নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
'কুরআন এন্ড মর্ডান সাইন্স' নামে জাকির নায়েকের একটি বই আছে। বইটা আমি কোনো দিনও পড়বো না। আমার এত সময় নেই। যার সময় আছে সে পড়ুকগে। আমরা যারা এ যুগে জন্মেছি তারা ভাগ্যবান, এ যুগের ছেলেমেয়েরা সবচেয়ে বেশী ভাগ্যবান। তাদের হাতের কাছে সব কিছু আছে। দুনিয়া এখন সহজ। অতি সহজ। নবীজির আমলে দুনিয়া এত সহজ ছিলো না। তারা অনেক কষ্ট করেছেন। তাদের আমলে যদি মোবাইল ইন্টারনেট থাকতো! যদি এমন হতো, এমন কথা ভাবা মানে নিজের মূল্যবান সময় নষ্ট।
আচ্ছা, নবীজির আমলে যদি মোবাইল ফোন থাকতো, তাহলে নবীজি কোন মোবাইল ব্যবহার করতেন? নিশ্চয়ই আইফোন। সে আমলে মোবাইল, ইন্টারনেট থাকলে নবীজির ধর্ম প্রচার করার জন্য এত কষ্ট করতে হতো না। একটা স্ট্যাটাস দিয়ে দিতেন। সবাই পড়ে নিতো। জেনে যেতো। অথবা লাইভ ভিডিও করতেন। সবাই ঘরে বসে জেনে যেতো। হাদীস নিয়ে কোনো ঘাপলা হতো না। নবীজি তাঁর ভেরিফাইড পেজে লিখে যেতেন, ভিডিও'তে সব বলে যেতেন। এতে জাল হাদীস ওলারা সুযোগ পেতো না। মরুর বুকে ধর্ম প্রচার করতে নবীজির সীমাহীন কষ্ট হয়েছে। তখন তো আর গাড়ি বা হেলিকাপ্টার ছিলো না।
নবীজির আমলে মোবাইল ইন্টার থাকলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হত। কারন মানুষ তখন বোকা থাকতো না। তখন হয়তো বোরাকে চড়ে মেরাজে যাওয়া বন্ধ হতো। চাদ ভাগ করা হত না। প্রযুক্তির কল্যানে আমরা ঘরে বসে মেরাজের ঘটনা লাইভ দেখতাম। তখন নানান ধরনের এলোমেলো প্রশ্ন আর সামনে আসতো না। রাসুল (সা.) যে বাহনে চড়ে মেরাজ গমন করেছিলেন। সেই বাহনকে বোরাক বলা হয়। বোরাক বলতে বুঝায়, দুই পাখা বিশিষ্ট একটি ঘোড়া, যার মাথার দিকটা নারী আকৃতির।
মুসলমানদের যে ছয়টি হাদীসের কিতাব আছে, সেই কিতাব গুলোতে রাসুল (সা.)- এর কাছে সবচেয়ে বেশি সময় কাটানো চার সাহাবী-
১। হযরত আলী (রা.), ২। হযরত ওসমান (রা.), ৩। হযরত ওমর ফারুক (রা.), ৪। হযরত আবুবকর (রা.) এর বর্ণিত হাদীস গুলোর সম্মিলিত মোট সংখ্যা একশত হবে কি না সন্দেহ। আল্লাহ নবীজির আমলে কেন মোবাইল ইন্টারনেট বা অন্যান্য সুযোগ সুবিধা দিলেন না? তাহলে নবীজির এত কষ্ট হতো না। সবচেয়ে বড় কথা জাল হাদীস একটাও থাকতো না। মানুষ নানা রকম দ্বিধাদন্ডে পড়তো না। তাদের ইসলামিক জীবন আরো সহজ হয়ে যেত।
এই যুগে মাহদী, দাজ্জাল বা যীশু এলে কি হবে?
তারা কি বিজ্ঞানের সাহায্য নিবে? মোবাইল, ইন্টারনেট ব্যবহার করবেন? সামনের দিন গুলোতে আরো উন্নত টেকনোলজি আসছে। মাথা নষ্ট ম্যান! যুগের পরিবর্তনের ফলে আমরা ভুক্তভোগী। কিছু আপডেটেড নির্দেশনা দরকার। অনেক কিছুই এখন বেদাত। নির্দেশনা পেলে আমাদের ভাল হতো। আমাদের পাপ কমতো। যাই হোক, আল্লাহ চেয়েছেন বলেই নবীজির আমলে মোবাইল আসে নাই। নিশ্চয়ই এর মধ্যে ভালো ও কল্যানকর কিছু আছে। অলস মস্তিস্ক আসলে শয়তানের বাসা। সারাদিন কত রকমের যে অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় আসে!আমি ক্ষমাপ্রার্থী।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ২:৫৩
রাজীব নুর বলেছেন: সহমত।
২| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৩
রেজওয়ান ইসলাম বলেছেন: যার যে লেভেল, সে সেই লেভেলের বই পড়বে।সেই লেভেলের লোককে অনুসরন করবে।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ২:৫৪
রাজীব নুর বলেছেন: লেভেল উন্নত হলে কোনো সমস্যা?
৩| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ!!!
চিন্তার পরিধী আর একটু প্রসারিত করতে পারতেন। তাতে সুন্দর একটা সমাধান পেয়ে যেতেন।
আসুন আমি সাহায্য করি।
ধরে নেন দুনিয়াতে তৈরি হওয়া কোনো শব্দই শেষ হয়ে যায় না। ভালো মানের একটা রেডিও পেলে আপনি এখনই অনেক শব্দ ধরতে পারবেন। টেলিভিশন বা রেডিওতে শো-শো যে শব্দটি হয় সেটিই সবচেয়ে আদি শব্দ- বিগব্যাং এর পরের শব্দ। এখন আমাদের একমন একটি যন্ত্র আবিষ্কার করতে হবে যেটি অতীতের শব্দ ধরতে পারবে। তারপরের কাজ সহজ।
শুধু সময়ের অপেক্ষায় থাকেন।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ২:৫৬
রাজীব নুর বলেছেন: এতটা গভীরে যেতে চাচ্ছি না।
৪| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ২:২৬
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: একদম আমার মনের কথা।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ২:৫৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
৫| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:০৮
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে মোকাইল -ইন্টারনেট সব আছে।
কিন্ত মানুষ পড়াশেনা না করে সানি লিয়ন দেখে আর ফেসবুকে সময় নষ্ট করে।
চাদে সাঈদকে দেখা গেছে, ফেসবুকে এই তথ্য পেয়ে বিশেষ স্থান আক্রমণ করে।
জোকার নায়ককে নিয়ে এখন আর কেউ লাফায় না।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ৩:০৯
রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
আচ্ছা, আপনার বয়স কত?
৬| ২২ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
sb]
আপনি কি জানেন, আপনি সম্রাট আকবর কিংবা ফরাসী সম্রাট নেপলিয়ান বোনাপার্টের চেয়েও বেশী ভাগ্যবান।
তাদের কোন ডিভাইস ছিল না । আপনার আছে।
আফসোস তাদের জন্য!
বড়ই আফসোস!
ধর্মকে বিজ্ঞানের সাথে যারা মেলাতে যায় তারা গাধা।
তারা নির্বোধ।
তারা পায়ুনুল হক!
আফসোস তাদের জন্য!
বড়ই আফসোস!
২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: আজকাল খুব বেশী আফসোস হচ্ছে আপনার। তাঁর মানে আপনি বুড়ো হিতে চলেছেন।
৭| ২২ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি জানেন, আপনি সম্রাট আকবর কিংবা ফরাসী সম্রাট নেপলিয়ান বোনাপার্টের চেয়েও বেশী ভাগ্যবান।
তাদের কোন ডিভাইস ছিল না । আপনার আছে।
আফসোস তাদের জন্য!
বড়ই আফসোস!
ধর্মকে বিজ্ঞানের সাথে যারা মেলাতে যায় তারা গাধা।
তারা নির্বোধ।
তারা পায়ুনুল হক!
আল্লাহ সোবাহানাতায়ালা তাদেরকে হেদায়তে দান করুন।
আফসোস তাদের জন্য!
বড়ই আফসোস!
২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাকে কবে হেদায়েত দান করবেন? জানেন কিছু?
৮| ২২ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৫১
ডাব্বা বলেছেন: নবীজি এখন জন্মালে নিশ্চয়ই টেকনোলজির ব্যবহার করতেন। উটে না চড়ে গাড়িতে চলতেন। নিম টুথপেষ্ট দিয়ে দাঁত মাজতেন। টুইটার ব্যবহার করতেন। অনলাইনে শপিং করতেন। এগুলো সবই হতো। আর আমরা যদি ৩৫০০ সালে জন্ম নিতাম তাহলে এই যুগটিকেই হয়তো আইয়ামে জাহেলিয়াত বলতাম।
২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: হতে পারে।
৯| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:২৭
আমি রানা বলেছেন: আপনি পারেন ও ভাই। যাই হোক ভালো লাগলো।
২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: হা হা হা----
ভালো থাকুন।
১০| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:১৯
লাতিনো বলেছেন: নিম্নমানের লেখা আর সস্তা চিন্তা। সহমত।
আপনার লেখা ইদানিং আর লাল ছাগলের নজরে আসেনা। সে কি ভাল হয়ে গেল নাকি? তাহলে তাকে লাল ছাগল বলা বাদ দিতে হবে।
২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: আপনি কি ধার্মিক?
১১| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলাম আসার আগে আরবদের সামাজিক অবস্থা অতটা খারাপ ছিল না,যতটা প্রচার করে মুসলমানরা।নারী স্বাধীনতা ছিল তার প্রমান বিবি খাদিজা।অতবড় ব্যবসা সে একা চালাতে পারতেন।পিতার সম্পদ ছেলে মেয়ে সমান পেতেন।সমাজে সবাই মিলে মিসে বাস করতো।
ইসলাম আসার পর সুরু হলো হলো মারা মারি কাটাকাটি।এমন কি নবীর পরিবারের প্রায় সকলকে মুসলমানরাই মেরে ফেললো।খলিফাদের অবস্থাও হলো তাই।সেই যে সুরুহলো আজও শেষ হলো না।
পৃথীবিতে আরো অনেক ধর্ম আছে।নিজধর্মের লোকদের মুসলমানরাই বেশি হত্যা করে।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: যা বললেন, তা কি আপনার কথা? না রেফারেন্স আছে?
১২| ২২ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আপনি কি ধার্মিক?
পৃথিবীতে কেউ ধার্মিক নেই।
সবাই লোভী।
হুরপরীর লোভে তাদের চোখগুলো চকচক ছকছক করছে।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: একচেটিয়া এভাবে বললে হবে না। এটা রাগের কথা।
১৩| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৬
বিদ্রোহী সিপাহী বলেছেন: আপন ঘরের খবর নে না।
২২ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: হুম।
১৪| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ২:৩৯
অনল চৌধুরী বলেছেন: অনেক লেখায় সূত্র দিয়েছি কিন্ত তাও বের করতে পারেননি। ।
আপনার চেয়ে ৮ বছর বেশী।
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ২:৪২
রাজীব নুর বলেছেন: হ্যা দিয়েছেন।
আসলে দরকারের সময় মনে করতে পারি না।
জানেন সব সময় এরকম হয়।
১৫| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ২:৫৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিবি খাদিজার বিষয়টা সবাই জানে।এক গোত্রের সাথে অন্য গোত্রের স্বার্থ নিয়ে ঝগড়া বিবাদ হতো কিন্তু নিজ গোত্রের মধ্যে মারামারি কাটাকাটি হতো এমন প্রমান নেই।কিন্তু মুসলমানরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করতো এর ভুরি ভুরি প্রমান আছে।
সম্পদের হাদিসটি এসেছে এ ভাবে।জাহেলি যোগে পিতার সম্পদ ছেলে মেয়ে সমান পেতো,কিন্তু ইসলাম এসে সুবিচার করে,পুত্রের অর্ধেক পাবে কন্যা।
২৩ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৪০
রাজীব নুর বলেছেন: ইসলামের এই নিয়ম গুলো আমার পছন্দ না।
১৬| ২৩ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১৭
অনল চৌধুরী বলেছেন: সিগারেট খাওয়া বাদ দিয়ে ভিটামিন বেশী খান।
তাহলে সমস্যা হবে না।
২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: বাদ দিতে পারছি না।
১৭| ২৩ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৮
লাতিনো বলেছেন: লাল ছাগলের ল্যাদানি বহাল তবিয়তে চলিতেছে। আগের কমেন্টটা উইথড্র করলাম।
২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: বিনয়ী হোন।
১৮| ২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সেই আমলে জ্ঞান-বিজ্ঞান এত উন্নত থাকলে এই সমস্ত লোকেরা ধর্ম প্রচারের নামে এইসব আজেবাজে ভ্রান্ত ধারণা প্রচার করার সুযোগও পেত না।
কেননা জ্ঞান-বিজ্ঞানের চর্চা থাকলে, শিক্ষার প্রসার থাকলে এই জাতীয় চিন্তাভাবনা মানুষের মাঝে ঠাঁই পেত না।
আত্ন সচেতন ও উন্নত চিন্তা চেতনার অধিকারী মানুষ লজিক বিহীন কোন কিছুই বিশ্বাস করত না।
যেটা চৌদ্দশ বছর আগে মানুষের উপরে খুব সহজভাবে চাপিয়ে দিতে পেরেছি কতিপয় চালাকচতুর বাজে লোক।
২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: সহমত।
১৯| ২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সেই আমলে জ্ঞান-বিজ্ঞান এত উন্নত থাকলে এই সমস্ত লোকেরা ধর্ম প্রচারের নামে এইসব আজেবাজে ভ্রান্ত ধারণা প্রচার করার সুযোগও পেত না।
কেননা জ্ঞান-বিজ্ঞানের চর্চা থাকলে, শিক্ষার প্রসার থাকলে এই জাতীয় চিন্তাভাবনা মানুষের মাঝে ঠাঁই পেত না।
আত্ন সচেতন ও উন্নত চিন্তা চেতনার অধিকারী মানুষ লজিক বিহীন কোন কিছুই বিশ্বাস করত না।
যেটা চৌদ্দশ বছর আগে মানুষের উপরে খুব সহজভাবে চাপিয়ে দিতে পেরেছি কতিপয় চালাকচতুর বাজে লোক।
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: সহমত।
২০| ২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভবিষ্যতের মানুষ হবে আরো বেশী ভাগ্যবান।
তারা টিভি /ইউটিউবে সরাসরি হজরত ইসা আ্ঃ এর পৃথিবীতে আগমন করা দেখবে।
ইমাম মেহেদীর আগমন দেখতে পাবে।
তাদের মতো ভাগ্যবান হয়তো আমরাও নই।
২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: বিনোদন।
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪০
কথক আরমান বলেছেন: নিম্নমানের লেখা আর সস্তা চিন্তা।