নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
যিশুর বানী গুলো হৃদয়ে ধারন করতে পারলে-
আর সমস্যা নাই, তখন জীবন হবে আনন্দময়
মানুষকে শুধু 'মানুষ' ভাবো-
ধর্ম দিয়ে তাকে করো না বিচার।
মানুষকে ভালোবাসতেই হবে-
মানুষ খারাপ হোক, মিথ্যাবাদী হোক,
অসৎ হোক, মন্দ হোক, ভন্ড হোক,
অসুস্থ হোক- তবু মানুষকে ভালোবাসতে হবেই
মানুষকে ভালো না বাসলে পাপ হয়।
এই পাপের শাস্তি হলো-
জীবনে ভালোবাসা না পাওয়া।
মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে- ভালোবাসা
স্বচ্ছ পবিত্র ভালোবাসার কাছে একদিন না একদিন মাথা নত করতেই হয়
তাই উচিত আমৃত্যু মানুষকে ভালোবেসে যাওয়া
এবং বিনিময়ে কিছু আশা না করা।
১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: কুকুরের ছবিটা হাতের কাছে পেয়েছি। দিয়ে দিয়েছি।
২| ১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আদিম মানুষ প্রথম সহচর হিসাবে কুকুরকেই পেয়েছিল।
সে এখনো বিশ্বস্ত।
৩| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কোন ধর্মের বানীই ভালো না এমনকি বৌদ্ধ ধর্মেরও।তবে গৌতম বুদ্ধের দর্শন ভালো ধর্ম না।বৌদ্ধ ধর্ম নারীকে অনেক ছোট করেছে।
খৃষ্ট ধর্মের ধর্মগুরুরা অমানবিক জীবনযাপন করে।সারা জীবন বীবাহ করেনা।মানুষকে ভলোবাসতে ধর্মের প্রয়োজন হয়না।মা তার সন্তানকে ধর্ম দেখে ভাল বাসে না,পিতা তার সন্তান কে।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯
আমি রানা বলেছেন: সঠিক । তবে কুকুরের ছবি দিয়ে কি বিশেষ কিছু বুঝিয়েছেন ?