নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

করোনা থেকে লকডাউন

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৯



সৃষ্টিকর্তা তাঁর সৃষ্টিকে ধ্বংস করেন না।
তাকে নবরূপে পরিশুদ্ধ করার সুযোগ তৈরী করে দেন মাত্র। গুনাহ করা মানুষের স্বভাব। মাফ করা আল্লাহর বৈশিষ্ট্য। তবে অতি ধার্মিকতা আসলেই একটা আসক্তি। এরা যে ধরনের আচরন করে তা আসলে ধর্মেও নাই। ধার্মিকদের কর্মকান্ড দেখলে মনে হয় তারাই ইসলামের বড় শত্রু। ধার্মিকেরা প্রায়ই তাদের গন্ডির বাইরে এসে পড়ে। এটা ঠিক না।

আমি হুজুরদের ভয় পাই।
আমি ধার্মিকদের ভয় পাই। কোন কিছু সঠিকভাবে শেখার সামর্থ যাদের নেই, তাদের ধারণা গুলো লজিকবিহীন হয়। ধর্মকে কাজে লাগিয়ে উপকৃত হয়েছে শুধু ইহুদী জাতি। এখন ধর্মের কারণে বাকী সব জাতিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনকে দিন অতি ধর্মীয়রা বিরক্তিকর হয়ে উঠছে। আমাদের দেশে কামাল পাশার মতো একজন অভিজ্ঞ ও দক্ষ লোক দরকার, যিনি মাদ্রাসা তুলে দিয়ে, সবাইকে স্কুলে পড়ার ব্যবস্হা করে দিবেন। অনেক আগে মায়া ধর্ম নামে একটা ধর্ম ছিলো। তাদের একটা কিতাবও ছিলো।

ধর্ম কি পেরেছে করোনা থেকে বাঁচাতে?
কোনোদিন পারবেও না। করোনা তো মসজিদে ঢোকাই বন্ধ করে দিয়েছে। বিশ্বে অনেক মানুষ টিকা ও ঔষধের জন্য কাজ করছে, বাকীরা সেগুলোর জন্য অপেক্ষা করছেন। প্রকৃতিতে গজব, রহমত বলতে কিছু নেই। যেই জ্ঞান করোনার ঔষধ তৈরির জন্য দরকার তা ধর্মে নেই, তা আছে মাইক্রোবাইলোজী, ফিলিওলোজী, প্যথোলোজী, মেডিসিন, বাইওকেমেষ্ট্রী ও এনাটোমিতে। সঠিক সময়ে সঠিক বৈজ্ঞানিক পদক্ষেপ না নিলে কেবল মাত্র প্রার্থনা করে কোনো কাজই হবে না। কোরআন, হাদিসে করোনার নিরাময় নেই।

দেশে লকডাউন চলছে।
এই করোনায় পৃথিবীর প্রায় সব দেশ'ই লকডাউন দিয়েছে। লকডাউনের জন্য কেউ না খেয়ে মরবে না আজকের আধুনিক পৃথিবীতে। সব জাতির হাতে প্রয়োজনের বেশী সম্পদ আছে। আমেরিকা ও কানাডার কাছে ৪/৫ বছরের খাবার মজুদ আছে। মোদী বা শেখ হাসিনারা সম্পদের সঠিক ডিষ্ট্রিভিউশন করতে পারবে না। তাদের কাছে দক্ষ, দায়িত্বশীল, কর্মঠ ও সৎ মানুষ নেই। অর্মত্য সেন গবেষণায় দেখিয়েছেন, খাদ্য দ্রব্যের অভাবে নয়, বন্টনের দূর্বলতায়, দূনীর্তির কারনে দূর্ভিক্ষ হয়।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধর্মকে কাজে লাগিয়ে উপকৃত হয়েছে শুধু ইহুদি জাতি।এই তথ্য আপনি কোথায় পেলেন।তারা উন্নতি করেছে বিজ্ঞানকে ব্যবহার করে।তাদের ধর্মগ্রন্থে কি বিজ্ঞানের সুত্র লিখা আছে।
কোন কিছু সৃষ্টি করা যায় না ধ্বংস করাও যায় না,কেবল পরিবর্তন করা যায়।পরিবর্তন করার জন্য সৃষ্টি কর্তার দরকার নাই।

১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: মুসলিম ধার্মিকরা বলেন, এই যে আধুনিক বিশ্ব এটা কোনআন গবেষনার ফল। ইহুদিরা কোরআন থেকেই সব আবিস্কার করেছে। তাই বলেছি- ইহুদিরা ধর্মকে কাজে লাগিয়েছে।

২| ১৫ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আজ থেকে ২০০০-৫০০০ বছর আগে ধর্মের দরকার ছিল।
এখন আর দরকার নেই।

এখন মানুষ অনেক বেশী শিক্ষিত। রাষ্ট্র ব্যবস্থা অনেক বেশী উন্নত।

১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০২

লাতিনো বলেছেন: আপনার পোস্টে কেবল ছাগলের মেলা। কন মানুষের মন্তব্য নেই কেন?

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য দঃখজনক।
অনুরোধ করবো- সম্মান দিতে শিখুন।

৪| ১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৩

ফড়িং-অনু বলেছেন: সহমত।

১৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৫৩

লাতিনো বলেছেন: আমার ধর্মকে সম্মান দিন। কারো ধর্মমতকে অবজ্ঞা করবেন না। ধর্মের ভুল ব্যখ্যা দেবেন না। তাহলে আপনাদেরকে আমি সম্মান দেব।

১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: হ্যা ভালো কথা বলেছেন।
ভুল বললে আপনি ধরিয়ে দিবেন। শুধরে নিবো।

৬| ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৭:৩৩

লাতিনো বলেছেন: আমি বার বার ধরিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা শুধরাচ্ছেন না। লাল ছাগল বার বার কুরআন হাদীসের ভুল ব্যখ্যা দিয়ে যাচ্ছে। তাকে থামতে বলুন। আপনার কাছে অনুরোধ।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: সে না থামলে আপনার সমস্যা কি? তাকে আল্লাহ শাস্তি দিবেন।
আর ব্লগের নিয়মের বাইরে গেলে- এডমিন ব্যবস্থা নেবেন। আপনার উত্তেজিত হওয়ার কিছু নাই।

৭| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১০

লাতিনো বলেছেন: আমি আপনাকে আগেও বলেছি, অন্যায়কারীকে আল্লাহ্‌ শাস্তি দেননা, সুযোগ দেন। কিন্তু অন্যায় দেখেও চুপচাপ থাকলে আল্লাহ্‌ তাকে ছেড়ে দেননা, কোন সুযোগও দেন না। চরম শাস্তি দেন। আমি আল্লাহ্‌র শাস্তির ভয় করি। তাই উত্তেজিত হই।

এডমিন কোন ব্যবস্থা নেবেনা। ধর্মীয় বিদ্বেষ নাকি বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো নাকি ব্লগ নিয়মের লঙ্ঘন নয়। তাই এডমিন গ্যালারিতে বসে মজা দেখে।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: এজন্য আল্লাহ শাস্তি কি আপনাকে একাই দিবেন, দুনিয়াতে আর লোক নেই?

৮| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২০

লাতিনো বলেছেন: যারা যারা চুপচাপ থাকে, সবাইকেই শাস্তি দেবেন। আমি একা শাস্তির ভয় করি, তাই প্রতিবাদ করি।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: এসব সস্তা প্রতিবাদ বাদ দিন। পারলে আসল প্রতিবাদ করুন-
১। দূর্নীতির জন্য প্রতিবাদ করুন।
২। বাজারে জিনিসপত্রের দাম বেশী তাঁর প্রতিবাদ করুন।
৩। দেশে অনেক বেকার তাদের কর্মের জন্য প্রতিবাদ করুন।
৪। দেশে দুষ্টলোকের অভাব নেই, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন।
৫। বহু দরিদ্র অসহায় পরিবার রাস্তায় ঘুমায় তাদের জন্য কিছু করুন।
৬। ছোট ছোট শিশুরা লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় ভিক্ষা করে, তাদের জন্য কিছু করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.