নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি আদব শিখেছি বেয়াদবের কাছে

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৫

ছবিঃ আমার তোলা।

১। ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির েবোং হেফাজত এগুলো সন্ত্রাসী সংগঠন। দেশ থেকে এগুলোকে চিরতরে মুছে ফেলা দরকার।

২। পৃথিবীটা ভালো মানুষদের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বিশেষ করে বিবেকহীন মানুষের সংখ্যা এখন বাংলাদেশের গ্রামে-গঞ্জে-শহরে সর্বত্র বিরাজমান।

৩। অসংখ্য পাপ করার সুযোগ পেয়েও যে পাপ থেকে নিজেকে বিরত রাখে তাকে "মানুষ" বলে।

৪। শেখ হাসিনা নিজের কলিজাটা বের করে রেঁধে খাওয়ালেও বাঙ্গালীর মন ভরবে না।

৫। ইলিশ আমার প্রিয় মাছ। কিন্তু এত দামের কারণে খেতে পারি না।

৬। বসে থাকলে, আপনার ক্যারিয়ারও বসে থাকবে। দৌড়ান, আপনার ক্যারিয়ারও দৌড়াবে। দৌড়টা দিতে হবে, তবে ভেড়ার পালের মতো উদ্দেশ্যহীন নয়, মানুষের মতো।

৭। লকডাউনে যদি শিল্প কারখানা খোলা রাখা হয়, তবে আন্তর্জাতিক ফ্লাইটও সচল রাখার দাবি জানাচ্ছি।

৮। এবার বইমেলায় যাওয়া হলো না । আশা করেছিলাম কোনো এক ফাঁকে একবারের জন্য হলেও ছুটব কিন্তু পারলাম না ।
মিস করেছি বইমেলা আর পরিচিত সবাইকে।

৯। এক লেখক ফেবুতে তার প্রকাশিত ছয়টা বইয়ের ছবি দিয়ে ক্যাপশানে লিখেছেন- 'আমার সন্তানেরা।'
পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন- 'কে কোন ক্লাসে পড়ে?'

১০। দেশটা যেন ওনাদের বাপদাদার তাল্লুক। সবার জন্য এক আইন এবং উনাদের জন্য অন্য আইন রাখতে হবে। বেতিয়ে এদের পাছার খাল তুলে ফেলা হোক বেশি তেড়িবেড়ি করলে। লকডাউনে জংগী তৈরীর শিশু-শিক্ষালয় খোলা রাখা নয় বরং চিরতরে বন্ধ ঘোষণা করা হোক।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:



৯ নং:

বেশী ভালো লেগেছে। বাকীগুলো আমাদের দেশের এনার্খীর প্যাটার্ণ

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: আজ আপনার শারীরিক অবস্থা কেমন?
আপনাকে নিয়ে আমি কিছুটা চিন্তিত।

২| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনি নিজে লোক কেমন?
সৎ না অসৎ?

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: সৎ।

৩| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

তারেক ফাহিম বলেছেন: আমি আদব শিখেছি বেয়াদবের কাছে

শালা বললে ভালা কইয়া চইলা আসেন?

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: হ্যা অনেকটা এই রকমই।

৪| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব মাঝে মাঝে বেয়াদবের কাছেও আদব শেখা যায়
যদি সত্যি শিখতে চান। বেয়াদবরা যে সবসময় খারাপ
কথা বলে তা নয় কিন্তু ! ওই কবিতাটা মনে আছে?
সবার আমি ছাত্র। !
আপনি আজে বাজে চিন্তায় মন না দিয়ে ধর্ম কর্মে মন দিন।
জানেন গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের।
এ সংখ্যাটি দেশে এক দিনের সব মৃত্যু রেকর্ড ভেঙেছে। এ নিয়ে
মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ হাজার ৮২২ জন। এ দিকে
গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২০১ জন।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন।
এই বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহকে স্মরণ করুন।
আমােদের জন্য, পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করুন।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: ধর্ম কর্মে আমার মন নেই। আমাকে দিয়ে ধর্ম কর্ম হবে না।

৫| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮

রানার ব্লগ বলেছেন: ১০ নম্বরের সাথে একমত, সকল কওমী মাদ্রাসা বন্ধ করে এদের কে আলীয়া মাদ্রাসার সাথে মার্জ করে দেয়া উচিৎ। এদের শিক্ষকদের হাতের কাজ শিখিয়ে স্বাবলম্বী করা উচিৎ। সকল কওমী মাদ্রাসার শিক্ষকদের মানোষিক ডাক্তার দেখানো উচিৎ। বেশিরভাগ সমকামী।

বাকি গুলার সাথে কিছু একমত কিছু দ্বিমত আছে।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: আপনার সাথে সম্পূর্ন সহমত।

৬| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩, বিষয়টা মনে হয় পাপ পুন্য হবে না।ভাল কাজ খারাপ কাজ হবে।নামাজ না পড়লে পাপ হয়,যে নামাজ পড়েনা সে অসংখ্য পাপ করে,তাই বলে কি তাকে মানুষ বলা যাবে না।সে একজন ভাল মানুষ হতে পারে আবার খারাপ মানুষ হতে পারে। এর সাথে পাপ পুন্যের কোন সম্পর্ক নাই।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২০

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

৭| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৯

লাতিনো বলেছেন: লাল ছাগল খুব ভালো একটা মন্তব্য করেছে। তার এ ধরণের মন্তব্যের প্রতি ভালো লাগা রইল।

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: সে একজন মুরুব্বী মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.