ বলেছেন: এইসব ভণ্ডামী আর কতদিন ব্লগে করে যাবেন?
সকালবেলা ইসলাম নিয়ে বাজে পোস্ট দেন তো, বিকেলে এসে আল্লাহর কাছে পানাহ চান?
নিজের কাঁধে দুইটা ফেরেস্তা আছে সেটাও ভুলে গেছেন নাকি? কাকে ফাঁকি দিতে চাচ্ছেন?
১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: ভন্ডামি না ভাইসাহেব।
ভন্ড তো হয় ধার্মিকেরা। আমি ধার্মিক নই।
১১| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪২
ঢাবিয়ান বলেছেন: ইসলামফোবিক শব্দ নিয়ে ব্লগে খুব ক্যচাল হচ্ছে। যিনি এই শব্দের উদ্ভাবক তিনি ভুল জায়গায় প্রয়োগ করছেন। আসল জায়গায় প্রয়োগ করতে ব্যার্থ হচ্ছেন। ইসলাম ধর্ম নিয়ে ফান করা অন্যতম ব্লগার হচ্ছেন আপনি এবং আরো কতিপয় ব্লগার যাদের মন্তব্য সেকশনে দেখা যাচ্ছে।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: আমি ধর্ম নিয়ে ফান করি না।
১২| ১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক বছর তো আল্লাহ আল্লাহ করলেন।
করোনা কি কমেছে না বেড়েছে?
১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: কমে নাই। বেড়েছে। কারন আল্লাহপাক আমাদের উপর খুব বেশী রেগে আছেন।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ পাক বলেন, "সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে"!!? -
সূরা আর-রাহমান। আল্লাহ পাক আমাদেরকে তাঁর নিয়ামতের শুকরিয়া আদায় করার তাওফিক দান করুন। আমিন