নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হাতের পাঁচ

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ২:৪৪



১। বাসায় আপনি একা।
রাত দুইটা আপনার ঘুম আসছে না। খালি বাসায় কেমন ভয় ভয় লাগছে। ভয়ে সব ঘরের বাতি জ্বেলে রেখেছেন। বারান্দা, কিচেন এবং বাথরুমের লাইটও জ্বলছে। চারিকদে এত আলো তবু আপনার ভয় কমছে না। আপনার মনে হচ্ছে, কেউ একজন দরজার আড়াল থেকে আপনাকে উঁকি দিয়ে দেখছে।

২। আপনি একজন ভদ্র মানুষ।
অথচ একটা অন্যায় দেখেছেন। কিন্তু কিছু বলতে পারছেন না। করতে পারছেন না। আপনার খুব রাগ লাগছে। অথচ হাতে ক্ষমতা নাই। তাই চুপ করে আছেন। মনে মনে রাগে ফেটে পড়ছেন। তখন মনে মনে কুৎসিত কিছু গালি দিন। দেখবেন ভালো লাগছে। কেমন শান্তি শান্তি লাগছে। পরীক্ষিত। দুষ্টলোকদের গালি দিয়ে পাপ হয় না।

৩। রাত আড়াই টা।
আপনার মোবাইল ফোন বাজছে। আপনি অবাক এত রাতে কে ফোন দিলো। কোনো দুঃসংবাদ না তো? হ্যা, দুঃসংবাদ আপনার ক্লোজ ফ্রেন্ড স্ট্রোক করে মারা গেছে। যাই হোক, তার জানাজা পড়লেন। এবং কবর দিয়ে মন খারাপ করে বাসায় ফিরলেন। বাসায় এসে দেখেন আপনার মৃত বন্ধু ড্রয়িং রুমে বসে আছে।

৪। স্ত্রীকে বলেছেন, আজ ঘরে ইফতার তৈরি করার দরকার নেই।
বাসায় ফেরার সময় দোকান থেকে ইফতারী কিনে আনবেন। বাসার কাছের দোকান থেকে ইফতারী কিনলেন। বাসায় ফিরলেন। কিছুক্ষনের মধ্যেই আযান দিবে। সবাই মিলে খেতে বসেছেন। জিলাপী মুখে দিয়ে দেখলেন নরম জিলাপী। বাসী জিলাপী। পিয়াজুটাও বাসী। বাসী জিনিস দেওয়ার অপরাধে, পরের দিন গিয়ে একটা থাপ্পর দিয়ে আসলেন।

৫। শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়েছেন।
আলমারি, টিভি, ফ্রিজ, খাট ইত্যাদি। অথবা যৌতুক নেন নি। শ্বশুর খুশি হয়েই এসব দিয়েছেন। কিন্তু কোনো ছাড় নেই। আপনার স্ত্রী খাট, টিভি, ফ্রিজ ইত্যাদি জিনিসপত্রের জন্য আপনাকে প্রায়ই কথা শুনাবেন। এর থেকে মাফ নেই। প্রস্তুত থাকুন। আর যদি স্ত্রীর কাছে কটু কথা শুনতে না চান, তাহলে জিনিসপত্রের দাম শ্বশুরকে ফিরিয়ে দিন।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৩:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ আর ৩ নিয়ে দুইটা ছোট গল্প লিখে ফেলেন।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৩:১০

রাজীব নুর বলেছেন: আর কি লিখব!!!
ব্লগ ছেড়েই চলে যাবো। কয়েকজন যা শুরু করছে।
তাদের ভাষা এত নিম্মমানের। ছিঃ।

২| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৩:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩, এমন হলে মন্দ হতো না।

২৪ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১৭

রাজীব নুর বলেছেন: আমার একবার এমন হয়েছে।

৩| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আর কি লিখব!!!
ব্লগ ছেড়েই চলে যাবো। কয়েকজন যা শুরু করছে।
তাদের ভাষা এত নিম্মমানের। ছিঃ।


অপছন্দের জিনিস গায়ে না মাখালেই হয়।
দিন কয় আগে আপনিই কারো মন্তব্যের জবাবে বলেছিলন আপনি কুকুরকে কামরান না। কিন্তু নিজের এলাকা ছেড়ে পালিয়ে যান সেটাতো বলেন নাই!!

২৪ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১৯

রাজীব নুর বলেছেন: না পালাবো না।
আসলে ফেসবুক এবং ব্লগের সমস্যা হলো- যার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস নাই, অথচ সে বাজে কিছু কথা বলে দেয়।

৪| ২৪ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৪২

জিকোব্লগ বলেছেন:



দীর্ঘদিন ধরে আপনার লক্ষণ এবং উপসর্গ দেখে বলা যায় যে আপনার
অত্যধিক-অমোঘ ব্যাধি/Obsessive–compulsive disorder (OCD)
হয়েছে। ভালো চিকিৎসকের শরণাপন্ন হোন। চিকিৎসকের পরামর্শ মেনে
চলে সুস্থ হয়ে উঠুন।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: জাহান্নামে যাও তুমি।

৫| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৩

মেহেদি_হাসান. বলেছেন: আর কি লিখব!!!
ব্লগ ছেড়েই চলে যাবো। কয়েকজন যা শুরু করছে।
তাদের ভাষা এত নিম্মমানের। ছিঃ।


সত্যি বলতে ব্লগে আসি আপনার লেখা পড়তে আপনার লেখায় হুমায়ুন স্যারের স্বাদ পাওয়া যায়। আপনি ব্লগে না লিখলে ব্লগ খালি খালি মনে হবে।

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আপনাকে। ভালো থাকুন।

৬| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ২:১৪

জিকোব্লগ বলেছেন:



লেখক বলেছেন: জাহান্নামে যাও তুমি।

' তুমি ' ব্যবহারে চলে এলেন ! বাহ্ বাহ্ বাহ্ রাজীব নুর !
ড্রাগখোরের রূপটায় দেখাইয়া দিলেন !
আজ ড্র্যাগ কি একটু বেশিই খেয়েছেন?

জাহান্নামতো আপনার পছন্দের জায়গা। অন্যকে আবার আবার টানার কী দরকার
ছিল! ব্লগের স্বার্থেই আপনার মতন এরশাদ ব্লগারকে চির জেনারেল রাখা উচিত।

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: তুই জাহান্নামে যা।

৭| ২৮ শে এপ্রিল, ২০২১ ভোর ৫:৩৯

জিকোব্লগ বলেছেন:



হা হা হা তাহলে, গালাগালি শুরু করে আপনি নিজেকে পিতৃ পরিচয় হীন
রাস্তার ছেলের পর্যায়ে নেমে আনলেন। অবশ্য একজন বেকার জীবন্ত লাশ
রেগে গেলে আর কি বা করবে! আপনাকে অনেক নিকৃষ্ট গালি দিতে পারি।
কিন্তু দিবো না। কারণ রাস্তার ছেলেকে গালি দিতে আমার রুচিতে বাধে।
বরং এইসব পথভ্রষ্ট মাদকখোর ছেলের প্রতি আমার অনেক করুণা হয়।

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: আরো কুৎসিত গালি শুনতে না চাইলে ভাগো।
আমি কাউকে কোনোদিন লাথথি দেই নি, তাঁর মানে এই না যে আমি লাথথি দিতে জানি না।

৮| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:২২

জিকোব্লগ বলেছেন:



কী আশ্চর্য ! এখন বেশিরভাগ ব্লগাররা ও ব্লগ কর্তৃপক্ষ
চায় আপনি তল্পিতল্পাসমেত ব্লগ ছেড়ে ভাগেন। চুরি করে
বহুদিন -ই পার করলেন। বেহায়া না হলে, এবার সামু ব্লগ
থেকেই ভাগেন। আর সাথে অবশ্যই আপনার দুষ্ট গুরুকে
নিতে ভুলবেন না। উহা আপনার চলতি পথে কাজে দিবে।

২১ শে জুন, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: দূর হ শয়তান।
অন্যথায় ঝাড়ু নিয়ে আসবো।

৯| ২৩ শে জুন, ২০২১ রাত ১:৫০

জিকোব্লগ বলেছেন: চোরের মায়ের বড় গলা রে

২৩ শে জুন, ২০২১ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: তুই মানুষ হইলি না।
কেন চুলকাতে আসিছ। গালি শুনতে ভালো লাগে।
এরপরে যদি আবার এরকম করিস কানটা টেনে ছিঁড়ে দিব।

১০| ২৭ শে জুন, ২০২১ রাত ১০:০৬

জিকোব্লগ বলেছেন:



তুই তো একটা চোর। তুই আবার মানুষ
হওয়ার কী বুঝবি রে ! নিশ্চয় তুই এই ধর্ম
তোর বাপের কাছে থেকে পাইছিস।
তোর বউ বাচ্চারাও চোর নাকি ?

২৮ শে জুন, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: তোর বাপ চোর। আমি তোর বাপ।
তুই মানুষ না। অমানুষ।
ধর্ম পেয়েছি তোর বাপের কাছ থেকে। আমার বাপ তো কিছু দিন আগে মারা গেছে।
বউ বাচ্চাকে নিয়ে এলি কেন আবার?
হায়রে ছাগল। কুকুরের ছানা। তোর বাপ মায়ের জন্য আফসোস হচ্ছে।
ভালো হয়ে যায়। তা না হলে এমন গালি দিব, তুই সহ তোর ১৪ গুষ্ঠির কান দিয়ে রক্ত পড়বে।

১১| ২৮ শে জুন, ২০২১ রাত ২:৪৭

জিকোব্লগ বলেছেন:



তুইই তো গালি শুরু করছিস। তোকে তো আমি কোনো গালিই দেইনি।
সত্য কথা বলছি মাত্র। আর সত্য কথা বলাতে তোর মতন চোরের
লাগছে। শোন, তোর মা ও বাপ্ দুইটাই চোর ছিল, তুই সেখান থেকে
চোরের ধর্ম পেয়েছিস, আর সেই ধর্ম তুই তোর বাচ্চাদের দিয়ে যাচ্ছিস।
জেনেটিক্স তাই বলে। আর তোর বৌ একটা চুন্নি। সেই জন্যেই তোর সাথে
মিল হয়েছে। তুই একটা বিশ্ব বেহায়া এরশাদ, তুই একটা চোর !

২৯ শে জুন, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: আরও কিছু বলেন। আপনার আসল রুপ দেখে ভালো লাগছে।
মানুষ হাজার চেষ্টা করেও তার মন্দ টা লুকিয়ে রাখতে পারে না।
যান আপনাকে ক্ষমা করে দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.