|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রাজীব নুর
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
   
উৎসবহীন নববর্ষ ও রমজানুল মোবারকের শুভেচ্ছা।  
আজ সেহরির শেষ সময় ০৪:১৫ এবং আগামীকাল ইফতার ০৬:২৩ মি.। ধরণী শান্তির বারিতে স্নাত হোক। সকলকে বাংলা নববর্ষ ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এমন ঘরে থাকার ১লা বৈশাখ যেন আর না আসে বাঙালির জীবনে।  বহুবছরের ঐতিহ্যে পরিণত হওয়া রমনা বটমূলের প্রভাতী সঙ্গীত আর চারুকলার মঙ্গলশোভাযাত্রার আয়োজন গতবছরের মতো এবারও তুলে রাখতে হয়েছে বৃহত্তর মঙ্গলের প্রত্যাশায়। সবকিছু নিজের বুদ্ধি দিয়ে বিচার-বিশ্লেষণ-ব্যাখ্যা করেন। জীবনের ব্যাখ্যা বোঝেন, পৃথিবীর রহস্য বোঝার চেষ্টা করেন, মানুষের সাথে মানুষের সম্পর্কের গুরুত্ব বোঝেন। কতগুলো বিশেষ দিন আজকে- রমজান, নববর্ষ, তার উপর লকডাউন।
আল্লাহই জানেন, কিসে ভালো লেখা আছে আমাদের জন্য।  তারপর দেশের সর্বশেষ পরিস্থিতি কী? 
১।   স্বাচ্ছন্দ।
   স্বাচ্ছন্দ।
২।   নামটা ভুলে গেছি।
  নামটা ভুলে গেছি। 
৩।   সারিনা।
 সারিনা। 
৪।    আরিশ।
  আরিশ। 
৫।   নামটা মনে নেই।
  নামটা মনে নেই। 
৬।   পরী।
  পরী। 
৭।   ফয়সাল।
  ফয়সাল। 
৮।   
   
৯।    শাপলা।
   শাপলা। 
১০।   নামটা মনে করতে পারছি না।
  নামটা মনে করতে পারছি না। 
১১।    যাহ্রা তাবাসসুম খান রোজা (পরী)।
  যাহ্রা তাবাসসুম খান রোজা (পরী)। 
১২।   ফাইহা।
  ফাইহা।  
 ১৮ টি
    	১৮ টি    	 +০/-০
    	+০/-০  ১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৩২
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: ওখেই।
২|  ১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৩৪
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৩৪
শায়মা বলেছেন: ভাইয়া তোমার বেবি দুইটা তো দুইটা পরী বাচ্চা!!!!
এত সুন্দর!!!!!!! পুরাই আকাশ থেকে নেমে এসেছে!!!!!!!!! 
আসলেই পরী.....
  ১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৫১
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: যে কোনো একটা কে পালক নিতে চান?
৩|  ১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৪২
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: সবগুলিই সুন্দর, শিশুরা সর্বদাই সুন্দর
  ১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৫৩
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: শিশুরা আছে বলেই, এখনও পৃথিবীটা সুন্দর।
৪|  ১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৫৭
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৫৭
জুল ভার্ন বলেছেন: নতুন বছর ভালো কাটুক। শুভ কামনা।
  ১৪ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:২৮
১৪ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
৫|  ১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৩২
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৩২
সভ্য বলেছেন: শিশুরা সর্বদাই সুন্দর আবার এই শিশুদের মাঝে বেচে সব শিশুর পিতা। পৃথিবী ভালো লাগে শিশুদের হাসি দেখেই.সকল শিশুকে শুভেচ্ছা আর সকলের জন্ন রইলো নতুন বছরের শুভেচ্ছা।
  ১৪ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:২৮
১৪ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৬|  ১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:০২
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:০২
পুকু বলেছেন: 
  ১৫ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:৪০
১৫ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ।
৭|  ১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:০৬
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:০৬
পুকু বলেছেন: 
  ১৫ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:৪১
১৫ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুক। সুস্থ থাকুক।
৮|  ১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:১৪
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:১৪
পুকু বলেছেন: 
  ১৫ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:৪২
১৫ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: এই বাবুটা কে?
৯|  ১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৩৭
১৫ ই এপ্রিল, ২০২১  দুপুর ২:৩৭
পুকু বলেছেন: 
  ১৫ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:৪২
১৫ ই এপ্রিল, ২০২১  বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: বাবুটার পায়ে নূপুর।
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৩১
১৪ ই এপ্রিল, ২০২১  দুপুর ১:৩১
শায়মা বলেছেন: ভাইয়া
নতুন বছরের শুভেচ্ছা।
একটু অপেক্ষা করো। আমি আমার পাপেট শো দিচ্ছি। তোমার বাবুকে দেখাও প্লিজ!!!!!!
আর দেখে সে কি বললো আমাকে জানাও ওকে?