নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত। তার সুস্থতা প্রার্থনা করছি। আল্লাহ সহায় হউন, পৃথিবীর সব মানুষের উপর সাথে আমাদের উপর
২। বিএনপিকে নিয়ে নাকি "পজিটিভ" নিউজ হয় না? আজকে তো দেখি শুধুই পজিটিভ!!
৩। খালেদা জিয়া কি করে করোনায় আক্রান্ত হলেন? বুঝলাম না।
৪। আল্লাহ চাইলে সব সম্ভব।
৫। করোনায় আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হোক। তিনি দ্রুত আরোগ্য লাভ করুক। তাঁর দীর্ঘায়ু কামনা করছি।
৬। সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেত্রী,সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত। তার সুস্থতা কামনা করছি।
৭। করোনা যে কারো হতে পারে। বেগম খালেদা জিয়ারও হতে পারে। তবে এটা লুকানো বা এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই।
৮। একটা দেশের সঠিক উন্নয়ন তখনই হয়, যখন সেই দেশের মানুষ বা সেই জাতি সভ্য এবং স্থির হয়।
৯। হে আল্লাহ শেখ হাসিনাকে দেখে রেখো।
১০। ভাইরে কে কখন আক্রান্ত হই ঠিক নাই। আল্লাহ আল্লাহ করেন। অন্য কোনো উপায় নাই।
১১। হে আল্লাহ আমার নেত্রীকে সুস্থ করে দাও। উনি দেশের জন্য অনেক করেছেন। উনার তুলনা হয় না।
১২। আমার বিশ্বাস তিনি অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: হায় হায়----
শুনুন। নিয়ম গুলো মেনে চলুন। ভয় পাওয়ার কিছু নেই। আপনি বুদ্ধিমান মানুষ।
২| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
@রানার ব্লগ,
আপনি ডাক্তারের পরামর্শ অনুসারে ঔষধ খাওয়ার শুরু করেন; ঔষধের লিষ্ট সংগ্রহ করেন, ১ টি এন্টিবাইওটিকও আছে লিষ্টে। খাওয়া ঠিক রাখেন, স্যুপ ও চা খান; স্যুপ করতে না পারলে "ঝোল মুরগী" খেতে হবে। অক্সিমিটারে শরীরে অক্সিজেন দেখতে হবে। শুভকামনা রলো, শীঘ্রই সুস্হ হয়ে উঠুন।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: হ্যা এগুলো করেন। সাথে গরম ভাপ নিয়েন।
৩| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া নিশ্চয় অনেক চাকর/চাকরাণী রাখেন, করোনা সংক্রমনে ইহার ভুমিকা বিরাট।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: হ্যা তারা নিজেরা কোনো কাজ করতে পারে না।
৪| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
ঢাকার অনেক ধনী মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন চাকরাণী ও নিজের গাড়ীর ড্রাইভারদের কারণে।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: সহমত।
৫| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঢাকার অধিকাংশমানুষের করোনার সম্ভবনা আছে যদি
টেষ্ট করা হয়। আল্লাহ তাকেসহ সকল করোনা
পজেটিভ মা্নুষদের হেফাজত করুন। আমিন
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: করোনা আল্লাহই দিয়েছেন। এখন সেই হেফাজত করবে।
৬| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১২ নম্বর যেন সত্য হয়।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১২
রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।
৭| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
ঢাবিয়ান বলেছেন: খালেদা জিয়ার করোনা পজিটিভ এই তথ্য তার ব্যক্তিগত চিকিতসক জানার আগেই আগেই গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে ।
তারমানে যেখানে এই টেস্ট করতে দেয়া হয়েছিল তারা রোগীর কাছে তথ্য পাঠানর আগেই সাংবাদিকদের কাছে তথ্য দিয়ে দিয়েছে। কোন দেশে আছি আমরা ভাবা যায়? অসুস্থতার মত ব্যক্তিগত তথ্য এভাবে ছড়িয়ে দেয়া কতটা রুচি বিকৃতির পরিচয় ভাবা যায়?
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে সব সম্ভব।
৮| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনা কাউকেই রেহাই দিচ্ছে না।সাবধান থাকাই একমাত্র উপায়।তার ব্যক্তিগত চিকিৎসকদের দ্বারা আক্রান্ত হবার সম্ভাবনা বেশি।এখন উন্নত চিকিৎসার জন্য সৌদিআরব পাঠানো দরকার।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: সৌদিতে গিয়ে লাভ হবে না। সৌদির চেয়ে ভালো করোনার চিকিৎসা বাংলাদেশে।
৯| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৬
রানার ব্লগ বলেছেন: চাঁদ গাজি @ স্যুপ খাচ্ছি। চা ও খাচ্ছি। ঔষধ খাচ্ছি, এন্টিবায়োটিক দেয় নাই। অক্সিমিটার দিয়ে অক্সিজেন মাপছি। ধন্যবাদ।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: ২১ দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠবেন।
১০| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৩
সাইফুল১৩৪০৫ বলেছেন: ব্যক্তিগত তথ্য ফোন নাম্বারসহ ফেজবুকে দেয় কিভাবে? হায়রে সভ্য দেশের সভ্য জাতি। জানি না কবে মানুষ হবে সব।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: এরা কোনো কালেই মানুষ হবে না।
১১| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব কই ?
আপনা্র পদাচারণা দেখতে
না পেলে টেনশনে থাকি !!
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: আছি আমি।
আছি।
১২| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভাল চিকিৎসা থাকলে হবে না।উনি বাংলাদেশের ডাক্তারকেই দেখাতে চান না।
১২ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: না ডাক্তারের সমস্যা উনার নাই। উনার সমস্যা শেখ মুজিব মেডিকেলে।
১৩| ১২ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:০৭
অনল চৌধুরী বলেছেন: তাহলে এখন আপনি ১৪০০ বছর আগের নিয়ম মানেন !!!!
১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: আমার মানামানিতে কিছুই যায় আসে না।
আমি নাদান মানুষ।
১৪| ১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৬
লাতিনো বলেছেন: মরে না কেন?
১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: আল্লাহই ভালো জানেন।
১৫| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
রানার ব্লগ বলেছেন: চাঁদ গাজি @ স্যুপ খাচ্ছি। চা ও খাচ্ছি। ঔষধ খাচ্ছি, এন্টিবায়োটিক দেয় নাই। অক্সিমিটার দিয়ে অক্সিজেন মাপছি। ধন্যবাদ।
-সুসংবাদ, আপনার সিম্পটমগুলো খারাপ নয়।
১৬| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৩
রানার ব্লগ বলেছেন: ভাই মইরা গেলে আম্মা কে দেখতে পাবো না এই কস্টটাই চোখ ভারি করে দেয়। আর কোন দুঃখ নাই।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৪
রানার ব্লগ বলেছেন: বাহ উনি আর আমি একই দিনে আক্রান্ত হলাম।